পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2025
Class 12 HS Political Science Question Answer 2025
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2025(Hs Political Science Question Paper with Answer) তোমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। Info Educations ওয়েবসাইট থেকে WBCHSE ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের PDF(HS Political Science Question Paper with Answer pdf Download) সহজেই ডাউনলোড করা যাবে। Political Science Question Paper 2025 প্রশ্নপত্রে বিগত বছরের বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংকলিত রয়েছে, যা চর্চা করলে তোমাদের দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান (Dwadosh Shrenir Rastro Bigyan) পরীক্ষায় আরও ভালো ফল করতে সাহায্য করবে। সঠিক অনুশীলন এবং পরিকল্পিত প্রস্তুতির(HS Question Paper 2025 PDF download) মাধ্যমে তোমরা 100% নম্বর অর্জনের দিকে এগিয়ে যেতে পারবে।
West Bengal Higher Secondary Class 12th Political Science Question Paper 2025
POLITICAL SCIENCE
2025
( New Syllabus )
Total Time: 3 Hours 15 minutes | Total Marks : 80
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে । বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে । উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে ।
Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।
( বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি )
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 24 = 24
(i) 'ন্যাটো' জোটের পাল্টা জোটের নাম -
(A) সিয়াটো
(B) আসিয়ান
(C) ওয়ারশ
(D) সার্ক
উত্তর : - (C) ওয়ারশ
(ii) চার্চিল তাঁর বিখ্যাত ফুলটন ভাষণটি দেন
(A) 1945 সালে
(B) 1946 সালে
(C) 1947 সালে
(D) 1950 সালে
উত্তর : - (B) 1946 সালে
(iii) কোন্ সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন ?
(A) নিকিতা ক্রুশ্চেভ
(B) মিখাইল গর্বাচেভ
(C) জোসেফ স্ট্যালিন
(D) লিওনিড ব্রেজনেভ
উত্তর : - (A) নিকিতা ক্রুশ্চেভ
(iv) ভারত ‘কমনওয়েলথ অব নেশনস'-এর
(A) সদস্য নয়
(B) সদস্য
(C) প্রধান
(D) স্রষ্টা
উত্তর : - (B) সদস্য
(v) সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতি
(A) জুলফিকার আলী ভুট্টোর
(B) আয়ুব খানের
(C) পারভেজ মোশারফের
(D) আসিফ আলি জারদারির
উত্তর : - (A) জুলফিকার আলী ভুট্টোর
(vi) চীন-ভারত বিরোধ ...............সালে হয়।
(A) 1962
(B) 1965
(C) 1970
(D) 1971
উত্তর : - (A) 1962
(vii) সম্মিলিত জাতিপুঞ্জের ............. মূল অঙ্গ আছে।
(A) তিনটি
(B) চারটি
(C) ছয়টি
(D) নয়টি
উত্তর : - (C) ছয়টি
(viii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হলো
(A) 19
(B) 20
(C) 54
(D) 60
উত্তর : - (C) 54
(ix) সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত
(A) মস্কোতে
(B) প্যারিসে
(C) লণ্ডনে
(D) নিউ ইয়র্কে
উত্তর : - (D) নিউ ইয়র্কে
(x) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে ?
(A) 100 টি
(B) 101 টি
(C) 110 টি
(D) 111 টি
উত্তর : - (D) 111 টি
(xi) উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উত্থাপিত হয়
(A) বিধানসভায়
(B) লোকসভায়
(C) রাজ্যসভায়
(D) বিধান পরিষদে
উত্তর : - (C) রাজ্যসভায়
(xii) ভারতে কেন্দ্রীয় মন্ত্রীসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ হল _____ বছর।
(A) 4
(B) 5
(C) 6
(D) 7
উত্তর : - (B) 5
(xiii) রাজ্যসভার ........ অংশ সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন।
(A) 1/5
(A) 1/2
(C) 1/3
(D) 1/4
উত্তর : - (C) 1/3
(xiv) পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হলো
(A) 294
(B) 298
(C) 190
(D) 160
উত্তর : - (A) 294
(xv) হাইকোর্টের বিচারের অধীনে কোন্ এলাকাটি নেই ?
(A) মূল এলাকা
(B) আপিল এলাকা
(C) পরামর্শদানমূলক এলাকা
(D) মূল ও আপিল এলাকা
উত্তর : - (A) মূল এলাকা
(xvi) সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন
(A) রাষ্ট্রপতি
(B) প্রধানমন্ত্রী
(C) সংসদ
(D) আইন মন্ত্রী
উত্তর : - (A) রাষ্ট্রপতি / (C) সংসদ
(xvii) ক্রেতা সুরক্ষা আইন তৈরী হয়েছিল
(A) 1985 সালে
(B) 1986 সালে
(C) 1987 সালে
(D) 1990 সালে
উত্তর : - (B) 1986 সালে
(xviii) ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন
(A) এস. আর. দাস
(B) পি. এন. ভগবতী
(C) হরিলাল জে. কানিয়া
(D) ধনঞ্জয় ওয়াই. চন্দ্রচূড়
উত্তর : - (C) হরিলাল জে. কানিয়া
(xix) কোন্ ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে ?
(A) 32 নং ধারা
(B) 51 নং ধারা
(C) 226 নং ধারা
(D) 326 নং ধারা
উত্তর : - (A) 32 নং ধারা
(xx) ভারতের প্রাচীনতম হাইকোর্ট হলো
(A) কলকাতা হাইকোর্ট
(B) বোম্বে হাইকোর্ট
(C) মাদ্রাজ হাইকোর্ট
(D) এলাহাবাদ হাইকোর্ট
উত্তর : - (A) কলকাতা হাইকোর্ট
(xxi) মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন
(A) মেয়র
(B) ডেপুটি মেয়র
(C) কমিশনার
(D) কাউন্সিলার
উত্তর : - (C) কমিশনার
(xxii) কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা হলো
(A) 144
(B) 142
(C) 135
(D) 152
উত্তর : - (A) 144
(xxiii) প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়________জন সদস্য নিয়ে।
(A) 5 - 30
(B) 5 - 10
(D) 10 - 20.
(C) 10 - 30
উত্তর : - (A) 5 - 30
(xxiv) পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন
(A) সভাধিপতি
(B) সভাপতি
(C) প্রধান
(D) কোনোটিই নয়
উত্তর : - (D) কোনোটিই নয়
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি)
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 × 16 = 16
(i) দ্বি-মেরুতা' বলতে কী বোঝো ?
অথবা,
পটুডাম সম্মেলনে যোগদানকারী দুইজন নেতার নাম লেখো।
(ii) ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
অথবা,
মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
(iii) নির্জোট আন্দোলনকে কে 'Workshop of Peace' বলেছেন ?
(iv) ASEAN-এর পূর্ণরূপটি কী ?
(v) ভারতীয় বিদেশনীতির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
অথবা,
123 চুক্তি কী ?
(vi) SAFTA কী ?
(vii) জাতিপুঞ্জের সনদে ক'টি নীতির কথা বলা আছে ?
অথবা,
'UNESCO' –এর পূর্ণরূপটি কী ?
(viii) সম্মিলিত জাতিপুঞ্জের অছি পরিষদের যে কোনো একটি কাজ লেখো।
(ix) সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী ?
অথবা,
সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধনে কোন্ দুটি অঙ্গ ভূমিকা পালন করে ?
(x) সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত ?
(xi) লোকসভার স্পিকারকে কে নিযুক্ত করেন ?
(xii) ‘কিচেন ক্যাবিনেট' বলতে কী বোঝো ?
অথবা,
ভারতের রাজ্যগুলিতে রাজ্যপালরা কীভাবে নিযুক্ত হন ?
(xiii) MISA-এর পূর্ণরূপ কী ?
অথবা,
PIL-এর পূর্ণরূপ কী ?
(xiv) লোক আদালত প্রথম কোথায় এবং কবে স্থাপিত হয় ?
(xv) কলকাতার মেয়র পরিষদের সদস্য সংখ্যা কত ?
অথবা,
স-পরিষদ মেয়রের কার্যকালের মেয়াদ কত ?
(xvi) গ্রাম পঞ্চায়েতের আয়ের যে কোনো দুটি উৎস উল্লেখ করো।
অথবা,
গ্রাম সংসদ কিভাবে গঠিত হয় ?
(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি)
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 x 5 = 40
(i) জাতীয় স্বার্থ কাকে বলে ? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। 2+6
অথবা,
বিশ্বায়ন কাকে বলে ? বিশ্বায়নের ফলাফল আলোচনা করো। 2 +6
(ii) মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। 8
(iii) এককক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 4+4
অথবা,
"পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ প্রয়োগ সম্ভবও নয়, কামাও নয়” – মন্তব্যটি ব্যাখ্যা করো। 8
(iv) ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতার সংক্ষিপ্ত বিবরণ দাও। ৪
অথবা,
ভারতের যে-কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 4+4
(v) ভারতীয় সংসদে আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। 8
অথবা,
ভারতের যে-কোনো রাজ্যের বিধানসভার ক্ষমতা ও কার্যাবলি সংক্ষেপে আলোচনা করো। 8
Enter Your Comment