জেনারেল নলেজ MCQ Quiz প্রশ্ন ও উত্তর 2025 for All Competitive Exams
Info Educations Mock Test for Competitive Exams in Bengali with Answers
Direction (Qs.1-2) : Find out the suitable meanings of
1. To have cold feet -
(A) to lose confidence
(B) to pay much attention to
(C) to own ones heart
(D) to pour water on something
2. Ride the high horses -
(A) become abnormal
(B) appear arrogant
(C) hate others
(D) feel every
Direction (Qs. 3-4): Find out the Suitable synonyms of given word
3. INTEGRITY
(A) Honesty
(B) Embodiment
(C) Edifice
(D) Doubtful
4. ELEMENT
(A) Person
(B) Particle
(C) Component
(D) Chief
Direction (Qs. 5-6): The following sentences are devided into four parts find out the part containing an error
5. According to the Bible (A)/ It is meek and humble (B)/ who shall inherit the earth (C)/ No error (D)
(A) A
(B) D
(C) B
(D) C
6. As he had taken only a few sips (A) / there was still little water (B)/ left in the glass (C)/ No error (D)
(A) D
(B) A
(C) B
(D) C
7. Wherever they go (A)/ Indians easily adapt to ( B ) / Local উইলিংডন circumstances (C)/ No error (D)
(A) D
(B) A
(C) C
(D) B
Direction (Qs. 8-10 ) In the following questions choose the one which can be substituted for the given words / sentence
8. A method which never fails-
(A) Unilinching
(B) Iremediable
(C) Infalible
(D) Irreparable
9. A place where weapons and ammunitions are stored-
(A) Shop
(B) Godown
(C) Caut
(D) Arsenal
10. A list of books –
(A) Epigram
(B) Epilogue
(C) Catalogue
(D) Phrase
11. আমির খসরু কার সভাকবি ছিলেন?
(A) আকবর
(B) আলা-উদ-দীন খিলজি
(C) ফিরোজ শাহ
(D) মহম্মদ
12. বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?
(A) হেক্টর মুনরো
(B) রবার্ট ক্লাইভ
(C) হ্যাভলক
(D) কেউই নন
13. সুলতান মামুদ কত সালে সোমনাথ মন্দির অভিযান করেছিলেন? -
(A) 1000
(B) 1014
(C) 1018
(D) 1025
14. বখতিয়ার খিলজি বাংলা দখল করে কোথায় রাজধানী স্থাপন করেন? -
(A) নবদ্বীপ
(B) মুর্শিদাবাদ
(C) দেবকোর্ট
(D) কোচবিহার
15. 'তারিখ-ই-হিন্দ' বইটি কার লেখা?
(A) ইবন বতুতা
(B) আলবেরুনি
(C) মহম্মদ আরফি
(D) আমির খসরু
16. কুতুব-উদ-দ্বীন আইবক তার কোন গুণের জন্য 'লাখবঙ্গ' নামে পরিচিত ছিলেন?
(A) দূরদর্শীতা
(B) শক্তিশালী সৈন্যবাহিনী স্থাপন
(C) দানশীলতা
(D) সাম্রাজ্য বিস্তার নীতি
17. 'বারিদ' নামে গুপ্তচর সংস্থা কে প্রবর্তন করেছিলেন?
(A) গিয়াস-উদ-দ্বীন বলবন
(B) ইলতুৎমিস
(C) জালাল-উদ-দীন খিলজি
(D) কুতুব-উদ-দীন আইবক
18. নীচের কোন রাজার উপাধি ছিল 'কুণিক'?
(A) বিন্দুসার
(B) অশোক
(C) অজাতশত্রু
(D) কণিষ্ক
19. “তরাইনের যুদ্ধ এর সময় কনৌজের রাজা কে ছিলেন?
(A) জয়চাদ
(B) হর্ষবর্ধন
(C) দন্তিদুর্গ
(D) গোপাল
20. নীচের কোনটি 'কুরু' মহাজনপদের রাজধানী?
(A) ইন্দ্রপ্রস্থ
(B) উজ্জয়িনী
(C) মথুরা
(D) মিথিলা
21. 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে' কোন আন্দোলনের মূল মন্ত্র ছিল ? -
(A) ভারত ছাড়ো আন্দোলন
(B) অসহযোগ আন্দোলন
(C) খিলাফত আন্দোলন
(D) নৌবিদ্রোহ
22. 'সাইমন কমিশন' কীজন্য নিয়োগ করা হয়েছিল?
(A) পূর্বঘাট
(B) নীলগিরি
(C) পশ্চিমঘাট
(D) আনাইমুদি
23. কংগ্রেস কোন গোলটেবিল বৈঠক ব্যাকট করেছিল?
(A) প্রথম (1930 )
(B) দ্বিতীয় (1931)
(C) তৃতীয় (1932)
(D) সবগুলিই
24. 1929 সালে 'লাহোর কংগ্রেস'এর উদ্দেশ্য কী ছিল? -
(A) ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা
(B) পাক-ইস্তান প্রস্তাব গ্রহণ
(C)সুভাষচন্দ্রের ভারত ত্যাগ
(D) কোনোটিই নয়
25. ‘ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভারতে কোন আন্দোলন শুরু হয় ? -
(A) আইন অমান্য অন্দোলন
(B) ভারত ছাড়ো আন্দোলন
(C) লবন সত্যাগ্রহ আন্দোলন
(D) কৃষক আন্দোলন
26. ‘এশিয়াটিক সোসাইটি' কত সালে প্রতিষ্ঠিত হয়?
(A) 1784 সালে
(B) 1782 সালে
(C) 1790 সালে
(D) 1792 সালে
27. 'সঞ্জীবনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন? একটি গুরুত্বপূর্ণ উৎস?
(A) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
(B) কৃষ্ণকুমার মিত্র
(C) নবগোপাল মিত্র
(D) কেশবচন্দ্র সেন।
28. শাসনকালে কোন গভর্নর জেনারেল মারা যান?
(A) লর্ড মায়ো
(B) লর্ড চেমসফোর্ড
(C) লর্ড লিনলিথগো
(D) লর্ড ওয়াভেল
29. মহম্মদ আলি জিন্নাহ যখন 14 দফা দাবি পেশ করেন, তখন ভারতের ভাইসরয় কে ছিলেন?
(A) লর্ড রিডিং
(B) লর্ড আরউইন
(C) লর্ড লিনলিথগো
(D) লর্ড উইলিংডন
30. কলকাতায় 'ফোর্ট উইলিয়াম কলেজ' কত সালে প্রতিষ্ঠিত হয় -
(A) 1800
(B) 1801
(C) 1802
(D) 1803
31. মেরিনা বিচ' ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(A) তামিলনাডু
(B) আন্ধ্রা প্রদেশ
(C) কেরালা
(D) কর্ণাটক
32. কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছিল।
(A) উত্তর প্রদেশ
(B) মধ্য প্রদেশ
(C) বিহার
(D) মহারাষ্ট্র
33. কোন নদী মুর্শিদাবাদ জেলাকে দু'টি ভাগে বিভক্ত করেছে? -
(A) মাথাভাঙ্গা
(B) ভাগীরথি
(C) মহানন্দা
(D) জলঙ্গী
34. পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক বিশুদ্ধকরণ প্ল্যান্ট কোথায় অবস্থিত
(A) ফারাক্কা
(B) কলকাতা
(C) গঙ্গাসাগর
(D) আসানসোল
35. পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদক জেলা কোনটি? -
(A) মালদহ
(B) মুর্শিদাবাদ
(C) কোচবিহার
(D) বীরভূম
36. ভারতের সর্বাধিক এলাকা জুড়ে কোন মাটি দেখতে পাওয়া যায়? -
(A) কৃষ্ণ মৃত্তিকা
(B) লাল মাটি
(C) পলি মাটি
(D) ল্যাটেরাইট মাটি
37. কোন শিল্পকে 'সূর্যোদয় শিল্প' বলা হয়?
(A) অলঙ্কার
(B) অটোমোবাইল
(C) প্লাস্টিক
(D) বস্ত্রবয়ন
38. 'রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর? কোথায় অবস্থিত ? -
(A) কলকাতা
(B) মুম্বই
(C) হায়দরাবাদ
(D) 'চেন্নাই
39. বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নীচের কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়?
(A) স্যাটেলাইট ইমেজারি
(B) টোপোগ্রাফিক্যাল মানচিত্র
(C) জিআইএস
(D) কোনোটি নয়
40. 'কোলসুবাই' ও 'মহাবালেশ্বর' কোন পর্বতমালার উল্লেখযোগ্য শৃঙ্গ ?
(A) পূর্বঘাট
(B) নীলগিরি
(C) পশ্চিমঘাট
(D) আনাইমুদি
41. সবথেকে শক্তিশালী ইলেক্ট্রোপজিটিভ মৌল কোনটি?
(A) Cs
(B) Li
(C) Mg
(D) K
42. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' শব্দটির অর্থ কী?
(A) পলিভিনাইল কর্বোনেট
(B) ফরোভিনাইল ক্লোরাইড
(C) পলিভিনাইল ক্লোরাইড
(D) ফক্সোভ্যানাডিয়াম ক্লোরাইড
43. উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নীচের কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?
(A) নাইট্রোজেন
(B) CO,
(C) হাইড্রোজেন
(D) নিয়ন
44. কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছোর?
(A) পরিবহন
(B)' পরিচলন
(C) বিকিরণ
(D) কোনোটিই নয়
45. সৌরশক্তির উৎস কী? -
(A) পারমানবিক সংযোজন
(B) পারমানবিক বিভাজন
(C) তেজষ্ক্রিয় ক্ষয়
(D) আলোক তড়িৎক্রিয়া
46. সমতল দর্পণের প্রতিবিম্ব কেমন হয়? -
(A) সদবিশ্ব ও খাড়া
(B) অসদবিম্ব ও উল্টানো
(C) অসদবিশ্ব ও খাড়া
(D) সদবিম্ব ও উল্টানো
47. একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস -
(A) জেনন
(B) রেডন
(C) হিলিয়াম
(D) ক্রিপটন
48. কোন আলোয় সর্বাপেক্ষা কম - সালোকসংশ্লেষ হয় ?
(A) কমলা আলোয়
(B) সবুজ' আলোয়
(C) লাল আলোয়
(D) নীল আলোয়
49. ইস্ট নীচের মধ্যে কোনটির একটি গুরুত্বপূর্ণ উৎস ?
(A) ভিটামিন-এ
(B) ভিটামিন-ডি
(C) অ্যাসকরবিক অ্যাসিড
(D) সায়ানোকোবালামিন
50. কেঁচোর গমনাঙ্গ কোনটি?
(A) সিলিয়া
(B) সিটা
(C) পা
(D) সিউডোপিয়া
51. ভারতে অবশিষ্ট ক্ষমতা কার হাতে ন্যাস্ত আছে?
(A) কেন্দ্রীয় সরকার
(B) রাজ্য
সরকার
(C) দু'পক্ষই
(D) স্থানীয় সরকার
52. একটি বিল, অর্থবিল কিনা কে স্থির করেন?
(A) অর্থমন্ত্রী
(B) রাষ্ট্রপতি
(C) রাজ্যসভার চেয়ারম্যান
(D) লোকসভার অধ্যক্ষ
53. ‘সরকারিয়া কমিশন' কীসের সঙ্গে যুক্ত ?
(A) প্রশাসনিক সংস্কার
(B) নির্বাচনী সংস্কার
(C) অর্থনৈতিক সংস্কার
(D) কেন্দ্র-রাজ্য সম্পর্ক
54. ভারতীয় সংবিধানের 19 নং ধারায় কী দেওয়া হয়েছে? -
(A) 6টি স্বাধীনতা
(B) 7টি স্বাধীনতা
(C) ৪টি স্বাধীনতা
(D) ৪টি স্বাধীনতা
55. কততম সংবিধান সংশোধনের মাধ্যমে নগরপালিকা বিল পাশ করা হয় ?
A) 70তম
(B) 72তম
(C) 73তম
(D) 74তম
56. পশ্চিমবঙ্গে বিধানপরিষদ কত সালে অবলুপ্ত হয়?
(A) 1971
(B) 1969
(C) 1967
(D) 1695
57. নীচের কোন কমিটি সরকারি খরচের নিয়মনীতির ওপর নজর রাখে?
(A) PAC
(B) এস্টিমেট
(C) কমিটি অফ পাব্লিক আন্ডারটেকিং
(D) সবগুলি
58. ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সাজা কমানো, বিলম্বিত করা, ক্ষমা প্রদর্শন প্রভৃতির ক্ষমতা রাজ্যপালকে দেওয়া হয়েছে ?
(A) ধারা - 159
(B) ধারা - 161
(C) ধারা - 162
(D) ধারা - 163
59. সর্বাধিক কতদিন পর্যন্ত অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা যায়?
(A) 6 মাস
(B) 12 মাস
(C) 24 মাস
(D) কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
60. 1953 সালে কার নেতৃত্বে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়?
(A) এইচ.এন.কুঞ্জরু
(B) বি.এন. রাও
(C) ফজল আলি
D) কে. এম. পানিক্কর
61. 2022 সালে কোন ভারতীয় অভিনেত্রী টাইম ১০০ ইমপ্যাক্ট পুরস্কার' পেয়েছেন?
(A) প্রিয়াঙ্কা চোপড়া
(B) করিনা কাপুর
(C) সোনাক্ষী সিনহা
(D) দীপিকা পাড়ুকোন
62. প্রশ্নে দেওয়া শব্দজোড়ের মতো সম্পর্ক নির্ণয় করছে উত্তরের কোনটি ?
পাখা - ঘাম
(A) আগুন : ধোঁয়া
(B) বৃষ্টি : খরা
(C) বাতাস : বাষ্পীভবন
(D) ফসল: মজুত
63. যদি কোনো সাংকেতিক ভাষায় ORDER কে x+$#+ ও BOARDকে *x%+$ লেখা হয়ে থাকে, তবে ABODE কে কী লেখা হবে?
(A) % * $#
(B) * $#
(C) % * * $ +
(D) কোনোটিই নয়
64. একটি ট্রেন 200 মিটার লম্বা একটি সেতুকে 40 সেকেণ্ডে অতিক্রম যদি ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪1 কিলোমিটার হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত ?
(A) 1900 মিটার
(B) 1800 মিটার
(C) 700 মিটার
(D) 1500 মিটার
65. দু'টি বৃত্তের পরিধির অনুপাত 5 : 6 হলে তাদের ব্যাসের অনুপাত কত ?
(A) √ 5:√6
(B) 6:5
(C) 5:6
(D) √6: 15
66. রাহুল অখিলেশকে বলল, গতকাল আমি আমার ঠাকুমার কন্যার একমাত্র ভাইকে হারিয়েছি। রাহুল কাকে হারিয়েছে?
(A) পুত্র
(B) বাবা
(C) ভাই
(D) শ্বশুর
67. ফাঁকা স্থানে উপযুক্ত সংখ্যা বসিয়ে পূরণ করুন।
144 , 256 , 400 , ____ , 784
(A) 289
(B) 676
(C) 576
(D) 525
68. যদি A কে 2 ও B কে 3 ও এভাবে শেষ পর্যন্ত লেখা হয়, তবে FACE-এর কোড কত হবে?
(A) 6245
(B) 7346
(C) 7246
(D) 8246
69. নীচের অক্ষর সারিটির বামদিকের পনেরোতম অক্ষরের বামদিকের দশতম অক্ষর কোনটি?
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y , Z
(A) E
(B) G
(C) T
(D) Z
70. নীচের বিবৃতি ও সিদ্ধান্ত পড়ে সঠিক উত্তরটি বাছাই করুন -
বিবৃতি : সব মুরগি হয় মোরগ। কোনো মোরগ কালো নয়
সিদ্ধান্ত:
I. সব মোরগ হয় মুরগি
II. কোনো মুরগি কালো নয়
(A) শুধু I ঠিক
(B) শুধু II ঠিক
(C) দু'টিই ঠিক
(D) কোনোটিই ঠিক নয়
Top 70 Competitive Exam Questions and Answers in Bengali
1 (A). 2 (B). 3(A). 4(C). 5 (B). 6 (B). 7 (B) 8 (C). 9(D). 10 (C). 11(8), 12 (A). 13(D). 14(C), 15 (B) 16 (C). 17(A). 18(C). 19 (A): 20 (A). 21 (A). 22(B) 23 (C). 24 (A). 25 (B). 26 (A). 27(B). 28( A ). 29(B). 30(A). 31 (A). 32(B). 33(B). 34 (A). 35(C). 36(C) 37(B). 38 (C). 39(A). 40(C). 41(A). 42(C). 43 (C). 44(C). 45( A ) 46(C). 47 (B). 48(B). 49 (C). 50 (B). 51 (A). 52(D). 53 (D). 54(A). 55 (D). 56 (B).57 (A). 58 (B). 59 (D). 60 (C). 61 (D). 62(B). 63(A). 64 (C). 65(C). 66 (B). 67 (C). 68 (C). 69 (A). 70 (B).
Enter Your Comment