Wbbse Class 9 Geography Question Paper with Answer
তোমাদের জন্য একসাথে 2 টি মক টেস্ট আলোচনা করা হলো।
নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর
প্রিয় ছাত্রছাত্রী , আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে নবম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025। তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 40 Marks যার জন্য সময় বরাদ্দ থাকবে 90 Minutes। তোমাদের জন্য নবম শ্রেণীর ভূগোল(Class Nine Voutobigyan Question Paper) প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাড়িতে বসে তোমরা নবম শ্রেণী ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশনটি(Nobom Shrenir Vouto Bigyan Prothom Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 9 Geography Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে।
West Bengal Board Class 9 Geography First Unit Test Syllabus
WBBSE Class 9 Geography 1st Unit Test / নবম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রথম অধ্যায় : গ্রহরূপে পৃথিবী। দ্বিতীয় অধ্যায় : পৃথিবীর গতিসমূহ। আঞ্চলিক ভূগোল সপ্তম অধ্যায় - ভারতের সম্পদ। Class 9 ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত। যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
West Bengal Board Class 9 First Summative Evaluation Question Paper with Solutions Set - 1
ভারতের মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত চিহ্ন ও নামসহ দেখাও এবং মানচিত্রটি উত্তরপত্রের সাথে জুড়ে দাও :- 1 x 5 = 5
1.1 দুপাভাল বায়ুশক্তি কেন্দ্র।
1.2 ভারতের বৃহত্তম কয়লাখনি। নেভেলি
1.3 তারাপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র।
1.4 ডিগবয় খনিজ তৈলখনি।
1.5 উত্তর ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র।
2. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :- 1 x 4 = 4
2.1 বায়ুনিশ্চল অবস্থায় কোনো পাথরের টুকরোকে উপর থেকে ফেললে -
ক) উল্লম্ব ভাবে নীচে পড়বে
খ) পশ্চিম দিকে এগিয়ে পড়বে
গ) পূর্বে এগিয়ে পড়বে।
ঘ) উল্লম্ব ভাবে উপরদিকে যাবে।
উত্তর : - ক) উল্লম্ব ভাবে নীচে পড়বে
2.2 পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য-
ক) 12746 km,
খ) 12714 km
গ) 12757 km
ঘ) 12775 km
উত্তর : - গ) 12757 km
2.3 সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হল-
ক) হেমাটাইট,
খ) ম্যাগনেটাইট
গ) সিডেরাইট
ঘ) বক্সাইট
উত্তর : - ক) হেমাটাইট,
2.4 পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হল-
ক) সিকিম
খ) ওড়িশা
গ) আসাম
ঘ) বিহার
উত্তর : - ক) সিকিম
3. শূন্যস্থান পূরণ করো : (যেকোন 3 টি) 1 x 3 = 3
3.1 বস্তু + ______ = সম্পদ।
উত্তর : - ব্যবহারযোগ্যতা
3.2 পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশ যে কাল্পনিক বৃত্ত সীমারেখায় মিলিত হয়, তাকে ____ বলে।
উত্তর : - ছায়াবৃত্ত
3.3 পৃথিবীর গড় উষ্ণতা ___। .
উত্তর : - 15 ডিগ্রি সেন্ট্রিগেড
3.4 SAARC এর সদর দপ্তর.____শহরে অবস্থিত।
উত্তর : - নেপালের কাঠমান্ডু
4. দুই একটি শব্দে উত্তর দাও :- (যে কোনো 3 টি) 1 x 3 = 3
4.1 উপকূলের দিকে এগিয়ে আসা জাহাজের কোন অংশটি প্রথম দেখা যায় ?
উত্তর : - মাস্তুল
4.2 নিশীথ সূর্যের দেশ কোন দেশকে বলা হয়।
উত্তর : - নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। কারণ, গ্রীষ্মকালে নরওয়েতে মধ্যরাতেও সূর্য অস্ত যায় না। একে মধ্যরাতের সূর্যের দেশও বলা হয়।
4.3 পশ্চিমবঙ্গের একটি সম্ভাবনাময় ভূতাপশক্তি কেন্দ্রের নাম লেখ।
উত্তর : - অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত চিনপাই ও ভুরকুনা গ্রাম পঞ্চায়েতে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত।
4.4 পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
উত্তর : - আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কলকাতা।
5. অতি সংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্ন লক্ষণীয়) 2 x 3 = 6
5.1 GPS এর দুটি ব্যবহার লেখো।
উত্তর : - i) স্থান নির্ধারণ (Location Tracking):
GPS-এর সাহায্যে পৃথিবীর যেকোনো স্থানের সঠিক অবস্থান নির্ধারণ করা যায়। উদাহরণস্বরূপ, গুগল ম্যাপ ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো।
ii) নৌ ও বিমান চলাচল নিয়ন্ত্রণ (Navigation in Marine and Aviation):
জাহাজ ও বিমান চলাচলে GPS প্রযুক্তি ব্যবহার করা হয় সঠিক রুট নির্ধারণ ও নিরাপদ ভ্রমণের জন্য।
অথবা, সৌরজগতের যেকোনো দুটি বামন গ্রহের নাম লেখ।
উত্তর : - আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘ (IAU) এখন পর্যন্ত পাঁচটি বামন গ্রহকে স্বীকৃতি দিয়েছে। এগুলি হল: সেরেস, প্লুটো, হাউমিয়া, মেকমেক, এরিস।
5.2 বায়ুপ্রবাহ বা সমুদ্রস্রোতের দিক নিক্ষেপের কারন কি ?
উত্তর : - বায়ুপ্রবাহ বা সমুদ্রস্রোতের দিক নিক্ষেপের প্রধান কারণ হলো কোরিওলিস প্রভাব (Coriolis Effect)।
পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার কারণে চলমান বায়ুপ্রবাহ এবং সমুদ্রস্রোত নিক্ষিপ্ত হয়।
উত্তর গোলার্ধে: বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত ডান দিকে (ঘড়ির কাটার দিকে) নিক্ষিপ্ত হয়।
দক্ষিণ গোলার্ধে: বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বাঁ দিকে (ঘড়ির কাটার বিপরীত দিকে) নিক্ষিপ্ত হয়।
এই প্রক্রিয়াকে কোরিওলিস প্রভাব বলে, যা ফরাসি বিজ্ঞানী গাসপার্ড কোরিওলিসের নামে নামকরণ করা হয়েছে।
অথবা, অনসুর অবস্থান কাকে বলে?
উত্তর : - অনসূর অবস্থান (Perihelion) হলো যখন কোনো গ্রহ, গ্রহাণু বা ধূমকেতু তাদের কক্ষপথে ঘূর্ণন করার সময় সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায়।
🔹 Perihelion = Peri (নিকট) + Helios (গ্রীক শব্দ, অর্থ সূর্য)
সাধারণত, ৩ জানুয়ারি পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে। সূর্য ও পৃথিবীর মধ্যে তখন দূরত্ব হয় - ১৪ কোটি ৭০ লক্ষ কিলোমিটার।
5.3 নিরপেক্ষ উপাদান বলতে কি বোঝ?
উত্তর : - নিরপেক্ষ উপাদান বলতে প্রকৃতির সেই সমস্ত উপাদানকে বোঝায়, যা মানুষের জীবনে কোনো উপকার বা অপকার করে না। অর্থাৎ, এই উপাদানগুলোর সাথে মানুষের জীবন ও জীবিকার কোনো সরাসরি সম্পর্ক থাকে না। তবে, প্রযুক্তি ও সাংস্কৃতিক অগ্রগতির মাধ্যমে মানুষ নিরপেক্ষ উপাদানকেও সম্পদে রূপান্তর করতে পারে।
অথবা, কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখ।
উত্তর : - কয়লার দুটি প্রধান উপজাত দ্রব্য হলো:
i) কোক (Coke):
এটি কঠিন, কার্বনসমৃদ্ধ পদার্থ, যা কয়লা থেকে উচ্চ তাপমাত্রায় অক্সিজেনবিহীন পরিবেশে গরম করার মাধ্যমে উৎপন্ন হয়।
ব্যবহার: লোহা ও ইস্পাত শিল্পে জ্বালানি ও অবউপাদান হিসেবে ব্যবহৃত হয়।
ii) কোয়াল টার (Coal Tar):
এটি কালো, আঠালো তরল পদার্থ, যা কয়লা থেকে গ্যাস উৎপাদনের সময় পাওয়া যায়।
ব্যবহার: রাস্তা পাকা করা, ওষুধ, রঙ, প্লাস্টিক এবং কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয়।
6. সংক্ষিপ্ত উত্তর দাও :- (বিকল্প লক্ষনীয়) 3 x 3 = 9
6.1 সম্পদ সংরক্ষণ প্রয়োজন কেন?।
অথবা, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তি উন্নতির তিনটি কারণ আলোচনা করো।
6.2 কর্কট সংক্রান্তি ও মকরসংক্রান্তির মধ্যে তিনটি পার্থক্য লেখো।
অথবা, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিনরাত্রি সমান থাকে কেন?
6.3 পৃথিবীকে “জিয়ড” বলা হয় কেন?
অথবা, বর্তমানে অচিরাচরিত শক্তি সম্পদের ব্যবহারের উপর অধিক গুরুত্ব আরোপের তিনটি কারণ ব্যাখ্যা কর।
7. ব্যাখ্যামূলক প্রশ্ন :- (বিকল্প লক্ষনীয়) 2 x 5 = 10
7.1 চিত্রসহ বেডফোর্ডলেভেল পরীক্ষা দ্বারা পৃথিবীর গোলাকৃতির প্রমাণ ব্যাখ্যা কর।
অথবা, আহ্নিক ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য নিরুপণ কর।
7.2 স্থায়িত্বের বিচারে সম্পদকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি? উদাহরণসহ প্রতিটি বিভাগের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা কর।
অথবা, পশ্চিমবঙ্গের কয়টি প্রশাসনিক বিভাগ আছে ও কি কি? প্রতিটি বিভাগের অর্ন্তগত জেলার সংখ্যা ও নামের তালিকা প্রস্তুত কর।
Class 9 1st Unit Test Question Paper 2025 /নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র 2025
1. নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর বেছে নিয়ে লেখ : 1 x 5 = 5
i) পৃথিবীর নিরক্ষীয় বাস ও মেরু ব্যাসের পার্থক্য হল –
a) 33 km
b) 43 km
c) 34 km
d) 52km
উত্তর : - b) 43 km
ii) জিয়োড তলের ভিত্তি হল --
a) সমূদ্রপৃষ্ঠ
b) অভিগত গোলক পৃষ্ঠ
c) ভূপৃষ্ঠ
d) ভূকেন্দ্র।
উত্তর : - b) অভিগত গোলক পৃষ্ঠ
iii) পৃথিবীর অনুসূর অবস্থান হয় -
a) 3rd January
b) 12th June
c) 4th July
d) 5th April.
উত্তর : - a) 3rd January
iv) "সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়, পদার্থের কার্যকারিতাকে সম্পদ বলে একথা বলেছেন –
a) ডেভিস
b) ওয়েবার
c) জিয়ারম্যান
d) উইলসন
উত্তর : - c) জিয়ারম্যান
v) কোন অঞ্চলে সারা বছর দিনরাত্রির দৈর্ঘ্য সমান –
a) মেরু
b) কর্কটক্রসংক্রান্তি
c) মকরক্রান্তি
d) নিরক্ষীয় অঞ্চল
উত্তর : - d) নিরক্ষীয় অঞ্চল
2. শূন্যস্থান পূরণ করো : 1 x 5 = 5
i) ___ তারিখে উত্তর গোলার্ধে দিন বড় ও রাত্রি ছোট।
উত্তর : - উত্তর গোলার্ধে ২১শে জুন দিন বড় এবং রাত্রি ছোট হয়। এই দিনটি বছরের সবচেয়ে দীর্ঘ দিন এবং সবচেয়ে ছোট রাত।
ii) ____কে নিশীথ সূর্যের দেশ বলে।
উত্তর : - নরওয়ে
iii) তরল সোনা বলা হয় ____ কে।
উত্তর : - খনিজ তেল বা পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়।
iv) ____হল সর্বোৎকৃষ্ণ লৌহ আকরিক।
উত্তর : - হেমাটাইট - এই আকরিকটি লালচে এবং এতে প্রায় 70 শতাংশ ধাতব লোহার উপাদান রয়েছে।
v) মকরসংক্রান্তি ঘটে ____ তারিখে।
উত্তর : - ১৪ বা ১৫ জানুয়ারি।
3. সত্য / মিথ্যা লেখ : 1 x 5 = 5
i) সৌরশক্তি হল একটি অপ্রচলিত শক্তি।
উত্তর : - সত্য
ii) অরোরা অস্ট্রালিশ দেখা যায় উত্তর মেরু অঞ্চলে।
উত্তর : - মিথ্যা
iii) বায়োগ্যাস হল জীবাশ্ম জ্বালানীর উদাহরণ।
উত্তর : - মিথ্যা
iv) আহ্নিক গতির ফলে দিনরাত্রি হয়।
উত্তর : - সত্য
v) পৃথিবীর আকৃতি ডিম্বাকৃতি।
উত্তর : - মিথ্যা
4. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও : 1 x 5 = 5
i) প্লুটো ক) 30km/s
ii) লিপইয়ার খ) বামনগ্রহ
iii) পৃথিবীর পরিক্রমন গতি গ) 366 দিন
iv) কয়লা ঘ) সূর্যালোক
v) সর্বত্রলভ্য সম্পদ ঙ) গচ্ছিত সম্পদ
উত্তর : - i) প্লুটো → খ) বামনগ্রহ
ii) লিপইয়ার → গ) 366 দিন
iii) পৃথিবীর পরিক্রমণ গতি → ক) 30km/s
iv) কয়লা → ঙ) গচ্ছিত সম্পদ
v) সর্বত্রলভ্য সম্পদ → ঘ) সূর্যালোক
5. নিম্নলিখিত প্রশ্নগুলির দুই এক কথায় উত্তর দাও : 1 x 5 = 5
a) জৈব সম্পদ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : - জৈব সম্পদ বলতে এমন সকল সম্পদকে বোঝানো হয়, যা জীবিত প্রাণী, উদ্ভিদ বা তাদের উৎপাদিত উপাদান থেকে প্রাপ্ত হয়। এই সম্পদগুলি প্রকৃতিতে পুনর্নবীকরণযোগ্য এবং মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে।
উদাহরণ: কৃষিজ পণ্য: ধান, গম, সবজি, ফলমূল।
b) 'বিষুব' কথার অর্থ লেখ।
উত্তর : - বিষুব শব্দের অর্থ হল, দিন ও রাতের সমান সময়। বিষুব শব্দটি ইংরেজি 'Equinox' শব্দের বাংলা অনুবাদ। 'Equinox' শব্দটি ল্যাটিন শব্দ 'aequinoctium' থেকে এসেছে। 'Aequus' শব্দের অর্থ সমান এবং 'nox' শব্দের অর্থ রাত।
c) সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে?
উত্তর : - পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আমরা সূর্যকে প্রতিদিন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে দেখি, একে সূর্যের আপাত দৈনিক গতি বলে।
d) আবর্তনীয় সম্পদ কি? উদাহরণ দাও।
উত্তর : - আবর্তনীয় সম্পদ হলো এমন সম্পদ যা পুনঃপ্রসেস বা পুনঃব্যবহার করা যায়। উদাহরণ: বাতাস, বায়োগ্যাস, সোলার শক্তি, বায়ু শক্তি, পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক।
e) পৃথিবীর নিকটতম গ্রহের নাম লেখ।
উত্তর : - শুক্র
6. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 2 x 5 = 10
a) আমরা পৃথিবীর আবর্তন বুঝতে পারিনা কেন?
উত্তর : - পৃথিবীর আবর্তন গতি বুঝতে না পারার কারণগুলি:
i) পৃথিবী প্রায় স্থির গতিতে ঘোরে।
ii) পৃথিবীর আয়তনের তুলনায় আমরা অতি ক্ষুদ্র।
iii) পৃথিবীর ঘূর্ণন ধ্রুবক, অর্থাৎ একই গতিতে ঘোরে।
b) বার্ষিক গতির দুটি ফলাফল লেখ।
উত্তর : - বার্ষিক গতির দুটি ফলাফল:
i) ঋতু পরিবর্তন: পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আসার কারণে ঋতু পরিবর্তন ঘটে। এটি পৃথিবীর অক্ষের প্রক্ষেপণ এবং সূর্যের অবস্থানের পরিবর্তনের কারণে ঘটে।
ii) দিনের দৈর্ঘ্য পরিবর্তন: পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় দিন এবং রাতের দৈর্ঘ্য বিভিন্ন সময়ের মধ্যে পরিবর্তিত হয়, যা বছরের বিভিন্ন সময়ে দেখা যায়।
c) ‘পৃথিবীর সদৃশ’বলতে কী বোঝো? অথবা, GPS ব্যবস্থার গুরুত্ব কী?
উত্তর : - GPS ব্যবস্থার গুরুত্ব :
i)অবস্থান নির্ণয়- GPS এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায়।
ii)দিক নির্ণয়- GPS এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্নয় করতে পারে।
iii)মানচিত্র তৈরি- বিভিন্ন দেশের সীমানা চিহ্নিতকরণে ও বিভিন্ন প্রকার মানচিত্র তৈরিতে GPS ব্যবহার করা হয়।
d) গচ্ছিত সম্পদ ও অবাধ সম্পদের দুটি পার্থক্য লেখো।
উত্তর : - গচ্ছিত সম্পদ ও অবাধ সম্পদ এর দুটি প্রধান পার্থক্য:
গচ্ছিত সম্পদ: এসব সম্পদ মাটির নিচে বা গভীরে সঞ্চিত থাকে এবং তা ব্যবহারের জন্য দীর্ঘ সময় প্রয়োজন, যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস।
অবাধ সম্পদ: এসব সম্পদ প্রকৃতিতে প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং সীমাহীনভাবে ব্যবহৃত হতে পারে, যেমন সূর্যালোক, বায়ু, জল।
e) লোহার দুটি ব্যবহার লেখ।
উত্তর : - লোহার দুটি ব্যবহার:
i) বিল্ডিং নির্মাণ: লোহা কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়, যেমন সেতু, বাড়ি, এবং অন্যান্য কাঠামোগত নির্মাণে।
ii) যন্ত্রপাতি তৈরী: লোহা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, গাড়ি, ও যান্ত্রিক উপকরণ তৈরির জন্য ব্যবহৃত হয়।
7. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দুটি) 5 x 2 = 10
a) কয়লার শ্রেণিবিভাগ কর। কয়লার ব্যবহার লেখ।
b) সম্পদ সংরক্ষণ কাকে বলে। সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি লেখ।
c) চিত্রসহ পৃথিবীর অনুসূর ও অপসূর অবস্থান আলোচনা কর।
d) ছায়াবৃত্ত কি? চিত্রসহ পৃথিবীর আবর্তন গতির ফলাফল লেখ।
8. টীকা লেখো : - 2 x 2.5 = 5
a) কোরিওলিস বল
b) রবিমাগ
Enter Your Comment