পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অন্তৰ্গত অষ্টম শ্রেণী প্রশ্নপত্র ইতিহাস 2025
অষ্টম শ্রেণির ইতিহাস পরীক্ষার প্রশ্ন 2025
অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি ইতিহাস বিষয়ের মডেল প্রশ্নপত্র(Class 8 History 2nd Unit Test Model Question Paper 2025)। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের (Wbbse Class 8 History Question Paper) মডেল প্রশ্ন পত্র (Model Question Paper) এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে 2টি মডেল সেট দিয়েছি। আশা করি ছাত্রছাত্রীরা ইতিহাস বিষয়ের এই মডেল সেট গুলোর প্রশ্ন ও উত্তর(Class 8 History Second Unit Test Question 2025) পড়ে অনেক উপকৃত হবে এবং পরীক্ষা অনেক ভালো ফলাফল করবে। কারণ, ১০০ % পরীক্ষাই Common আসবে এখান থেকে।
WBBSE Class 8 History 2nd Unit Test Syllabus 2025
অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (Class 8 1st Unit Test Question Paper Etihas) ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় -ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, পঞ্চম অধ্যায় - ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ, ষষ্ট অধ্যায় - জাতিয়তাবাদের প্রাথমিক বিকাশ , সপ্তম অধ্যায় - ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। পর্যন্ত পরীক্ষা হবে। তাই এই অধ্যায় গুলি থেকে প্রশ্ন পত্র(Ostom Shrenir History Proshnopotro Uttorsoho) তৈরী করা হয়েছে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন(Etihas Proshno 2025) 50 নম্বরের হবে যেখানে নির্ধারিত সময় 100 মিনিট।
Class 8 2nd Unit Test History Question Paper 2025
8th History Question 2nd Unit Test Exam 2025
Model Set – 1
2nd Summative Evaluation 2025 । দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025
বিষয় - ইতিহাস । পূর্ণমান - 50। সময় -100 মিনিট
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 5 = 5
(i) জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল –
(a) বোম্বাইতে,
(b) গোয়ায়,
(c) মাদ্রাজে
(d) কলকাতায়
উত্তর : - (a) বোম্বাইতে,
(ii) দাদন বলতে বোঝায় -
(a) অগ্রিম অর্থ,
(b) বেগার শ্রম,
(c) চাষ করা
(c) অপচয়
উত্তর : - (a) অগ্রিম অর্থ,
(iii) একজন নীল বিদ্রোহের নেতা হলেন -
(a) তিতুমির,
(b) সিধু কানহু
(c) আব্দুল ওয়াহাব
(d) দিগম্বর বিশ্বাস,
উত্তর : - (d) দিগম্বর বিশ্বাস,
(iv) ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় -
(a) আরবে,
(b) ভারতে,
(c) ইরানে
(d) ইংল্যান্ডে
উত্তর : - (a) আরবে,
(v) ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান -
(a) চরমপন্থীদের কাছে,
(b) ইংরেজদের কাছে,
(c) নরমপন্থীদের কাছে
(d) সাধারণ মানুষের কাছে
উত্তর : - (b) ইংরেজদের কাছে,
2. অতি-সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 1 x 6 = 6
(i) কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন?
উত্তর : - ১৭৭৩ সালে ওয়ারেন হেস্টিংস চালু করেন।
(ii) রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কী বলে ব্যাখ্যা করা হত ?
উত্তর : - ঔপনিবেশিক অর্থনীতির বাণিজ্যিকীকরণ।
(iii) কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় ?
উত্তর : - ১৮৫৪ সালে।
(iv) দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কী বলা হয়?
উত্তর : - সম্পদের বহির্গমন।
(v) কে সতীদাহপ্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন ?
উত্তর : - রাজা রামমোহন রায় এবং লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
(vi) লর্ড নর্থব্রুকের জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল ?
উত্তর : - মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্থানীয় জনগণের মধ্যে ক্রমবর্ধমান বিদ্রোহ এবং ঔপনিবেশিক শাসকদের প্রতি ঘৃণা সৃষ্টিকারী নাটক ও অভিনয় নিয়ন্ত্রণ করা।
3. শূন্যস্থান পূরণ করো : 1 x 4 = 4
(i) নরমপন্থীদের আবেদন-নিবেদন পদ্ধতিকে__________বলে ব্যঙ্গ করা হত ৷
উত্তর : - তিন দিনের তামাশা / রাজনৈতিক ভিক্ষাবৃত্তি।
(ii) আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল________অর্জন করা ।
উত্তর : - স্বরাজ
(iii) ________খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটনগাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি।
উত্তর : - ১৯০৮ খ্রিস্টাব্দে।
(iv) __________বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন।
উত্তর : - লর্ড কার্জন ১৯০৫ সালে।
4. দু-এককথায় উত্তর দাও : 2 x 5 = 10
(i) ‘সূর্যাস্ত আইন’ কী ?
(ii) ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল ?
(iii) শ্রীরামপুরের মিশনারি মার্শম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন্ কোন্ পত্রিকা প্রকাশিত হয় ?
(iv) অর্থনৈতিক জাতীয়তাবাদ কী ?
(v) সভাসমিতির যুগে সমিতিগুলির কী কী উদ্যোগ ছিল?
5. সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো পাঁচটি) 3 x 5 = 15
(i) ঔপনিবেশিক আমলে গ্রামসমাজে মহাজনদের কী ভূমিকা ছিল তা আলোচনা করো ।
(ii) ১৮৫১ থেকে ১৮৬৫ খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কীরূপ ছিল?
(iii) নারীশিক্ষা ও পণ্ডিতা রমাবাঈ সম্পর্কে যা জানো লেখো।
(iv) ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো ।
(v) ‘হিউম-ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব' বলতে কী বোঝো?
(vi) নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো ।
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো দুটি) 5 x 2 = 10
(i) ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো
(ii) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজসংস্কার এবং নারীশিক্ষায় তাঁর কী অবদান ছিল তা আলোচনা করো ।
(iii) বাংলায় বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।
WBBSE Class 8 2nd Unit Test History Question Paper 2025 Term 2
Class-8 Science Second-Unit-Test Important-Question
Model Set – 2
2nd Summative Evaluation 2025 । ক্লাস 8 ইতিহাস প্রশ্ন উত্তর 2024
বিষয় - ইতিহাস । পূর্ণমান - 50। সময় -100 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করো: 1 × 5 = 5
(i) Tenancy Act চালু হয় –
(a) ১৮৮৫ খ্রিস্টাব্দে,
(b) ১৭৮৫ খ্রিস্টাব্দে,
(c) ১৬৮৫ খ্রিস্টাব্দে,
(d) ১৫৮৫ খ্রিস্টাব্দে
উত্তর : -(a) ১৮৮৫ খ্রিস্টাব্দে,
(ii) মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন –
(a) লর্ড বেন্টিঙ্ক,
(b) লর্ড ডাফরিন,
(c) লর্ড ওয়েলেসলি,
(d) লর্ড ক্যানিং
উত্তর : -(d) লর্ড ক্যানিং
(iii) ডিরোজিও ছিলেন –
(a) হিন্দু কলেজের,
(b) মুসলিম কলেজের,
(c) খ্রিস্টান কলেজের,
(d) বৌদ্ধ কলেজের শিক্ষক
উত্তর : -(a) হিন্দু কলেজের শিক্ষক
(iv) ভারতের রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় –
(a) ১৫৫৩ খ্রিস্টাব্দে,
(b) ১৬৫৩ খ্রিস্টাব্দে,
(c) ১৭৫৩ খ্রিস্টাব্দে,
(d) ১৮৫৩ খ্রিস্টাব্দে
উত্তর : - (d) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(v) ‘কুলী-কাহিনী' নিবন্ধ লিখতেন –
(a) দ্বারকানাথ গাঙ্গুলী,
(b) রামকুমার বিদ্যারত্ন,
(c) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার,
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : -(b) রামকুমার বিদ্যারত্ন,
2. এককথায় উত্তর দাও : (যে-কোনো চারটি) 1 x 4 = 4
(i) লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রস্তাবের মূল উদ্দেশ্য কী ছিল ?
উত্তর :- বাংলায় ব্রিটিশ শাসনের সমালোচক ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে দুর্বল করে দেওয়া।
(ii) প্রতি মাইল রেলপথ বানাতে কটি করে স্লিপার লাগত ?
উত্তর : - 2000 টি।
(ii) ব্রিটিশরা কোন্ ঔপনিবেশিক অঞ্চলকে সবচেয়ে দামি ‘রত্ন’ হিসেবে বর্ণনা করত ?
উত্তর : - ভারত
(iv) ১৮৭৯ খ্রিস্টাব্দে কৃষকদের সুবিধার জন্য ঔপনিবেশিক প্রশাসন যে আইনটি রচনা করে তার নাম কী ?
উত্তর : - ডেকান কৃষিবিদ ত্রাণ আইন (Deccan Agriculturists Relief Act)
(v) জেমস অগাস্টাস হিকির প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কী ?
উত্তর : - বেঙ্গল গেজেট , এটি ছিল ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র।
3. শূন্যস্থান পূরণ করো : 1 x 5 = 5
(i) ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন________।
উত্তর : - লর্ড ক্যানিং
(ii) বাহাদুর শাহকে _______ নির্বাসন দেওয়া হয়েছিল।
উত্তর : - বার্মার রেঙ্গুন-e।
(iii) ভারতমাতা - ছবিটি _____________ এর আঁকা ?
উত্তর :- অবনীন্দ্রনাথ ঠাকুর।
(iv)__________খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল।
উত্তর : - 1911 খ্রিস্টাব্দে।
(v) ___________সাগরে কন্যাশিশু ভাসানোর প্রথা নিষিদ্ধ করেছিলেন।
উত্তর : - লর্ড ওয়েলেসলি।
4. শুম্ভ মেলাও : 1 x 5 = 5
ক- স্তম্ভ খ- স্তম্ভ
(i) বঙ্গভঙ্গ (a) আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
(ii) লর্ড নর্থব্রুক (b) প্রার্থনা সমাজ
(iii) রানি ভিক্টোরিয়ার শাসন (c) ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর
(iv) ১৮৭৫ খ্রিস্টাব্দ (d) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন
(v) মহাদেব গোবিন্দ রানাডে (e) লর্ড কার্জন
উত্তর : -
ক- স্তম্ভ খ- স্তম্ভ
(i) বঙ্গভঙ্গ (e) লর্ড কার্জন
(ii) লর্ড নর্থব্রুক (a) আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ (b) প্রার্থনা সমাজ
(iii) রানি ভিক্টোরিয়ার শাসন (c) ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর
(iv) ১৮৭৫ খ্রিস্টাব্দ (d) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন
(v) মহাদেব গোবিন্দ রানাডে
5. নীচের বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল এবং কোনটি ঠিক বেছে নাও : 1 x 5 = 5
(i) হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র।
উত্তর : - ঠিক
(ii) রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তনের অন্যতম উৎসাহী ব্যক্তি ছিলেন ফিলিপ ফ্রান্সিস।
উত্তর : - ভুল। টমাস মুনরো ও আলেকজান্ডার রিড এর প্রবক্তা ছিলেন
(iii) শিবাজি উৎসব চালু করেন সরলা দেবী।
উত্তর : - ভুল। শিবাজী উৎসব বালগঙ্গাধর তিলক চালু করেন, সরলা দেবী নয়।
(iv) রাখীবন্ধন উৎসব প্রচলন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর : - ঠিক
(v) দ্বিতীয় ইঙ্গ-বার্মা যুদ্ধ হয় ১৮৫২ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে।
উত্তর : - ঠিক
6. বেমানান শব্দটি খুঁজে বের করো : 1 x 5 = 5
(i) পণ্ডিতা রমাবাঈ, বেগম রোকেয়া, ভগিনী শুভলক্ষ্মী, রানি লক্ষ্মীবাঈ।
উত্তর : - রানি লক্ষ্মীবাঈ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, নারী শিক্ষা আন্দোলনের সাথে সরাসরি সম্পর্কিত নন। বাকি তিনজন পণ্ডিতা রমাবাঈ, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং ভগিনী শুভলক্ষ্মী নারী শিক্ষা ও নারীর অধিকার নিয়ে কাজ করেছেন।
(ii) আত্মারাম পান্ডুরং, মহাদেব গোবিন্দ রানাডে, জ্যোতিরাও ফুলে, বীরেশলিঙ্গম পাণ্ডুলু।
উত্তর : - বীরেশলিঙ্গম পাণ্ডুলু একজন সাহিত্যিক । আত্মারাম পাণ্ডুরং, মহাদেব গোবিন্দ রানাডে এবং জ্যোতিরাও ফুলে সমাজ সংস্কারক ছিলেন।
(iii) রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী।
উত্তর : - দয়ানন্দ সরস্বতী (আর্য সমাজের প্রতিষ্ঠাতা)। বাকি তিনজন ব্রাহ্মসমাজ এর সঙ্গে যুক্ত ছিলেন।
(iv) বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পান্ডে।
উত্তর : - তিতুমির (বারাসাত বিদ্রোহ)। বাকি তিনজন সিপাহী /মহাবিদ্রোহ এর সঙ্গে জক্ত ছিলেন।
(v) লর্ড কর্নওয়ালিশ, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, অ্যালান অক্টোভিয়ান হিউম।
উত্তর : - অ্যালান অক্টোভিয়ান হিউম (তিনি কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন)। বাকি তিনজন গভর্নর জেনারেল ছিলেন।
7. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : 2 x 4 = 8
(i) কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে দুটি মূল পার্থক্য লেখো।
(ii) প্রার্থনা সমাজ কবে, কার নেতৃত্বে গড়ে উঠেছিল?
(iii) কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো ?
(iv) নব্যবঙ্গ গোষ্ঠী কোন্ কোন্ প্রথার বিরোধিতা করেছিল?
(v) বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা দুটি গুপ্ত সমিতির নাম লেখো ।
৪. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3 x 1 =3
(i) অবশিল্পায়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো ।
(ii) কংগ্রেসের সুরাট অধিবেশন সম্পর্কে বর্ণনা করো। ।
9. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 5 x 2 = 10
(i) রেলব্যবস্থা সম্পর্কে টীকা লেখো।
(ii) নীল বিদ্রোহ সম্পর্কে ব্যাখ্যা দাও ।
(iii) চরমপন্থীদের স্বরাজ ভাবনা সম্পর্কে লেখো ।
Enter Your Comment