1. বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 × 24 = 24
(i) অবরোহ যুক্তিবিজ্ঞান একটি
(A) বস্তুনিষ্ঠ শাস্ত্র
(B) নির্বিচারবাদী শাস্ত্র
(C) আকারনিষ্ঠ শাস্ত্র
(D) এদের কোনোটিই নয় ৷
উত্তর : - (C) আকারনিষ্ঠ শাস্ত্র
(ii) যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি
(A). অবশ্যই বৈধ হবে
(B) অবশ্যই অবৈধ হবে
(C) বৈধ বা অবৈধ হবে
(D) এদের কোনোটিই নয় ।
উত্তর : - (C) বৈধ বা অবৈধ হবে
(iii) বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো
(A) অবরোহ যুক্তির সঙ্গে
(B) উপমা যুক্তির সঙ্গে
(C) বৈজ্ঞানিক যুক্তির সঙ্গে
(D) আরোহ যুক্তির সঙ্গে।
উত্তর : - (A) অবরোহ যুক্তির সঙ্গে
(iv) একটি নিরপেক্ষ বচনের___________অংশ আছে।
(A) দুইটি
(B) তিনটি
(C) চারটি
(D) পাঁচটি
উত্তর : - (C) চারটি
(v) কোন্ জাতীয় যৌক্তিক বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় ?
(A) সামান্য বচন
(B) বিশেষ বচন
(C) সদর্থক বচন
(D) নঞর্থক বচন।
উত্তর : - (A) সামান্য বচন
(vi) ‘A' বচনের বিপরীত বিরোধী বচনটি কী ?
(A) 'A' ৰচন স্বয়ং
(B) 'E' বচন
(C) 'I' ৰচন
(D) 'O' বচন।
উত্তর : - (B) 'E' বচন
(vii) একই উদ্দেশ্য ও বিধেয় পদবিশিষ্ট __________ এবং __________বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে।
(A) 'A' এবং 'E' বচন
(B) 'A' এবং I’বচন
(C) I' এবং 'O' বচন
(D) E’ এবং ‘O' বচন ।
উত্তর : - (C) I' এবং 'O' বচন
(viii) “কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে পক্ষপদ ব্যাপ্য হলে সেই পদটিকে অবশ্যই আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হয়” - এই নিয়মটি লঙ্ঘন করলে
যে দোষ হয়, তা হলো
(A) অবৈধ সাধ্য দোষ
(B) অবৈধ পক্ষ দোষ
(C) অব্যাপ্য হেতু দোষ
(D) চারিপদ-ঘটিত দোষ
উত্তর : - (B) অবৈধ পক্ষ দোষ
(ix) ন্যায়ের কোন্ সংস্থানে FESAPO মূর্তিটি বৈধ হয় ?
(A) প্রথম সংস্থান
(B) দ্বিতীয় সংস্থান
(C) তৃতীয় সংস্থান
(D) চতুর্থ সংস্থান
উত্তর : - (D) চতুর্থ সংস্থান
(x) মিশ্র-প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হলো
(A) নিরপেক্ষ বচন
(B) প্রাকল্পিক বচন
(C) বৈকল্পিক বচন
(D) কোনোটিই নয়
উত্তর : - (A) নিরপেক্ষ বচন
(xi) p অথবা q
এমন নয় যে p
q - উপরি উক্ত যুক্তিটি কী নামে পরিচিত ?
(A) M.P.
(B) M.T.
(C) D.S.
(D) কোনোটিই নয়
উত্তর : - (C) D.S.
(xii) “কোন অ-S নয় P” - এই বচনটির বুলীয় ভাষ্য হলো
উত্তর : - B
(xiii) “সাদা হাতি আছে” বচনটির ভেনচিত্রটি হলো ( সাদা = W; হাতি = E )
(xiv) 'p v (p ⊃ p)' এই যৌগিক বাক্যটি সর্বদাই
(A) স্বতঃসত্য
(B) স্বতঃমিথ্যা
(C) বৈধ
(D) আপতিক
উত্তর : - (A) স্বতঃসত্য
(xv) p সত্য হলে ‘p v ~ p' -এর সত্যমূল্য হবে
(A) সত্য
(B) মিথ্যা
(C) সত্য ও মিথ্যা উভয়ই
(D) স্ববিরোধী
উত্তর : - (A) সত্য
(xvi) যদি ' p v q ' মিথ্যা হয়, তবে 'p ⊃ q' -এর সত্যমূল্য হবে
(A) সত্য
(B) মিথ্যা
(C) সত্য ও মিথ্যা উভয়ই
(D) স্ববিরোধী
উত্তর : - (A) সত্য
(xvii) বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো
(A) প্রকৃতির একরূপতা নিয়ম
(B) কার্য-কারণ নিয়ম
(C) পর্যবেক্ষণ ও পরীক্ষণ
(D) প্রকৃতির একরূপতা ও কার্য-কারণ নিয়ম
উত্তর : - (D) প্রকৃতির একরূপতা ও কার্য-কারণ নিয়ম
(xviii) উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো
(A) সাদৃশ্যের সংখ্যা
(B) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
(C) ব্যক্তিগত বৈসাদৃশ্য
(D) ব্যক্তিগত সাদৃশ্য
উত্তর : - (B) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
(xix) ‘আরোহমূলক লাফ' কোন্ জাতীয় যুক্তির মুখ্য বৈশিষ্ট্য ?
(A) অবরোহ যুক্তি
(B) আরোহ যুক্তি
(C) উপমা যুক্তি
(D) অমাধ্যম অনুমান
উত্তর : - (B) আরোহ যুক্তি
(xx) ‘পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান’ - একথা মনে করেন
(A) মিল
(B) কার্ভেথ রীড
(C) অ্যারিস্টটল
(D) প্লেটো
উত্তর : - (B) কার্ভেথ রীড
(xxi) 'ক' হলো ‘খ'-এর আবশ্যিক শর্ত – এই কথার অর্থ হলো
(A) যদি ‘ক’ ঘটে তবে ‘খ’ ঘটে
(B) যদি ‘খ’ ঘটে তবে 'ক' ঘটে
(C) যদি ‘ক’ না ঘটে তবে ‘খ’ ঘটে না
(D) যদি ‘খ’ না ঘটে তবে ‘ক’ ঘটে
উত্তর : - (A) যদি ‘ক’ ঘটে তবে ‘খ’ ঘটে
(xxii) বহুকারণবাদের সমর্থক হলেন
(A) কোপি ও কার্ভেথ রীড
(B) কোপি ও মিল
(C) মিল ও বেইন
(D) মিল ও বেন্থাম
উত্তর : - (C) মিল ও বেইন
(xxiii) মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো
(A)অন্বয়ী পদ্ধতি
(B) ব্যতিরেকী পদ্ধতি
(C) অন্বয়-ব্যতিরেকী যুগ্ম পদ্ধতি
(D) সহপরিবর্তন পদ্ধতি
উত্তর : - (B) ব্যতিরেকী পদ্ধতি
(xxiv) নিম্নলিখিত সাংকেতিক উদাহরণটিতে মিলের কোন্ পদ্ধতি ব্যবহার করা হয়েছে, চিহ্নিত করো :
(A) অন্বয়ী পদ্ধতি
(B) ব্যতিরেকী পদ্ধতি
(C) অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি (যুগ্ম পদ্ধতি)
(D) সহপরিবর্তন পদ্ধতি ।
উত্তর : - (C) অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি (যুগ্ম পদ্ধতি)
( সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি )
নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 × 16 = 16
(i) যুক্তি কয়টি অংশ নিয়ে গঠিত ও সেগুলি কী কী ?
অথবা,
যুক্তির আকার বলতে কী বোঝায় ?
(ii) বচনের বিরোধিতা বলতে কী বোঝায় ?
অথবা,
“উভয় বচন একসাথে সত্য নয় কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে” – এটি কোন্ বিরোধিতার সত্যতার নিয়ম ?
(iii) ‘সকল কবি হন সৎ —- এই বচনটির বিরুদ্ধ বিরোধী বচনটি নির্দেশ করো।
অথবা,
যদি ‘A’ বচন সত্য হয়, তবে এর অসম বিরোধী বচনের সত্যমূল্য কী হবে ?
(iv) “সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব” – বচনটির বিবর্তন করো।
(v) একটি বিকল্প স্বীকার জনিত দোষের বাস্তব উদাহরণ দাও।
(vi) নিষেধমূলক নিরপেক্ষ প্রাকল্পিক ন্যায়ের (Modus Tollens ; M. T আকারের একটি দৃষ্টান্ত দাও ৷
(vii) নীচের বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো : ‘কোনো কোনো দার্শনিক নয় কবি ।'
(viii) ‘A’ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কী ?
অথবা,
ভেনচিত্রে প্রকাশ করো :
SP ≠ 0
(ix) নিম্নের বাক্যটিকে প্রতীকায়িত করো : এমন নয় যে রাম যাবে ।
(x) ' p ≡ ~ p' বচনাকারটি কখন মিথ্যা হয় ?
অথবা,
যদি ‘p.q’ সত্য হয় তাহলে ‘p' এবং 'q' -এর সত্যমূল্য কী হবে ?
(xi) মন্দ উপমাযুক্তি বলতে কী বোঝায় ?
অথবা,
উত্তম উপমাযুক্তির একটি মূর্ত উদাহরণ দাও।
(xii) অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন ?
(xiii) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী ?
(xiv) পর্যাপ্ত শর্ত কাকে বলে ?
(xv) কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কী কী ?
(xvi) ‘আগুন উত্তাপের কারণ’ এই বিবৃতিটিতে ‘কারণ’ শব্দটি কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে ?
অথবা,
সদর্থক শর্ত বলতে কী বোঝায় ?
( বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি )
3 . নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 x 5 = 40
(a) নিরপেক্ষ বচনের ‘পদের ব্যাপ্যতা' বলতে কী বোঝায় ? চার প্রকার A, E, I, O নিরপেক্ষ বচনের কোন্ কোন্ পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণসহ লেখো। পদের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মগুলি কী কী ? 2+4+2
অথবা,
নীচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ নির্দেশ করো :
(i) সবাই সাধু নয় যারা গীর্জায় যান ৷
(ii) কেবলমাত্র বুদ্ধিমানরাই কবি ।
(iii) দার্শনিকেরা কখনই সুখী হন না।
(iv) কিছু বন্য প্রাণী হিংস্ৰ । ( 1 + 2 + 2 ) × 4
(b) আবর্তন কাকে বলে ? A, E, I, O বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও। ‘A’ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন ? 2+4+2
অথবা,
নিম্নলিখিত বাক্যগুলিকে যুক্তিবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের বিবর্তনের আবর্তন করো : ( 1 + 1/2 + 1/2 ) × 4
(i) কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক ।
(ii) কিছু মানুষ সত্য কথা বলে ।
(iii) বৃত্ত কখনোই ত্রিভুজ হয় না ।
(iv) প্রভাবশালী ব্যক্তিরা সাধারণত অসাধু ।
(c) নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো : 4+4
(i) এই ন্যায়টি অবশ্যই বৈধ কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিনপদবিশিষ্ট।
(ii) অনেক সরকারী অফিসারই নন অধ্যাপক, কেননা তারা M.A. পাশ নন এবং অধ্যাপকরা সকলেই M.A. পাশ।
অথবা,
নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণসহ সংক্ষিপ্ত টীকা লেখো : 4 + 4
(i) অব্যাপ্য হেতু দোষ (উদাহরণসহ) ।
(ii) অবৈধ সাধ্য দোষ (উদাহরণসহ) ।
(d)
পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা
ABC abc
ADE ade
AFG afg
4+4
... 'A' হল 'a' -এর কারণ।
উপরিউক্ত সাংকেতিক উদাহরণে মিলের কোন্ পদ্ধতি অনুসরণ করা হয়েছে ? পদ্ধতিটি ব্যাখ্যা করো। [ চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা ( 2 টি), অসুবিধা (2 টি) ] 1+1+2+2+2
অথবা,
মিলের যুগ্ম পদ্ধতি আলোচনা করো। [ সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (২ টি),অসুবিধা (2 টি) ] । 1+2+1+2+2
(e) নীচের আরোহী যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো : 4+4
(i) ছাত্রটি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হয় নি এবং পরীক্ষায় ব্যর্থ হয়েছে। সুতরাং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হওয়াই তার ব্যর্থতার কারণ।
(ii) কলকাতায় মিছিল হওয়ার পর মুর্শিদাবাদে ভূমিকম্প হল। সুতরাং কলকাতার মিছিল মুর্শিদাবাদে ভূমিকম্পের কারণ ।
অথবা,
নিম্নলিখিতগুলির উপর সংক্ষিপ্ত টীকা লেখো : 4 +4
(i) অবৈধ সামান্যীকরণ দোষ
(ii) অপর্যবেক্ষণ দোষ !
Enter Your Comment