Wbbse Class 10 Geography Question Paper with Answer 2025
তোমাদের জন্য একসাথে Class 10 Geography First Unit Test 2 টি মক টেস্ট আলোচনা করা হলো।
দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর
প্রিয় ছাত্রছাত্রী , আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে দশম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025। তোমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 40 Marks যার জন্য সময় বরাদ্দ থাকবে 80 Minutes। তোমাদের জন্য দশম শ্রেণীর ভূগোল (Class Nine Vugol Question Paper) প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাড়িতে বসে তোমরা দশম শ্রেণী ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশনটি (Dosom Shrenir Vugol Prothom Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 10 Geography Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে।
West Bengal Board Class 10 Geography 1st Unit Test Syllabus
WBBSE Class 10 Geography 1st Unit Test / দশম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রথম অধ্যায় - জীবন ও তার বৈচিত্র্য, দ্বিতীয় অধ্যায় - জীবন সংঘটনের স্তর । Class 10 জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত। যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
West Bengal Board Geography Class 10 First Summative Evaluation
WB Class 10 Geography Question Paper 2025
Class: X, Subject: Geography
Full Marks : 40 Time : 1.20 Hrs.
বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ x ৮ = ৮
১.১ দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে –
(ক) জলবিভাজিকা
(খ) নদী মঞ্চ
(গ) স্বাভাবিক বাঁধ
(ঘ) দোয়াব
১.২ যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে-
(ক) অগ্ন্যুলাম
(খ) আরোহণ
(গ) সঞ্চয় কার্য
(ঘ) অবরোহন
১.৩ পাখীর পায়ের মতো আকৃতির ব-দ্বীপ গঠিত হয়েছে-
(ক) নীলনদের মোহনায়
(খ) হোয়াংহোর মোহনায়
(গ) সিন্ধুনদের মোহনায়
(ঘ) মিসিসিপি মিসৌরীর মোহনায়।
১.৪ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে –
(ক) নুনটাক
(খ) ক্রেভাস
(গ) অ্যারেট
(ঘ) সার্ক
১.৫ ভারতের মৃত্তিকা সংরক্ষণের গৃহীত একটি পদ্ধতি হল-
(ক) জলসেচ
(খ) ঝুমচাষ
(গ) ফালিচাষ
(ঘ) পশুচারণ
১.৬ কেন্দ্রশাসিত অঞ্চল লাডাককে পৃথক করা হয়েছে-
(ক) তেলেঙ্গানা
(খ) জন্ম ও কাশ্মীর
(গ) উত্তরাখন্ড
(ঘ) ঝাড়খণ্ড
১.৭ মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় –
(ক) কেরলে
(খ) কর্ণটিকে
(গ) মেঘালয়ে
(ঘ) পশ্চিমবঙ্গে
১.৮ পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে যে অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হয় তা হলো-
(ক) জম্মু ও কাশ্মীর
(খ) তামিলনাড়ু
(গ) কেরল
(ঘ) মেঘালয়
বিভাগ-'খ'
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ লেখো (যে কোনো দুটি) : ১ x ২ = ২
২.১.১ জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়।
২.১.২ ভারতে বৃষ্টির জল সংরক্ষণের অগ্রণী রাজ্য হল কেরল।
২.১.৩ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে।
Read More : - WBBSE Class 10 Physical Science First Unit Test Question Paper 2025 । Physical Science Question Paper Suggestions
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো দুটি) : ১ x ২ = ২
২.২.১ গঙ্গা নদীর উৎস হল _____________।
২.২.২ ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে __________বলে।
২.২.৩ _________ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ।
২.৩ বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো (যে কোনো দুটি): ১ x ২ = ২
বামদিক ডানদিক
ভেম্বানাদ রাজস্থান
মরুস্থলী কেরালা
রায়পুর ছত্রিশগড়
২.৪ একটি বা দুটি শব্দে উত্তর লেখো (যে কোনো দুটি) : ১ x ২ = ২
২.৪.১ মরুভূমিতে যে শুষ্ক নদী উপতাকা দেখা যায় তার নাম লেখো।
২.৪.২ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?
২.৪.৩ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ উদ্যোগে বহুমুখী নদী পরিকল্পনার নাম কি লেখো।
৩. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ২ x ৪ = ৮
৩.১ প্রপাত কূপ কাকে বলে।
অথবা,
লোয়েশ সমভূমির সংজ্ঞা দাও।
৩.২ পর্যায়নের সংজ্ঞা দাও।
অথবা,
পলল শঙ্কু কি ?
৩.৩ অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়।
অথবা,
হিমশৈল কি ?
৩.৪ পশ্চিমি ঝঞ্ঝার সংজ্ঞা দাও।
অথবা,
কৃষিবন সৃজন বলতে কী বোঝো?
বিভাগ-ঘ
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ৩ x ২ = ৬
৪.১ অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো।
অথবা,
নদীর মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো।
৪.২. সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো।
অথবা,
নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো।
৪.৩ ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো।
অথবা,
ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য উল্লেখ করো।
বিভাগ- ঙ
৫. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ৫ x ২ = ১০
৫.১ মধ্যগতিতে নদীর সরকার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো।
অথবা,
শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা করো।
৫.২ উত্তর ভারতের নদনদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদনদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো।
অথবা,
ভারতের পশ্চিম হিমালয়ের ভূ-প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।
West bengal board geography class 10 first summative evaluation 2025
WB Class 10 Geography Question Paper 2025
Class: X, Subject: Geography
Full Marks : 40 Time : 1.20 Hrs.
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ x ৫ = ৫
i) নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় -
(a) নগ্নীভবন প্রক্রিয়ায়
(b) অবরোহন প্রক্রিয়ায়
(c) অবঘর্ষ প্রক্রিয়ায়
(d) আরোহন প্রক্রিয়ায়।
ii) বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত হয় –
(a) করি
(b) গিরিখাত
(c) ড্রামলিন
(d) বার্খান বালিয়াড়ি
iii) একটি আদর্শ গ্রীণ হাউস গ্যাস –
a) CO,
(b) O
(c) CFC
(d) NO,
iv) বায়ুর উষ্ণতা মাপক যন্ত্রের নাম হল -
(a) থার্মোমিটার
(b) ব্যারোমিটার
(c) হাইগ্রোমিটার
(d) অ্যানিমোমিটার।
(v) ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম -
(a) এভারেস্ট
(b) গডউইন অস্টিন
(c) কাঞ্চনজঙ্খা
(d) নামচা বারওয়া।
2.1 নীচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা লেখো : ১ x ৫ = ৫
(i) বার্খান বালিয়াড়ি থেকে সি বালিয়াড়ি সৃষ্টি হয়।
(ii) নিক বিন্দুতে কখনোই জলপ্রপাত সৃষ্টি হয় না।
(iii) পৃথিবীর যে স্থানে সূর্যের লম্বরশ্মি পতিত হয় সেই স্থানে ইনসোলেশন বেশি হয়।
(iv) আয়তনে ভারতের ক্ষুদ্র রাজ্য হল গোয়া।
(v) ডুংগ্রিলা পাস বা মানা পাস হল ভারতের সর্বোচ্চ গিরিপথ।
Read More : - WBBSE Class 10 Life Science First Unit Test Question Paper 2025 । দশম শ্রেণির জীবন বিজ্ঞান সাজেশন
2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : ১ x ৫ = ৫
i) জাস্কর ও পীর পাঞ্জাল পর্বতের মাঝে________উপত্যকা।
ii) মেরুপ্রভা দেখা যায় বায়ুমণ্ডলের ______স্তরে।
iii) বায়ুমণ্ডলের কার্বন-ডাই-অক্সাইড-এর শতকরা পরিমান__________।
iv) _________হল ক্ষয়কার্যের শেষসীমা।
v) _____________কে "ফিয়র্ডের দেশ' বলে।
2.3 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও : ১ x ৪ = ৪
বামস্তস্ত ডানস্তস্ত
a) আয়নোস্ফিয়ার 1. ক্লোরোফ্লুরোকার্বন
b) লাডাক 2. বেতার তরঙ্গের প্রতিফলন
c) রেফিজারেটর 3. মালভুমি
d) করমণ্ডল উপকূল 4. চিল্কা হ্রদ
2.4 দু-এক কথায় উত্তর দাও : ১ x ৪ = ৪
i) বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি?
ii) ওয়াদি' শব্দের অর্থ কি?
iii) কোন্ মহাদেশে ওজোন গহ্বরের অস্তিত্ব সর্বপ্রথম পরিলক্ষিত হয়?
iv) ভারত-পাকিস্তানের সীমারেখার নাম কি?
3. নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও : (চারটি) ২ x ৪ = ৮
i) দুন কি ?
ii) তাল কি?
iii) Albedo / অ্যালবেডো কি?
iv) জল বিভাজিকা বলতে কি বোঝ?
v) বার্খান কি?
vi) সমোষ্ণ রেখার সংজ্ঞা দাও।
4. সংক্ষেপে ব্যাখ্যা করো : (তিনটি) ৩ x ৩ = ৯
i) ওজোন স্তরের গুরুত্ব আলোচনা কর।
ii) বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝ ?
iii) গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখ।
iv) ঝুলন্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয়?
5. যথাযথ উত্তর দাও : (দুটি) ৫ x ২ = ১০
i) বিশ্বউষ্ণায়ণের প্রভাব আলোচনা করো।
ii) নদীর ক্ষয় কাজের ফলে গঠিত চারটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও ।
iii) হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত দুটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও ।
iv) ভারতের ভূ-প্রাকৃতিক বিভাগ কর। হিমালয়ের প্রস্থ বরাবর (উত্তর-দক্ষিণ) বিভাগ বর্ণনা দাও ।
Enter Your Comment