পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র সমাধান ২০২৫
Madhyamik Question Paper Geography / মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৫ উত্তর সমূহ
WBBSE Madhyamik Geography Suggestion 2025 – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ ,মাধ্যমিক ভূগোল সাজেশান ২০২৫ – Class X Geography Suggestion 2025 ,West Bengal Class 10 Madhyamik Geography Question Paper 2025, মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2025,ক্লাস 10 ভূগোল প্রশ্নপত্র - মধ্যমিক 2025,Madhyamik 2025 Geography Question Paper,West Bengal Class 10 Geography Answer Key 2025,WBBSE Class 10th Madhyamik Vugol Question Paper 2025 ,Madhyomik Vugol Proshno 2025 ,Class 10 Geography Question Paper,Dosom Shrenir madhyamik geography question paper 2025, class 10 vugol question paper, madhyomik poribesh o vugol proshno ,Madhyamik vugol Question Paper 2025 PDF Download,Madhyamik vugol Solution In Bengali, নিচে আলোচনা করা হলো ভালো করে দেখে নাও।
Madhyamik Geography Question PDF 2025
2025
GEOGRAPHY
Time – 3 Hours 15 Minutes
(First 15 minutes for reading the question paper only)
Full Marks – 90 For Regular Candidates
Full Marks – 100 For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
[‘ক’ বিভাগ থেকে ‘চ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। ‘ছ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।]
(‘ক’ বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়।
‘চ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।)
বিভাগ - ক
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ x ১৪ = ১৪
১.১ নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো-
(ক) রাগি
(খ) ভুট্টা
(গ) যব
(ঘ) গম
উত্তর : - (ক) রাগি
১.২ ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় -
(ক) আহমেদাবাদ
(খ) কোয়েম্বাটোর
(গ) ঘুষুড়ি
(ঘ) কানপুর
উত্তর : - (গ) ঘুষুড়ি
১.৩ কোলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো-
(ক) NH - 2
(খ) NH-6
(গ) NH-44
(ঘ) NH-1
উত্তর : - (ক) NH - 2
১.৪ ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে -
(ক) Survey of India
(খ) NATMO
(গ) ISRO
(ঘ) ISI
উত্তর : - (গ) ISRO
১.৫ বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবলবেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলে -
(ক) সমুদ্র স্রোত
(খ) সমুদ্র তরঙ্গ
(গ) সুনামি
(ঘ) বান ডাকা
উত্তর : - (ঘ) বান ডাকা
১.৬ নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো -
(ক) পলিথিন
(খ) খবরের কাগজ
(গ) ফেলে দেওয়া খাবার
(ঘ) প্রাণীজ বর্জ্য
উত্তর : - (ক) পলিথিন
১.৭ আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চল হলো -
(ক) লাদাখ
(খ) দিল্লি
(গ) লাক্ষাদ্বীপ
(ঘ) পুদুচেরী
উত্তর : - (গ) লাক্ষাদ্বীপ
১.৮ দিহং, দিবা ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম -
(ক) গোদাবরী
(খ)ব্রহ্মাপুত্র
(গ) তিস্তা
(ঘ) সিন্ধু
উত্তর : - (খ)ব্রহ্মাপুত্র
১.৯ হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হ'ল –
(ক) মেহগিনি
(খ) অর্জুন
(গ) শাল
(ঘ) পাইন
উত্তর : - (ঘ) পাইন
১.১০ যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলান্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নীচে নেমে আসে তাকে বলে-
(ক) আবহবিকার
(খ) আরোহণ
(গ) পুঞ্জিত ক্ষয়
(ঘ) সঞ্চয়
উত্তর : - (গ) পুঞ্জিত ক্ষয়
১.১১ পাখীর পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহানায় -
(ক) মিসিসিপি-মিসৌরি
(খ) হোয়াংহো
(গ) ইরাবতী
(ঘ) তাইবার
উত্তর : - (ক) মিসিসিপি-মিসৌরি
১.১২ দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বামদিকে বিক্ষিপ্ত হয়, কারণ -
(ক) পৃথিবীর আবর্তন
(খ) সমুদ্র জলের লবণতা
(গ) সমুদ্র জলের
(ঘ) অভিকর্ষজ বল
উত্তর : - (ক) পৃথিবীর আবর্তন
১.১৩ অধঃক্ষেপণের একটি উদাহরণ হ'ল -
(ক) শিশির
(খ) স্লিট
(গ) কুয়াশা
(ঘ) ধোঁয়াশা
উত্তর : - (ক) শিশির
১.১৪ ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয়-
(ক) টাইফুন
(খ) টর্নেডো
(গ) উইলি - উইলি
(ঘ) হ্যারিকেন
উত্তর : - (ঘ) হ্যারিকেন
বিভাগ 'খ'
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো : ১ x ৬ = ৬
২.১.১ ভূপৃষ্ট সংলগ্ন বায়ুস্তর প্রধানতঃ উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে ।
উত্তর : - শুদ্ধ
২.১.২ ভূবৈচিত্র্য সুচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়।
উত্তর : - শুদ্ধ
২.১.৩ সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় ।
উত্তর : - শুদ্ধ
২.১.৪ উল্কাপিন্ড স্ট্রাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়।
উত্তর : - অশুদ্ধ (বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে পুড়ে যায়)
২.১.৫ শুল্ক ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়।
উত্তর : - অশুদ্ধ (মরা কোটাল বা মরা জোয়ার. কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে দেখা যায়। )
২.১.৬ মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে।
উত্তর : - শুদ্ধ
২.১.৭ হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চটি বেট নামে পরিচিত।
উত্তর : - অশুদ্ধ (অঞ্চলটি ভাবর সমভূমি নামে পরিচিত। )
২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ১ x ৬ = ৬
২.২.১ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়______নাম পরিচিত।
উত্তর : - লু
২.২.২ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম ______।
উত্তর : - Pixel (পিক্সেল)
২.২.৩ চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন ৩.৫৬ লক্ষ কিমি হয় তখন তাকে_________অবস্থান বলে।
উত্তর : - পেরিজি
২.২.৪ পারমানবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে_________বর্জ্য বলে।
উত্তর : - পারমাণবিক বর্জ্য / তেজস্ক্রিয় বর্জ্য
২.২.৫ নদী দ্বারা ________পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সুক্ষ বালি,পলি ও কাদা পরিবাহিত হয়।
উত্তর : - ভাসমান
২.২.৬ বায়ুর চাপ পরিমাপ করা হয়_______যন্ত্রের সাহায্যে।
উত্তর : - ব্যারোমিটার
২.২.৭ যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে, তাকে___________বলে।
উত্তর : - বহির্জাত প্রক্রিয়া
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ): ১ x ৬ = ৬
২.৩.১ শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে ?
উত্তর : - নিরক্ষীয় স্রোত
২.৩.২ কাশ্মীরে প্রবাহিত বিতস্তা (ঝিলম) নদী, কোন নদীর উপনদী ?
উত্তর : - সিন্ধু
২.৩.৩ ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরণের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় ?
উত্তর : - ঝুম চাষ / স্থানান্তর কৃষি
২.৩.৪ ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত ?
উত্তর : - ধান
২.৩.৫ ২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কতো ?
উত্তর : - 10 লক্ষ
২.৩.৬ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত R. F. যখন ১:১৫০০০০ তখন এর মেট্রিক স্কেল কতো ?
উত্তর : - 1 সেমিতে 1 / 2 Km
২.৩.৭ পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কী বলে ?
উত্তর : - পলল শঙ্কু
২.৩.৮ যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কী ?
উত্তর : - সমবর্ষণ রেখা / সমবৃষ্টিপাত রেখা / আইসোহাইট
২.৪. বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো : ১ x ৪ = ৪
বামদিক - ডানদিক
২.৪.১ লাডাক - ১। করমুক্ত বন্দর
২.৪.২ কান্ডালা - ২। খারদুংলা
২.৪.৩ ভিলাই - ৩। লুনি
২.৪.৪ রাজস্থান - ৪। লৌহ ইস্পাত শিল্প
উত্তর : -
২.৪.১ লাডাক - ২। খারদুংলা
২.৪.২ কান্ডালা - ১। করমুক্ত বন্দর
২.৪.৩ ভিলাই - ৪। লৌহ ইস্পাত শিল্প
২.৪.৪ রাজস্থান - ৩। লুনি
বিভাগ 'গ'
নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিষয় প্রশ্নগুলি লক্ষণীয়) ২ x ৬ = ১২
৩.১ কচ্ছের রণ' কী?
অথবা,
কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও ।
৩.২ অনুসারী শিল্প বলতে কী বোঝো ?
অথবা,
সোনালি চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো ।
৩.৩ "ফলস্ কালার' (ছন্দ রঙ) বলতে কী বোঝো?
অথবা,
উপগ্রহের সেন্সর কী ?
৩.৪ বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও ।
অথবা,
বর্জ্যের পৃথকীকরণ বলতে কি বোঝো ?
৩.৫ “ শিশিরাঙ্ক' বলতে কি বোঝা যায় ?
অথবা,
সিজিগি কী ?
৩.৬ নদীর অবঘর্ষ বলতে কি বোঝো ?
অথবা,
অ্যালবেডোর সংজ্ঞা দাও ।
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ৩ x ৪ = ১২
৪.১ বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো ।
অথবা,
ভাগীরথী / হুগলী নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো ।
৪.২. উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
অথবা,
ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি প্রধান সুবিধা আলোচনা করো ।
৪.৩ অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো।
অথবা,
আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো।
৪.৪ ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো ।
অথবা,
পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো ।
বিভাগ ‘ঙ’
(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রার্জুন আবশ্যিক নয় )
৫। ৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০
৫.১.১. ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৫.১.২ চিত্রসহ জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো ।
৫.১.৩ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো ।
৫.১.৪ পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো।
৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০
৫.২.১ ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ।
৫.২.২. ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ।
৫.২.৩ ভারতের নগরায়ণের প্রধান পাঁচটি সমস্যা আলোচনা করো।
৫. ২৪ ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো ।
বিভাগ 'চ'
৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১ x ১০ = ১০
৬.১ দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল
৬.২ পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল
৬.৩ উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল
৬.৪ সাতপুরা পর্বত
৬.৫ মহানদী
৬.৬ কল্লেরু হ্রদ
৬.৭ সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান
৬.৮ চন্ডীগড়
৬.৯ পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র
৬.১০ নভসেবা বন্দর
উত্তর : -
অথবা,
(শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য )
৬. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও : ১ x ১০ = ১০
৬.১ ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত ?
৬.২ ভারতের কোন অঞ্চলে পৃথিবী বিখ্যাত সুগন্ধি চা উৎপাদিত হয় ?
৬.৩ ভারতের বৃহত্তম বেসরকারী লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো ।
৬.৪ ভারতের কোথায় প্রথম পেট্রোরসায়ন শিল্পন্দ্রে গড়ে উঠেছে ?
৬.৫ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ?
৬.৬ ২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতের সবথেকে জনবহুল রাজ্যের নাম লেখো।
৬.৭ জনসংখ্যা অনুসারে ভারতের বৃহত্তম মহানগর কোনটি ?
৬.৮ গোয়ার একটি বন্দরের নাম লেখো ।
৬.৯ তেলেঙ্গানা রাজ্যের রাজধানীর নাম লেখো।
Enter Your Comment