Class 8 Geography Fourth Chapter Chapboloi o Bayuprobaho Questions and Answers
অষ্টম শ্রেণীর ভূগোল – চাপবলয় ও বায়ুপ্রবাহ / Class 8 Question & Answers
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর সিরিজের মধ্যে আজকে তোমাদের জন্য থাকছে চতুর্থ অধ্যায় চাপবলয় ও বায়ুপ্রবাহ প্রশ্ন ও উত্তর (Class Eight Vugol Chapboloi o Bayuprobaho Proshno o Uttor)। ভালো করে প্রশ্ন ও উত্তরগুলো বাড়িতে বসে প্রাকটিস করো এবং আমাদের কমেন্ট করে জানাতো পারো তোমার এই পোস্টটি কেমন লাগলো এবং এর সাথে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটিও আমাদের জানাতে পারো ।
Class Eight Amader Prithibi - Chapboloi o Bayuprobaho MCQ Questions । প্রশ্নের মান - 1
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
(i) পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তি হল –
(a) চন্দ্র,
(b) সূর্য,
(c) শুক্র,
(d) মঙ্গল।
উত্তর : (b) সূর্য
(ii) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর-পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়।
(a) সুমেরু উচ্চচাপ বলয় থেকে,
(b) মকরীয় উচ্চচাপ বলয় থেকে,
(c) কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে,
(d) কুমেরু উচ্চচাপ বলয় থেকে।
উত্তর : (c) কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে
(iii) তুমি যদি মাঝসমুদ্রে একটি জাহাজে ‘ডোলড্রামস'-এ থেমে থাকো তাহলে তুমি –
(a) সুমেরু বৃত্তীয়,
(b) মকরীয়,
(c) কর্কটক্রান্তিয়
(d) নিরক্ষীয় এলাকায় আছো।
উত্তর : (d) নিরক্ষীয় এলাকায়
(iv) আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হল -
(a) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু,
(b) উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু,
(c) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু,
(d) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব
উত্তর : (c) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু
(v) কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হল -
(a) দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু,
(b) উত্তর-পূর্ব আয়ন বায়ু,
(c) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু,
(d) উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু
উত্তর : (b) উত্তর-পূর্ব আয়ন বায়ু
(vi) আয়ন বায়ু হিসেবে পরিচিত বায়ুটির সঠিক নাম কোনটি?
(a) পশ্চিমা বায়ু
(b) বাণিজ্য বায়ু
(c) শীতল বায়ু
(d) উপরের কোনোটিই নয়
উত্তর: (b) বাণিজ্য বায়ু
(vii) ‘ডোলড্রামস'-কথাটির অর্থ কি ?
(a) উত্তাল সমুদ্র
(b) শীতল বায়ু
(c) শান্তাবস্থা
(d) গেলুসাকের সূত্র
Ans: (c) শান্তাবস্থা
(viii) মেরু বায়ু সাধারণত পৃথিবীর কোন অক্ষাংশ অঞ্চল থেকে প্রবাহিত হয়?
(A) 0° – 10° অক্ষাংশ অঞ্চল থেকে
(B) 10° – 30° অক্ষাংশ অঞ্চল থেকে
(C) 30° – 60° অক্ষাংশ অঞ্চল থেকে
(D) 70° – 80° অক্ষাংশ অঞ্চল থেকে
উত্তর: (D) (D) 70° – 80° অক্ষাংশ অঞ্চল থেকে
(ix) পশ্চিমা বায়ু প্রবাহিত হয় ____এর মধ্যে।
(A) 0° – 10° অক্ষাংশ অঞ্চল
(B) 10° – 30° অক্ষাংশ অঞ্চল
(C) 35° – 60° অক্ষাংশ অঞ্চল
(D) 70° – 80° অক্ষাংশ অঞ্চল
উত্তর : - (C) 35° – 60° অক্ষাংশ অঞ্চল
(x) আয়ন বায়ু প্রবাহিত হয় ____এর মধ্যে।
(A) 0° – 10° অক্ষাংশ অঞ্চল
(B) 5° – 25° অক্ষাংশ অঞ্চল
(C) 35° – 60° অক্ষাংশ অঞ্চল
(D) 70° – 80° অক্ষাংশ অঞ্চল
উত্তর : - (B) 5° – 25° অক্ষাংশ অঞ্চল
(xi) ‘অশ্ব অক্ষাংশ’ নামে পরিচিত –
(A) 25°-35°
(B) 35°-45
(C) 45°-55°
(D) 55°-65° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ
উত্তর : - (A) 25°-35° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ।
(xii) ভূপৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় আছে –
(A) 3টি
(B) 5টি
(C) 7টি
(D) 9টি
Ans: (C) 7টি।
অষ্টম শ্রেণীর ভূগোল – চতুর্থ অধ্যায় "চাপবলয় ও বায়ুপ্রবাহ" প্রশ্ন ও উত্তর। প্রশ্নের মান - 1
2. A. নীচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো :
(i) উপক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে।
উত্তর : - অশুদ্ধ
(ii) বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।
উত্তর : - শুদ্ধ
(ii) পশ্চিমা বায়ু একপ্রকার স্থানীয় বায়ু।
উত্তর : - অশুদ্ধ
(iv) রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়।
উত্তর : - অশুদ্ধ
(v) ভারতে প্রবাহিত সতাহনীয় বায়ু হলো লু এবং আঁধি।
উত্তর : - শুদ্ধ
(vi) রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ুর নাম চিনুক।
উত্তর : - শুদ্ধ
(vii) 22 ডিসেম্বর তারিখে সূর্যরশ্মি মকর সংক্রান্তি রেখার উপর লম্ব ভাবে পরে।
উত্তর : - শুদ্ধ
WBBSE Class 8 Geography Chapter 4 Complete Solution। প্রশ্নের মান - 1
B. শূন্যস্থান পূরণ করো :
(i) যে বায়ু বছরের নির্দিষ্ট সময়ে বিরাট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, তাকে বলে________বায়ু।
উত্তর : - সাময়িক
(ii) নিরক্ষীয় অঞ্চলে সারাবছর_______চাপ বিরাজ করে।
উত্তর : নিম্ন
(iii) একটি সাময়িক বায়ুর উদাহরণ হল______বায়ু।
উত্তর : মৌসুমি
(iv) উত্তর-পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হল ________।
উত্তর : লু
(v) সারাবছর প্রবল উয়তাজনিত কারণে যে চাপবলয়টি গঠিত হয়েছে, সেটি হল_________।
উত্তর : নিম্নচাপ বলয়
(vi) স্থানীয়ভাবে বায়ুর চাপগত পার্থক্যের জন্য যে প্রবল শক্তিজনিত বায়ুপ্রবাহের সৃষ্টি হয়, তা হল ________।
উত্তর : ঘূর্ণবাত
(vii) আড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলের শীতল বায়ুর নাম ____।
উত্তর : - বোরো।
(viii) স্থল বায়ুর গতিবেগ ________ দিকে বেড়ে যায়।
উত্তর : - ভোরে
(ix) __________তারিখে সূর্যরশ্মি কর্কট সংক্রান্তি রেখার উপর লম্ব ভাবে পরে।
উত্তর : - 21 জুন।
(x) নাতিশীতোষ্ণ তৃণভূমির উদাহরণ _________।
উত্তর : - মধ্য এশিয়ার স্তেপ তৃণভূমি অঞ্চল ।
চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর । প্রশ্নের মান - 1
C. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও :
ক- স্তম্ভ খ-স্তম্ভ
(i) অশ্ব অক্ষাংশ (a) রকি পার্বত্য অঞ্চল
(ii) চিনুক (b) বৈপরীত্য উত্তাপ
(iii) উপত্যকা বায়ু (c) গর্জনশীল চল্লিশা
(iv) পশ্চিমা বায়ু (d) কর্কটীয় শান্তবলয়
(v) নিয়ত বায়ু (e) আমফান / উমপুন
(vi) সাময়িক বায়ু (f) লু / চিনুক
(vii) স্থানীয় বায়ু (g) মৌসুমি বায়ু
(viii) আকস্মিক বায়ু (h) আয়ন বায়ু
উত্তর : -
(i) অশ্ব অক্ষাংশ (d) কর্কটীয় শান্তবলয়
(ii) চিনুক (a) রকি পার্বত্য অঞ্চল
(iii) উপত্যকা বায়ু (b) বৈপরীত্য উত্তাপ
(iv) পশ্চিমা বায়ু (c) গর্জনশীল চল্লিশা
(v) নিয়ত বায়ু (h) আয়ন বায়ু
(vi) সাময়িক বায়ু (g) মৌসুমি বায়ু
(vii) স্থানীয় বায়ু (f) লু / চিনুক
(viii) আকস্মিক বায়ু (e) আমফান / উমপুন
WBBSE Board Class 8th (অষ্টম শ্রেণি) আমাদের পৃথিবী Chapter 4 Chapboloi O Bayuprobaho Proshno o Uttor
D. নীচের প্রশ্নগুলির দু-একটি শব্দে উত্তর দাও :
(i) মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর চাপ সাধারণত কেমন থাকে?
উত্তর : - নিম্নচাপ
(ii) কোন্ অঞ্চলে সর্বদা উচ্চচাপ বিরাজ করে?
উত্তর : - মেরু
(iii) প্রতিপ ঘূর্ণিবাতে কি ধরণের আবহাওয়া নির্দেশ করে ?
উত্তর : - মেঘমুক্ত , শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া নির্দেশ করে।
(iv) মিস্টাল কোন্ প্রকার বায়ু ?
উত্তর : - স্থানীয়
(v) লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুর নাম কি ?
উত্তর : - সিরোক্ক।
(vi)
(vii) গর্জনশীল চল্লিশা (Roaring Forties ) কী ?
উত্তর : - ৪০° দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু।
(viii) ক্রোধোন্মত্ত পঞ্চাশ (Howling Fifties) কী ?
উত্তর : - ৫০° দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ড গতিতে প্রবাহিত উন্মত্ত পশ্চিমা বায়ু।
(ix) তীক্ষ্ণ চিৎকারকারী ষাট (Screaming Sixties) কী ?
উত্তর : - ৬০° দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু।
Ostom Shrenir Vugol Choturtho Odhyai Chapboloi O Bayuprobaho । মান - 2
3. নীচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দে উত্তর দাও : মান - 2
(i) আকস্মিক বায়ু কাকে বলে?
উত্তর : - পৃথিবী-পৃষ্ঠের স্বল্প পরিসর স্থানে চাপের পার্থক্যের কারণে হঠাৎ করে অনিয়মিতভাবে প্রবাহিত বায়ু হলো আকস্মিক বায়ু (Variable Wind)। কালবৈশাখী একটি আকস্মিক বায়ুপ্রবাহ ।
(ii) কোন্ অবস্থাকে আমরা নিম্নচাপ বলে থাকি?
উত্তর : - নিম্নচাপ বলতে এমন একটি আবহাওয়াগত অবস্থাকে বোঝায়, যেখানে একটি নির্দিষ্ট অঞ্চলের বায়ুচাপ চারপাশের তুলনায় কম থাকে।
(iii) স্থানীয় বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর : -স্থানীয় বায়ুর দুটি বৈশিষ্ট্য হলোঃ
a) সংকীর্ণ এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে।
b) দিন ও রাতের উষ্ণতার পার্থক্যের কারণে সৃষ্টি হয়।
(v) বায়ুচাপ বলয় বলতে কী বোঝায়?
উত্তর : - পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুক্তর অনুভূমিকভাবে প্রায় হাজার কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে। একে বলে বায়ুচাপ বলয় ( Pressure Belts ) ।
(vi) বায়ুমণ্ডলে উষ্ণতার সঙ্গে চাপের সম্পর্ক কী?
উত্তর : - বায়ুমণ্ডলে উষ্ণতার সঙ্গে চাপের সম্পর্ক একটি বিপরীতধর্মী (inverse) সম্পর্ক – অর্থাৎ, উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে যায় এবং উষ্ণতা কমলে বায়ুর চাপ বেড়ে যায়।
Class 8 Geography Chapter 4 Question Answer in bengali
4. নীচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দে উত্তর দাও : 4/5
(i) টীকা লেখো : নিরক্ষীয় শান্তবলয়।
উত্তর : - নিরক্ষীয় শান্তবলয় (Doldrums) : নিরক্ষীয় অঞ্চল বরাবর উয় ও হালকা বায়ু সোজা ওপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না। |ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না, শান্তভাব বিরাজ করে। তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্তবলয়। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায়ই জাহাজগুলো থেমে যেত। নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ‘ডোলড্রামস’ (যার অর্থ শান্তাবস্থা)।
(ii) নিরক্ষীয় অঞ্চলে কেন সারাবছর নিম্নচাপ থাকে?
উত্তর : - নিরক্ষীয় অঞ্চলে সারাবছর নিম্নচাপ থাকার কারণ হলোঃ
উচ্চ তাপমাত্রা – নিরক্ষীয় অঞ্চল সূর্যের সরাসরি আলোর প্রভাবে সারা বছর গরম থাকে। ফলে ভূমি ও বায়ু অনেক বেশি উষ্ণ হয়।
উষ্ণ বায়ু হালকা ও উপরের দিকে উঠে যায় – গরম হওয়ার ফলে বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকে, ফলে নিচের স্তরে বায়ুর ঘনত্ব কমে যায় এবং নিম্নচাপ তৈরি হয়।
উর্ধ্বমুখী বায়ু প্রবাহ – নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ বায়ুর ক্রমাগত উপরে ওঠা এবং তার জায়গা পূরণে চারপাশ থেকে বায়ু প্রবাহিত হওয়ায় ওই অঞ্চলে সারাবছর নিম্নচাপ বলয় বিরাজ করে।
(iii) টীকা লেখো : অশ্ব অক্ষাংশ
উত্তর : - ষোড়শ শতকে কর্কটীয়-মকরীয় শান্তবলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়ত। ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াভর্তি বাণিজ্যিক জাহাজগুলোর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত। এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হতো। এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চল ( ২৫°- ৩৫°উঃ ও দঃ) অশ্ব অক্ষাংশ নামে পরিচিত।
(iv) সমুদ্রবায়ু কাকে বলে ? দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর : - সমুদ্রবায়ু হলো দিনের সময় সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হওয়া ঠান্ডা ও আর্দ্র বায়ু।
এটি সূর্যোদয়ের পর ভূমি দ্রুত গরম হয়ে যাওয়ার কারণে সৃষ্টি হয়।
সমুদ্রবায়ুর দুটি বৈশিষ্ট্য:
a) দিনের বেলা প্রবাহিত হয় – সূর্যের তাপে স্থলভাগ দ্রুত গরম হয়, ফলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়, আর সমুদ্র comparatively ঠান্ডা থাকায় উচ্চচাপ থাকে। এতে বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে চলে আসে।
b) ঠান্ডা ও আর্দ্র বায়ু হয় – সমুদ্র থেকে আসার কারণে এই বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে এবং এটি শীতল ও স্নিগ্ধ অনুভব হয়।
(v) প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা - বক্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর : - "প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা"—এই বক্তব্যটি যথার্থ, কারণ ঘূর্ণবাত একটি নিম্নচাপ কেন্দ্রিক আবহাওয়া ব্যবস্থা, যেখানে বায়ু চারদিক থেকে কেন্দ্রে প্রবাহিত হয় এবং এতে বৃষ্টি ও ঝড়বৃষ্টি হতে পারে। অপরদিকে, প্রতীপ ঘূর্ণবাত একটি উচ্চচাপ কেন্দ্রিক ব্যবস্থা, যেখানে বায়ু কেন্দ্রে থেকে চারদিকে ছড়িয়ে পড়ে এবং সাধারণত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া তৈরি করে। এদের ঘূর্ণনের দিক এবং প্রভাবও বিপরীত হওয়ায়, প্রতীপ ঘূর্ণবাতকে ঘূর্ণবাতের বিপরীত অবস্থা বলা যায়।"
(vi) মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো।
উত্তর : - a) মেরু অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম, কারণ সেখানে জলভাগ ও উষ্ণতা কম। শুষ্ক বায়ু ভারী হওয়ায় এই অঞ্চলে ভারী ঠান্ডা বায়ু সবসময় নিচে থাকে এবং চরম শীতল বায়ুর সৃষ্টি হয়।
b) চরম শীতলতার কারণে এই অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়, কারণ পার্শ্ববর্তী নিম্নচাপ অঞ্চল থেকে উঠে আসা বায়ুর একটি অংশ এখানে নেমে আসে এবং ভারী ঠান্ডা শুষ্ক বায়ু জমাট বাঁধে, ফলে বায়ুর চাপ বেশি থাকে।
(vii) বায়ু কেন প্রবাহিত হয় – ব্যাখ্যা করো।
উত্তর : - বায়ু প্রবাহের মূল কারণ হলো বিভিন্ন অঞ্চলে বায়ুচাপের পার্থক্য। তবে আরও কিছু কারণ একে প্রভাবিত করে। নিচে সেগুলি ব্যাখ্যা করা হলো:
১) বায়ুচাপের পার্থক্য:
বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কারণ প্রকৃতি চাপের ভারসাম্য বজায় রাখতে চায়।
২) উষ্ণতার পার্থক্য:
যেখানে তাপমাত্রা বেশি, সেখানে বায়ু গরম হয়ে হালকা হয় এবং ওপরে উঠে যায়, ফলে নিচে নিম্নচাপ সৃষ্টি হয়। তখন পাশের ঠান্ডা এলাকার বায়ু সেদিকে গিয়ে বায়ুপ্রবাহ ঘটায়।
৩) জলীয় বাষ্পের পরিমাণ:
যেসব অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে, সেসব জায়গায় বায়ু হালকা হয় এবং চাপ কমে যায়। তাই পাশের উচ্চচাপ এলাকা থেকে বায়ু সেদিকে প্রবাহিত হয়।
(viii) বায়ু কেন সোজাপথে প্রবাহিত হয় না?
উত্তর : - কোরিওলিস বলের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে দক্ষিণ গোলার্ধ বাঁদিকে উত্তর গোলার্ধে তার প্রবাহের ডানদিকে বেঁকে ও দক্ষিণ গোলার্ধে তার প্রবাহের বাঁদিকে বেঁকে চলাচল করে। মার্কিন আবহবিদ উইলিয়ম ফেরেল প্রথম এই বিষয়টি উল্লেখ করায় এটি ফেরেলের সূত্র নামে পরিচিত।
(ix) কোরিওলিস বল কাকে বলে ?
উত্তর : - পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী-পৃষ্ঠস্থ যেকোনো স্বচ্ছন্দ, গতিশীল বস্তুর ওপর একধরনের বল কাজ করে যা বস্তুগুলোর দিক বিক্ষেপ (পরিবর্তন) ঘটায়। এই বল হলো কোরিওলিস বল (Coriolis force)। পৃথিবীতে স্বাভাবিকভাবে চলাচলকারী বাতাস ও সমুদ্র স্রোতের ওপর সাধারণভাবে এই বল কাজ করে।
(x) বাইস ব্যালট সূত্রটি লেখো।
উত্তর : - ডাচ আবহবিদ বাইস ব্যালট ১৮৫৭ সালে বায়ুচাপের পার্থক্য ও বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্কের উল্লেখ করেন। তাঁর মতে উত্তর গোলার্ধে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিকে পিছন ফিরে দাঁড়ালে ডানদিকে বায়ুর উচ্চচাপ ও বাঁদিকে নিম্নচাপ হয় । দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা দেখা যায়।
(xi) টীকা লেখো : - ITCZ
উত্তর : - ITCZ (Inter Tropical Convergence Zone) বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল :
উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়। এই স্থানই আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ । এই অঞ্চলের আরেক নাম নিরক্ষীয় শান্তবলয় ।
মূল বৈশিষ্ট্য:
(a) ট্রেড উইন্ডের মিলন ক্ষেত্র।
(b) নিম্নচাপযুক্ত অঞ্চল।
(c) মেঘ ও বৃষ্টিপাত প্রবণ।
(d) ঋতুভেদে অবস্থান পরিবর্তন করে।
(xii) স্থানীয় বায়ুপ্রবাহ [Local wind] কাকে বলে ?
উত্তর :- কোনো কোনো উষ্ণ মরুভূমি, উঁচু পাহাড় প্রভৃতি অঞ্চলে বছরের নির্দিষ্ট সময়ে নিয়মিতভাবে একরকম বায়ু প্রবাহিত হতে দেখা যায়- এই বায়ুপ্রবাহকে স্থানীয় বায়ু বলা হয় । স্থানীয় কারণ বসত তাপ ও চাপের তারতম্যের জন্য বছরের নির্দিষ্ট সময়ে এই বায়ু প্রবাহিত হয় । আঁধি, লু, কালবৈশাখী, চিনুক, ফন, খামসিন, সোলানো, সিরিক্কো, হারমাট্টান, মিস্ট্রাল, বোরা, টাকু, পম্পেরো, বার্গ প্রভৃতি স্থানীয় বায়ুপ্রবাহের উদাহরণ ।
(xiii) বায়ু কেন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়? – ব্যাখ্যা করো।
উত্তর : - বায়ু সবসময় উচ্চচাপ (High Pressure) অঞ্চল থেকে নিম্নচাপ (Low Pressure) অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এর কারণ হলো প্রকৃতি সবসময় চাপের ভারসাম্য বজায় রাখতে চায়।
যেখানে বায়ুর চাপ বেশি থাকে, সেখানে বায়ুর কণাগুলোর ঘনত্বও বেশি থাকে। এই কণাগুলো কাছাকাছি থেকে ধাক্কা দিয়ে ছড়িয়ে পড়ে সেই অঞ্চলের দিকে, যেখানে কণাগুলোর ঘনত্ব কম অর্থাৎ বায়ুচাপ কম।
এই চাপের ভারসাম্য বজায় রাখার জন্যই বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে গতি করে।
এই প্রক্রিয়াকেই আমরা বায়ুপ্রবাহ (air flow or wind movement) বলি।
উদাহরণস্বরূপ: দিনের বেলায় স্থলভাগ গরম হয়ে নিম্নচাপ তৈরি করে, আর সমুদ্র থাকে ঠান্ডা – উচ্চচাপের। ফলে সমুদ্র থেকে স্থলে বায়ু প্রবাহিত হয় – একে বলে সমুদ্রবায়ু।
অষ্টম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর / ক্লাস 8 ভূগোল প্রশ্ন উত্তর 2025
5. নীচের প্রশ্নগুলির অনধিক ৪০টি শব্দে উত্তর দাও : প্রশ্নমান-5
(i) নিরক্ষীয় ও মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়গুলিতে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ আলোচনা করো।
(ii) বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধের 30° থেকে 40° অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে'- উপযুক্ত উদাহরণসহ বিষয়টি ব্যাখ্যা করো।
(ii) বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।
(iv) বায়ুপ্রবাহের শ্রেণিবিভাগ করে নিয়ত বায়ুর উদাহরণসহ বৈশিষ্ট্য লেখো।
(v) সমুদ্রবায়ু ও স্থলবায়ুর দুটি ছবি অঙ্কন করে বায়ুপ্রবাহের গতিপথ চিহ্নিত করো।
Enter Your Comment