West Bengal Boards Class 8 History Question & Answers Series Part - 3
অষ্টম শ্রেণীর ইতিহাস – ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা / Class 8 History Question & Answers
অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর(Class 8 History Questions and Answers in Bengali) সিরিজের মধ্যে আজকে তোমাদের জন্য থাকছে তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রশ্ন ও উত্তর (Class Eight Ouponibesik Kortitto Protistha Proshno o Uttor)। ভালো করে প্রশ্ন ও উত্তরগুলো বাড়িতে বসে প্রাকটিস করো এবং আমাদের কমেন্ট করে জানাতো পারো তোমার এই পোস্টটি কেমন লাগলো এবং এর সাথে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটিও আমাদের জানাতে পারো ।
Ouponibesik Kortitto Protistha MCQ Questions । প্রশ্নের মান - 1
১ . ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : -
(i) ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল
(a) ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো,
(b) সিভিল সার্ভেস্টদের প্রশিক্ষণ দেওয়া,
(c) প্রাচ্য-পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানো,
(d) প্রথাগত শিক্ষার উন্নতি ঘটানো।
উত্তর : - (b) সিভিল সার্ভেস্টদের প্রশিক্ষণ দেওয়া,
(ii) সেন্ট জর্জ দুর্গ দেখা যায় -
(a) বাংলা
(b) মাদ্রাজ,
(c) বোম্বাই,
(d) দিল্লি প্রেসিডেন্সিতে
উত্তর : - (b) মাদ্রাজ,
(iii) ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন -
(a) লর্ড কর্নওয়ালিশ,
(b) ওয়ারেন হেস্টিংস,
(c) লর্ড ওয়েলেসলি,
(d) লর্ড কার্জন।
উত্তর : - (c) লর্ড ওয়েলেসলি,
(iv) ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় –
(a) ১৭৭০ খ্রিস্টাব্দে,
(b) ১৭৭১ খ্রিস্টাব্দে,
(c) ১৭৭২ খ্রিস্টাব্দে,
(d) ১৭৭৩ খ্রিস্টাব্দে
উত্তর : - (c) ১৭৭২ খ্রিস্টাব্দে,
(v) সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন -
(a) ওয়ারেন হেস্টিংস,
(b) লর্ড কর্নওয়ালিশ,
(c) লর্ড ক্লাইভ,
(d) লর্ড ডালহৌসি
উত্তর : - (b) লর্ড কর্নওয়ালিশ,
(vi) কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় –
(a) ১৮১৩ খ্রিস্টাব্দে,
(b) ১৮৩৩ খ্রিস্টাব্দে,
(c) ১৮৫৪ খ্রিস্টাব্দে,
(d) ১৮৫৭ খ্রিস্টাব্দে
উত্তর : - (d) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(vii) সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন -
(a) ওয়ারেন হেস্টিংস,
(b) উইলিয়ম কেরি,
(c) স্যার এলিজা ইম্পে,
(d) চার্লস উড
উত্তর : - (c) স্যার এলিজা ইম্পে,
(viii) ভারতের শিক্ষাব্যবস্থায় চুইয়ে পড়া নীতি'র প্রবক্তা ছিলেন –
(a) টমাস মেকলে,
(b) চার্লস উড,
(c) লর্ড বেন্টিঙ্ক,
(d) ডেভিড হেয়ার
উত্তর : - (a) টমাস মেকলে,
(ix) কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় –
(a) পিটের ভারত শাসন আইন,
(b) রেগুলেটিং অ্যাক্ট,
(c) চার্টার অ্যাক্ট,
(d) সিভিল সার্ভিস অ্যাক্ট অনুসারে
উত্তর : - (b) রেগুলেটিং অ্যাক্ট,
(x) ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন –
(a) ১৭৭১ খ্রিস্টাব্দে,
(b) ১৭৭৫ খ্রিস্টাব্দে,
(c) ১৭৭৭ খ্রিস্টাব্দে,
(d) ১৭৮১ খ্রিস্টাব্দে
উত্তর : - (d) ১৭৮১ খ্রিস্টাব্দে
(xi) A Code of Gentoo Law-এর রচয়িতা হলেন –
(a) নাথানিয়েল হালেদ,
(b) উইলিয়ম জোনস,
(c) জন অ্যান্ড্রুজ,
(d) উইলিয়ম কেরি
উত্তর : - (a) নাথানিয়েল হালেদ,
Class Eight Otit o Oitijjo wbbse - ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা – প্রশ্ন উত্তর। প্রশ্নের মান - 1
2. শূন্যস্থান পূরণ করো :
(i) _______ প্রস্তাব অনুযায়ী তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল।
উত্তর : - চার্লস উড।
(ii) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি __________ হিন্দু কলেজ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।
উত্তর : - স্যার এডওয়ার্ড হাইড ইস্ট।
(ii) ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থা হল ___________।
উত্তর : - ব্যাপটিস্ট মিশন।
Chapter 3 Ouponibesik Kartitya Pratistha - WBBSE Class 8 Question Paper। প্রশ্নের মান - 1
3. স্তম্ভ দুটি মিলিয়ে লেখো :
ক- স্তম্ভ খ- স্তম্ভ
(i) ইন্ডিয়ান পেনালকোড (a) ওয়ারেন হেস্টিংস
(ii) পুলিশি ব্যবস্থা (b) উইলিয়ম বেন্টিঙ্ক
(iii) বেনারস সংস্কৃত কলেজ (c) লর্ড কর্নওয়ালিশ
(iv) কলকাতা মাদ্রাসা (d) জোনাথন ডানকান
(v) হিন্দু কলেজ (e) ডেভিড হেয়ার
উত্তর : -
ক- স্তম্ভ খ- স্তম্ভ
(i) ইন্ডিয়ান পেনালকোড (b) উইলিয়ম বেন্টিঙ্ক
(ii) পুলিশি ব্যবস্থা (c) লর্ড কর্নওয়ালিশ
(iii) বেনারস সংস্কৃত কলেজ (d) জোনাথন ডানকান
(iv) কলকাতা মাদ্রাসা (a) ওয়ারেন হেস্টিংস
(v) হিন্দু কলেজ (e) ডেভিড হেয়ার
ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা অনুশীলনী প্রশ্ন উত্তর। প্রশ্নের মান - 1
4. নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও :
(ক) বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হত।
উত্তর: - ভুল
(খ) বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন জোনাথন ডানকান।
উত্তর: - ঠিক
(গ) উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুরে মিশনারি সোসাইটির সদস্য।
উত্তর: - ঠিক
(ঘ) দশ বছরের ভূমিরাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল।
উত্তর: - ঠিক
Class 8 History Chapter 3 Question Answer in Bengali । প্রশ্নের মান - 1
4. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : (চার-পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে )
(i) ভারতীয় সিভিল সার্ভিস ব্যবস্থার প্রবর্তন করেন কে?
উত্তর: লর্ড কর্নওয়ালিস।
(ii) হিন্দু আইনগুলির সারসংকলন প্রস্তুতির উদ্যোগ নেন কে?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
(iii) ঠগি দস্যু দমনে কে উদ্যোগ নিয়েছিলেন?
উত্তর: লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক।
(iv) ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে কটি প্রদেশে ভাগ করেছিল?
উত্তর: তিনটি প্রদেশ (বঙ্গ, মাদ্রাজ, বোম্বাই)।
(v) উইলিয়ম জোনস কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: প্রাচীন ভারতের সংস্কৃতি, ইতিহাস এবং ভাষা গবেষণার উদ্দেশ্যে।
(vi) জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন কে, কোন্ উদ্দেশ্যে গড়ে তোলেন?
উত্তর: ডেভিড হেয়ার, শিক্ষার প্রসার ঘটানোর জন্য।
(vii) ইম্পিরিয়াল কোর্ট কবে, কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৭৭৪ সালে, কলকাতায়।
(viii) হিন্দু কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছিলেন এমন কয়েকজন ব্যক্তির নাম লেখো।
উত্তর: রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, রাজা রাধাকান্ত দেব।
(ix) ১৭৭৩ খ্রিস্টাব্দে ব্রিটেনের পার্লামেন্টে পাস হয় কোন্ আইন?
উত্তর: রেগুলেটিং অ্যাক্ট।
(x) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: উইলিয়ম জোনস।
(xi) ১৮৫৪ খ্রিস্টাব্দে শিক্ষাসংক্রান্ত প্রতিবেদন পেশ করেন কে?
উত্তর: চার্লস উড।
(xii) মেকলে শিক্ষাসংক্রান্ত প্রতিবেদন পেশ করেন কত খ্রিস্টাব্দে?
উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দে ।
Class 8 Question Paper / Class Eight Question & Answer Chapterwise
5. বেমানান শব্দ খুঁজে লেখো :
১) বোম্বাই , মাদ্রাজ , কলকাতা , বাংলা।
উত্তর :- বাংলা।
২) বাংলা,বিহার , সিন্ধুপ্রদেশ, উড়িষ্যা।
উত্তর : - সিন্ধুপ্রদেশ
৩) ডেভিড হেয়ার , উইলিয়াম কেরি , জনাথন ডানকান, উইলিয়াম পিট।
উত্তর : - উইলিয়াম পিট।
৪) ক্লাইভ , হেস্টিংস, ডুপ্লে, কর্নওয়ালিস।
উত্তর : - ডুপ্লে
ক্লাস 8 ইতিহাস অধ্যায় 3 ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রশ্ন এবং উত্তর।
5. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো: (দু-তিনটি বাক্যের মধ্যে )
(i) পিটের ভারত শাসন আইন কেন গুরুত্বপূর্ণ?
উত্তর : - পিটের ভারত শাসন আইন (১৭৮৪) গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের প্রশাসনের উপর ব্রিটিশ সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এটি গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি করে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপে নজরদারির জন্য বোর্ড অব কন্ট্রোল গঠন করে।
(ii) উড'স ডেসপ্যাচ-এ শিক্ষাসংক্রান্ত কী কী প্রস্তাব ছিল?
উত্তর : - উড'স ডেসপ্যাচ (১৮৫৪) শিক্ষার বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাব দেয়। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার জন্য স্কুল ও কলেজ প্রতিষ্ঠার কথা বলা হয় এবং শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি ও স্থানীয় ভাষা ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।
(iii) মেকলের শিক্ষাসংক্রান্ত প্রতিবেদনের মূল বক্তব্য কী ছিল?
উত্তর : - মেকলের প্রতিবেদন (১৮৩৫) অনুযায়ী শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা প্রবর্তনের প্রস্তাব রাখা হয়। তিনি 'একটি ইংরেজি শিক্ষিত শ্রেণি' তৈরির কথা বলেন যারা প্রশাসনের কাজে ব্রিটিশদের সহায়ক হবে।
(iv) কেন ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস করানো হয়েছিল?
উত্তর : - রেগুলেটিং অ্যাক্ট (১৭৭৩) পাস করানো হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। এটি কোম্পানির শাসনব্যবস্থায় নিয়ম ও শৃঙ্খলা আনতে সাহায্য করেছিল।
(v) উইলিয়ম বেন্টিঙ্ক-এর যে-কোনো দুটি সংস্কারকার্যের উল্লেখ করো।
উত্তর : - উইলিয়ম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা বিলুপ্ত করেন (১৮২৯) এবং ঠগি দস্যু দমনে ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও তিনি শিক্ষাক্ষেত্রে আধুনিকতার প্রসার ঘটিয়েছিলেন।
(vi) শিক্ষার প্রসারে উইলিয়ম কেরি কী ভূমিকা নিয়েছিলেন?
উত্তর : - উইলিয়ম কেরি বাংলা ভাষায় বই অনুবাদ ও মুদ্রণ করেন এবং শিক্ষার প্রসারে সিরাম্পুর মিশন প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম বাংলা ভাষায় মুদ্রণ যন্ত্র ব্যবহার করেন এবং সাধারণ মানুষের জন্য শিক্ষা প্রচার করেন।
(vii) ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে?
উত্তর : - ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত অঞ্চলে তাদের বাণিজ্যিক কাজকর্ম চালাত তার মধ্যে মূল কয়েকটি অঞ্চলে তাদের ঘাঁটি ছিল। মূল কয়েকটি ঘাঁটির অধীনে এক বা একাধিক অঞ্চল থাকত। মূল কয়েকটি ঘাঁটির অধীনে এক বা একাধিক অঞ্চলের প্রশাসনিক ও বাণিজ্যিক ব্যবস্থা পরিচালনার যে ব্যবস্থা তাকেই বলা হত প্রেসিডেন্সি ব্যবস্থা। মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা—মূলত এই তিনটি ঘাঁটিকে কেন্দ্র করেই ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল।
(viii) কোম্পানি পরিচালিত আইনব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কী ভূমিকা নিয়েছিলেন ?
উত্তর : - কোম্পানি-পরিচালিত আইনব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস বিশেষ ভূমিকা পালন করেছিলেন। লর্ড কর্নওয়ালিস প্রচলিত আইনগুলিকে সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেছিলেন। জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করেছিলেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। আইন ব্যবস্থাকে সংহত করার মাধ্যমে লর্ড কর্নওয়ালিস বাস্তবে ঔপনিবেশিক শাসনের স্তম্ভকেই মজবুত করতে চেয়েছিলেন।
(ix) কোম্পানির সিপাহিবাহিনী বলতে কী বোঝো ?
উত্তর : - ভারতে ব্রিটিশের ঔপনিবেশিক সাম্রাজ্য ছড়িয়ে পরার সাথে সাথে বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে নানারকম জটিল সমস্যা দেখা দিত, পরিস্থিতি বিভিন্ন সময় ঘোরতর হয়ে উঠত। পুলিশবাহিনী দিয়েও যেখানে বিরোধ-সমস্যা মেটানো যেত না তখন প্রয়োজন হত সেনাবাহিনীর। মুঘল সেনা নিয়োগের পথ অনুসরণ করে ব্রিটিশ কোম্পানি নিজেরা ভারতীয়দের নিয়োগ করে যে সেনাবাহিনী তৈরি করেছিলেন তাই ভারতীয় সেনা বা সিপাহীবাহিনী নামে পরিচিত। এই সিপাহীবাহিনীই পরবর্তীকালে কোম্পানির ঔপনিবেশিক শাসনের প্রধান হাতিয়ার হয়ে উঠেছিল।
(x) কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেল-এর কী ভূমিকা ছিল ?
উত্তর : - ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনে জমি জরিপের ক্ষেত্রে জেমস রেনেল এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ছিলেন।
জেমস রেনেল-এর পূর্বে জমি জরিপ করে তার ভিত্তিতে খাজনা বা রাজস্ব নির্ধারণ করার কাজে কেউই সফল হয়নি। জমি জরিপ করে তার ভিত্তিতে রাজস্ব নির্ণয়-প্রক্রিয়ার অঙ্গ হিসেবে ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করে মোট ১৬টি মানচিত্র তৈরি করেছিলেন জেমস রেনেল। রেনেলের এই কাজের ফলে কোম্পানির রাজস্ব নির্ণয় এবং আদায় করার কাজ সহজ হয়েছিল।
(xi) টীকা লেখো : ইজারাদারি ব্যবস্থা
উত্তর : - ইজারাদারি ব্যবস্থা ছিল একটি রাজস্ব সংগ্রহ পদ্ধতি, যা মুঘল শাসনকালে প্রচলিত ছিল এবং পরে ব্রিটিশরা তা ভারতে গ্রহণ করে। ১৭৭২ সালে, ওয়ারেন হেস্টিংস কর সংগ্রহের জন্য জমি এক বছরের জন্য ইজারায় দেওয়া শুরু করেন। পরবর্তীতে, নিলামের মাধ্যমে জমি ৫ বছরের জন্য বন্দোবস্ত করা হয়। এই কারণে এই ব্যবস্থা "পাঁচ বছরের বন্দোবস্ত" নামে পরিচিত।
(xii) টীকা লেখো : 'পিট প্রণীত ভারত শাসন আইন'।
উত্তর :- পিটের ভারত শাসন আইন, ১৭৮৪ (পিটস ইন্ডিয়া অ্যাক্ট) ব্রিটিশ শাসনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট দ্য ইয়াঙ্গারের উদ্যোগে পাস হয়। এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম এবং ব্রিটিশ সরকারের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ ও ভারতে শাসন আরও দৃঢ় করার লক্ষ্যে প্রণীত হয়।
এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়। ব্রিটিশ সরকার এবং কোম্পানির মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য একটি দ্বৈত শাসনব্যবস্থা চালু করা হয়। আইন অনুযায়ী, একটি নিয়ন্ত্রক বোর্ড (Board of Control) গঠন করা হয়, যেখানে ছয়জন সদস্যের একটি দল কোম্পানির রাজনৈতিক বিষয়গুলি তত্ত্বাবধান করত।
এছাড়া, কোম্পানির কর্মচারীদের মধ্যে দুর্নীতি কমানোর জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়। গভর্নর জেনারেলকে শাসন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভেটো ক্ষমতা দেওয়া হয়, যা প্রশাসনের দক্ষতা বাড়াতে সাহায্য করে।
এই আইন ব্রিটিশ ক্রাউন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একত্রিতভাবে ভারতে শাসন পরিচালনার একটি কাঠামো তৈরি করে। এর ফলে কোম্পানির রাজনৈতিক কর্মকাণ্ড সরাসরি ব্রিটিশ সরকারের নজরদারিতে আসে এবং ভারত শাসন আরও সংগঠিত ও সুশৃঙ্খল হয়।
ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা বড় প্রশ্ন উত্তর / ক্লাস 8 ইতিহাস অধ্যায় 3 প্রশ্ন এবং উত্তর
6. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : (চার-পাঁচটি বাক্যের মধ্যে)
(i) কে, কী উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন ?
উত্তর : - ভারতে সিভিল সার্ভিস প্রবর্তনের কৃতিত্ব লর্ড কর্নওয়ালিসের। তিনি ১৭৮৬-৯৩ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হিসাবে ভারতের দায়িত্ব গ্রহণ করেন এবং প্রশাসনিক ব্যবস্থায় একাধিক সংস্কার করেন। তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল সিভিল সার্ভিসের প্রতিষ্ঠা। এর প্রধান উদ্দেশ্য ছিল একটি দক্ষ, সুশৃঙ্খল এবং সৎ প্রশাসনিক ব্যবস্থা তৈরি করা, যা ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে ভারতের শাসন কার্যকরভাবে পরিচালনা করবে।
তৎকালীন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের মধ্যে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। প্রশাসনিক কাজের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ ও অর্থ উপার্জনই অনেকের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। এই সমস্যা দূর করতে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন। তিনি কর্মচারীদের জন্য উচ্চ বেতন এবং কঠোর নিয়ম চালু করেন, যাতে দুর্নীতির প্রবণতা হ্রাস পায়।
সিভিল সার্ভিসের মাধ্যমে ব্রিটিশরা ভারত শাসনে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। কর্নওয়ালিস উচ্চপদস্থ প্রশাসনিক কর্মচারীদের জন্য একটি ‘মেরিট-ভিত্তিক নিয়োগ’ ব্যবস্থা প্রবর্তন করেন। এর ফলে, প্রশাসনে যোগ্য এবং দক্ষ কর্মচারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত হয়।
এই ব্যবস্থার মাধ্যমে প্রশাসনের প্রতিটি স্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠা পায় এবং ব্রিটিশদের শাসন আরও শক্তিশালী হয়। লর্ড কর্নওয়ালিসকে "ভারতীয় সিভিল সার্ভিসের জনক" বলা হয়, কারণ তার উদ্যোগেই সুশাসনের এই ভিত্তি রচিত হয়েছিল।
(ii) ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল?
উত্তর : - ব্যাপটিস্ট মিশন ভারতের শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিল, বিশেষত বাংলা ভাষায় শিক্ষার প্রসারে। ১৭৯৩ খ্রিস্টাব্দে উইলিয়ম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড নেতৃত্বে এই মিশনের কার্যক্রম শুরু হয়। তারা সিরাম্পুর মিশন প্রতিষ্ঠা করেন, যা শিক্ষার ক্ষেত্রে বিপ্লব ঘটায়।
১. বাংলা ভাষার উন্নয়ন: ব্যাপটিস্ট মিশনের সদস্যরা বাংলা ভাষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উইলিয়ম কেরি প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র প্রবর্তন করেন এবং বিভিন্ন পাঠ্যপুস্তক বাংলা ভাষায় প্রকাশ করেন।
২. বিদ্যালয় প্রতিষ্ঠা: ব্যাপটিস্ট মিশন বাংলার বিভিন্ন স্থানে বিদ্যালয় স্থাপন করে। এই বিদ্যালয়গুলোতে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদান করা হতো।
৩. মহিলা শিক্ষা: ব্যাপটিস্ট মিশন মহিলা শিক্ষার প্রসারেও অগ্রণী ভূমিকা পালন করে। এটি বাংলায় প্রথম মেয়েদের জন্য স্কুল চালু করে।
৪. বই ও অনুবাদ কাজ: মিশনের উদ্যোগে বাংলা ভাষায় বাইবেলসহ বিভিন্ন বই অনুবাদ ও প্রকাশ করা হয়।
ব্যাপটিস্ট মিশনের প্রচেষ্টা শিক্ষার প্রসার, বাংলা ভাষার উন্নয়ন এবং নারী শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যা বাংলার সমাজ সংস্কৃতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলে।
(iii) কোন্ প্রশাসকের আমলে ১৭৭৩ থেকে ১৭৮১ খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচারব্যবস্থার কয়েকটি পরিবর্তন ঘটে? তাঁর অন্যান্য দুটি উদ্যোগ সম্পর্কে লেখো।
উত্তর : - ১৭৭৩ থেকে ১৭৮১ খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচারব্যবস্থার বিভিন্ন পরিবর্তন ঘটান ওয়ারেন হেস্টিংস। তিনি বাংলার দেওয়ানি ও ফৌজদারি আদালতের কাজকে ঢেলে সাজান। দেওয়ানি বিচারব্যবস্থায় ব্রিটিশ নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্দেশ্যে তিনি মুঘল আইনবিদ এবং স্থানীয় কোর্টের উপর নজরদারি চালানোর জন্য ইংরেজ বিচারকদের নিযুক্ত করেন।
অন্যান্য উদ্যোগ:
১. রাজস্ব সংগ্রহের পরিবর্তন: ওয়ারেন হেস্টিংস বাংলায় রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন। তিনি পাঁচ বছরের জন্য জমি লিজ দেওয়ার পদ্ধতি চালু করেন, যা পরে আরও দীর্ঘমেয়াদে কার্যকর করা হয়।
২. প্রাচ্য সংস্কৃতির সংরক্ষণ: তিনি স্থানীয় সংস্কৃতি ও শিক্ষার প্রসারের জন্য উদ্যোগী হন। কলকাতায় ‘ক্যালকাটা মাদ্রাসা’ প্রতিষ্ঠা করেন, যা মুসলিম শিক্ষার উন্নতিতে ভূমিকা রাখে। এছাড়াও, বাংলা, ফার্সি এবং সংস্কৃত ভাষার গুরুত্ব বাড়ানোর জন্য তিনি উদ্যোগ নেন।
(iv) ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল? কীভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হয়েছিল ?
উত্তর। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
আমলাতন্ত্রই ছিল অসামরিক শাসনব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার। আমলাতন্ত্রের কাজ ছিল সরকারের গৃহীত নীতিগুলোর প্রয়োগ করা। ভারতে ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার জন্য লর্ড কর্নওয়ালিস উদ্যোগ গ্রহণ করেছিলেন। চাকুরির মেয়াদের ভিত্তিতে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেছিলেন। কর্মচারীদের বেতনও বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ভারতে ইংরেজ শাসন ব্যবস্থা প্রবর্তনে আমলাদের প্রশাসনিক দক্ষতা বাড়ানোর জন্য তাদের বিশেষ প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেছিলেন। বিভিন্ন কলেজ প্রতিষ্ঠা করে আমলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন।
হেইলবেরি কলেজে আমলাদের প্রশিক্ষণের ব্যবস্থা শুরু হলে সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত প্রার্থীদেরই হেইলবেরি কলেজে যোগ দিতে হত। উক্ত কলেজে পড়ার সময় সিভিল সার্ভেন্টদের মধ্যে একটি ঐক্যবোধ তৈরি হয় ও তারা নিজেদের একটি আলাদা গোষ্ঠী হিসেবে ভাবতে শুরু করে। এইভাবেই আমলারা একটা সংকীর্ণ ও ঐক্যবদ্ধ গোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হয়েছিল।
(v) কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কী ছিল? ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে দেওয়ার পিছনে কী কী কারণ ছিল?
উত্তর: - কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের বিশেষ সম্পর্ক ছিল। ভারতে ঔপনিবেশিক প্রশাসনকে আর্থিক দিব দিয়ে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য যে নানা প্রকার পরীক্ষানিরীক্ষা চলেছিল তার মধ্যে জমি জরিপ করা ও তার ভিত্তিতে টি রাজস্ব নির্ণয় করার পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল।
জমি জরিপ করে তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করলে জমির মালিকদের রাজস্ব দিতে ও রাজস্ব আদায়কারীদের রাজন আদায় করতে বিশেষ সুবিধা হয়।
ইজারাদারি ব্যবস্থা চালু করার পিছনে কারণগুলি হল—
প্রথমত, এই ব্যবস্থার মাধ্যমে সঠিক সময়ে সঠিক ভূমি রাজস্ব, খাজনা আদায় করা সম্ভব হত।
দ্বিতীয়ত, এই ব্যবস্থায় জমির নিলামে বেশি খাজনাও পাওয়া যেত কারণ যে বেশি খাজনা দেওয়ার ডাক দিত তার সঙ্গেই কোম্পানি ওই জমির বন্দোবস্ত করত।
তৃতীয়ত, সর্বপ্রকারের জটিলতা-ঝামেলা থেকে মুক্তির জন্য বেশি সময়ের জন্যও (পাঁচ বছর, দশ বছর) ইজারা দেওয়া হত যার ফলে পুনরায় বন্দোবস্ত পাঁচ-দশ বছর অন্তর অন্তর করতে হত অথচ একসাথে অনেক বেশি ভূমি রাজস্ব পাওয়া যেত।
ইজারাদারি ব্যবস্থা তুলে দেওয়ার কারণ—
প্রথমত, বেশিরভাগ ইজারাদারই গ্রামের বাইরে বা শহরে বসবাস করত। তারা কেবলমাত্র টাকার জোরেই এই বন্দোবস্তের সঙ্গে যুক্ত হত। ভালোমন্দ বিচার করার ক্ষমতা তাদের ছিল না।
দ্বিতীয়ত, গ্রাম সমাজের বাইরের লোক হওয়ায় তারা ঠিকমতো রাজস্ব নির্ধারণ করতে পারত না। তারাও ইজারাদারি সংক্রান্ত কাজ অন্য লোকের মাধ্যমে পরিচালিত করাত। ফলে অনেক ক্ষেত্রে রাজস্ব আদায়ের থেকে বেশি হয়ে যেত! তৃতীয়ত, দেয় রাজস্ব অনেক ক্ষেত্রেই শোধ করতে পারত না।
বিশেষ করে রাজস্ব আদায়ের কারণেই ইজারাদারি বন্দোবস্ত তুলে দেওয়া হয়েছিল।
Enter Your Comment