Wbbse Class 10 Life Science Question Paper with Answer 2025
তোমাদের জন্য একসাথে 2 টি জীবন বিজ্ঞান মক টেস্ট আলোচনা করা হলো।
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর
প্রিয় ছাত্রছাত্রী , আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025। তোমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 40 Marks যার জন্য সময় বরাদ্দ থাকবে 80 Minutes। তোমাদের জন্য দশম শ্রেণীর জীবন বিজ্ঞান (Class Nine Jibon Bigyan Question Paper) প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাড়িতে বসে তোমরা দশম শ্রেণী ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশনটি (Dosom Shrenir Jibon Bigyan Prothom Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 10 Life Science Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে।
West Bengal Board Class 10 Life Science 1st Unit Test Syllabus
WBBSE Class 10 Life Science 1st Unit Test / দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রথম অধ্যায় - জীবন ও তার বৈচিত্র্য, দ্বিতীয় অধ্যায় - জীবন সংঘটনের স্তর । Class 10 ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত। যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
West Bengal Board Life Science Class 10 First Summative Evaluation
WB Class 10 Life Science Question Paper 2025
Class: X, Subject: Life Science
Full Marks : 40 Time : 1.20 Hrs.
1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে
লেখো :- 10 x 1 = 10
a) কোন হরমোনটি উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে ?
(i) অক্সিন
(ii) ইথিলিন
(III) সাইটোকাইটিন
(iv) জিব্বেরেলিন
b) দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হল -
(i) সুষুম্নাশীর্ষক
(II) থ্যালামাস
(II) লঘুমস্তিষ্ক
(iv) গুরুমস্তিস্ক
c) মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া?
(i) 10
(ii) 12
(iii) 24
(iv) 31
d) অ্যামাইটোসিস ঘটে যে জীবে সেটি হল -
(i) অ্যামিবা
(ii) মানুষ
(iii) দ্বিবীজপত্রী উদ্ভিদ
(iv) মটর উদ্ভিদ
e) DNA প্রতিলিপিকরণ সম্পন্ন হয় ইন্টারফেজের যে উপদশায়, তা হল-
(i) G1
(ii) G2
(iii) S
(iv) M
f) তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা
হতে দেখলে। দশাটি হল -
(i) প্রোফেজ
(ii) মেটাফেজ
(iii) অ্যানাফেজ
(iv) টেলোফেজ
g) ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয়, তা হল-
(i) ডিম্বাশয়
(ii) ডিম্বক
(iii) বৃত্তি
(iv) পাপড়ি
h) বায়ুপরাগী উদ্ভিদ হল-
(i) আম
(ii) পাতাঝাঁঝি
(iii) ধান
(iv) শিমুল।
i) নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্রগ্রন্থি?
(i) থাইরয়েড
(ii) পিটুইটারি
(iii) অগ্ন্যাশয়
(iv) যকৃৎ।
j) কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়। এটি হল
(i) ফটোন্যাস্টি
(ii) সিসমোন্যাস্টি
(ii) কেমোন্যাস্টি
(iv) থার্মোন্যাস্টি।
2. অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :- 10 x 1 = 10
i) মূলের মাটির দিকে চলনকে কী বলা হয় ?
ii) CSF এর পুরো নাম কি?
iii) পাখির একটি উড্ডয়ন পেশির নাম লেখো।
iv) কবজা সন্ধির একটি উদাহরণ দাও।
v) একটি বহির্বাহী স্নায়ুর নাম লেখো।
vi) জনন মাতৃকোশে ক্রোমোজোমের সংখ্যা 46 হলে জননকোশে ক্রোমোজোমের
সংখ্যা নির্ণয় করো।
vii) উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক কী ?
viii) জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায় ।
ix) স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন ?
x) জিনগতভাবে নিষ্ক্রিয় ক্রোমোজোমের গাঢ় রঞ্জিত অংশকে কী বলে?
3. 'A' জয়ের সঙ্গে 'B' স্তস্ত মিলিয়ে লেখো :- 5 x 1 = 5
'A' 'B'
i) প্রোজেস্টেরণ ক্ষরণ a) ট্রাইসেপ্স
ii) এক্সটেনসর পেশি b) কোশ পাত গঠন
iii) সাইটোকাইনেসিস c) ডিম্বাশয়
iv) ইতর পরাগযোগ d) পত্রজ মুকুল
v) পাথরকুচি e) পরাগ বাহকের প্রয়োজন হয়
4. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :- (যে কোন পাঁচটি) 5 x 2 = 10
(i) একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য লেখো।
(ii) খণ্ডীভবন কি তা উদাহরণসহ ব্যাখ্যা করো।
(iii) জনুক্রম কি?
(iv) DNA এবং RNA -এর দুটি পার্থক্য লেখো।
(v) মায়োপিয়া কি?
(vi) ফিডব্যাক নিয়ন্ত্রণ কি?
(vi) সিসমোন্যাস্টিক চলন বলতে কি বোঝো উদাহরণসহ লেখো।
Read More : - WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025 । দশম শ্রেণির বাংলা সাজেশন
5. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : - 1 x 5 = 5
a) মানুষের চোখের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো : 3+2=5
(i) কর্ণিয়া (ii) লেন্স (iii) রেটিনা (iv) ভিট্রিয়াস হিউমর।
অথবা,
b) একটি স্নায়ুকোশ বা নিউরোনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি
চিহ্নিত করো : 3+2=5
(i) কোশদেহ (ii) অ্যাক্সন (ii) মায়েলিন আবরণী (iv) এন্ডব্রাশ।।
Class 10 First Unit Test Life Science wbbse / মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন
1st summative evaluation 2025 class 10 life science
Class: X, Subject: Life Science
Full Marks : 40 Time : 1.20 Hrs.
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো : - ১ x ৮ = ৮
১.১) উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম -
ক) অক্সিন
খ) থাইরক্সিন
গ) জিব্বরেলিন
খ) সাইটোকাইনিন
১.২) মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল -
ক) 13 টি
খ) 31 জোড়া
গ) 12 জোড়া
ঘ) 31 টি।
১.৩) কোনটি ইনসুলিনের কাজ নয় -
ক) দেহকোশে গ্লুকোজ প্রবেশ বৃদ্ধি করে।
খ) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত করে।
গ) যকৃত ও পেশিকোশের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে।
ঘ) প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়।
১.৪) কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়। এটি হল -
ক) ফোটোন্যাস্টি
খ) সিসমোন্যাস্টি
গ) কেমোন্যাস্টি
ঘ) থার্মোনাস্টি
১.৫) প্রতিবর্ত পথের সঠিক ব্রুম কোনটি?
ক) কারক → আজ্ঞাবহ স্নায়ু কোশ → স্নায়কেন্দ্র → সংজ্ঞাবহ স্নায়ুকোশ → গ্রাহক।
খ) গ্রাহক → আজ্ঞাবহ স্নায়ু → স্নায়ু কেন্দ্র→ সংজ্ঞাবহ স্নায় → কারক কোশ।
গ) গ্রাহক →সংজ্ঞাবহ স্নায়ু →স্নায়ু কেন্দ্ৰ → আজ্ঞাবহ স্নায়ু →কারক কোশ
ঘ) কারক → সংজ্ঞাবহ স্নায়ু →স্নায়ু কেন্দ্র →আজ্ঞাবহ স্নায় →গ্রাহক কোশ।
১.৬) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়?
ক) প্রফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ।
১.৭) নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে, তা হলো-
ক) ফরমিক অ্যাসিড
খ) ফসফোরিক অ্যাসিড
গ) অক্সালো অ্যাসেটিক অ্যাসিড
খ) হাইড্রোক্লোরিক অ্যাসিড।
১.৮) তুমি একটি কোশ বিভাজনের সময় কোনো বেমতন্ত্র তৈরী হতে দেখলে না। এই ধরনের কোশ বিভাজনকে বলা হয় -
ক) অ্যামাইটোসিস
খ) প্রথম মিয়োটিক বিভাজন
গ) মাইটোসিস
ঘ) মিয়োসিস
২। নীচের ১২টি প্রশ্ন থেকে ৯টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :- ১ x ৯ = ৯
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও : - (যে কোনো দুটি) ১×২=২
২.১) BMR নিয়ন্ত্রণ করে ________ হরমোন।
২.২) বীজ বিহীন ফল সৃষ্টি হওয়াকে ______বলে।
২৩) চোখের _______বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে।
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপন করো :- (যে কোনো দুটি) ১×২=২
২.৪) লঘু মস্তিস্ক দেহের ভারসাম্য রক্ষা করে।
২.৫) অ্যাক্সনে নিজল দানা দেখতে পাওয়া যায়।
২.৬) মাইটোসিস কোশ বিভাজনকে হ্রাস বিভাজন বলে।
'A' স্তম্ভের সঙ্গে 'B' স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করো :- (যে কোনো দুটি) ১×২=২
'A' - স্তম্ভ - 'B' স্তম্ভ
২.৭) জিব্বেরেলিন ক) পত্রমোচন বিলম্বিত করে।
২.৮) CSF খ) মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে।
২.৯) সাইটোকাইনিন গ) মস্তিস্কের কোশে পুষ্টি সরবরাহ করে।
ঘ) বেমতন্ত্র গঠনে সাহায্য করে।
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :- (যে কোনো তিনটি) ১×৩=৩
২.১০) বিসদৃশ শব্দটি বেছে লেখো --
প্রফেজ, ইন্টারফেজ, অ্যানাফেজ, টেলোফেজ।
২.১১) নীচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শুন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :-
বিটা কোশ : ইনসুলিন :: আলফা কোশ : ---------|
২.১২) ক্যারিওকাইনেসিস কী?
২.১৩) নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুজে বের করো এবং লেখো --
অ্যাক্সন, ডেনড্রন, নিউরোন, কোশ দেহ।
৩। নীচের 6টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখ :- ২ x ৪ = ৮
৩.১) প্রতিবর্ত ক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখ।
৩.২) অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলি উল্লেখকরো।
৩.৩) ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখ।
৩.৪) নিউরোট্রান্সমিটার কি? উদাহরণ দাও।
৩.৫) কোশ চক্রের গুরুত্ব লেখ।
৩.৬) ইউক্রোমাটিন ও হেটারো ক্রোমাটিনের দুটি পার্থক্য লেখ।
Read More : - WBBSE Class 10 History First Unit Test Question Paper 2025 । দশম শ্রেণির ইতিহাস সাজেশন
৪। নীচের তিনটি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো :- ৩ x ৫ = ১৫
৪.১) একটি আদর্শ নিউরোনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ৩+২=৫
ক) ডেনড্রন : খ) র্যানভিয়ারের পর্ব গ) মায়েলিন সিদ ঘ) সোয়ান কোশ।
অথবা,
প্রাণী কোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার একটি বিজানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 3+2=5
ক) ক্রোমোজোম খ) বেমতত্ত্ব গ) মেরু অঞ্চল ঘ) সেন্ট্রোমিয়ার।
৪.২) উদ্ভিদের ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো। হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য উল্লেখ করো। ৩+২=৫
অথবা,
ক্রোমোজোম, ও জিনের মধ্যে অন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। মিয়োসিস কোশ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? 3+2=5
৪.৩) পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হয় এমন তিনটি হরমোনের নাম উল্লেখ করো এবং তাদের একটি করে কাজ লেখ। গুরু মস্তিস্কের কাজ কী কী ? ৩+২=৫
অথবা,
মানুষের দৃষ্টির ত্রুটি ও তার সংশোধনের পদ্ধতি আলোচনা করো। ৫
Good
উত্তরমুছুনGood
উত্তরমুছুন