পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নপত্র সমাধান ২০২৫
Madhyamik Question Paper Life Science pdf download / মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৫ উত্তর সমূহ
WBBSE Madhyamik Life Science Suggestion 2025 – মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন ২০২৫ ,মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশান ২০২৫ – Class X Life Science Suggestion 2025 ,West Bengal Class 10 Madhyamik Life Science Question Paper 2025, মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নপত্র 2025,ক্লাস 10 জীবনবিজ্ঞান প্রশ্নপত্র - মধ্যমিক 2025,Madhyamik 2025 Life Science Question Paper,West Bengal Class 10 Life Science Answer Key 2025,WBBSE Class 10th Madhyamik Life Science Question Paper 2025 ,Madhyomik Jibon Bigyan Proshno 2025 ,Class 10 Life Science Question Paper,Dosom Shrenir madhyamik jibon bigyan question paper 2025, class 10 jibonbigyan question paper, madhyomik poribesh o bigyan proshno ,Madhyamik Jibon Bigyan Question Paper 2025 PDF Download,Madhyamik Jibon Bigyan Solution In Bengali, নিচে আলোচনা করা হলো ভালো করে দেখে নাও।
Madhyamik Life Science Question Paper PDF 2025
2025
LIFE SEIENCE
(For Regular and External Candidates)
Time-Three Hours Fifteen Minutes
(First FIFTEEN minutes for reading the question paper only)
Full Marks – 90 For Regular Candidates
Full Marks – 100 For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
নির্দেশাবলী
[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ‘ক’, ‘খ’, ‘গ' ও 'ঘ' বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। বহিরাগত পরীক্ষার্থীদের ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ছাড়াও অতিরিক্ত ‘ঙ’ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে।]
(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা)
‘ঘ’ বিভাগের ৪.১ প্রশ্নের পরিবর্তে ৪.১ (A) প্রশ্নের উত্তর করতে হবে। কোন্ বিভাগ থেকে কটি প্রশ্নের উত্তর করতে হবে তা ওই বিভাগের শুরুতেই বলা আছে ।
বিভাগ 'ক'
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো। ১ × ১৫ = ১৫
১.১ নীচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম ?
(ক) গ্রাহক → বহির্বাহী স্নায়ু → কারক→ স্নায়ুকেন্দ্র→ অন্তর্বাহী স্নায়ু
(খ) গ্রাহক → স্নায়ুকেন্দ্র→ অন্তর্বাহী স্নায়ু → বহির্বাহী স্নায়ু → কারক
(গ) গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহির্বাহী স্নায়ু → কারক
(ঘ) গ্রাহক → কারক → স্নায়ুকেন্দ্র→ অন্তর্বাহী স্নায়ু → বহির্বাহী স্নায়ু
উত্তর : - (গ) গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহির্বাহী স্নায়ু → কারক
১.২ নীচের কোন্ বাক্যটি সঠিক নয় ?
(ক) থাইরক্সিন দেহের বিপাক নিয়ন্ত্রণ করে ।
(খ) প্রোজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি, অমরার গঠন ও সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে ।
(গ) ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হার বাড়ায় ।
(ঘ) অ্যাড্রেনালিন হার্দ-উৎপাদ হ্রাস করে।
উত্তর : - (ঘ) অ্যাড্রেনালিন হার্দ-উৎপাদ হ্রাস করে।
১.৩ চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো -
(ক) কর্নিয়া, অ্যাকুয়াস হিউমর, লেন্স, ভিট্রিয়াস হিউমর
(খ) স্ক্লেরা, কোরয়েড, আইরিস, রেটিনা
(গ) কর্নিয়া, কোরয়েড, লেন্স, রেটিনা
(ঘ) অ্যাকুয়াস হিউমর, আইরিস, ভিট্রিয়াস হিউমর, কোরয়েড
উত্তর : - (ক) কর্নিয়া, অ্যাকুয়াস হিউমর, লেন্স, ভিট্রিয়াস হিউমর
১.৪ উদ্ভিদকোশের মাইটোসিস ও প্রাণীকোশের মাইটোসিস সংক্রান্ত নীচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও
উদ্ভিদকোশের মাইটোসিস - প্রাণীকোশের মাইটোসিস
I. সেন্ট্রিওল থেকে বেমতত্ত্ব গঠিত হয় - অনুনালিকা থেকে বেমতত্ত্ব গঠিত হয় ।
II. কোশপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয় - ক্লিভেজ বা ফারোয়িং এর মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয় ।
III. উৎপন্ন অপত্য কোশগুলি পাশাপাশি যুক্ত থাকে - উৎপন্ন অপত্য কোশগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় ।
IV. কোশের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটে - কোশের কেন্দ্র থেকে পরিধির দিকে সাইটোকাইনেসিস ঘটে ।
(ক) I, IV
(খ) II, III
(গ) II, IV
(ঘ) III, IV
উত্তর : - (খ) II, III
১.৫ DNA তে নাইট্রোজেনযুক্ত ক্ষারক-যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক ?
(ক) A = T
(গ) A - T
(খ) G = C
(ঘ)
উত্তর : - (ঘ)
১.৬ ইতর পরাগযোগ সম্পর্কিত নীচের কতগুলি বক্তব্য সঠিক ?
• ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়।
• ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে
• ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগরেণুর অপচয় কম হয় ।
• ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হওয়ায় পরাগরেণুর অপচয় বেশি হয় ।
(ক) 3
(খ) 4
(গ) 1
(ঘ) 2
উত্তর : - (ক) 3
১.৭ কোনো এক দম্পতির পর পর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ ?
(ক) 100%
(খ) 0%
(গ) 50%
(ঘ) 75%
উত্তর : - (গ) 50%
১.৮YyRR ও YYRr জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত
নির্ধারণ করো -
(ক) 2 : 1
(খ) 1 : 2
(গ) 2 : 2
(ঘ) 1 : 4
উত্তর : - (গ) 2 : 2
১.৯ নীচের কোন্ ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেঁটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1 : 1 হবে ?
(ক) Tt x Tt
(খ) TT × Tt
(গ) TT × tt
(ঘ) Tt × tt
উত্তর : - (ঘ) Tt × tt
১.১০ প্রদত্ত কোন্ জোড়াটি সমসংস্থ অঙ্গ নয় ?
(ক) মানুষের হাত ও ঘোড়ার অগ্রপদ
(খ) পাখির ডানা ও তিমির ফ্লিপার
(গ) পাখির ডানা ও পতঙ্গের ডানা
(ঘ) ঘোড়ার অগ্রপদ ও তিমির ফ্লিপার
উত্তর : - (গ) পাখির ডানা ও পতঙ্গের ডানা
১.১১ মিলার ও উরের পরীক্ষায় নীচের কোন্ বিক্রিয়কটি ব্যবহৃত হয় নি ?
(ক)
(খ)
(গ)
(ঘ)
উত্তর : - (খ)
১.১২ কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় ?
(ক) খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের বেশি হলে ওয়াগল নৃত্য দেখা যায় ।
(খ) ওয়াগল নৃত্য ইংরেজি '৪' সংখ্যার ন্যায় ।
(গ) ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে ।
(ঘ) ওয়াগল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে ।
উত্তর : - (গ) ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে ।
১.১৩ বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নীচের কোন্ জোড়টি সঠিক ?
(ক) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ - মৌরলা মাছ
(খ) দূষণ - একশৃংগ গণ্ডার
(গ) চোরাশিকার - শকুন
(ঘ) বিশ্ব উন্নায়ন এবং জলবায়ুর পরিবর্তন - আরশোলা
উত্তর : - (ক) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ - মৌরলা মাছ
১.১৪ জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো -
(ক) পচা পাতা
(খ) ক্লোরিনযুক্ত কীটনাশক
(গ) জীবজন্তুর মলমূত্র
(ঘ) কাগজ
উত্তর : - (খ) ক্লোরিনযুক্ত কীটনাশক
১.১৫ নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস - এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট ?
(ক) রাইজোবিয়াম
(খ) সিউডোমোনাস
(গ) নাইট্রোসোমোনাস
(ঘ) নাইট্রোব্যাক্টর
উত্তর : - (খ) সিউডোমোনাস
বিভাগ 'খ'
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো । ১ x ২১ = ২১
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) : ১ x ৫ = ৫
২.১ মানবদেহে মোট ______________জোড়া করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান ।
উত্তর : - 12 জোড়া + 31 জোড়া = 43 জোড়া
২.২ ________বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রাস্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।
উত্তর : - টেলোমিয়ার
২.৩ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো__________।
উত্তর : - BBRR / BBRr/BbRr/BbRR
২.৪ ব্যক্তিজনি _________কে পুনরাবৃত্তি করে ।
উত্তর : - জীবজনি বা জাতিজনি
২.৫ প্রাণীর______________শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয় ।
উত্তর : - বর্জ্য
২.৬ চোরাশিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হল প্রাণীর_____________।
উত্তর : - শিকার
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) : ১ x ৫ = ৫
২.৭ দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়।
উত্তর : - সত্য
২.৮ প্রাণীকোশের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে।
উত্তর : - সত্য
২.৯ একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট – এরূপ একটি জেনোটাইপের উদাহরণ হলো BBrr |
উত্তর : - মিথ্যা
২.১০ ইক্যুয়াসের অগ্রপদে চারটি ও পশ্চাদ্পদে তিনটি আঙ্গুল উপস্থিত ছিল।
উত্তর : - মিথ্যা
২.১১ রেডপাণ্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হল ক্যাপটিভ ব্রিডিং।
উত্তর : - মিথ্যা
২.১২ বিপাকক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন ।
উত্তর : - সত্য
A স্তস্তে দেওয়া শব্দের সঙ্গে B স্তস্তে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তত্ত্বের ক্রমিক নং উল্লেখসহ জোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) : ১ x ৫ = ৫
A স্তম্ভ - B স্তম্ভ
২.১৩ ADH - (ক) জলাভূমির হ্রাসপ্রাপ্তি
২.১৪ অ্যামাইটোসিস - (খ) অভিসারী বিবর্তন
২.১৫ থ্যালাসেমিয়া - (গ) পলাশ
২.১৬ সমবৃত্তি অঙ্গ - (ঘ) বেমতত্ত্ব গঠিত হয় না
২.১৭ মানব জনসংখ্যা বৃদ্ধি - (ঙ) নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মুত্রের পরিমাণ হ্রাস করে
২.১৮ পক্ষীপরাগী পুষ্প - (চ) ধান
- (ছ) অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন
উত্তর : -
২.১৩ ADH - (ঙ) নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মুত্রের পরিমাণ হ্রাস করে
২.১৪ অ্যামাইটোসিস - (ঘ) বেমতত্ত্ব গঠিত হয় না
২.১৫ থ্যালাসেমিয়া - (ছ) অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন
২.১৬ সমবৃত্তি অঙ্গ - (খ) অভিসারী বিবর্তন
২.১৭ মানব জনসংখ্যা বৃদ্ধি - (ক) জলাভূমির হ্রাসপ্রাপ্তি
২.১৮ পক্ষীপরাগী পুষ্প - (গ) পলাশ
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) : ১ x ৬ = ৬
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো-
হাইপোথ্যালামাস, পনস্, মেডালা অবলংগাটা, সেরিবেলাম
উত্তর : - হাইপোথ্যালামাস
২.২০ সোয়ান কোশের কাজ কী ?
উত্তর : - i) পেরিফেরাল নার্ভাস সিস্টেম (PNS) বজায় রাখা
ii) নিউরনের অ্যাক্সনের রক্ষণাবেক্ষণ ও পুনর্জন্মে সাহায্য করা
iii) অ্যাক্সনের মায়োলিন আবরণ তৈরি করা
iv) কোনো স্নায়ুর ক্ষতি হলে, অ্যাক্সন হজমে সহায়তা করা
২.২১ নীচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : খণ্ডীভবন : স্পাইরোগাইরা : কোরকোলাম : _________।
উত্তর : - ইস্ট বা হাইড্রা
২.২২ YYRR, yyRR, YYRF এবং YyRR জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন ।
উত্তর : - yyRR
২.২৩ বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কী হতে পারে ?
উত্তর : -
২.২৪ ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কী ?
উত্তর : - প্রাকৃতিক নির্বাচন
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বা করো এবং লেখো :
দ্বীপভূমির নিমজ্জন, লবণাম্বু উদ্ভিদ ধ্বংস, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, খাদ্য-খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত ।
উত্তর : - সুন্দরবনের পরিবেশগত সমস্যা
২.২৬ JFM এর মূল ভূমিকা কী ?
উত্তর : - যৌথ বন ব্যবস্থাপনা (JFM) এর মূল ভূমিকা হল বন সংরক্ষণ, বনায়ন, এবং বনজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা।
বিভাগ 'গ'
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো : ২ × ১২ = ২৪
৩.১ উদ্ভিদদেহের বৃদ্ধিতে অক্সিন হরমোনের দুইটি ভূমিকা উল্লেখ করো ।
৩.২ কোনো একজন ব্যক্তি রাস্তায় চলাচল করার সময় কীভাবে উপযোজন প্রক্রিয়া সম্পন্ন করেন ?
৩.৩ একজন ব্যক্তির 24 ঘণ্টার প্রাত্যহিক জীবনে হাইপোথালামাস ও সুষুম্নাশীর্ষকের একটি করে ভূমিকা উল্লেখ করো ।
৩.৪ স্নায়ুকোশ, স্নায়ুতত্ত্ব ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো ।
৩.৫ কোশচক্রের G1 ও G2 দশার সংশ্লেষিত বস্তুর একটি তালিকা সারণির সাহায্যে দেখাও।
৩.৬ নিম্নলিখিত অযৌন জনন পদ্ধতি দুটি ব্যাখ্যা করো : -
• কোরকোদগম
• পুনরুৎপাদন
৩.৭ ক্রোমোজোমে ইউক্রোমাটিনের তুলনায় হেটেরোক্রোমাটিনের পরিমাণ বেড়ে গেলে কী কী পরিবর্তন ঘটতে পারে ?
৩.৮ বংশগতি সম্পর্কিত নীচের শব্দ দুটি ব্যাখ্যা করো-
• জিনোটাইপ
• সংকরায়ণ
৩.৯ যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাঁদের দুটি পুত্র সন্তান হয় তাহলে ওই পুত্রদের দেহে হিমোফিলিয়ার সম্ভাবনা কত একটি ব্রুসের মাধ্যমে দেখাও ।
৩.১০ বিশুদ্ধ গোল-হলুদ (RRYY) বীজ ধারণকারী মটরগাছের ফুলের সংগে বিশুদ্ধ কুষিত সবুজ (ryy) বীজ ধারণকারী মটরগাছের ফুলের ইতর পরাগযোগ ঘটলে F2 জনুতে যে সকল জিনোটাইপের জিনোটাইপিক অনুপাত দুই (2) সেগুলি সারণির সাহায্যে দেখাও ।
৩.১১ একটি উঁচু কোটরযুক্ত গাছে যে সকল প্রাণী থাকতে পারে তাদের নিরিখে যে কোনো দুই প্রকার সম্ভাব্য জীবন-সংগ্রামের উদাহরণ দাও ।
৩.১২ উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে RBC এর আকৃতির সম্পর্ক প্রতিষ্ঠা করো।
৩.১৩ ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে কীভাবে আঙ্গুলের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়েছে ব্যাখ্যা করো। ৩.১৪ ইউট্রফিকেশন ও বায়োম্যাগনিফিকেশনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে তুলনা করো :
• কারণ
• ফলাফল
৩.১৫ নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কী কী পরিবেশগত সমস্যা সৃষ্টি হয় ?
৩.১৬ ইন্দো-বার্মা হটস্পট ও সুন্দাল্যান্ড হটস্পটের বিপন্ন জীববৈচিত্র্যের একটি তালিকা প্রস্তুত করো ।
৩.১৭ সমুদ্রের জলের তাপমাত্রা ও অম্লত্ব বাড়লে সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর কী কী প্রভাব পড়তে পারে ?
বিভাগ 'ঘ'
৪। নীচের ছয়টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ৪.১ নং প্রশ্নের পরিবর্তে ৪.১(A) নং প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৫ (প্রশ্নের মান বিভাজন ৩+২, ২+৩ বা ৫ হতে পারে)। ৫x৬=৩০
৪:১ মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো- (ক) কর্নিয়া (খ) লেন্স (গ) ভিট্রিয়াস হিউমর (ঘ) রেটিনা ৩ + ২
অথবা,
প্রাণীকোশের মাইটোসিসের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো : (ক) অপত্য ক্রোমোজোম (খ) অবিচ্ছিন্ন তত্ত্ব (গ) সেন্ট্রিওল (ঘ) ক্রোমোজোমাল তত্ত্ব
(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
৪.১(A) মানব চক্ষুর অক্ষিগোলকের নিম্নলিখিত পাঁচটি অংশের প্রত্যেকটির একটি করে কাজ লেখো : -
(ক) কর্নিয়া
(খ) লেন্স
(গ) রেটিনা
(ঘ) কোরয়েড
(ঙ) আইরিস
অথবা,
প্রাণীকোশের কোশবিভাজনের অ্যানাফেজ দশায় নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো
(ক) সেন্ট্রোমিয়ারের বিভাজন
(খ) অপত্য ক্রোমোজোম সৃষ্টি
(গ) বেমতত্ত্বর প্রকারভেদ
(ঘ) অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখে গমন
(ঙ) স্টেমবডি গঠন
৪.২ জিন, DNA ও ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। অংগজ বংশবিস্তারের সুবিধা কী কী ? ২+৩=৫
অথবা,
মাইক্রোপ্রপাগেশন কীভাবে সম্পন্ন করা হয়? প্রাণীকোশের মাইটোসিস বিভাজনের টেলোফেজ দশায় কী কী ঘটনা ঘটে ?
Enter Your Comment