Info Educations Present WBCS Mock Test in Bengali with Answers Part 02
প্রিয় বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগত Info Educations এ। তোমাদের জন্য থাকছে এই পোস্টে WBCS Preliminary Full Mock Test Part 02 in Bengali Completely Free। তোমাদের WBCS Mock Test 2024 এর সিলেবাসে থাকে ইংরেজি,বিজ্ঞান,কারেন্ট অ্যাফেয়ার্স,ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান,ভারতের অর্থনীতি,সাধারণ গণিত এবং Reasoning। মোট ৮টি বিষয় যেখান থেকে Total 200 Questions এবং যার জন্য বরাদ্দ সময় 150 Minutes এবং তার সাথে Negative Marking থাকে(WBCS Prelims 2024 - Info Educations)।
Free Online MOCK TEST 3 WBCS Practice & Preparation Tests
তোমাদের প্রস্তুতিকে আরও সহজ করে তুলতে Info Educations নিয়ে চলে এসেছে WBCS Prelim Mock Test Series (Bengali)। এর সাথে থাকছে WBCS Prelims & Mains Mock Test With New Pattern এর উপর ভিত্তি করে। WBCS Free Mock Test 2024 সম্পূর্ণ বিনামূল্যে।
West Bengal Civil Service Prelims Exam 02 Part এ থাকছে 100 টি প্রশ্ন। Part 1 তে থাকছে বাকি 100 টি WBCS পরীক্ষার প্রশ্নপত্র ।
West Bengal Civil Service (WBCS) Preliminary Mock Test Question Paper Part 02 with Answers
101. কোন যৌগটি 'উড স্পিরিট' নামে পরিচিত ?
(a) মিথাইল অ্যালকোহল
(b) ইথাইল অ্যালকোহল
(c) ডাইমিথাইল ইথার
(d) ডাইথাইল ইথার
102. কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কী?
(a) ফেনল
(b) বেঞ্জিন
(c) ডাইলিন
(d) রেসরসিনল
103. কে প্রমাণ করেন সালোকসংশ্লেষে অক্সিজেনের উৎস হল জল?
(a) কেলভিন ও বেনসন
(b) রুবেন ও কামেন
(c) মারকাস
(d) এমারসন
104. তোমার পায়ের পেশিতে ঝি ঝি ধরলে কোন উপাদান সংশ্লেষ হয়েছে বলে তুমি মনে করো ?
(a) ল্যাকটিক অ্যাসিড
(b) পাইরুভিক অ্যাসিড
(c) ইথাইল অ্যালকোহল
(d) অ্যাসকরবিক অ্যাসিড
105. RBC কোষে কোন পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয় ?
(a) গ্লাইকোলাইসিস
(b) ক্রেবস চক্র
(c) a এবং b
(d) কোনোটিই
106. আবহমণ্ডলে কোন দূষিত পদার্থের জন্য সালোকসংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় ?
(a) PAN
(b) NO
(c) UV রশ্মি
(d) হাইড্রোকার্বন
107. উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি, তা হল -
(a) সেলুলোজ
(b) সুক্রোজ
(c) স্টার্চ
(d) লিগনিন
108. সালোকসংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি হল -
(a) সোডিয়াম
(b) পটাশিয়াম
(c) কোবাল্ট
(d) লোহা
109. নীচের কোনটি সালোকসংশ্লেষ সম্পর্কে সঠিক নয় ?
(a) এটি উপচিতিমূলক বিক্রিয়া
(b) এটি তাপমোচী বিক্রিয়া
(c) সালোকসংশ্লেষে কাবর্ন আত্তীকরণ ঘটে
(d) সালোকসংশ্লেষ হার ক্লোরোসিসে হ্রাস পায়
110. প্লুরিসি রোগটিতে কোন অঙ্গে সংক্রামিত হয় ?
(a) বৃক্ক
(b) হৃৎপিণ্ড
(c) ফুসফুস
(d) অগ্ন্যাশয়
111. ঐচ্ছিক শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ?
(a) পনস
(b) মেডালা
(c) প্রাথমিক মোটর কমপ্লেক্স
(d) সেরিবেলাম
112. লজ্জাবতী পাতায় হাত দিলে পাতা মুড়ে যায়। এই ধর্মকে বলে -
(a) রসস্ফীতি
(b) গমন
(c) প্রজনন
(d) উত্তেজিতা
113. Father of Medicine' হলেন -
(a) অ্যারিস্টটল
(b) হিপোক্রেটস
(c) চরক
(d) থিওফ্রাসটাস
114. রক্ত কণিকার সংখ্যা গণনা করা হয় যে যন্ত্রের সাহায্যে -
(a) স্ফিগমোম্যানোমিটার
(b) হিমোগ্লোবিনোমিটার
(c) হিমোসাইটোমিটার
(d) কার্ডিওমিটার
115. রোগীর হৃৎপিণ্ডের রক্তবাহে বাধা বা ব্লকেজ নির্ণয়ে সাহায্য করে -
(a) ECG
(b) EEG
(c) অ্যানজিওগ্রাফি
(d) পেস মেকার
116. মার্কারি রাখার জন্য কোন ধাতুর পাত্র ব্যবহার করা হয় ?
(a) Ag
(b) Pb
(c) Fe
(d) Al
117. লাপিস লাজুলি হল -
(a) ফেরাস সালফেট
(b) কপার সালফেট
(c) সোডিয়াম অ্যালুমিনো সিলিকেট
(d) জিঙ্ক সালফেট
118. অ্যালুমিনিয়াম নিষ্কাশনে নীচের কোন পদ্ধতিটি ব্যবহৃত হয় না ?
(a) ভ্যান আরকেল
(b) সারপেক
(c) বেয়ার
(d) হল-হেরোঁ
119. দাঁতের ফাঁক বন্ধ করতে ব্যবহৃত হয় -
(a) জিঙ্ক অ্যামালগাম
(b) টিন অ্যামালগাম
(c) সিলভার অ্যামালগাম
(d) অ্যালুমিনিয়াম অ্যামালগাম
120. পিগ আয়রণে অশুদ্ধিরূপে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?
(a) ম্যাঙ্গানিজ
(b) কার্বন
(c) সিলিকন
(d) ফসফরাস
121. খর্পরণ (Cupellation) পদ্ধতি কোন ধাতু নিষ্কাশনের সঙ্গে জড়িত ?
(a) তামা
(b) রুপো
(c) টিন
(d) সিসা
122. নীচের কোনটিতে অ্যালুমিনিয়াম নেই ?
(a) ক্রায়োলাইট
(b) ফ্লুওস্পার
(c) ফেলস্পার
(d) মাইকা
123. চুম্বকের আণবিক তত্ত্বের প্রথম ধারণা দেন -
(a) ওয়েবার
(b) গিলবার্ট
(c) কুলম্ব
(d) এউইং
124. তড়িতাধান পরিমাপের একক হল -
(a) অ্যাম্পিয়ার
(b) ইলেকট্রন ভোল্ট
(c) কুলম্ব
(d) মো
125. তড়িৎ প্রবাহমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
(a) ইলেক্ট্রোস্কোপ
(b) তড়িৎকোষ
(c) ভোল্টমিটার
(d) অ্যামিটার
126. নীচের কোনটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে না ?
(a) কাজের অধিকার, শিক্ষার অধিকার
(b) সংগঠন তৈরির অধিকার
(c) বাক স্বাধীনতার অধিকার
(d) ধর্মের অধিকার
127. মৌলিক অধিকার সংরক্ষণের জন্য রিট জারি করতে পারেন -
(a) সংসদ
(b) রাষ্ট্রপতি
(c) সুপ্রিমকোর্ট
(d) প্রধানমন্ত্রী
128. সংবিধানের ১৯নং ধারায় ক'টি অধিকার স্বীকৃত ?
(a) 6টি
(b) 7টি
(c) 1টি
(d) 8টি
129. মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত?
(a) জার্মান
(b) ফ্রান্স
(c) আমেরিকা
(d) রাশিয়া
130. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন -
(a) প্রত্যক্ষভাবে জনসাধারণের দ্বারা
(b) রাজ্যসভার সদস্যদের দ্বারা
(c) সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের দ্বারা
(d) সকল নির্বাচিত বিধায়ক ও নির্বাচিত সাংসদের দ্বারা
131. রাষ্ট্রপতি পদচ্যুত হন কার দ্বারা?
(a) পার্লামেন্ট
(b) শাসনতান্ত্রিক বিভাগ
(c) সুপ্রিম কোর্ট
(d) উপরাষ্ট্রপতি
132. সংবিধানের কোন ধারা বলে কোনও রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে রাষ্ট্রপতি ?
(a) 356 ধারা
(b) 360 ধারা
(c) 368 ধারা
(d) 354 ধারা
133. WTO-র আগের নাম ছিল।
(a) UNCTAD
(b) GATT
(c) UNIDO
(d) OECD
134. পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে উৎপাদিত একটি অর্থকরী ফসল হল -
(a) গম
(b) আলু
(c) মুগডাল
(d) পাট
135. ভারতীয় অর্থনীতিতে দারিদ্রসীমার সংজ্ঞা প্রথম কে নির্ধারণ করেন?
(a) দাদাভাই নৌরজি
(b) রমেশচন্দ্র দত্ত
(c) ডি এম দম্ভেকর
(d) মহাত্মা গান্ধী
136. কোন দেশ ভারতের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধির জন্য নেটওয়ার্ক ইন্ডিয়া -চালু করে?
(a) মার্কিন যুক্তরাষ্ট্র
(b) গ্রেট ব্রিটেন
(c) সিঙ্গাপুর
(d) মালয়েশিয়া
137. খাদ্যের জন্য কাজ কোন পরিকল্পনায় গৃহীত হয়?
(a) চতুর্থ
(b) পঞ্চম
(c) ষষ্ঠ
(d) সপ্তম
138. কে প্রস্তাবনাকে 'Political Horoscope' বলে উল্লেখ করেছেন?
(a) কে এম মুন্সি
(b) কে সি হোয়ার
(c) আর্নেস্ট বার্কার
(d) পাইলি
139. White Flag শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়?
(a) শান্তির প্রতীক
(b) যুদ্ধ বিরতির প্রতীক
(c) যুদ্ধ জয়ের প্রতীক
(d) কোনওটিই নয়
140. গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন?
(a) আম্বেদকর
(b) রাজেন্দ্রপ্রসাদ
(c) বি এন রাও
(d) ডঃ সচ্চিদান্দা সিনহা
141. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 'ধর্মনিরপেক্ষ' এবং 'সমাজতন্ত্র' শব্দ দু'টি কোন সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে?
(a) তিনবার
(b) চতুর্থবার
(c) পঞ্চমবার
(d) দ্বিতীয়বার
142. 1955 সালে ভারতীয় পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন পাস করে সংবিধানের কোন ধারানুযায়ী ?
(a) 34 নম্বর ধারা
(b) 35 নম্বর ধারা
(c) 17 নম্বর ধারা
(d) 35 ও 17 নম্বর ধারা
143. ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে মৌলিক অধিকার বিরোধী যে- কোনও আইন বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছে?
(a) 13 নম্বর ধারায়
(b) 14 নম্বর ধারায়
(c) 15 নম্বর ধারায়
(d) 16 নম্বর ধারায়
144. কোন ধারা বলে ভারতীয় পার্লামেন্ট সশস্ত্র সেনাবাহিনী বা পুলিশ ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার জাতীয় স্বার্থে নিয়ন্ত্রণ বা পরিমার্জন করতে পারে ?
(a) 30 নম্বর ধারা
(b) 32 নম্বর ধারা
(c) 33 নম্বর ধারা
(d) 36 নম্বর ধারা
145. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে নাগরিকত্ব সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে?
(a) 11 নম্বর ধারায়
(b) 12 নম্বর ধারায়
(c) 13 নম্বর ধারায়
(d) 14 নম্বর ধারায়
146. ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে?
(a) 1981
(b) 1990
(c) 1919
(d) 1935
147. নীচে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কোনও রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে?
(a) এ কে গোপালন বনাম ভারত সরকার
(b) এস আর বোম্বাই বনাম ভারত সরকার (কর্ণাটক)
(c) কাবেরী জল বণ্টন সম্পর্কিত দুই দক্ষিণী রাজ্যের মামলা
(d) কোনওটিই নয়
148. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন -
(a) রাষ্ট্রপতি স্বয়ং
(b) রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সুপারিশ
(c) রাষ্ট্রপতি-সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে
(d) রাষ্ট্রপতি-আইন কমিশনের সুপারিশ অনুযায়ী
149. রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দলরূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকারী?
(a) রাষ্ট্রপতি
(b) নির্বাচন কমিশন
(c) পার্লামেন্ট
(d) রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সুপারিশে
150. পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনও অর্থবিল পেশ করা যায় না?
(a) ভারতের প্রধানমন্ত্রী
(b) লোকসভার অধ্যক্ষ
(c) ভারতের রাষ্ট্রপতি
(d) কেন্দ্রীয় অর্থমন্ত্রী
151. হায়দ্রাবাদকে হারিয়ে IPL-2024 চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স । এই নিয়ে কলকাতা মোট কতবার চ্যাম্পিয়ান হল ?
(a) তিনবার
(b) চতুর্থবার
(c) পঞ্চমবার
(d) দ্বিতীয়বার
152. সম্প্রতি অনুষ্ঠিত নৌ মহড়া 'প্যাসেজ এক্সারসাইজ' ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হল?
(a) জাপান
(b) শ্রীলঙ্কা
(c) বাংলাদেশ
(d) অস্ট্রেলিয়া
153. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বর্তমান DGP কে?
(a) এইচ জি এস ধবলওয়াল
(b) রাজেশ সিং
(c) অজয় কুমার
(d) অমিতাভ সিং
154. UPSC-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
(a) অরবিন্দ ভার্মা
(b) দেবীতা শর্মা
(c) সুভাষ চন্দ্র
(d) প্রীতি সুদান
155. সম্প্রতি ওডিশার পারাদ্বীপে 'সাগর কবচ' উপকূল সুরক্ষা মহড়া অনুষ্ঠিত হল। এই মহড়া কোন দু'টি রাজ্য সরকারের তরফ থেকে অনুষ্ঠিত করা হয়।
(a) ওড়িশা ও পশ্চিমবঙ্গ
(b) ওড়িশা ও কর্নাটক
(c) ওড়িশা ও কেরল
(d) ওড়িশা ও তামিলনাডু
156. IIT খড়গপুর কোন সম্মানসূচক ডিগ্রি সুন্দর পিচাইকে প্রদান করেছে?
157. 'Cost of Living City Ranking 2024'-এ প্রথম স্থানে রয়েছে কোন শহর?
(a) সিঙ্গাপুর
(b) টোকিও
(c) হংকং
(d) নিউ ইয়র্ক
158. Indian Institute of Foreign Trade (IIFT)-এর নতুন ভাইস চ্যান্সেলর কে নিযুক্ত হয়েছেন?
(a) অমিতাভ দাস
(b) রাকেশ মহান জোশি
(c) সুমিত চৌধুরী
(d) অভিজিৎ ঘোষ
159. কত তম লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত হয়েছেন রাহুল গান্ধী?
(a) 17
(b) 18
(c) 19
(d) 20
160. সম্পতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ভারতের প্রথম ড্রাইভার বিহীন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন?
(a) মুম্বই মেট্রো রেল কর্পোরেশন
(b) দিল্লি মেট্রোরেল কর্পোরেশন
(c) কলকাতা মেট্রোরেল কর্পোরেশন
(d) চেন্নাই মেট্রোরেল কর্পোরেশন
161. 2024 French Open-এ পুরুষদের সিঙ্গলস খেতাব কারা জিতেছেন?
(a) নোভাক জোকোভিচ
(b) রাফায়েল নাদাল
(c) কার্লোস আলকারাজ
(d) ড্যানিল মেদভেদেভ
162. কোন দেশ চাদে পারমাণবিক চুল্লি স্থাপন করার জন্য পরিকল্পনা করেছে ?
a) মার্কিন যুক্তরাষ্ট্র
(b) চিন
(c) রাশিয়া
(d) দক্ষিণ কোরিয়া
163. চলতি বছরের 1-10 ডিসেম্বর 25তম হর্নবিল উৎসব 2024 অনুষ্ঠিত হল। কোন রাজ্যের মূল্য উৎসব?
(a) মণিপুর
(b) নাগাল্যান্ড
(c) সিকিম
(d) অরুণাচল প্রদেশ
164. ‘Gateways to the Sea’ বইটি কে উদ্বোধন করেছেন?
(a) ভারতের প্রধানমন্ত্রী
(b) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
(c) মহারাষ্ট্রের রাজ্যপাল
(d) ভারতের রাষ্ট্রপতি
165. HDFC Bank-এর নতুন বিনিয়োগ প্ল্যাটফর্মের নাম কী?
(a) WealthPro
(b) SmartWealth
(c) EasyInvest
(d) WealthSmart
166. 15 ডিসেম্বর 2024 তারিখে কোন ব্যক্তির 74তম মৃত্যুবার্ষিকী পালন করা হলো ?
(a) লাল বাহাদুর শাস্ত্রী
(b) সর্দার বল্লভভাই প্যাটেল
(c) জওহরলাল নেহরু
(d) বাল গঙ্গাধর তিলক
167. KASA কোন দেশের রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা?
(a) উত্তর কোরিয়া
(b) চীন
(c) জাপান
(d) দক্ষিণ কোরিয়া
168. সম্প্রতি ৫৭ বছর বয়সে মারা যাওয়া কন্নড় ভাষার অভিনেত্রী কে?
(a) কুমুদ রানি
(b) অর্পনা ভাস্তারে
(c) প্রয়াত শিল্পা শেট্টি
(d) চামুন্দেশ্বরী
169. India-IORA Cruise Tourism Conference কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(a) মুম্বাই
(b) কলকাতা
(c) চেন্নাই
(d) নিউ দিল্লি
170. ১৮ তম লোকসভায় কত জন মহিলা নির্বাচিত হলেন -
(a) 74
(b) 84
(c) 70
(d) 80
171. সম্প্রতি Sangyaan App লঞ্চ করেছে কোন সংস্থা?
(a) ভারতীয় রেল
(b) রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)
(c) ভারতীয় সেনা
(d) ভারতীয় পুলিশ
172. Henley Passport Index 2024-এ ভারত কোন স্থান অর্জন করেছে?
(a) 80
(b) 81
(c) 82
(d) 84
173. সিকিমের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন ?
(a) প্রেম সিং তমাং
(b) মহান চরণ মাঝি
(c) হেমন্ত সরেন
(d) পেমা খাঁদু
174. ভারতের প্রথম UNESCO 'City of Literature' তকমা পেয়েছে কোন শহর?
(a) কলকাতা
(b) মুম্বাই
(c) দিল্লি
(d) কোঝিকোড়
175. আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয় -
(a) 20th June
(b) 20th July
(c) 20th August
(d) 20th May
176. পাঁচ অঙ্কবিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হল:
(a) 99866
(b) 99856
(c) 99846
(d) 99876
177. 648 এর সঙ্গে সবর্নিম্ন কত গুণ করলে সেটি একটি পূর্ণঘন সংখ্যা হবে?
(a) 3
(b) 6
(c) 9
(d) 8
178. চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হল:
(a) 1000
(b) 1016
(c) 1024
(d) 1036
179.
(a) 5
(b) 7
(c) 3
(d) 9
180.
(a) 300
(b) 305.75
(c) 310
(d) 315.25
181.
(a) 2
(b) 1
(c) 0.5
(d) 0.67
182.
(a) 72
(b) 36
(c) 39
(d) 78
183. 5, 9, 8, 15 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতী হবে ?
(a) 2
(b) 1
(c) 3
(d) 4
184. 5 জন লোক দৈনিক 6 ঘণ্টা কাজ করে 12 দিনে 50টি জামা বানাতে পারে। তবে 10 জন লোক দৈনিক 9 ঘণ্টা কাজ করে কতদিনে 250টি জামা বানাতে পারে?
(a) 12
(b) 15
(c) 20
(d) 10
185. A একটি কাজ 15 দিনে করতে পারে। 13 দিন কাজ হওয়ার পর A চলে যায়। B বাকি কাজ 12 দিনে শেষ করে। B একা কত দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে ?
(a) 8
(b) 10
(c) 12
(d) 15
186. একটি জেলায় জনসংখ্যা 1% হারে হ্রাস পায়। যদি ওই জেলায় বর্তমান জনসংখ্যা 200000 হয় তবে কত বছর পর জনসংখ্যা 196020 হবে ?
(a) 2
(b) 3
(c) 4
(d) 3.5
187. এক চিড়িয়াখানায় বাঘ ও শেয়াল মিলিয়ে মোট 60টি পশু আছে, যাদের গড়ে প্রতিদিন 10 কিলোগ্রাম মাংস দেওয়া হয়। বাঘ ও শেয়ালের দৈনিক গড়ে মাংসের পরিমাণ 12 কিলোগ্রাম ও 6 কিলোগ্রাম হলে কোন পশু কতগুলি আছে?
(a) 30, 10
(b) 40. 20
(c) 2015
(d) কোনটিও নয়
188 . একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল 2√3 বর্গমিটার বাড়ে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
(a) 3.5
(b) 2.5
(c) 4.5
(d) 5.5
189. একটি নৌকা স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার দূরত্ব যায় । ঘণ্টায় এবং স্রোতের অনুকূলে । কিলোমিটার দূরত্ব যায় 10 মিনিটে। স্থির জলে নৌকাটি 5 কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগবে।
(a) 40 মিনিট
(b) 1 ঘণ্টা 15 মিনিট
(c) 1 ঘণ্টা 30 মিনিট
(d) 2 ঘণ্টা
190. দু'টি নল P ও Q একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 12 ঘণ্টায় ভর্তি করে এবং তৃতীয় একটি নল C চৌবাচ্চাটি 6 ঘণ্টায় খালি করে। যদি নল তিনটি একসঙ্গে সকাল টোয় খোলা হয় তাহলে চৌবাচ্চাটির - অংশ ভর্তি হবে?
(a) সকাল 10টায়
(b) রাত 10 টায়
(c) রাত 11টায়
(d) সকাল 11টায়
নির্দেশ (191 থেকে 193) কিছু চিত্র দেওয়া রয়েছে যারা একে উপরের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রত্যেক বিভাগ বিশেষ ধরণের মানুষকে চিন্নিত করে। প্রত্যেক বিভাগের নামকরণ করা হয়েছে A থেকে G পর্যন্ত অক্ষর ব্যবহার করে। নিচের প্রশ্ন পরে চিত্রনুযায়ী উত্তর দিন
191. চিত্রকর ও স্থপত্তি যারা ভারতীয় নয়:
(a) A
(b) E
(c) ফ
(4) G
192. ভারতীয় স্থপতি যারা চিত্রকর নয়:
(a) A
(b) D
(c) C
(d) G
193. ভারতীয় যারা স্থপতি এবং চিত্রকর।
(a) A
(b) C
(c) D
(d) E
194. যদি ' মানে হয় 'x', ', মানে হয় '+''+' মনে হয় '+' এবং 'x' মানে হয় তবে 20 + 404 x 5 + 6-এর মান কত হবে?
(a) 60
(b) 1.67
(c) 150
(d) 0
195. A. E-এর থেকে জোরে দৌড়ায় কিন্তু D-এর থেকে জোরে নয়। D. C থেকে জোরে দৌড়ায় কিন্তু B-এর মতো নয়। কে সব থেকে জোরে দৌড়ায়?
(a) A
(b) B
(c) C
(d) D
196. নীচের বর্গক্ষেত্রে, কিছু সংখ্যা দিয়ে ভর্তি করা রয়েছে কোনও নিয়ম অনুযায়ী এবং একটি জায়গা ফাঁকা রয়েছে। সঠিক সংখ্যাটি নির্বাচন করুন যেটি ওখানে বসবে।
(a) 6
(b) 7
(c) 8
(d) 9
197. সাতজন লোক সিঁড়িতে দাঁড়িয়ে আছে। A. B-এর ওপরে পড়িয়ে কিন্তু C-এর থেকে নিচে। B মাঝখানে দাঁড়িয়ে G, A ও B-এর মাঝে দাঁড়িয়ে। E , B. এবং F এর মাঝে দাঁড়িয়ে। F , B এবং D এর মাঝে দাঁড়িয়ে। তাহলে সবার উপরে কে দাঁড়িয়ে
(a) A
(b) B
(c) C
(d) D
নির্দেশ (198 and 199 ): নীচের বাক্যগুলি পড়ে যথাযথ উত্তর দিন।
1. মোহন এবং রাম হকি ও ফুটবল খেলে।
2. রহিম এবং রাম ফুটবল এবং ক্রিকেট খেলে।
3. মোহন ও রফিক টেনিস এবং হকি খেলে।
4. রফিক ও রহিম ক্রিকেট ও টেনিস খেলে।
198. কোন ছেলেটি হকি, ফুটবল ও টেনিস খেলে ?
(a) রহিম
(b) রাম
(c) মোহন
(d) রফিক
199. কোন ছেলেটি হকি, ক্রিকেট ও টেনিস খেলে?
(a) মোহন
(b) রাম
(c) রফিক
(d) রহিম
200. 1, 1, 3, 9, 5, 25, 7, 49, ? , 281
(a) 7
(b) 9
(c) 4
(d) 10
Top 100+ WBCS Preliminary Full Mock Test with Answers Free
101(a), 102 (a), 103 (b), 104 (a) 105 (a), 106 (c), 107 (c), 108 (d), 109 (b), 110(c), 111(c), 112(d), 113(b) 114 ( c ) 115 (c) 116 (c) 117 (c) 118(a). 119(c), 120(b), 121(a), 122(b), 123(a), 124(c), 125(d), 126(a), 127(c), 128(a), 129(d). 130(d), 131(a), 132(a), 133(b). 134(d), 135(c), 136(c), 137(b), 138(a). 139(b), 140(c), 141(c), 142(c), 143(a), 144(c), 145(a), 146(d), 147(b), 148(c), 149(b). 150(c), 151 (a), 152(d). 153(a), 154(d), 155(a), 156(c), 157(c). 158 (b), 159 (a), 160(b) 161 (c), 162(a). 163(b), 164(c). 165(b), 166(b), 167(d), 168(b), 169(d), 170(d), 171(a), 172(b). 173(c), 174(d), 175(b), 176(b), 177(c). 178(c), 179(c), 180(b). 181 (a), 182 (a) 183 (b) 184 (c), 185(d). 186(a), 187 (b), 188 (a), 189 (b) 190(b), 191(b), 192(b), 193(b), 194(d), 195(b), 196(b), 197(d), 198(c), 199(c), 200(b).
Enter Your Comment