পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র 2025
Class 12 HS Geography Question Answer 2025
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2025(Hs Geography Question Paper with Answer) তোমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। Info Educations ওয়েবসাইট থেকে WBCHSE ক্লাস 12 ভূগোল প্রশ্নপত্রের PDF(HS Geography Question Paper with Answer pdf Download) সহজেই ডাউনলোড করা যাবে। Geography Question Paper 2025 প্রশ্নপত্রে বিগত বছরের বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংকলিত রয়েছে, যা চর্চা করলে তোমাদের দ্বাদশ শ্রেণির ভূগোল পরীক্ষায় আরও ভালো ফল করতে সাহায্য করবে। সঠিক অনুশীলন এবং পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে তোমরা 100% নম্বর অর্জনের দিকে এগিয়ে যেতে পারবে।
West Bengal Higher Secondary Class 12th Geography Question Paper 2025
GEOGRAPHY
( New Syllabus )
2025
Total Time: 3 Hours 15 minutes | Total Marks 70
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে । বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে । উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে ।
Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.
নির্দেশাবলী
এই প্রশ্ন পুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 40.
এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে ।
প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।
প্রয়োজন অনুযায়ী মূল উত্তরপত্রে রাফ / খসড়া কার্য করা যাবে এবং শেষে কোনাকুনি ভাবে কেটে দেবে।
বহুবিকতাভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।
( বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি )
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো : 1 × 21 = 21
(i) কার্স্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয়, তাকে বলে
(A) টেরা রোসা
(B) পড়জল
(C) ল্যাটেরাইট
(D) চার্নোজেম
উত্তর : - (A) টেরা রোসা
(ii) যে উপকূলে নদী উপত্যকা সমকোণে মিলিত হয় তাকে বলে
(A) ডালমেশিয়ান উপকূল
(B) নিরপেক্ষ উপকূল
(C) রিয়া উপকূল
(D) যৌগিক উপকূল
উত্তর : - (C) রিয়া উপকূল
(iii) সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে, তাকে বলে
(A) হামস্
(B) ডোলাইন
(C) পোনোর
(D) পোলজি
উত্তর : - (C) পোনোর
(iv) হার্ডপ্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলে
(A) স্যালিনাইজেশন
(B) অ্যালকালাইজেশন
(C) পডজোলাইজেশন
(D) গ্লেইজেশন
উত্তর : - (C) পডজোলাইজেশন
(v) মৃত্তিকার অনুক্রমের A স্তর থেকে B স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে -
(A) এলভিয়েশন
(B) ইলুভিয়েশন
(C) হিউমিফিকেশন
(D) স্যালিনাইজেশন
উত্তর : - (A) এলভিয়েশন
(vi) জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদশ্রেণিকে বলে
(A) হাইড্রোফাইট
(B) লিখোফাইট
(C) হ্যালোফাইট
(D) জেরোফাইট
উত্তর : - (A) হাইড্রোফাইট
(vii) প্রেইরী অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হলো
(A) ল্যাটেরাইট
(B) চার্নোজেম
(C) পডজল
(D) লোহিত মৃত্তিকা
উত্তর : - (B) চার্নোজেম
(viii) pH-এর মান 7-এর কম হলে মৃত্তিকা কী প্রকৃতির হয় ?
(A) ক্ষারধর্মী
(B) অম্লধর্মী
(C) চুনময়
(D) লবণাক্ত
উত্তর : - (B) অম্লধর্মী
(ix) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধের নিম্নলিখিত কোন্অ ক্ষাংশে ?
(A) 10° - 15°
(B) 80° - 90°
(C) 40° - 60°
(D) 20° - 30°
উত্তর : - (C) 40° - 60°
(x) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো
(A) লৌহ
(B) ম্যাঙ্গানীজ
(C) তামা
(D) নাইট্রোজেন
উত্তর : - (D) নাইট্রোজেন
(xi) ফ্রান্সের রোন (Rhóne) উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো
(A) বোৱা
(B) মিস্ট্রাল
(C) লেভেচ
(D) সান্টা আনা
উত্তর : - (B) মিস্ট্রাল
(xii) রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল -
(A) জীববৈচিত্র্য সংরক্ষণ
(B) জলাভূমি সংরক্ষণ
(C) বনভূমি সংরক্ষণ
(D) মৃত্তিকা সংরক্ষণ
উত্তর : - (B) জলাভূমি সংরক্ষণ
(xiii) জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলো,একটি -
(A) প্রাকৃতিক দুর্যোগ
(B) অতি-প্রাকৃতিক দুর্যোগ
(C) আধা-প্রাকৃতিক দুর্যোগ
(D) মনুষ্যসৃষ্ট দুর্যোগ
উত্তর : - (D) মনুষ্যসৃষ্ট দুর্যোগ
(xiv) সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণির সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো -
(A) গ্রীন ডেটা বুক
(B) রেড ডেটা বুক
(C) গ্রীন ডেটা কার্ড
(D) রেড ডেটা কার্ড
উত্তর : - (B) রেড ডেটা বুক
(xv) বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক হলো -
(A) >1
(B) <1
(C) 1
(D) কোনোটিই নয়
উত্তর : - (C) 1
(xvi) 'শিল্পের অবস্থানগত তত্ত্ব' সর্বপ্রথম প্রবর্তন করেন
(A) আলফ্রেড ওয়েবার
(B) ডন থুনেন
(C) ই. ডব্লিউ. জিমারম্যান
(D) অগস্ট লশ
উত্তর : - (A) আলফ্রেড ওয়েবার
(xvii) মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো
(A) লৌহ ও ইস্পাত শিল্প
(B) বস্তুবয়ন শিল্প
(C) কাগজ শিল্প
(D) রাবার শিল্প
উত্তর : - (D) রাবার শিল্প
(xviii) ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের উন্নতি লাভে যে কারণটি সর্বাধিক প্রযোজ্য সেটি হলো
(A) ভারতে কৃত্রিম তন্তুর অভাব
(B) ভারতের উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলে শীতের প্রাধান্য
(C) ভারতের সঙ্গে অন্যান্য দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতা
(D) ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা
উত্তর : - (D) ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা
(xix) জনসংখ্যা বিবর্তন তত্ত্বটির ধারণা প্রথম কে দিয়েছিলেন ?
(A) থম্পসন
(B) নোটস্টাইন
(C) ক্রিস্টলার
(D) জিফ
উত্তর : - (A) থম্পসন
(xx) জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে বোঝায়
(A) প্রাক্-শিল্পবিপ্লবের সময়কালকে
(B) শিল্পবিপ্লবের সময়কালকে
(C) শিল্পবিপ্লবের পরবর্তী সময়কালকে
(D) বর্তমান সময়কালকে
উত্তর : - (A) প্রাক্-শিল্পবিপ্লবের সময়কালকে
(xxi) নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগাসিটি ?
(A) কানপুর
(B) চেন্নাই
(C) মুম্বাই
(D) কলকাতা
উত্তর : - (C) মুম্বাই
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি )
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 x 14 = 14
(i) “ফিয়র্ড উপকূল' বলতে কী বোঝায় ?
অথবা,
‘পশ্চাৎ তটভূমি' কাকে বলে ?
(ii) অনুগামী নদী কাকে বলে ?
অথবা,
কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী কাকে বলে ?
(iii) নদী মঞ্চ কাকে বলে ?
(iv) আঞ্চলিক মাটি কাকে বলে ?
অথবা,
'সোলাম' কী ?
(v) অ্যাটল (atoll) কাকে বলে ?
অথবা,
প্রস্রবণ রেখা কাকে বলে ?
(vi) ভাসমান জলজ উদ্ভিদের (Floating hydrophytes)-এর মূল কেমন হয় ?
অথবা,
মরু উদ্ভিদের যে কোনো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো।
(vii) -196°C তরল নাইট্রোজনের মধ্যে শস্যবীজ সংরক্ষণকে কী ধরনের জৈব সংরক্ষণ বলে ?
(viii) নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী নামে অভিহিত করা হয় ?
(ix) রেগোলিথ কী ?
(x) অনুসারী শিল্পের সংজ্ঞা দাও।
অথবা,
দুর্গাপুরকে ‘ভারতের রূঢ়' বলা হয় কেন ?
(xi) মানুষ-জমি অনুপাতের সংজ্ঞা দাও।
(xii) অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করে গড়ে ওঠে এমন দুটি শিল্পের নাম লেখো।
অথবা,
রৌরকেল্লা, বোকারো, ভিলাই এই তিন শহরে কোন্ বৃহৎ শিল্প গড়ে উঠেছে ?
(xiii) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা লেখো।
অথবা,
অস্থাণু শিল্প কী ? উদাহরণ দাও।
(xiv) GDP-এর পূর্ণরূপটি কী ?
(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি )
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 7 x 5 = 35
(a) সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ উপযুক্ত চিত্রসহ বর্ণনা করো। অধ্যারোপ নদী কাকে বলে ? 6+1
অথবা,
মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। জীববৈচিত্র্যের 'হটস্পট' কাকে বলে ? 6+1
(b) উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র বর্ণনা করো। 'ওজোন গহ্বর' বলতে কী বোঝো? 6+1
অথবা,
দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করো । আধা-প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝো ? 4+3
(c) ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো । নিবিড় জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন ? শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। 3+2+2
(d) পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবণ্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। 4+3
অথবা,
কী ধরনের ভৌগোলিক পরিবেশে 'বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে ? বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। কামা জনসংখ্যার সংজ্ঞা দাও । 3+3+1
(e) পরিকল্পনা অঞ্চলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পৃথিবীর বিভিন্ন দেশে অধিক জনসংখ্যার জন্য সৃষ্ট সমস্যাগুলি আলোচনা করো। 1+6
Enter Your Comment