WBCHSE HS Physics Suggestion 2025 Test & Final Exam Questions Class
প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত Info Educations এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছে দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা প্রশ্ন উত্তর 2025 (West Bengal Board HS Exam Physics Class 12 Question Paper 2025 Download with Answers)। দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা বাংলা মাধ্যমে প্রশ্নের উত্তর - 2025 তোমাদের HS Exam 2025 পরীক্ষার জন্য খুবই গুরুত্ত্বপূর্ণ হতে চলেছে। WBCHSE HS 2025 Physics Question Paper with Answers পেপারটি তোমাদের সিলেবাসের (West Bengal HS Physics Syllabus)উপর ভিত্তিকরে অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকাদের দ্বারা তৈরী করা হয়েছে। West Bengal Board HS Question Paper 2025 Physics Class 12 পেপারটি তোমরা ভালো করে প্রাকটিস করো। তোমরা অবশ্যই Class 12 Physics Question Paper 2025 wbchse pdf download পরীক্ষার আগে দেখে যেও।
West Bengal Board HS Question Paper 2025 | টেস্ট ও ফাইনাল উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা সাজেশন 2025
পূর্ণমান - 70
সময় - 3 Hours & 15 Minutes
বিষয় - Physics(পদার্থবিদ্যা)
শ্রেণী - দ্বাদশ (Class 12)
Physics Question Paper Class 12 with Answers 2025
Class - XII
Time – 3 Hours & 15 Minutes Full Marks – 80
( প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট এবং উত্তর লেখার জন্য বাকি 3 ঘন্টা )
West Bengal Board HS Question Papers with Solutions PDF / ক্লাস 12 পদার্থবিদ্যা বাংলায় প্রশ্নের উত্তর
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী) : 1×14=14
1. 2m ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলকের ক্ষেত্রে কোনো তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য সৃষ্টি হয় না -
(a) গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে
(b) গোলকের বাইরের কোনো বিন্দুতে
(c) গোলকের কেন্দ্র থেকে 2m এর অধিক দূরত্বে
(d) গোলকের কেন্দ্র থেকে 10m এর অধিক দূরত্বে
উত্তর : - (a) গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে
2. একটি ইলেকট্রন আর একটি ইলেকট্রনের কাছে আনা হলে,সংস্থাটির মোট তড়িৎ স্থিতিশক্তির মান
(a) বাড়বে
(b) কমবে
(c) শূন্য হবে
(d) একই থাকবে
উত্তর : - (a) বাড়বে
3. - এর তিনটি রোধের শ্রেণী সমবায়কে একটি 1.5 V তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের ব্যাটারির সঙ্গে যোগ করা হল। রোধটির প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে?
(a)
(b)
(c)
(d) 1V
উত্তর : - (c)
4. L ও M চৌম্বক ভ্রামক সম্পন্ন একটি লৌহদণ্ডকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলে নতুন চৌম্বক ভ্রামক হবে
(a)M
(b)
(c)
(d)
উত্তর : - (b)
5. যদি তড়িৎ প্রবাহমাত্রাকে স্থির রেখে বৃত্তাকার তড়িৎ পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তবে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বকক্ষেত্র -
(a) একই থাকবে
(b) দ্বিগুণ হবে
(c) অর্ধেক হবে
(d) চারগুণ
উত্তর : - (c) অর্ধেক হবে
6. উল্লম্বভাবে রাখা একটি তামার পাইপের মাঝের ফাঁকে ওপর থেকে একটি ছোটো দণ্ডচুম্বককে ছেড়ে দিলে ওই চুম্বকটির নিম্নমুখী ত্বরণ হবে
(a) g এর সমান।
(b) g অপেক্ষা কম
(c) g অপেক্ষা বেশি
(d) g এর সঙ্গে সম্পর্কহীন।
উত্তর : - (b) g অপেক্ষা কম
7. একটি LR বর্তনীতে পরিবর্তী ভোল্টেজ ও পরিবর্তী প্রবাহের দশা পার্থক্য 45°। আবেশকজনিত প্রতিঘাতের মানটি হবে
(a)
(b)
(c) R
(d) কোনোটিই নয়।
উত্তর : - (c) R
৪. শূন্যস্থানে কোনো প্রগ্রামি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কোনো বিন্দুতে তড়িৎ ও চৌম্বকক্ষেত্রের বিস্তারের অনুপাত
(a)
(b)
(c)
(d)
উত্তর : -(b)
9. একটি কাচের প্রিজমের প্রতিসারক কোণ 60°। প্রিজমটিকে একটি তরলে নিমজ্জিত করলে ন্যূনতম চ্যুতিকোণ হয় 30°, তাহলে তরলের সাপেক্ষে কাচের সংকট কোণ হবে
(a)
(b)
(c)
(d)
উত্তর : - (b)
10. একটি অবতল লেন্সের ফোকাস বিন্দুতে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হবে
(a) অসীমে
(b) প্রধান অক্ষের ওপর আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে
(c) আলোক কেন্দ্রে
(d) ফোকাসে।
উত্তর : - (a) অসীমে
11. আলোক তড়িৎ নিবৃত্তি বিভব 0.75V হলে, দ্রুততম ফোটোইলেকট্রনের গতিশক্তি কত হবে?
(a) 0.75V
(b) 7.5 eV
(c) 0.75 eV
(d) 0-75 ×J।
উত্তর : -(c) 0.75 eV
12. হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ও তৃতীয় বোর কক্ষে ইলেকট্রনের বেগের অনুপাত কত?
(a) 4:9
(b) 2:3
(c) 3:2
(d) 9:4।
উত্তর : - (c) 3:2
13. একটি ট্রানজিস্টারের মূল ব্যবহার হলো
(a) একমুখীকারক হিসাবে
(b) বিবর্ধক হিসাবে
(c) স্পন্দক হিসাবে
(d) ইলেকট্রন-হোলের উৎস হিসেবে।
উত্তর : - (b) বিবর্ধক হিসাবে
14. ভূমি তরঙ্গের মাধ্যমে বেশি দূরত্ব পর্যন্ত সম্প্রচার সম্ভব না হওয়ার কারণ হল তড়িৎচুম্বকীয় তরঙ্গের
(a) বিক্ষেপণ
(b) ব্যতিচার
(c) অপবর্তন
(d) সমবর্তন।
উত্তর : - (a) বিক্ষেপণ
SECTION-II
নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×4=4
1. একটি দীর্ঘ ঋজু তার থেকে 1m দূরত্বে চৌম্বকক্ষেত্রের মান T। তারটিতে প্রবাহ কত?
2. একটি LCR বর্তনী কখন অনুনাদী হয়?
অথবা, প্রবাহমাত্রার rms মান কত?
3. সমবর্তন কোণ 60° হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে?
অথবা, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দুটি তরঙ্গের পথ পার্থক্য কত?
4. কোন্ অবস্থায় একটি p-n সংযোগ ডায়োড খোলা সুইচের মতো আচরণ করে?
অথবা, 10101 দ্বিক সংখ্যাটির মান দশমিক পদ্ধতিতে কত?
GROUP-B
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2 × 5 = 10
5. একটি ধাতব তারকে টান দিয়ে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। তারটির রোধ কত শতাংশ পরিবর্তিত হবে?
অথবা, একটি কোশের তড়িৎচালক বল ত্রুটিহীনভাবে মাপতে পোটেনসিওমিটার ব্যবহার করা হয়, কিন্তু ভোল্টমিটার ব্যবহার করা হয় না – কেন?
6. একটি ক্ষুদ্র দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামক । চুম্বকটির কেন্দ্র থেকে 10cm দূরে লম্ব সমদ্বি খন্ডকের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো।
অথবা, বায়ো-সাভার্ট এর সূত্রটি লেখো। এর Vector রূপটি দেখাও।
7. তড়িৎচুম্বকীয় তরঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো।
৪. কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 2d। 16d পরে 1g পদার্থের কতটুকু অবশিষ্ট থাকবে?
9. বিস্তার বিরূপিত ও কম্পাঙ্ক বিরূপিত তরঙ্গের মূল পার্থক্যগুলি লেখো।
অথবা, একটি টেলিভিশন টাওয়ারের উচ্চতা 300m। এক্ষেত্রে কত দূরত্ব পর্যন্ত টেলিভিশন সম্প্রচার সম্ভব হবে? দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ = 6400 km।
GROUP-C
প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 3 x 9 = 27
10. প্রাবল্যবিশিষ্ট তড়িৎক্ষেত্রে স্থাপিত ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎফ্লাক্স কত হবে?
অথবা, একটি সুষম তড়িৎক্ষেত্রে একটি তড়িত দ্বিমেরুকে যেকোনো কোণে ঘোরানোর জন্য কৃতকার্য নির্ণয় করো।
11. একটি আহিত মধ্যে সজ্জিত স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করো।
12. সাইক্লোইন থেকে নির্গত রাহিত কণার গতিশক্তির রাশিমালাটি নির্ণয় করো।
অথবা, চৌম্বক ভেদ্যতা ও চৌম্বক চৌম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা ও চৌম্বক প্রবণতার মান কত।
13. তরঙ্গের তরঙ্গমুখ কী? হাইগেনসের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্রগুলি ব্যাখ্যা করো।
অথবা, √3 প্রতিসরাঙ্কের একটি স্বচ্ছ তরল একটি বিকারে করা ঢালা হলো এবং তার ওপর প্রতিসরাঙ্কের একটি তেল ঢালা হলো । ঐ তরলদুটির মধ্যে সংকট কোণ কত হবে? কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কি 1 এর থেকে কম হতে পারে?
14. সাধারণ আলো ও সমবর্তিত আলোর মধ্যে পার্থক্য কী? অপবর্তন ও ব্যাতিচারের মধ্যে পার্থক্য লেখো।
অথবা, 20cm ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সকে একটি সমতল দর্পণের ওপর রাখা হলো। একটি বস্তু লেন্সের অক্ষ বরাবর কেন্দ্রীয়ভাবে লেন্সের 20cm ওপরে রাখলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
15. আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটি লেখো। একটি আলোকসংবেদী ধাতবপৃষ্ঠে তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট্য আলোকরশ্মি ফেলা হলো। যদি দ্বিতীয় ক্ষেত্রে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি প্রথম ক্ষেত্রে নিঃসৃত ফটো ইলেকট্রনের গতিশক্তির 3 গুণ হয়, তবে ধাতুর কার্য অপেক্ষকের মান কত?
অথবা, একটি ইলেকট্রনের গতিশক্তির কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস করলে ইলেকট্রনটির সঙ্গে সংশ্লিষ্ট ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে? ডেভিসন ও গার্মার _______তরঙ্গের অস্তিত্ব পরীক্ষামূলক ভাবে প্রমান করেন। (শুন্যস্থান পূর্ণ করো)।
16. Z পারমাণবিক সংখ্যাবিশিষ্ট কোনো মৌলের পরমাণুর ক্ষেত্রে n-তম বোর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো (SI পদ্ধতিতে)। বৈশিষ্ট্যমূলক X-রশ্মি কাকে বলে?
অথবা, বিঘটন শক্তি কাকে বলে? কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু ও বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
17. একটি পি-না সংযোগ ডায়োড কিভাবে অর্ধতরঙ্গ একমুখীকরণ করে তা বর্তনী চিত্রসহ ব্যাখ্যা করো।
18. লজিক প্রতীক ও ট্রুথ টেবিল দেখাও : (a) AND গেট (b) OR গেট। একটি NOR গেট দিয়ে কিভাবে একটি NOT গেট তৈরি করবে?
অথবা, n-p-n ট্রানজিস্টার ব্যবহার করে একটি সাধারণ নিঃসারক বিবর্ধকের বর্তনী চিত্র আঁকো এবং লেখচিত্রের মাধ্যমে ইনপুট ও আউটপুট ভোল্টেজ দেখাও।
GROUP-D
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 5 × 3 = 15
19. (a) মুক্ত ইলেকট্রনের সচলতা বলতে কী বোঝ?
(b) মুক্ত ইলেকট্রনের বিচলনের ধারণা থেকে ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্রটি প্রতিষ্ঠা করো।
(c) রোধবিশিষ্ট একটি গ্যালভানোমিটারের সঙ্গে সান্ট যুক্ত করলে মূলপ্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে?
অথবা,
(a) 100m দৈর্ঘ্যের একটি মিটার ব্রিজে মানের একটি রোধ এবং অজ্ঞাত মানের আর একটি রোধের স্থান বিনিময় করে দেখা গেল নিস্পন্দ বিন্দু দুটির মধ্যে ব্যবধান হচ্ছে 28.6cm। অজ্ঞাত রোধটির মান নির্ণয় করো।
(b) একটি হুইটস্টোন ব্রিজের চারটি বাহু P, Q R ও S এর রোধ যথাক্রমে । কোশের তড়িৎচালক বল 7V ও অভ্যস্তরীণ রোধ । গ্যালভানোমিটারের রোধ হলে বর্তনীর প্রবাহমাত্রা কত হবে?
20. (a) L স্বাবেশাঙ্কের একটি কুণ্ডলীর মধ্য দিয়ে I তড়িৎপ্রবাহ গেলে, ঐ কুণ্ডলীতে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো।
(b) ঘূর্ণি প্রবাহ কী? ঘূর্ণি প্রবাহের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
অথবা,
(a)পরিবর্তী প্রবাহের LCR শ্রেণি বর্তনীতে R=, L=50mH এবং C=5F হলে শ্রেণি অনুনাদের কম্পাঙ্ক ও Q গুণক নির্ণয় করো।
(b) একটি ac বর্তনীতে ওয়াটবিহীন প্রবাহ পাওয়ার শর্ত নির্ণয় করো।
21. (a) এক ব্যক্তির চোখের নিকট বিন্দু চোখ থেকে 200cm দূরে অবস্থিত। চোখ থেকে 25cm দূরের কোনো মুদ্রিত লেখা পড়তে ঐ ব্যক্তি কি ধরনের চশমা ব্যবহার করবে?
(b) রামন ক্রিয়া কী?
(c) স্টোকস রেখা ও বিপরীত স্টোকস রেখা কাকে বলে?
Enter Your Comment