অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ২০২৫ প্রশ্ন ও উত্তর
WBBSE Class 8 History 1st Unit Test Question 2025
অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (Class 8 1st Unit Test Question Paper Etihas) ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় -ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় - আঞ্চলিক শক্তির উত্থান, তৃতীয় অধ্যায় -ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে। তাই এই অধ্যায় গুলি থেকে প্রশ্ন পত্র(Ostom Shrenir History Proshnopotro Uttorsoho) তৈরী করা হয়েছে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন(Etihas Proshno 2025) 30 নম্বরের হবে যেখানে নির্ধারিত সময় 60 মিনিট।
অষ্টম শ্রেণীর প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের মডেল প্রশ্নপত্র 2025
Class 8 History 1st Unit Test Question Paper 2025 pdf
Model Set – 1
1st Summative Evaluation 2025 । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025
বিষয় - ইতিহাস । পূর্ণমান - 30। সময় - 60 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1 × 6 = 6
(i) আহমদ শাহ আবদালি ছিলেন –
(a) মারাঠা,
(b) আফগান,
(c) পারসিক,
(d) ইংরেজ
উত্তর : -
(ii) চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল –
(a) ১৭৬৭ খ্রি,
(b) ১৭৮০ খ্রি,
(c) ১৭৯০ খ্রি,
(d) ১৭৯৯ খ্রি
উত্তর : -
(ii) পলাশির যুদ্ধ হয়েছিল –
(a) ১৭০৯ খ্রিস্টাব্দে,
(b) ১৭৪০ খ্রিস্টাব্দে,
(c) ১৭৫৭ খ্রিস্টাব্দে,
(d) ১৭৬৮ খ্রিস্টাব্দে
উত্তর : -
(iv) পণ্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেল ছিলেন –
(a) টমাস,
(b) দুপ্লে,
(c) হিউম,
(d) কার্জন
উত্তর : -
(v) ১৭৯৩ খ্রিস্টাব্দে চালু হয়েছিল –
(a) চিরস্থায়ী বন্দোবস্ত,
(b) রায়তওয়ারি বন্দোবস্ত,
(c) মহলওয়ারি বন্দোবস্ত,
(d) ভাইয়াচারি বন্দোবস্ত
উত্তর : -
(vi) বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট মানচিত্র তৈরি করেছিলেন –
(a) ১৬টি,
(b) ১৮টি,
(c) ১৯টি,
(d) ২১টি
উত্তর : -
2. নির্দেশানুসারে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 1 × 4 = 4
(i) বেমানান শব্দটি খুঁজে বের করো : বাংলা, বিহার, সিন্ধুপ্রদেশ, ওড়িশা।
উত্তর : -
(ii) সত্য / মিথ্যা লেখো : ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল।
উত্তর : -
(ii) শূন্যস্থান পূরণ করো : মুরশিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল। এদের ______________বলা হত।
উত্তর : -
(iv) শূন্যস্থান পূরণ করো : কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল_________খ্রিস্টাব্দে।
উত্তর : -
Read More : - Class 8 English First Unit Test Question Paper 2025 in Bengali। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025
3. দু-তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 2 x 2 = 4
(i) ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে?
উত্তর : -
(ii) পলাশির লুণ্ঠন কাকে বলে?
উত্তর : -
অথবা, ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কাকে বলে ?
উত্তর : -
4. চার-পাঁচটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 3 x 2 = 6
(i) অন্ধকূপ হত্যা সম্পর্কে কী জানো?
(ii) কোম্পানির সিপাহিবাহিনী বলতে কী বোঝো?
অথবা, টীকা লেখো : মেকলের প্রতিবেদন।
5. আট-দশটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 5 x 2 = 10
(i) ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি থেকে স্বত্ববিলোপ নীতিতে বিবর্তনকে কীভাবে ব্যাখ্যা করবে?
অথবা,
দ্বৈত শাসনব্যবস্থা সম্বন্ধে লেখো।
(ii) কোম্পানি শাসনের সঙ্গে জমি-জরিপের সম্পর্ক কী ছিল? ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে দেওয়ার পিছনে কী কী যুক্তি ছিল ? 2+3
অথবা,
লর্ড উইলিয়ম বেন্টিঙ্কের সংস্কার সম্বন্ধে লেখো ।
WBBSE Class 8 History 1st Unit Test Model Question Paper
Model Set – 2
1st Summative Evaluation 2025 । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025
বিষয় - ইতিহাস । পূর্ণমান - 30। সময় - 60 মিনিট
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 × 6 = 6
(i) বাংলায় দ্বৈত শাসনের অবসান হয় –
(a) ১৭৬০ খ্রিস্টাব্দে,
(b) ১৭৬৪ খ্রিস্টাব্দে,
(c) ১৭৭২ খ্রিস্টাব্দে,
(d) ১৭৭৫ খ্রিস্টাব্দে
উত্তর : -
(ii) মির কাশিম মুরশিদাবাদের পরিবর্তে বাংলার রাজধানী স্থানান্তর করেন –
(a) অযোধ্যায়,
(b) মুঙ্গেরে,
(c) দিল্লিতে,
(d) কলকাতায়
উত্তর : -
(iii) পলাশির যুদ্ধ হয়েছিল ১৭৫৭ খ্রিস্টাব্দের –
(a) ২৩ জুন,
(b) ২৪ জুন,
(c) ২৫ জুন,
(d) ২৮ জুন
উত্তর : -
(iv) ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার –
(a) দেওয়ান,
(b) ফৌজদার,
(c) নবাব,
(d) জমিদার
উত্তর : -
(v) অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ছিলেন –
(a) লর্ড ওয়েলেসলি,
(b) লর্ড ডালহৌসি,
(c) লর্ড কর্নওয়ালিশ,
(d) রবার্ট ক্লাইভ
উত্তর : -
(vi) কলকাতায় সুপ্রিমকোর্ট (ইম্পিরিয়াল কোর্ট) স্থাপিত হয় –
(a) ১৭৭১ খ্রিস্টাব্দে,
(b) ১৭৭২ খ্রিস্টাব্দে,
(c) ১৭৭৪ খ্রিস্টাব্দে,
(d) ১৭৭৫ খ্রিস্টাব্দে
উত্তর : -
Read More : - Class 8 Enviroment & Sceince First Unit Test Question Paper 2025 in Bengali। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025
2. অতি সংক্ষিপ্ত উত্তর দাও : 1 × 4 = 4
(i) বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ?
উত্তর : -
(ii) আলিনগরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে ?
উত্তর : -
(iii) কে, কবে হায়দরাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর : -
(iv) কলকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?
উত্তর : -
3. দু-তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2 x 2 = 4
(i) তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধের ফলাফল কী হয়েছিল?
উত্তর : -
অথবা, দ্বৈত শাসনব্যবস্থা বলতে কী বোঝো ?
উত্তর : -
(ii) কর্নওয়ালিশের সিভিল সার্ভিস চালু করার কারণগুলি লেখো।
উত্তর : -
অথবা, কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেল-এর কী ভূমিকা ছিল?
উত্তর : -
4. চার-পাঁচটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 3 x 2 = 6
(i) অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো?
(ii) মেকলের প্রতিবেদনটি উল্লেখ করো।
অথবা, কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিশ কী ভূমিকা নিয়েছিলেন?
5. আট-দশটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 5 x 2 = 10
(i) ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা আলোচনা করো ।
অথবা,
ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিশের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো।
(ii) বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো।
অথবা, পলাশির যুদ্ধের কারণ কী? এর ফলাফল কী হয়েছিল ? 3+2
Class 8 History First Unit Test Question 2025
Model Set – 3
8th Class Model Paper PDF । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025
বিষয় - ইতিহাস । পূর্ণমান - 30। সময় - 60 মিনিট
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 3 = 3
(i). দেওয়ান পদে মুর্শিদকুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট –
(a) ঔরঙ্গজেব,
(b) বাহাদুর শাহ,
(c) শাহজাহান,
(d) ফাররুখশিয়র
উত্তর : -
(ii) ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে –
(a) ১৭৬৪ খ্রি,
(b) ১৭৬৫ খ্রি,
(c) ১৭৬৬ খ্রি,
(d) ১৭৬৭ খ্রি
উত্তর : -
(iii) জেমস রেনেলকে জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করা হয় –
(a) ১৭৬৫ খ্রি,
(b) ১৭৬৬ খ্রি,
(c) ১৭৬৭ খ্রি,
(d) ১৭৬৮ খ্রি
উত্তর : -
2. এককথায় উত্তর দাও : 1 x 5 = 5
(i) হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : -
(ii) বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তর : -
Read More : - Class 8 Bengali First Unit Test Question Paper 2025 in Bengali। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025
(iii) কে ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজিতে অনুবাদ করেন?
উত্তর : -
(iv) কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উত্তর : -
(v) সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর : -
3. শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো দুটি) 1 × 2 = 2
(i) কলকাতা দখল করে সিরাজ তার নাম দেন__________।
উত্তর : -
(ii) ___________স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন।
উত্তর : -
(iii) খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসনব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করেন।
উত্তর : -
(iv) সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন__________।
উত্তর : -
4. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (দু-তিনটি বাক্যে) 2 x 2 = 4
(i) অন্ধকূপ হত্যা কী?
উত্তর : -
অথবা, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে হয় ?
উত্তর : -
(ii) দস্তক কী? ইংরেজরা কবে, কার কাছ থেকে দস্তক ব্যবহারের অধিকার পায় ?
উত্তর : -
(iii) কর্নওয়ালিশ কোড কী?
উত্তর : -
অথবা, কে ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন এবং কেন ?
উত্তর : -
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (চার-পাঁচটি বাক্যে) 3 x 2 = 6
(i) টীকা লেখো : দ্বৈত শাসনব্যবস্থা।
(ii) টীকা লেখো : মেকলের প্রতিবেদন।
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (আট-দশটি বাক্যে) 5 x 2 = 10
(i) পলাশির যুদ্ধের কারণ ও গুরুত্ব লেখো।
(ii) উইলিয়ম বেন্টিঙ্কের শাসন ও বিচার সংস্কারগুলি আলোচনা করো। অথবা, চার্লস উড কে ছিলেন? উডের প্রতিবেদন কী?
Enter Your Comment