পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র 2025
Class 12 Bengali Question Answer 2025
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2025(Hs Bengali Question Paper with Answer) তোমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। Info Educations ওয়েবসাইট থেকে WBCHSE ক্লাস 12 বাংলা প্রশ্নপত্রের PDF(Hs Bengali Question Paper with Answer pdf Download) সহজেই ডাউনলোড করা যাবে। এই প্রশ্নপত্রে বিগত বছরের বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংকলিত রয়েছে, যা চর্চা করলে তোমাদের দ্বাদশ শ্রেণির বাংলা পরীক্ষায় আরও ভালো ফল করতে সাহায্য করবে। সঠিক অনুশীলন এবং পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে তোমরা 100% নম্বর অর্জনের দিকে এগিয়ে যেতে পারবে।
West Bengal Higher Secondary Class 12th Bengali Question Paper 2025
বাংলা
“ক' ভাষা
(নতুন পাঠক্রম )
2025
মোট সময়: ৩ ঘন্টা ১৫ মিনিট পূর্ণমান : ৮০
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে । বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং
অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে । উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে ।
নির্দেশাবলি :
এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা ১৬।
প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।
উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর
- জন্ম - ১৪ জানুয়ারী, ১৯২৬, ঢাকায়
- পিতা - কবি মনীশ ঘটক (যুবনাশ্ব )
- মাতা - ধরিত্রী দেবীও ছিলেন সাহিত্যপ্রেমী ও সমাজসেবী।
- শিক্ষা - প্রাথমিক শিক্ষা রাজশাহির স্কুলে । তারপর ১৯৩৬
- থেকে ১৯৩৮ সাল পর্যন্ত শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সান্নিধ্যে ।
- ১৯৪২-এ বেলতলা বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ। পরবর্তীকালে ইংরাজী সাহিত্যে এম.এ.
- বিবাহ - নাট্যব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের সঙ্গে, ১৯৪৭ সালে।
- সন্তান - একমাত্র সন্তান সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য ।
- কর্মজীবন - পদ্মপুকুর ইস্টিটিউশনে শিক্ষকতা, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে আপার ডিভিশান ক্লার্ক। রমেশ মিত্র বালিকা বিদ্যালয়ে এবং জ্যোতিষ রায় কলেজে শিক্ষকতা ।
- সাহিত্যকৃতি - প্রচুর ছোটো গল্প ও উপন্যাস লিখেছেন । উল্লেখযোগ্য গ্রন্থ : ঝাঁসির রানি (প্রথম প্রকাশিত বই), অরণ্যের অধিকার, হাজার চুরাশির মা, তিতুমির, স্তনদায়িনী ও অন্যান্য গল্প ইত্যাদি ।
- ম্যাগসেসাই, সাহিত্য আকাদেমি, জ্ঞানপীঠ ইত্যাদি পুরস্কার পান। ভারত সরকার দ্বারা পদ্মশ্রী এবং পদ্ম বিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন।
- আদিবাসী সমাজের জীবনযাত্রার ও অর্থনীতির উন্নতি ঘটিয়ে তাদের সমাজের মূলস্রোতে ফেরানোর জন্য নিরলসভাবে কাজ করেছেন। বিশেষতঃ শবর-খেড়িয়া উপজাতির উন্নয়নে তাঁর অবদান অপরিসীম।
- জীবনাবসান - ২০১৬ সালের ২৮ শে জুলাই।
Enter Your Comment