পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অষ্টম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর 2025
অষ্টম শ্রেণীর ভূগোল – মেঘ-বৃষ্টি / Wbbse Class 8 Question & Answers
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর সিরিজের মধ্যে আজকে তোমাদের জন্য থাকছে পঞ্চম অধ্যায় মেঘ-বৃষ্টি প্রশ্ন ও উত্তর (Class Eight Vugol Megh o Bristi Proshno o Uttor)। ভালো করে প্রশ্ন ও উত্তরগুলো বাড়িতে বসে প্রাকটিস করো এবং আমাদের কমেন্ট করে জানাতো পারো তোমার এই পোস্টটি কেমন লাগলো এবং এর সাথে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটিও আমাদের জানাতে পারো ।
Class Eight Amader Prithibi - Megh o Bristi MCQ Questions । প্রশ্নের মান - 1
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
(i) সূর্যের তাপে জলের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হওয়াকে বলে -
(৯) ঘনীভবন,
(b) বাষ্পীভবন,
(c) অধঃক্ষেপণ,
(d)পরিচলন।
উত্তর : - (b) বাষ্পীভবন,
(ii) ভূপৃষ্ঠে যা কুয়াশা, আকাশে সেটাই –
(a) শিশির,
(b) বৃষ্টিপাত,
(c) মেঘ,
(d) তুষারপাত
উত্তর : (c) মেঘ
(iii) ঠিক জোড়াটি নির্বাচন করো -
(a) বজ্রপাতসহ প্রবল বৃষ্টি – সিরাস মেঘ,
(b) জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া – বাষ্পীভবন,
(c) বৃষ্টিচ্ছায় অঞ্চল – পর্বতের প্রতিবাত ঢাল,
(d) ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ – ঘূর্ণবাতের চোখ।
উত্তর : (d) ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ ঘূর্ণবাতের চোখ
(iv) বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে, সেটি হল -
(a) সিরোকিউমুলাস,
(b) অল্টোকিউমুলাস,
(c) স্ট্যাটাস,
(d) কিউমুলোনিম্বাস
উত্তর : (d) কিউমুলোনিম্বাস
(v) মাঝারি উচ্চতার যে মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়, তা হল –
(a) সিরাস,
(b) সিরোকিউমুলাস,
(c) অল্টোস্ট্যাটাস,
(d) স্ট্যাটোকিউমুলাস।
উত্তর : (c) অল্টোস্ট্যাটাস
(vi) চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থানকারী মেঘ হল -
(a) সিরোকিউমুলাস,
(b) সিরোস্ট্যাটাস,
(c) অন্টোকিউমুলাস,
(d) অস্টোস্ট্যাটাস।
উত্তর : - (b) সিরোস্ট্যাটাস,
(vii) ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় _______অক্ষাংশের মধ্যে
(a) 5° -20°
(b) 15° -25°
(c) 25° -35°
(d) 5° -15°
উত্তর : - (a) 5° -20°
(viii) বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাত দেখা যায় তার নাম -
(a) টাইফুন
(b) হ্যারিকেন
(c) সাইক্লোন
(d) কোনোটিই নয়
(ix) ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণবাত দেখা যায় তার নাম -
(a) টাইফুন
(b) হ্যারিকেন
(c) সাইক্লোন
(d) কোনোটিই নয়
উত্তর : - (b) হ্যারিকেন
(x) মেঘের মধ্যে যে জলকণাগুলি থাকে তার ব্যাস হল –
(a) 1 মিমি
(b) 0.1 মিমি
(c) 0.02মিমি
(d) 0.001 মিমি
উত্তর: (c) 0.02মিমি
(xi) Bumpy Cloud নাম পরিচিত –
(a) সিরোকিউমুলাস,
(b) সিরোস্ট্যাটাস,
(c) অন্টোকিউমুলাস,
(d) অস্টোস্ট্যাটাস।
উত্তর : - (a) সিরোকিউমুলাস,
(xii) _________ মেঘে আকাশ ছেয়ে থাকলে তাকে ম্যাকারেল আকাশ বলে।
(a) সিরোকিউমুলাস,
(b) সিরোস্ট্যাটাস,
(c) অন্টোকিউমুলাস,
(d) অস্টোস্ট্যাটাস।
উত্তর : - (a) সিরোকিউমুলাস,
(xiii) আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক দেখা যায়-
(a) মধ্যরাতে
(b) বিকেলের শেষে
(c) ভোরবেলায়
(d) দুপুর ১২টার সময়
উত্তর: c) ভোরবেলায়।
(xiv) কোন্ মেঘের কারণে পর্বতারোহী ও বিমানচালকদের পক্ষে খুব অসুবিধা হয়?
(a) কিউমুলোনিম্বাস
(b) স্ট্রাটাস
(c) সিরাস
(d) অল্টোস্ট্রাটাস
উত্তর: (b) স্ট্রাটাস
(xv) শীতকালে স্ট্রাটাস (Stratus) মেঘ থেকে সাধারণত কী ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে?
(a) তুষারপাত
(b) শিলাবৃষ্টি
(c) গুঁড়িগুড়ি বৃষ্টি
(d) মুষলধারে বৃষ্টি
উত্তর: (c) গুঁড়িগুড়ি বৃষ্টি।
(xvi) পেঁজা তুলোর মতো দেখতে কোন মেঘ ?
(a) সিরোকিউমুলাস,
(b) সিরোস্ট্যাটাস,
(c) অন্টোকিউমুলাস,
(d) অস্টোস্ট্যাটাস।
উত্তর : - (a) সিরোকিউমুলাস,
(xvii) একটি মাঝারি উচ্চতার মেঘ হলো -
(a) সিরোকিউমুলাস,
(b) সিরোস্ট্যাটাস,
(c) সিরাস
(d) অস্টোস্ট্যাটাস।
উত্তর : - (a) (d) অস্টোস্ট্যাটাস।
Class 8 Geography Fourth Chapter Chapboloi o Bayuprobaho Questions and Answers
2. নীচের বিবৃতিগুলির কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো :
(i) সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়।
উত্তর : - শুদ্ধ
(ii) সব ধরনের মেঘ থেকেই অধঃক্ষেপণ হয়।
উত্তর : - অশুদ্ধ
(iii) শিশির একপ্রকার অধঃক্ষেপণ।
উত্তর : - অশুদ্ধ
(iv) আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে উয়তার সম্পর্ক ব্যস্তানুপাতিক।
উত্তর : - শুদ্ধ
(v) বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে মেঘের সৃষ্টি হয়।
উত্তর : - অশুদ্ধ
(vi) জলীয়বাষ্পের জলকণার পরিনিত হওয়াকে বলা হয় ঘনীভবন।
উত্তর : - শুদ্ধ
(vii) বৃষ্টিপাত হলো অধঃক্ষেপনের উদাহরণ।
উত্তর : - শুদ্ধ
(viii) শিলং -এর বার্ষিক গড় বৃষ্টিপাত 2,207 মিমি ।
উত্তর : - শুদ্ধ
মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
3. শূন্যস্থান পূরণ করো :
(i) সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি ______মিমি।
উত্তর : 0.02
(ii) জল ও _______________সহ অধঃক্ষেপণ হতে দেখা যায়।
উত্তর : বরফ
(iii) যে প্রক্রিয়ায় জল তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়, তাকে বলে_____________।
উত্তর : বাষ্পীভবন
(iv) কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে______রেখার সাহায্যে যুক্ত করা হয়।
উত্তর : সমবর্ষণ
(v)__________মেঘের উপস্থিতি বিমান চালনায় অসুবিধা সৃষ্টি করে।
উত্তর : স্ট্যাটাস
(vi) অসংখ্য _________আশ্রিত জলকণাকেই মেঘ বলে।
উত্তর : ধূলিকণা
(vii) জলকণা ও তুষার কোনার মিশ্রিত রূপ হলো _____।
উত্তর : - স্লিট
(viii) গুড়ি গুড়ি বৃষ্টিপাতে বৃষ্টির জলকণার গড় ব্যাস _____।
উত্তর : - 0.5 মিমি এর কম।
(ix) বৃষ্টিপাত পরিমাপ করা হয় _________যন্ত্রের সাহায্যে।
উত্তর : - রেনগজ
(x) জলের বাস্পে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে ________বলে।
উত্তর : - বাষ্পীভবন।
(xi) ______মেঘে বজ্রবিদ্যুৎ সহ প্রচুর ঝড় বৃষ্টি হয়।
উত্তর : - কুমুলোনিম্বাস
Class 8 Geography মেঘ বৃষ্টি Question Answer
4. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) বেশি উচ্চতার মেঘ (a) Bumpy Cloud
(ii) অন্টোস্ট্যাটাস (b) সিরাস
(iii) স্ট্যাটোকিউমুলাস (c) মাঝারি উচ্চতার মেঘ
উত্তর : -
(i) বেশি উচ্চতার মেঘ (b) সিরাস
(ii) অন্টোস্ট্যাটাস (c) মাঝারি উচ্চতার মেঘ
(iii) স্ট্যাটোকিউমুলাস (a) Bumpy Cloud
মেঘ ও বৃষ্টি class 8 pdf। Megh-Bristi Geography Chapter 5
D. নীচের প্রশ্নগুলির দু-একটি শব্দে উত্তর দাও :
(i) বায়ুমণ্ডলের কোন্ স্তরে আবহাওয়ার পরিবর্তন ঘটে?
উত্তর : - ট্রপোস্ফিয়ার
(ii) তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকলে কী প্রকার অধঃক্ষেপণের সম্ভাবনা থাকে?
উত্তর : - তুষারপাত
(iii) একটি নিম্ন উচ্চতার মেঘের উদাহরণ দাও।
উত্তর : - স্ট্রাটোকুমুলাস
(iv) 'ম্যাকারেল আকাশ' শব্দটি কোন্ মেঘের সঙ্গে সম্পর্কযুক্ত?
উত্তর : - সিরোকিউমুলাস
(v) 'শৈল' কথার অর্থ কি ?
উত্তর : - পর্বত।
(vi) বায়ুর কোন্ স্তরে মেঘ সৃষ্টি হয় ?
উত্তর : - বায়ুর টুপোস্ফিয়ার স্তরে মেঘ সৃষ্টি হয় ।
(vii) পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় কি নামে পরিচিত ?
উত্তর : - টাইফুন।
(viii) ২০০৯ সালে বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতের নাম কি ?
উত্তর : - আয়লা
(ix) ২০১৩ সালে বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতের নাম কি ?
উত্তর : - ফাইলিন
(x) শিশিরাঙ্ক কাকে বলে ?
উত্তর : - যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ুর শিশিরাঙ্ক।
(xi) পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে সাধারণত কোন মেঘে?
উত্তর : - কিউমুলোনিম্বাস .
(xii) পাখির পালকের মতো দেখতে কোন মেঘ ?
উত্তর : - সিরাস
(xiii) নিম্ন উচ্চতায় কোন কোন মেঘ দেখতে পাওয়া যায়?
উত্তর : - স্ট্র্যাটো কিউমুলাস, স্ট্র্যাটাস, নিম্বো মেঘ।
(xiv) সম্পৃক্তবায়ু কাকে বলে ?
উত্তর : - কোনো নির্দিষ্ট উয়তায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে ওই বায়ু সম্পৃক্তবায়ু।
(xv) অধঃক্ষেপন কাকে বলে ?
উত্তর : - পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকনা (তরল বা কঠিন অবস্থায়) ভুপৃষ্টে নেমে এলে তাকে অধঃক্ষেপন বলে .
অষ্টম শ্রেণীর ভূগোল - মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
১. নীচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দে উত্তর দাও :
(i) অনেক উঁচু মেঘে জল কী অবস্থায় থাকে?
উত্তর : - উচ্চ মেঘে জল প্রধানত বরফের স্ফটিক (ice crystal) আকারে থাকে, কারণ এই উচ্চতায় তাপমাত্রা প্রায়শই ০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকে।
(ii) অধঃক্ষেপণ কাকে বলে ?
উত্তর : - জলীয় বাষ্প যখন মেঘের আকারে ঘনীভূত হয়ে, বড় হয়ে, মাধ্যাকর্ষণের প্রভাবে জলকণা বা বরফকণা আকারে মাটিতে পতিত হয়, তখন তাকে অধঃক্ষেপণ বলে।
উদাহরণ: বৃষ্টি (Rainfall),তুষারপাত (Snowfall),শিলাবৃষ্টি (Hail), গুঁড়িগুড়ি বৃষ্টি (Drizzle) ।
(iii) সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন ?
উত্তর : - সব মেঘ থেকে বৃষ্টি হয় না কারণ মেঘে উপস্থিত জলকণাগুলো সব সময় এত বড় বা ভারী হয় না যে তারা পৃথিবীর পৃষ্ঠে পড়ে আসতে পারে।
(iv) শরৎকালে পশ্চিমবঙ্গের আকাশে তুমি দেখতে পাও এমন দুটি মেঘের নাম লেখো। তাদের একটি করে বৈশিষ্ট্য লেখো।
উত্তর : - সিরাস মেঘ (Cirrus Cloud)
বৈশিষ্ট্য: এই মেঘ খুব উচ্চতায় গঠিত হয়, দেখতে সাদা, পাতলা ও পেঁচানো তুলোর মতো হয়।
(v) আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে ?
উত্তর : - কোনো নির্দিষ্ট উয়তায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উয়তায় ঐ বায়ুকে সম্পৃক্ত
করার জন্য যে পরিমাণ জলীয়বাষ্প প্রয়োজন—এই দুই-এর অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। এই আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়।
Class Eight Question & Answers Solution
4. নীচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দে উত্তর দাও :
(i) উদাহরণসহ ঘনীভবন প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর : - ঘনীভবন হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে আবার জলকণায় পরিণত হয়। অর্থাৎ, গ্যাস অবস্থার জল যখন তরল অবস্থায় ফিরে আসে, তখন তাকে ঘনীভবন বলে।
ঘনীভবনের প্রক্রিয়া : -
a) সূর্যের তাপে জল (নদী, পুকুর, সমুদ্র থেকে) বাষ্পে পরিণত হয়।
b) এই বাষ্প হালকা হওয়ায় উপরের দিকে উঠে যায়।
c) উপর দিকে ঠান্ডা বায়ুর সংস্পর্শে আসলে বাষ্পের তাপমাত্রা কমে যায়।
d) বায়ু যখন সম্পৃক্ত হয়ে পড়ে, তখন অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভবিত হয়ে জলকণায় পরিণত হয়।
e) এই জলকণাগুলো ধূলিকণার ওপর জমে মেঘ তৈরি করে।
(ii) বৃষ্টিপাত কীভাবে ঘটে ও কয় প্রকার?
উত্তর : - সূর্যের তাপে নদী, হ্রদ, পুকুর বা জলাশয়ের জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্প আকাশে উঠে গিয়ে ধূলিকণার আশ্রয়ে মেঘ তৈরি করে। যখন মেঘের মধ্যে জলকণাগুলি ঘনীভূত হয়ে বড় ও ভারী হয়ে যায়, তখন তারা আর আকাশে ভেসে থাকতে পারে না। ফলে, পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে এই জলকণাগুলি নিচে পড়ে — এটিই বৃষ্টিপাত।
বৃষ্টিপাত সাধারণত তিন ধরনের হয়ে থাকে:
a) পরিচলন বৃষ্টিপাত (Convectional Rainfall):
সূর্যের তাপে ভূমি গরম হয়ে যায় এবং সেইসঙ্গে বায়ুও গরম হয়। এই গরম বায়ু উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে এবং বৃষ্টি হয়।
b) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত (Orographic Rainfall):
বায়ু যখন পাহাড় বা পর্বতের ঢালে উঠে, তখন ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে এবং বৃষ্টি হয়।
c) ঘূর্ণ বৃষ্টিপাত (Cyclonic Rainfall):
নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের ফলে বায়ু উপরের দিকে উঠে গিয়ে মেঘ তৈরি করে এবং বৃষ্টিপাত ঘটায়।
(iii) মেঘ কীভাবে সৃষ্টি হয়?
উত্তর : - মেঘ তৈরি হয় জলীয় বাষ্প থেকে। সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুরের জল গরম হয়ে বাষ্পে রূপান্তরিত হয় এবং সেই বাষ্প বাতাসে মিশে যায়। এছাড়াও গাছপালার পাতার মাধ্যমে বাষ্পমোচনের ফলে বাতাসে আরও জলীয় বাষ্প জমা হয়।
এই জলীয় বাষ্প হালকা হওয়ায় সহজেই উপরের দিকে উঠে যায়। উপরের দিকে ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে বাতাসের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। যখন এই আর্দ্র বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে (dew point) পৌঁছায়, তখন তা সম্পৃক্ত (saturated) হয়ে পড়ে।
এরপর যদি বায়ু আরও শীতল হয়, তবে অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলো বাতাসে ভেসে থাকা ধূলিকণা বা লবণকণার ওপর জমে গিয়ে মেঘ তৈরি করে।
সাধারণত প্রতিটি জলকণার ব্যাস হয় প্রায় ০.০২ মিলিমিটার। মেঘ মূলত বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ট্রপোস্ফিয়ারে গঠিত হয়।
(iv) ‘ ঘূর্ণবাতের চোখ ’ কী ?
উত্তর : - ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় দুই গোলার্ধের 5 ° -20 ° অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে । এই ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সব থেকে কম থাকে । তাই এই অংশের নাম ‘ ঘূর্ণবাতের চোখ ‘ । এখানে আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকে ।
(v) শিলাবৃষ্টি কাকে বলে ?
উত্তর : - ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে অনেক সময় জলকণাগুলো অনেক উঁচুতে উঠে যায়। সেখানে জলকণাগুলো দ্রুত ঠান্ডা হয়ে বরফের টুকরোতে পরিণত হয়। বরফের টুকরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। একেই বলে শিলাবৃষ্টি (Hailstorm)। শিলাবৃষ্টিতে ঘর-বাড়ি এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়। পশ্চিমবঙ্গে বসন্ত ও গ্রীষ্মকালে মাঝে মাঝে শিলাবৃষ্টি হতে দেখা যায়।
(vi) তুষারপাত (Snowfall) কাকে বলে ?
উত্তর : - সাধারণত শীতপ্রধান দেশে এবং উঁচু পার্বত্য অঞ্চলে জলীয়বাষ্পযুক্ত বায়ু হিমাঙ্কের থেকে কম উয়তায় ঘনীভূত হলে জলকণার বদলে সরাসরি বরফ কণায় তুষারপাত বা তুষারে পরিণত হয়। এই তুষার মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠে ঝড়ে পড়লে তাকে বলে তুষারপাত (সনৌফেলল)।
(vii) ঘূর্ণবৃষ্টি কীভাবে ঘটে?
ঘূর্ণবৃষ্টির উৎপত্তি হয় সাধারণত তখন, যখন কোনো নির্দিষ্ট অঞ্চলে ভূমি খুব দ্রুত উত্তপ্ত হয়। এর ফলে সেখানকার বায়ু গরম হয়ে হালকা হয় এবং উপর দিকে উঠে যায়। এইভাবে জায়গাটিতে একটি গভীর নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়।
এই নিম্নচাপ কেন্দ্রকে ঘিরে চারদিকের বায়ুচাপ তুলনামূলকভাবে বেশি থাকে। তাই চারদিক থেকে ঠান্ডা ও ভারী বায়ু প্রবল বেগে সেই নিম্নচাপের দিকে ছুটে আসে। এই ঘূর্ণায়মান বায়ু উপরের দিকে উঠে ঘূর্ণাবর্ত সৃষ্টি করে — এটিই ক্রান্তীয় ঘূর্ণাবাত (Tropical Cyclone)।
উপরে উঠতে থাকা বায়ু ক্রমে ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং বজ্র-বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিকেই ঘূর্ণবৃষ্টি (Cyclonic Rainfall) বলা হয়।
CLASS 8 GEOGRAPHY SUGGESTION // অষ্টম শ্রেণী ভূগোল সাজেশন
5. নীচের প্রশ্নগুলির অনধিক ৪০টি শব্দে উত্তর দাও :
(i) শৈলোৎক্ষেপ বৃষ্টির একটি চিহ্নিত চিত্র আঁকো।
অথবা, চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো।
(ii) অধঃক্ষেপণের সম্পূর্ণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। পঠন সেতু
Enter Your Comment