Wbbse Class 9 Physical Science Question Paper with Answer
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর
প্রিয় ছাত্রছাত্রী , আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025। তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 40 Marks যার জন্য সময় বরাদ্দ থাকবে 80 Minutes। তোমাদের জন্য নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান(Class Nine Voutobigyan Question Paper) প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাড়িতে বসে তোমরা নবম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশনটি(Nobom Shrenir Vouto Bigyan Prothom Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 9 Physical Science Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে।
West Bengal Board Class 9 Physical Science 1st Unit Test Syllabus
WBBSE Class 9 Physical Science 1st Unit Test / নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রথম অধ্যায় : পরিমাপ । দ্বিতীয় অধ্যায় : বল ও গতি। চতুর্থ অধ্যায় (4 . 1) - পরমাণুর গঠন। Class 9 ভৌতবিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত। যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
West Bengal Board Class 9 First Summative Evaluation Question Paper with Solutions Set - 1
1. সঠিক উত্তরটি বেছে পূর্ণবাক্যে উত্তর লেখো : - 1 x 8 = 8
i) নীচের কোন জোড়াটির মাত্রীয় সংকেত একই—
a) দ্রুতি ও বেগ
b) ভরবেগ ও বেগ
c) ত্বরণ ও বল
d) ঘনত্ব ও চাপ।
উত্তর : - a) দ্রুতি ও বেগ
ii) নীচের কোনটি একটি লব্ধ একক -
a) ভর
b) সময়
c) দৈর্ঘ্য
d) ঘনত্ব
উত্তর : - d) ঘনত্ব
iii) কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 12N ও 5N হলে বলের মান হবে-
a) 17N
b) 7N
c) 13N
(d) 10N
উত্তর : - c) 13N
iv) একটি বস্তুর প্রাথমিক বেগশূন্য এবং ত্বরণ 2 cm/s2। 4 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ হবে
a) 4 cm/s
b) 8 cm/s
c) 2 cm/s
d) 16 cm/s
উত্তর : - b) 8 cm/s
v) রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্টা -
a) রৈখিকবেগ
b) বল
c) ভর
d) গতিশক্তি
উত্তর : - a) রৈখিকবেগ
vi) নিউট্রন আবিষ্কার করেন-
a) থমসন
b) রাদারফোর্ড
c) স্যাডউইক
d) গোল্ডস্টাইন
উত্তর : - স্যাডউইক
vii) আয়নের ইলেকট্রন বিন্যাস—
a) 2, 8, 8
b) 2, 5, 8, 2
c) 2, 8, 8, 1
d) 2, 8, 7
উত্তর : - a) 2, 8, 8
viii) নিউক্লিয়ন হল-
a) ইলেকট্রন ও প্রোটন
b) প্রোটন ও নিউট্রন
c) ইলেকট্রন ও নিউট্রन
d) ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন
উত্তর : - b) প্রোটন ও নিউট্রন
2. অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও : (যে কোনো 7টি) 1 x 7 = 7
i) একটি ভৌত রাশির নাম লেখো যার একক তিনটি মূল একক দ্বারা গঠিত।
উত্তর : - শক্তি,বল।
ii) বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়।
উত্তর : - স্প্রিং তুলাযন্ত্র।
iii) ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লেখো।
উত্তর : - 1 N = 10 ^ 5 dyn
iv) একটি নৌকা নদীতে প্রথমে দক্ষিণ দিকে 4 মিটার তারপর পূর্ব দিকে 3 মিটার গেল। নৌকার সরণ কত ?
উত্তর : - 5 m।
v) হ্যালোজেন মৌলগুলির শেষ কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে?
উত্তর : - 7 টি।
vi) পরমাণুটিতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত?
উত্তর : - ইলেকট্রন সংখ্যা - 92। নিউট্রন সংখ্যা - 146।
vii) নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো।
উত্তর : - প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন।
viii) নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের পরিমাণ পাওয়া যায়—উক্তিটি সত্য না মিথ্যা ?
উত্তর : - মিথ্যা। নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়।
ix) বলের SI একটি লেখো।
উত্তর : - নিউটন(N)।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2 x 9 = 18
i) সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি লেখো।
অথবা, ওজন বাক্সে বাটখারা গুলির ভরের অনুপাত 5: 2 : 2: 1 থাকে কেন?
ii) কল থেকে জল পড়ছে - জল পড়ার হার কীভাবে নির্ণয় করেবে?
iii) নিউট্রনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো।
iv) বলের সংযোজন সংক্রান্ত সামান্তরিক সূত্রটি লেখ।
অথবা, বলের ঘাত ও ঘাত বলের মধ্যে দুটি পার্থক্য লেখো।
v) চলন্ত বাস হটাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?
vi) কোনো মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা 16 ও ইলেকট্রন সংখ্যা 14। মৌলটির পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা কত?
vii) নিউক্লিয় বল কাকে বলে?
অথবা , পরমাণুর বিভিন্ন কক্ষে ইলেক্ট্রন বিন্যাস উল্লেখ করো।
viii) রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো।
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 3 x 3 = 9
i) সাধারণ স্কেলের সাহায্যে কীভাবে পাতলা কাগজের বেধ নির্ণয় করা যায়?
অথবা, মাপনী চোঙের সাহায্যে জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর আয়তন কীভাবে মাপবে ?
ii) সমীকরণটি প্রতিষ্টা করো।
অথবা, 5kg ভরের একটি বস্তু 10m/s বেগে চলছে। একে 20 সময়ে থামাতে কত বল প্রয়োগ করতে হবে ?
iii) বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলো লেখো।
অথবা, কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ কিভাবে হয় ?
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf 2025 Set - 2 / Nobom Shrenir Proshno Potro Sob Bisoyer Part - 2
ক। সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 x 8 = 8
i) কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক?-
a) 0°C
b) 4°C
c) 8°C
d) 10°C
উত্তর : - b) 4°C
ii) 1 A(angstrom)= কত m?
a) 10m
b) 10 ^-10m
c) 10 ^-9m
d) 10 ^-7m
উত্তর : - b) 10 ^-10m
iii) একটি সেন্টিমিটার রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হল-
a) 1 cm
b) 0.1cm
c) 0.01 cm
d) 0.001cm
উত্তর : - c) 0.01 cm
iv) সমবেগে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্র হবে-
a) বেগ অক্ষের সমান্তরাল সরলরেখা
b) সময় অক্ষের সমান্তরাল সরলরেখা
c) মূলবিন্দুগামী সরলরেখা
d) কোনটিই নয়।
উত্তর : - b) সময় অক্ষের সমান্তরাল সরলরেখা
v) নিউট্রনবিহীন মৌলটি হল -
a) সাধারণ হাইড্রোজেন
b) ডয়টেরিয়াম
c) ট্রিটিয়াম
d) অক্সিজেন
উত্তর : - a) সাধারণ হাইড্রোজেন
vi) দুটি পরস্পরের
a) আইসোটোপ
b) আইসোবার
c) আইসোমার
d) আইসোটোন
উত্তর : - d) আইসোটোন
vii) প্রোটন কণিকা আবিষ্কার করেন -
a) থমসন
b) রাদারফোর্ড
c) স্যাডউইক
d) গোল্ডস্টাইন
উত্তর : - d) গোল্ডস্টাইন
viii) CGS পদ্ধতিতে তে ভরবেগের একক হল -
a) Kg.m
b) Kg.m/s
c) N.m
d) N.m/s
উত্তর : - b) Kg.m/s
Group - B
খ। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :- 1 x 7 = 7
i) একটি মাত্রাহীন এককযুক্ত রাশির নাম লেখো।
উত্তর : - রেডিয়ান ।
ii) 1 পারসেক = কত আলোকবর্ষ?
উত্তর : - 3.26
iii) ত্বরণের মাত্রীয় সংকেত লেখো।
উত্তর : - LT-2
iv) নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা হয়।
উত্তর : - দ্বিতীয় গতিসূত্র।
v) চলন গতি একটি নির্দিষ্ট দিকে হয়, ঘূর্ণন গতিতে কী অপরিবর্তিত থাকে?
উত্তর : - ঘূর্নাক্ষ থেকে কণার দূরত্ব সর্বদা অপরিবর্তিত থাকে।
vi) কার্বনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়?
উত্তর : - C14।
vii) ক্যালশিয়ামের পারমাণবিক সংখ্যা 20। Ca2+ আয়নে ইলেকট্রনের সংখ্যা কত?
উত্তর : - 18 টি। কারণ ২ টো ইলেকট্রন পরমাণুটি থেকে বেরিয়ে গেছে।
Group-C
গ। সংক্ষিপ্ত উত্তর দাও :- (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2 x 8 = 16
i) মেট্রিক পদ্ধতি ব্যবহারের সুবিধা লেখো।
ii) নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো।
অথবা
“বস্তুর ভরই জাড্যের পরিমাপ' ব্যাখ্যা করো।
iii) লম্বন ভ্রম কী? কিভাবে এই ত্রুটি দূর করা যায় ?
iv) রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো।
v) নিউক্লিয় বল কী? নিউক্লিয়ন কাকে বলে?
vi) দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো।
অথবা
বলের সামান্তরিক সূত্রটি লেখো।
vii) ত্বরণে ‘প্রতি সেকেন্ড' কথাটি দুবার আসে কেন?
viii) আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও।
অথবা, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বকীয় ধর্ম বলা হয় কেন?
Group - D
ঘ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :- 3 x 3 = 9
i) ভালো তুলাযন্ত্রের প্রয়োজনীয় গুণাবলী লেখো।
অথবা, সাধারণ তুলাযন্ত্র ও মাপক চোঙের সাহায্যে একটি অনিয়তকার কঠিন বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করবে?
ii) বোর- রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো।
অথবা, মোলার আয়তন কাকে বলে? STP তে 2.2 g কারণ-ডাই-অক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় কর।
iii) রোলার ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক কেন? ত্বরণের SI একক কি?
'সমদ্রুতি সম্পন্ন বস্তু, সমবেগ সম্পন্ন নাও হতে পারে' - ব্যাখ্যা কর। একটি মিশ্রগতির উদাহরণ দাও।
Enter Your Comment