Wbbse Class 10 History Question Paper with Answer 2025
তোমাদের জন্য একসাথে 2 টি মক টেস্ট আলোচনা করা হলো।
দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর
প্রিয় ছাত্রছাত্রী , আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে দশম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025। তোমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 40 Marks যার জন্য সময় বরাদ্দ থাকবে 80 Minutes। তোমাদের জন্য দশম শ্রেণীর ইতিহাস (Class Nine Etihas Question Paper) প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাড়িতে বসে তোমরা দশম শ্রেণী ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশনটি (Dosom Shrenir Etihas Prothom Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 10 History Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে।
West Bengal Board Class 10 History 1st Unit Test Syllabus
WBBSE Class 10 History 1st Unit Test / দশম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রথম অধ্যায় - জীবন ও তার বৈচিত্র্য, দ্বিতীয় অধ্যায় - জীবন সংঘটনের স্তর । Class 10 ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত। যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
West Bengal Board History Class 10 First Summative Evaluation
WB Class 10 History Question Paper 2025
Class: X, Subject: History
Full Marks : 40 Time : 1.20 Hrs.
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : - ১ x ৬ = ৬
১.১ ‘জীবন স্মৃতি' গ্রন্থটির রচয়িতা হলেন—
ক) বিপিনচন্দ্র পাল
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) সরলাদেবী চৌধুরাণী
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১.২ সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়-
ক) জাদুঘরে
খ) সরকারি সেরেস্তায়
গ) মহাফেজখানায়
ঘ) দপ্তরখানায় ।
১.৩ হিন্দু কলেজের (১৮১৭) অন্যতম প্রতিষ্ঠাতা হলেন-
ক) আলেকজান্ডার ডাফ
খ) টমাস মেকলে
গ) ডিরোজিও
ঘ) ডেভিড হেয়ার।
১.৪ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় -
ক) ১৮২৮ খ্রিঃ
খ) ১৮৩৯ খ্রিঃ
গ) ১৮২৯ খ্রিঃ
ঘ) ১৮১৭ খ্রিঃ।
১.৫ নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন-
ক) দুদু মিঞা
খ) ভবাণী পাঠক
গ) তিতুমির
ঘ) বিরসা মুণ্ডা।
১.৬ ভারতে প্রথম অরন্যআইন পাশ হয়-
ক) ১৮৬০ খ্রিঃ
খ) ১৮৬৪ খ্রিঃ
গ) ১৮৬৫ খ্রিঃ
ঘ) ১৮১৭ খ্রিঃ
২। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও :- ১ x ৬ = ৬
২.১ 'বঙ্গদর্শন' - এর সম্পাদক কে ছিলেন?
২.২. 'আত্মীয়সভা' কে প্রতিষ্ঠা করেন?
২.৩ 'রামকৃষ্ণ মিশন' করে প্রতিষ্ঠিত হয়?
২.৪ প্রথম বাংলা সাময়িক পত্রের নাম কী?
২.৫ ওয়াহাবি শব্দের অর্থ কী?
২.৬ ভাগনাতিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়?
৩। দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও :- ৪ x ২ = ৮
৩.১ স্মৃতিকথা ও আত্মজীবনী বলতে কী বোঝায়?
৩.২ মেকলের মিনিট কী?
৩.৩ তিন আইন কী ?
৩.৪ বিদ্রোহ ও বিপ্লব কাকে বলে?
৪। সাত-আটটি বাক্যে উত্তর দাও :-(তিনটি) ৩ x ৪ = ১ ২
৪.১ ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কতটা?
৪.২ টাকা লেখো :- নারী ইতিহাস।
৪.৩ নারীশিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের কী ছিল?
8.8 টীকা লেখো :- চার্লস উডের নির্দেশনামা (১৮৫৪ খ্রিঃ)
৪.৫ বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো।
৪.৬ সাঁওতাল বিদ্রোহের কারন ও ফলাফল উল্লেখ করো।
Read More : - WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025 । দশম শ্রেণির বাংলা সাজেশন
৫। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :- ১ x ৮ = ৮
৫.১
৫.২ নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো।
৫.৩ 'গ্রামবার্তা প্রকাশিকা' ও হিন্দু প্যাট্রিয়টে উনিশ শতকের কীরূপ সমাজ চিত্র পাওয়া যায়?
West Bengal Board Class 10 History question paper
মাধ্যমিক ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র
Class: X, Subject: History
Full Marks : 40 Time : 1.20 Hrs.
বিভাগ ‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :- ১ x ১০ = ১০
১.১ “ইতিহাস কম-বেশি বিজ্ঞান” এটি বলেছেন-
ক) মার্ক ব্লক,
খ) জে.বি বিউরি
গ) রাচেল কারসন
ঘ) ব্রদেল।
১.২ 'হিস্টর' (Histor) একটি-
1) গ্রিক শব্দ
খ) লাতিন শব্দ
গ) বাংলা শব্দ
ঘ) ইংরাজী শব্দ।
১.৩ 'কথাকলি' এক ধরণের আঞ্চলিক-
ক) গান
খ) নাচ
গ) খেলা
ঘ) কোনটি নয়।
১.৪ ‘রাজেন্দ্রনাথ মুখার্জী' রূপকার ছিলেন-
ক) হাওড়া ব্রিজের
খ) মা উড়াল সেতুর
গ) দ্বিতীয় হুগলী সেতুর
ঘ) সব কটির।
১.৫ “হিস্ট্রি অব কুচবিহার' গ্রন্থটির রচয়িতা-
ক) আমানুল্লা আহমেদ
খ) কুমুদনাথ মল্লিক
গ) খলিল আহমেদ
ঘ) সতীশচন্দ্র মিত্র।
১.৬ ‘হিন্দু পেট্রিয়ট' পত্রিকাটি—
ক) সাপ্তাহিক
ঘ) মাসিক
গ) দৈনিক
ঘ) ত্রৈমাসিক।
১.৭ কলিকাতা মাদ্রাসা তৈরী হয়—
ক) ১৭৮১ খ্রীঃ
খ) ১৭৭৩ খ্রীঃ
গ) ১৭৯৩ খ্রীঃ
ঘ) ১৮০০ খ্রী:।
১.৮ র্যালে কমিশনে (১৯০২) ভারতীয় সদস্য সংখ্যা হল-
ক) দুই
খ) তিন
গ) পাঁচ
ঘ) সাত।
১.৯ ইন্ডিয়ান স্কুল সোসাইটি গঠিত হয়—
ক) ১৮১৭ খ্রিঃ
খ) ১৮১৮ খ্রিঃ
গ) ১৭৯৯ খ্রিঃ
ঘ) ১৮৫৭ খ্রিঃ
১.১০ বিধবাবিবাহ আইন পাশ করেন—
ক) লর্ড ক্যানিং
খ) লর্ড ডালহৌসি
গ) বিদ্যাসাগর
ঘ) লর্ড লিটন।
বিভাগ ‘খ’
দু'এক কথায় উত্তর দাও :- ১ x ৪ = ৪
২.১ ‘ডিরোজিও’ এর অনুগামীরা কি নামে পরিচিত?
২.২ কারা ‘সাধারণ ব্রাহ্মসমাজ' গঠন করেন?
২.৩. কোন্ আইনে সতীদাহ প্রথা রদ করা হয়?
২.৪. কোন্ দিনটি আর্ন্তজাতিক নারীদিবস রূপে পালিত হয়?
Read More : - WBBSE Class 10 Mathematics First Unit Test Question Paper 2025। দশম শ্রেণির গণিত সাজেশন
বিভাগ ‘গ’
দু'তিনটি বাক্যে উত্তর দাও :- ২ x ৫ = ১০
৩.১ স্থানীয় ইতিহাস বলতে কি বোঝ?
৩.২ সংবাদ পত্র ও সাময়িক পত্রের পার্থক্য কি?
৩.৩ ‘জনশিক্ষা কমিটি' গঠনের উদ্দেশ্য কি ছিল?
৩.৪ উডের প্রতিবেদন কী?
৩.৫ 'সর্বধর্ম সমন্বয়' কী?
বিভাগ – ‘ঘ’
৪। ৫-৭টি বাক্যে উত্তর দাও :- ৪ x ২ = ৮
৪.১ প্রাচ্য শিক্ষা বিস্তারে মিশনারিদের অবদান কী?
৪.২ সমাজ সংস্কারে ‘নববঙ্গ' গোষ্ঠীর ভূমিকা কি রূপ?
বিভাগ - ‘ঙ’
৫। ১৫-১৬ টি বাক্যে উত্তর দাও :- ১ x ৮ = ৮
৫.১ সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর।
Enter Your Comment