পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা প্রশ্নপত্র 2025
Class 12 HS Physics Question Answer 2025
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা প্রশ্নপত্র 2025(Hs Physics Question Paper with Answer) তোমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। Info Educations ওয়েবসাইট থেকে WBCHSE ক্লাস 12 পদার্থবিদ্যা প্রশ্নপত্রের PDF(HS Physics Question Paper with Answer pdf Download) সহজেই ডাউনলোড করা যাবে। Physics Question Paper 2025 প্রশ্নপত্রে বিগত বছরের বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংকলিত রয়েছে, যা চর্চা করলে তোমাদের দ্বাদশ শ্রেণির পদার্থবিদ্যা পরীক্ষায় আরও ভালো ফল করতে সাহায্য করবে। সঠিক অনুশীলন এবং পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে তোমরা 100% নম্বর অর্জনের দিকে এগিয়ে যেতে পারবে।
West Bengal Higher Secondary Class 12th Physics Question Paper 2025
PHYSICS
( New Syllabus )
2025
Total Time: 3 Hours 15 minutes | Total Marks 70
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে । বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে । উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে ।
Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.
নির্দেশাবলী
- এই প্রশ্ন পুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 40.
- এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে ।
- প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।
- প্রয়োজন অনুযায়ী মূল উত্তরপত্রে রাফ / খসড়া কার্য করা যাবে এবং শেষে কোনাকুনি ভাবে কেটে দেবে।
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।
SECTION - I
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি )
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 × 14 = 14
(i) তড়িৎভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি আধান Q আছে। ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে -
(A)
(B)
(C)
(D)
উত্তর : - (C)
(ii) তড়িৎ বলরেখা ও সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান হয় -
(A) 0°
(B) 45°
(C) 90°
(D) 180°
উত্তর : - (C) 90°
(iii) বর্তনীতে দেওয়া আছে AB = 6, BC = 3, CD = 6, DA = 12 এবং G = 10 গ্যালভানোমিটারের প্রবাহ হবে -
(A) 8.7 mA
(B) 7.8 mA
(C) 8.7 A
(D) 0 A
উত্তর : - (D) 0 A
(iv) একটি তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বকক্ষেত্রে R ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয়, তাহলে নতুন ব্যাসার্ধ হবে -
(A)
(B) √2R
(C) 2R
(D) 4
উত্তর : - (B) √2R
(v) দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত 1 : 2 হলে এবং তাদের চৌম্বক ভ্রামক সমান হলে তড়িৎ প্রবাহমাত্রার অনুপাত হবে -
(A) 4:1
(B) 1:4
(C) 2:1
(D) 1:2
উত্তর : - (A) 4:1
(vi) একটি তারের কুণ্ডলীতে 0.05 সেকেণ্ড সময়ের ব্যবধানে প্রবাহমাত্রা +2A থেকে -2A-এ পরিবর্তিত হলে তার মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। উক্ত কুণ্ডলীয় আবেশাঙ্ক (L) হবে -
(A) 0.8 H
(B) 0.1 H
(C) 0.2 H
(D) 0.4 H
উত্তর : - (B) 0.1 H
(vii) কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরিবর্তী প্রবাহের সাথে যুক্ত LCR শ্রেণি সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে, যখন -
(A)
(B)
(C)
(D)
উত্তর : - (C)
(viii) উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়, তা হলো -
(A) মাইক্রোওয়েভ
(B) গামা রশ্মি
(C) অবলোহিত রশ্মি
(D) অতিবেগুনি রশ্মি
উত্তর : - (A) মাইক্রোওয়েভ
(ix) একটি ইলেকট্রনের ভরবেগের পরিবর্তন P হলে এর সঙ্গে জড়িত ডি-ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয় 0.5%। ইলেকট্রনের প্রারম্ভিক ভরবেগ ছিল -
(A) 400 P
(B) 200 P
(C) 100 P
(D)
উত্তর : - (B) 200 P
(x) ইয়ং দ্বি-রেখছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের বেধের অনুপাত 4 : 1 হলে ব্যতিচার ঝালরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত হবে -
(A) 2 : 1
(B) 1 : 2
(C) 16 : 1
(D) 9 : 1
উত্তর : - (D) 9 : 1
(xi) একটি আলোকরশ্মি 1.5 প্রতিসরাঙ্ক () বিশিষ্ট 5 mm বেধের কাচের ফলকের মধ্য দিয়ে যেতে সময় লাগবে -
(A) 0.25×s
(B) 0.2×g
(C) 2.5xs
(D) 15xs
উত্তর : - (C) 2.5xs
(xii) একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিকে n-তম স্তরে উদ্দীপিত করা হয়েছে। ঐ উদ্দীপিত স্তর থেকে n-এর নীচে সকল স্তরগুলিতে যাওয়ার জন্য এই পরমাণু থেকে মোট কতগুলি সম্ভাব্য বর্ণালী রেখা পাওয়া যেতে পারে ?
(A) n
(B)
(C)
(D)
উত্তর : - (B)
(xiii) ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজ্যতা পটি ও পরিবাহী পটির মধ্যে শক্তির পার্থক্য হবে প্রায় -
(A) 1.1eV
(B) 0-15 eV
(C) 0.67 ev
(D) 6.7 ev
উত্তর : - (A) 1.1eV
(xiv) একটি বিস্তার মডুলেশন তরঙ্গের সর্বোচ্চ বিস্তার 10 V এবং সর্বনিম্ন বিস্তার 2 V হলে, মডুলেশন সূচকের মান হবে -
(A)
(B)
(C)
(D)
উত্তর : - (D)
SECTION - II
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি )
GROUP - A
2. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 x 4 = 4
(i) সুষম চৌম্বকক্ষেত্রে স্থির একটি তড়িৎকণা কত মানের বল অনুভব করবে ?
অথবা,
অ্যামমিটার ও ভোল্টমিটারের মধ্যে কার রোধ বেশি ?
(ii) লেঞ্জের সূত্র কোন্ নীতি মেনে চলে ?
(iii) প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ ও ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো।
অথবা,
প্রতিসরাঙ্কের তরলে f ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে ?
(iv) n শ্রেণির অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংখ্যালঘু পরিবাহক কারা ?
অথবা,
কোন্ তাপমাত্রায় একটি অর্ধপরিবাহী অন্তরক হিসাবে কাজ করে ?
(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি )
GROUP - B
3. নিম্নের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ( বিকল্প গুলি লক্ষণীয়) : 2 x 5 = 10
3. একটি কার্বন রোধকের উপর আঁকা চারটি বলয়ের রং যথাক্রমে বাদামী, কমলা, সবুজ এবং রুপোলি। ঐ রোধকের সম্ভাব্য রোধের মানের পাল্লা নির্ণয় করো।
অথবা,
G রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের সান্ট যোগ করলে সান্টের মধ্যে
দিয়ে মূল প্রবাহের অংশ প্রবাহিত হবে ?
4. চৌম্বক প্রবণতা এবং চৌম্বক ভেদ্যতার ভিত্তিতে পরাচৌম্বক ও অয়শ্চৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য লেখো। 1+1
অথবা,
দুটি দীর্ঘ ঋজু পরিবাহী তার দিয়ে 25 A ও 5 A তড়িৎপ্রবাহ একই অভিমুখে প্রবাহিত হচ্ছে। তার দুটির মধ্যে দূরত্ব 4 cm হলে, তাদের প্রতি একক দৈর্ঘ্যে কত আকর্ষণ বল ক্রিয়াশীল হবে ?
5. সরণ প্রবাহমাত্রা বলতে কী বোঝো ? এর গাণিতিক রাশিমালাটি লেখো। 1+1
6. একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ও বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
অথবা,
একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি -3.4 ev । বোরের তত্ত্ব অনুসারে ইলেক্ট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো।
7. একটি TV টাওয়ারের উচ্চতা 120 মিটার। যদি সেটির পাল্লা (সীমা) দ্বিগুণ করতে হয়, তবে টাওয়ারের উচ্চতা কত বাড়াতে হবে ?
অথবা,
3 x Hz কম্পাঙ্কের বাহক তরঙ্গের একটি দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য নির্ণয় করো।
GROUP - C
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 3 x 9 = 27
8. স্থির তড়িতের ক্ষেত্রে গসের উপপাদ্যটি বিবৃত করো। এই উপপাদ্য প্রয়োগ করে একটি সরু অসীম দৈর্ঘ্যের ঋজু তারের অক্ষ থেকে । দূরত্বে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। আহিত পরিবাহীটির রৈখিক আধান ঘনত্ব । 1 + 2
অথবা,
তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্কটি লেখো। একটি স্থির তড়িৎক্ষেত্র প্রাবল্য একক দ্বারা প্রকাশিত। ঐ ক্ষেত্রে XY তলে 100 একক ক্ষেত্রফলবিশিষ্ট ক্ষেত্রের ভিতর দিয়ে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করো। 1+2
9. (a) পরাবৈদ্যুতিক ধ্রুবক কী ?
(b) একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব d। t বেধের (t < d) একটি পরাবৈদ্যুতিক ফলক পাতদুটির মধ্যবর্তী স্থানে রাখা হল। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করো। (পরাবৈদ্যুতিক ধ্রুবক k)। 1+2
অথবা,
(a) ধারকত্বের CGS ও SI এককের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
(b) দুটি ধারকের ধারকত্ব ও - এর অনুপাত 1 : 3 । এদেরকে শ্রেণি ও সমান্তরাল সমবায়ে যোগ করে বিভব পার্থক্য প্রয়োগ করলে সঞ্চিত শক্তি উভয় ক্ষেত্রেই সমান হয়। সমান্তরাল ও শ্রেণি সমবায়ে প্রযুক্ত বিভব পার্থক্যের অনুপাত কত ?
10. (a) T মানের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে বেগ নিয়ে একটি ইলেকট্রন গতিশীল হলে, ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল ও ইলেকট্রনটির বৃত্তীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো।
(b) কোনো স্থানের বিনতি কোণের সংজ্ঞা দাও। 2+1
11. দিক চিহ্ন সংক্রান্ত নিয়ম এবং আরোপিত শর্ত উল্লেখ করে, উত্তল দর্পণের ক্ষেত্রে সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
অথবা,
(a) প্রিজমে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রমাণ করো ( যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থবোধক)।
(b) এক ব্যক্তি +2D ক্ষমতার চশমা ব্যবহার করেন। তার দৃষ্টির কী ধরনের ত্রুটি আছে ? 2+1
12. হাইগেনসের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্রাবলি প্রমাণ করো । 3
13. বস্তুর দ্বৈত সত্তা বলতে কী বোঝো ? Hz কম্পাঙ্কের বিকিরণযুক্ত একটি ফোটন কণার ভরবেগ নির্ণয় করো। 1+2
অথবা,
(a) আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ থেকে নিবৃত্তি বিভব ও বিকিরণের কম্পাঙ্কের লেখচিত্র অঙ্কন করো। এই লেখচিত্র থেকে কিভাবে প্লাঙ্কের ধ্রুবকের মান নির্ণয় করবে ?
(b) আলোকতরঙ্গ ও পদার্থতরঙ্গের মধ্যে মৌলিক পার্থক্য কী ? 2+1
14. (a) হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত বোরের কোয়ান্টাম শর্তটি উল্লেখ করো।
(b) হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে রিডবার্গ ধ্রুবকের মান 109737 হলে বামার শ্রেণির দীর্ঘতম ও হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। 1+2
15. (a) চিত্রের সাহায্যে সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াসের ক্ষেত্রে জেনার ডায়োডের I-V বৈশিষ্ট্য লেখ অঙ্কন করো। ঐ চিত্রে জেনার বিভবটি দেখাও।
(b) জেনার ডায়োডের একটি ব্যবহার উল্লেখ করো। 2+1
অথবা,
(a) একটি আলোকিত ফটোডায়োডের বায়াস বর্তনী ও I-V বৈশিষ্ট্য লেখ অঙ্কন করো।
(b) ফটোডায়োড কেন বিপরীত বায়াসে পরিচালনা করা হয় ? (1+1)+1
16. ট্রানজিস্টারের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধক গুণক
অথবা,
(a) 2 ইনপুট AND গেটের লজিক চিহ্ন আঁকো এবং এটির সত্যসারণি লেখো।
(b) p-n সংযোগ ডায়োড ব্যবহার করে কীভাবে এই গেটটি তৈরী করা হয় তার চিত্র অঙ্কন করো।(1+1)+1
GROUP - D
5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 5 x 3 = 15
17. (a) একটি কোশের তড়িৎচালক বল ও আভ্যন্তরীণ রোধ যথাক্রমে E ও r । কোশটিকে একটি বাহ্যিক রোধ R-এর সাথে যুক্ত করা হলো। দেখাও যে, বহির্বর্তনীতে ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ হবে যখন R = r হয়। এক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার রাশিমালাটি নির্ণয় করো।
(b) রোধের উষ্ণতা গুণাঙ্ক বলতে কী বোঝো ? একটি ধাতব পরিবাহীর উষ্ণতার সাথে রোধের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। (2+1)+(1+1)
অথবা,
(a) কারশফের (Kirchhoff) সূত্র ব্যবহার করে হুইটস্টোন ব্রীজের নীতিটি প্রতিষ্ঠা করো। পোটেনসিওমিটারের সুবেদিতা কীভাবে বাড়ানো যায় ?
(b) 1.5 V তড়িৎচালক বল ও 1 অভ্যন্তরীণ রোধযুক্ত 18 টি সমজাতীয় কোশ দ্বারা 2 বাহ্যিক রোধের পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা চালনা করা হচ্ছে। কোন্ শর্তে কোশগুলিকে সাজানো হলে বাহ্যিক বর্তনীতে সর্বাধিক প্রবাহমাত্র পাওয়া যাবে ? (2+1)+2
18. (a) তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি বিবৃত করো।
(b) একটি কৃষ্ণলীর মধ্য দিয়ে চুম্বকীয় ফ্লাক্স নিম্নোক্ত সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হচ্ছে , যেখানে সেকেন্ডে মাপা হয়। কুণ্ডলীর রোধ যদি 5 ওহম হয়, তবে t = 2 সেকেন্ড সময়ে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎপ্রবাহের মান নির্ণয় করো।
(c) LCR শ্রেণী বর্তনীতে অনুনাদের ক্ষেত্রে আবেশীয় এবং ধারকীয় প্রতিঘাতের মধ্যে সম্পর্ক কী হয় ? 2+2+1
19. (a) প্রমাণ করো যে উত্তল লেন্স দ্বারা সদ্বিশ্ব গঠনের ক্ষেত্রে বস্তু ও পর্দার মধ্যেকার ন্যূনতম দূরত্ব ফোকাস দূরত্বের চারগুণ হয়।
(b) এবং ফোকাস দৈর্ঘ্যের দুটি উত্তল লেন্সকে একই অক্ষে পরস্পর সংস্পর্শে রাখা হলো। সমন্বয়টির তুল্য ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো।
(c) একটি 6° কোণের পাতলা প্রিজম 3° বিচ্যুতি সৃষ্টি করতে পারে। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। 2 + 2 + 1
অথবা,
(a) একটি দ্বিরেখ ছিদ্রের সম্মুখে রাখা পর্দায় কিভাবে উজ্জ্বল ও অন্ধকার ঝালর পটি পাওয়া যায়, তা ইয়ং-এর দ্বিরেখ ছিদ্র পরীক্ষার সাহায্যে সংক্ষেপে বর্ণনা করো। এখান থেকে ঝালর প্রস্থের বেধ নির্ণয় করো।
(b) অপবর্তনের জন্য পর্দার উপর দৃশ্যমান প্রাবল্য বণ্টনের লেখচিত্র অঙ্কন করো । (1+2)+2
Enter Your Comment