Wbbse Class 9 Bengali Question Paper with Answer
তোমাদের জন্য একসাথে 2 টি মক টেস্ট আলোচনা করা হলো।
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর
প্রিয় ছাত্রছাত্রী , আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে নবম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025। তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 40 Marks যার জন্য সময় বরাদ্দ থাকবে 80 Minutes। তোমাদের জন্য নবম শ্রেণীর বাংলা (Class Nine Bangla Question Paper) প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাড়িতে বসে তোমরা নবম শ্রেণী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশনটি (Nobom Shrenir Bangla Prothom Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 9 Bangla Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে।
West Bengal Board Class 9 Bengali 1st Unit Test Syllabus
WBBSE Class 9 Bengali 1st Unit Test / নবম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদেরগদ্য : ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম। পদ্য : কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি, নোঙ্গর। সহায়ক পাঠ : প্রফেসর শঙ্কুর ডায়রি : বোমযাত্রীর ডায়েরি। ব্যাকরণ : ধ্বনি বাংলা ধ্বনির শ্রেণিবিভাগসহ বিস্তারিত আলোচনা। ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি। শব্দ গঠন : উপসর্গ, অনুসর্গ। ধাতু ও প্রত্যয়। নির্মিতি : ভাবসম্প্রসারণ। Class 9 বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত। যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
West Bengal Board Class 9 First Summative Evaluation Question Paper with Solutions Set - 1
1st Summative Evaluation - 2024
Class: IX, Subject: Bengali
Full Marks : 40 Time : 1.20 Hrs.
১) সঠিক উত্তর নির্বাচন করো :- ১ ×৮ = ৮
১.১ 'কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি' কবিতায় 'ঢেউ' কে তুলনা করা হয়েছে?
ক) পাহাড়
খ) পর্বতশৃঙ্গ
গ) পাহাড় চূড়া
ঘ) পর্বত-এর সঙ্গে
উত্তর : - ঘ) পর্বত-এর সঙ্গে
১.২ 'নোঙর' কবিতার উৎস গ্রন্থ -
ক) কুসুমের মাস
খ) ছায়ার আলপনা
গ) শাদা মেঘ কালো পাহাড়
ঘ) নষ্ট চাঁদ
উত্তর : - গ) শাদা মেঘ কালো পাহাড়
১.৩ “আমার জিভ শুকিয়ে গেল”- কেন?
ক) তৃষ্ণায়
খ) লজ্জায়
গ) ঘৃণায়
ঘ) ভয়ে
উত্তর : - খ) লজ্জায়
১.৪ সর্বহারা ইলিয়াসের বোঁচকায় ছিল -
ক) কোট, টুপি, জুতো আর বুট
খ) কোট, জ্যাকেট, টুপি, জুতো আর মোজা
গ) কোট, কম্বল, জুতো ও বুট
ঘ) এদের কোনটাই নয়।
উত্তর : - ক) কোট, টুপি, জুতো আর বুট
১.৫ “এটা তুমি ঠিকই বলেছ”- অংশটির বক্তা হলো:
ক) সূচক
খ) জানুক
গ) পুরুষ
ঘ) শ্যালক
উত্তর : - খ) জানুক
১.৬ প্রফেসর শঙ্কু মঙ্গলযাত্রায় বের হন
ক) ১২ ই জানুয়ারী
খ) ১১ ই জানুয়ারী
গ) ১৪ ই জানুয়ারী
ঘ) ১৩ ই জানুয়ারী
উত্তর : - ঘ) ১৩ ই জানুয়ারী
১.৭ মহাপ্রাণ ব্যঞ্জনের উদাহরণ -
ক) ঝ, ঠ, ঢ
খ) জ, ঝ, ঠ
গ) খ, ঘ, ঙ
ঘ) ধ, প, ফ
উত্তর : - ক) ঝ, ঠ, ঢ
১.৮ অল্প অপ্প - এটি কোন ধরণের ধ্বনি পরিবর্তন :
ক) প্রগত সমীভবন
খ) সঘোষীভবন
গ) পরাগত স্বরসঙ্গতি
ঘ) পরাগত সমীভবন
উত্তর : - ঘ) পরাগত সমীভবন
২) কম-বেশি ১৫টি শব্দে উত্তর দাও : ১ x ৮ = ৮
২.১ কবি কেন দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান?
উত্তর : -
২.২. 'বরিষে জলধারা' প্রসঙ্গটিকে কোন উপমায় উপমিত করা হয়েছে?
উত্তর : -
২.৩ ইলিয়াসের দুর্ভাগ্যের কথা শুনে অতিথির মধ্যে কোন্ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় ?
উত্তর : -
২.৪ বার্নাড শ'র নামটি কোন্ প্রসঙ্গে 'দাম' গল্পে উল্লিখিত হয়?
উত্তর : -
২.৫ 'তা বললাম' বক্তা কী বলেছিলেন?
উত্তর : -
২.৬ "এক এক সময় মনে হয়েছে যে" - বক্তার মনে কোন কথার উদয় হয়েছে?
উত্তর : -
অথবা, ব্যাঙের ছাতা সহ অন্যান্য জিনিসের মিশ্রণের সঙ্গে কোন জিনিস মিশিয়ে রকেট তৈরীর ধাতু পান প্রফেসর শঙ্কু ?
উত্তর : -
২.৭ সম্প্রকর্ষ বলতে কী বোঝো?
উত্তর : -
২.৮ সন্ধ্যাক্ষর কাকে বলে উদাহরণ দাও।
উত্তর : -
অথবা অপিনিহিতি বিষয়টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
উত্তর : -
৩) কম-বেশি ৬০টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও :- ৩ x ১ = ৩
৩.১ "____অবসর পর্যন্ত মেলে না"- কীসের অবসর? তার দিকে তাকাবার অবসর মেলে না কেন? ১+২
৩.২ 'নোঙর' কবিতায় 'তবু' শব্দটি কতবার প্রযুক্ত হয়েছে? শব্দটি ব্যবহারের তাৎপর্য কোথায় ? ১+২
৪) অনধিক ৮০টি শব্দে উত্তর দাও :- ৪ x ৪ = ১৬
৪.১ অর্থের প্রাচুর্য, সম্পত্তির বাহুল্য মানুষের জীবনে প্রকৃত সুখ এনে নিতে পারে না। ইলিয়াসের এমন ভাবনার সঙ্গে তুমি কি একমত? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
অথবা, 'নোঙর' কবিতায় কবি জীবনের অপূর্ণতার বেদনা কিভাবে প্রকাশিত হয়েছে, তা সংক্ষেপে আলোচনা কর।
৪.২. “তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি।”- বক্তা কে? উক্তিটির মধ্যে বক্তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? উদ্দিষ্ট ব্যক্তি প্রত্যুত্তরে, কোন্ কথা বলেছিল? ১+২+১
৪.৩ “মনে হলো” বক্তার কী মনে হলো? উক্তিটির মধ্যে তাঁর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে?
অথবা, “প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ" কোথাকার প্রজা? প্রলয়ের কেমন চিত্র ফুটে উঠেছে, তা পাঠ্যাংশ অবলম্বনে সংক্ষেপে বিবৃত করো। ১+৩
8.৮ "____তা হলে ভুল হলো নাকি " কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? বক্তার এই সংশয় কীভাবে দূর হয়েছিল? ১+৩
অথবা, “আমি মোটেই বিশ্বাস করি না___" বক্তা কী বিশ্বাস করেন না? কোন ঘটনায় বক্তার বিশ্বাস আরো সুদৃঢ় হয়? ১ + ৩
৫) যে কোন একটি বিষয়ে ভাবসম্প্রসারণ করো :- ৫
৫.১ সুসময়ে অনেকই বন্ধু বটে হয়,
অসময়ে হায় হায় কেহ কারো নয়।
৫.২ তুমি অধম তাই - বলিয়া আমি উত্তম না হইব কেন?
WBBSE Class 9 Bengali First Summative Evaluation Question Paper 2025
Set - ২
1st Summative Evaluation 2024
Class-IX Sub-Bengall
Full Marks-40 Time : 1.30 Hours
১. সঠিক উত্তরটি নির্বাচন কর :- ১ x ১০ = ১০
১১ 'ইলিয়াস' গল্পটির লেখক -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) গি.বি. শেলী
(গ) লিও তলস্তয়
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর : -
১.২ মাস্টার মশায়ের কাছ থেকে তাঁর ছাত্রের নগদ লাভের পরিমাণ ছিল --
(ক) ২০ টাকা
(খ) ৫০ টাকা
(গ) ৩০ টাকা
(ঘ) কোনোটাই নয়
উত্তর : -
১.৩ দেবী অম্বিকা হলেন-
(ক) দেবী লক্ষ্মী
(খ) দেবী সরস্বতী
(গ) দেবী দুর্গা
(খ) সবকটি ঠিক
উত্তর : -
১.৪ পাড়ি দিতে হবে দূর
(ক) দেশে
(খ) দিগন্তে
(গ) সিন্ধুপারে
(ঘ) দেশ-দেশান্তরে
উত্তর : -
১.৫ 'ধীবর বৃত্তান্ত' নাটকটি সংকলিত -
(ক) রঘুবংশম থেকে
(খ) মুস্যকটিক থেকে
(গ) কুমার সম্ভব থেকে
(ঘ) অভিজ্ঞান শকুন্তলম থেকে
উত্তর : -
১.৬ কবি বন্ধ ছিলেন শকুন্তলার -
(ক) পিতা
(খ) পালক পিতা
(গ) মামা
(ঘ) কাকা
উত্তর : -
১.৭ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা -
(ক) ৫টি
(খ) ১টি
গ্র) ৭টি
(ঘ) ৩টি
উত্তর : -
১.৮ একটি অঘোষ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ-
(ক) উ
(খ) ও
(গ) ক
(ঘ) হ
উত্তর : -
১.৯ স্কুল > ইস্কুল – এটি যে জাতীয় ধ্বনি পরিবর্তন -
(ক) স্বরলোপ
(খ) স্বরাগম
(গ) স্বরভক্তি
(ঘ) কোনোটাই নয়
উত্তর : -
১.১০ স্বরভক্তির অপর নাম -
(ক) ব্যঞ্জন লোপ
(খ) স্বরলোপ
(গ) ব্যঞ্জনাগম
(খ) বিপ্রকর্ষ
উত্তর : -
২. কমবেশী ১৫টি শব্দে উত্তর দাও :- ১ x ৭ = ৭
২.১ 'কুমিস' কী?
উত্তর : -
২.২ 'ইলিয়াস' গল্প অনুযায়ী মহম্মদ শা কে ছিলেন?
উত্তর : -
২.৩ প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল?
উত্তর : -
২.৪ “পড়ে আনন্দে আমার চোখে জল এল" - চোখে জল আসার কারণ কি ?
উত্তর : -
২.৫ 'ভণিতা' কী?
উত্তর : -
২.৬ "অম্বিকামঙ্গল গান শ্রীবিকঙ্কন" - শ্রীবিকঙ্কন কে ?
উত্তর : -
২.৭ শকুন্তলার সঙ্গে কার বিবাহ হয়েছিল ?
উত্তর : -
২.৮ "ধীবর বৃত্তান্ত" নাট্যাংশটিকে কে অনুবাদ করেছেন ?
উত্তর : -
২.৯ দীর্ঘস্বর কাকে বলে?
উত্তর : -
২.১০ নাসিকা ধ্বনির দুটি উদাহরণ দাও।
উত্তর : -
৩. কমবেশী ৫০টি শব্দে উত্তর দাও :- (একটি) ৩ x ১ = ৩
৩.১ ইলিয়াসের অতিথি বৎসলতার পরিচয় দাও।
৩.২ " এ লজ্জা আমি কোথায় রাখব" - বক্তার লজ্জার কারণ কী?
৪. কমবেশী ৫০টি শব্দে উত্তর দাও :- (একটি) ৩ x ১ = ৩
৪.১ "তার মেখে জল দেয় এই গন্ধরাজ" - চারিমেষ ও অষ্ট গজরাজের নাম লেখো। ১ + ২
৪.২ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ" - কে, কীভাবে এমন করে? ১ + ২
৫. কমবেশী ৫০টি শব্দে উত্তর দাও :- (একটি) ৩ x ১ = ৩
৫.১ "যার চিন্তায় সে মগ্ন, সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন।" - বক্তা কে? তিনি এই উক্তি কেন করেছেন ?
৫.২ "শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়।" - শকুন্তলা কেন রাজসভায় অপমানিত হলেন ?
৬. কমবেশী ১৫টি শব্দে উত্তর দাও :- (পাঁচটি) ১ x ৫ = ৫
৬.১ প্রোফেসর শঙ্কুর ডায়রিটির বিশেষত্ব কী?
৬.২ অবিনাশবাবু ৫০০ টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন কেন?
৬.৩ নিউটন কে? তাকে শঙ্কু কী খাইয়েছিলেন?
৬.৪ শঙ্কুর রকেটে কত পরিমাণ জিনিস নেওয়া যায় ?
৬.৫ বাটিকা ইন্ডিকা কি ?
৬.৬ মঙ্গল গ্রহের জল কেমন ছিল?
৬.৭ প্রোফেসর শঙ্কুর চাকর ও রোবটের নাম কী?
৭. কমবেশী ৫০টি শব্দে উত্তর দাও :- (দুটি) ২.৫ x ২ = ৫
৭.১ স্বরভক্তি কাকে বলে। উদাহরণ দাও ।
৭.২ অপিস্থিনিতি কাকে বলে? উদাহরণ দাও ।
৭.৩ সমীভবন কাকে বলে। উদাহরণ দাও।
৭.৪ পরিবর্তনগুলি কি জাতীয় : -
(i) বেঞ্চ > বেঞ্চি
(ii) রাতি > রাত
(iii) গল্প > গপ্প
(iv) রত্ন > রতন
৮. কমবেশী ৬০টি শব্দে ভাবসম্প্রসারণ কর :- ৪
“জীবে প্রেম করে যেই জন
সেই জন সেবিছে ঈশ্বর।"
Enter Your Comment