অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৫ প্রশ্ন ও উত্তর
WBBSE Class 8 Geography 1st Unit Test Question 2025
অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (Class 8 1st Unit Test Question Paper Vugol) ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় -পৃথিবীর অন্দরমহল, দ্বিতীয় অধ্যায় - অস্থিত পৃথিবী, তৃতীয় অধ্যায় -শিলা এবং অষ্টম অধ্যায় - ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক পর্যন্ত পরীক্ষা হবে। তাই এই অধ্যায় গুলি থেকে প্রশ্ন পত্র(Ostom Shrenir Vugol Proshnopotro Uttorsoho) তৈরী করা হয়েছে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন(Vugol Proshno 2025) 30 নম্বরের হবে যেখানে নির্ধারিত সময় 60 মিনিট।
অষ্টম শ্রেণীর প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ন ভূগোল বিষয়ের মডেল প্রশ্নপত্র 2025
Class 8 Geography 1st Unit Test Question Paper 2025 pdf
Model Set – 1
1st Summative Evaluation 2025 । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025
বিষয় - ভূগোল । পূর্ণমান - 30। সময় - 60 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1 x 6 = 6
(i) পৃথিবীর গভীরতম সোনার খনি হল -
(a) মারিয়ানা খাত,
(b) সুন্দা খাত,
(c) রবিনসন ডিপ
উত্তর : -
(ii) SIMA স্তরটি গঠিত হয়েছে
(a) গ্রানাইট শিলা,
(b) পাললিক শিলা,
(c) ব্যাসল্ট শিলা দ্বারা
উত্তর : -
(iii) 'Journey to the Centre of the Earth' (পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প) লিখেছেন –
(a) মোহোরোভিসিক,
(b) জুল ভার্ন,
(c) কনরাড
উত্তর : -
(iv) ক্লোফেসিমা হল -
(a) কেন্দ্রমণ্ডল,
(b) গুরুমণ্ডল,
(c) শিলামণ্ডল-এর অন্তর্গত স্তর
উত্তর : -
(v) সিয়াল ও সিমা স্তরের মাঝে আছে -
(a) কনরাড,
(b) মোহো,
(c) রেপিত্তি বিযুক্তিরেখা
উত্তর : -
(vi) শিলামণ্ডলের নীচে গুরুমণ্ডলের ওপরের অংশের বিশেষ স্তরটি হল -
(a) কেন্দ্রমণ্ডল,
(b) নিফেসিমা,
(c) অ্যাথেনোস্ফিয়ার
উত্তর : -
2.A. শূন্যস্থান পূরণ করো : 1 x 2 = 2
(i) বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ _________।
উত্তর : -
(ii) শ্রীলঙ্কার একটি প্রধান শহর ___________।
উত্তর : -
Read More : - Class 8 History First Unit Test Question Paper 2025 in Bengali। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025
B. নীচের বাক্যগুলির কোনটি শুদ্ধ ও কোটি অশুদ্ধ লেখো : 1 x 2 = 2
(i) সার্ক (SAARC)-এর সদর দপ্তর অবস্থিত থিম্পুতে ।
উত্তর : -
(ii) নেপালকে ‘বজ্রপাতের দেশ বলা হয়।
উত্তর : -
3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 2 x 2 = 4
(i) ভারতীয় উপমহাদেশ কাকে বলে ?
উত্তর : -
(ii) প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন্ দিকে রয়েছে লেখো।
উত্তর : -
4. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও : (যে-কোনো দুটি) 3 x 2 = 6
(i) সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয়প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো ও একটি করে উদাহরণ দাও।
(ii) মনে করো, এই মুহুর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হল, এরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কী কী করবে লেখো।
(iii) টীকা লেখো : সিসমোগ্রাফ (Seismograph) ও রিখটার স্কেল (Richter Scale)।
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো দুটি ) 5 x 2 = 10
(i) রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো।
(ii) শিলাচক্র একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো।
(iii) আগ্নেয় শিলার শ্রেণিবিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও ।
Ostom Shrenir Prothom PorjaiKromik Mulyaon Proshnopotro 2025
Class 8 Geography First Unit Test Question 2025
Model Set – 2
1st Summative Evaluation 2025 । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025
বিষয় - ভূগোল । পূর্ণমান - 30। সময় - 60 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1 × 6 = 6
(i) ক্লোফেসিমা ও নিফেসিমা-এর মধ্যে অবস্থিত বিযুক্তিরেখাটি হল
(a) কনরাড,
(b) রেপিত্তি,
(c) লেম্যান,
(d) মোহো বিযুক্তিরেখা
উত্তর : -
(ii) ভূঅভ্যন্তরের কঠিন, তরল যে-কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের যে তরঙ্গ, সেটি হল -
(a) L তরঙ্গ,
(b) S তরঙ্গ,
(c) P তরঙ্গ,
(d) V তরঙ্গ
উত্তর : -
(iii) পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে –
(a) অ্যাথেনোস্ফিয়ার,
(b) ভূত্বক,
(c) গুরুমণ্ডল,
(d) কেন্দ্রমণ্ডল
উত্তর : -
(iv) শিলামণ্ডলের গভীরতা প্রায় -
(a) 30 কিমি,
(b) 60 কিমি,
(c) ৪০ কিমি,
(d) 100 কিমি
উত্তর : -
(v) কেন্দ্রমণ্ডলের অপর নাম -
(a) নিফে,
(b) নিফেসিমা,
(c) ক্লোফেসিমা,
(d) গুরুমণ্ডল
উত্তর : -
(vi) রবিনসন ডিপ-এর গভীরতা প্রায় –
(a) 2-3 কিমি,
(b) 3-4 কিমি,
(c) 4-5 কিমি,
(d) 5-6 কিমি
উত্তর : -
Read More : - Class 8 Enviroment & Sceince First Unit Test Question Paper 2025 in Bengali। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025
2.A. শূন্যস্থান পূরণ করো : 1 x 2 = 2
(i) ভুটানের রাজধানীর নাম হল ________।
উত্তর : -
(ii) ‘দারুচিনির দ্বীপ’ বলা হয় __________কে।
উত্তর : -
B. এককথায় উত্তর দাও : 1 x 2 = 2
(i) বাংলাদেশের প্রধান নদীর নাম কী?
উত্তর : -
(ii) শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কী ?
উত্তর : -
3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (যে-কোনো দুটি) 2 x 2 = 4
(i) SAARC সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও ।
(ii) ক্যারেজ প্রথা কাকে বলে?
(iii) মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো।
(iv) নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো।
4. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও : (যে-কোনো দুটি) 3 x 2 = 6
(i) অপসারী পাত সীমানাকে কেন ‘গঠনকারী পাতসীমানা’ বলা হয়?
(ii) টীকা লেখো : প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা।
(ii) ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো ।
(iv) ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কী বোঝো?
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো দুটি) 5 x 2 = 10
(i) আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে তুলনামূলক আলোচনা করো।
(ii) প্রাথমিক শিলা কাকে বলে? উদাহরণসহ আগ্নেয় শিলার শ্রেণিবিভাগ করো । 2+3
(iii) শিলাচক্র বলতে কী বোঝো? কাস্ট ভূমিরূপ কাকে বলে ? 3+2
অষ্টম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র
Class 8 1st unit test Geography Question Paper 2025
Model Set – 3
1st Summative Evaluation 2025 । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025
বিষয় - ভূগোল । পূর্ণমান - 30। সময় - 60 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×6=6
(i) আজ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় কত বছর আগে? –
(a) 260 কোটি,
(b) 360 কোটি,
(c) 460 কোটি,
(d) 560 কোটি
উত্তর : -
(ii) নিফেসিমা বলা হয় যে স্তরকে, তা হল -
(a) বহিঃগুরুমণ্ডল,
(b) অন্তঃগুরুমণ্ডল,
(c) বহিঃকেন্দ্রমণ্ডল,
(d) অন্তঃকেন্দ্রমণ্ডল
উত্তর : -
(iii) সমস্ত মাধ্যম দিয়েই প্রবাহিত হতে পারে যে ভূমিকম্প তরঙ্গ, তা হল –
(a) P,
(b) S,
(c) L,
(d) সব ধরনের তরঙ্গ
উত্তর : -
(iv) ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত –
(a) কনরাড,
(b) গুটেনবার্গ,
(c) মোহোরোভিসিক,
(d) লেম্যান বিযুক্তিরেখা
উত্তর : -
(v) মহাদেশীয় ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত, সেটি হল -
(a) সিলিকা ও ম্যাগনেশিয়াম,
(b) সিলিকা ও অ্যালুমিনিয়াম,
(c) নিকেল ও লোহা,
(d) ক্রোমিয়াম ও নিকেল
উত্তর : -
(vi) শিলামণ্ডলের নীচে গুরুমণ্ডলের ওপরের স্তর হল –
(a) অন্তঃগুরুমণ্ডল,
(b) বহিঃকেন্দ্রমণ্ডল,
(c) অ্যাথেনোস্ফিয়ার,
(d) ভূত্বক
উত্তর : -
2.A. শূন্যস্থান পূরণ করো : 1 x 2 = 2
(i) গ্রাফাইট উৎপাদনে প্রথম স্থান অধিকৃত দেশ __________।
উত্তর : -
(ii) SAARC-গঠন হয়েছিল _________সালে।
উত্তর : -
B. নির্দেশমতো উত্তর দাও : 1 x 2 = 2
(i) জাফনা হল পাকিস্তানের একটি বিখ্যাত শহর। (শুদ্ধ/অশুদ্ধ)
উত্তর : -
(ii) প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের কোন্ প্রতিবেশী দেশ বিখ্যাত ?
উত্তর : -
3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (যে-কোনো দুটি) 2 x 2 = 4
(i) নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন?
(ii) মায়ানমারের বনজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
(iii) এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই।
4. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও : (যে-কোনো দুটি) 3 x 2 = 6
(i) লাভা ও ম্যাগমার মধ্যে পার্থক্য লেখো।
(ii) ভূমিকম্পের P, S ও L তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো।
(iii) অপসারী পাত সীমানাকে ‘গঠনকারী পাতসীমানা' বলা হয় কেন ?
(iv) মনে করো, সুনামি শুরুর পূর্বাভাস পাওয়া গেল, তখন তুমি কী করবে?
5. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : (যে-কোনো দুটি) 5 x 2 = 10
(i) আগ্নেয় শিলা কাকে বলে? নিঃসারী ও উদ্বেধী শিলার মধ্যে পার্থক্য লেখো । 2+3
(ii) ভূমিরূপের ওপর শিলার প্রকৃতির তিনটি প্রভাব লেখো। জিপসামের দুটি ব্যবহার লেখো । 3+2
(iii) জীবাশ্ম কাকে বলে ? পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। 2+3
Enter Your Comment