WBCHSE HS Geography Suggestion 2025 Test & Final Exam Questions
প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত Info Educations এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছে দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর 2025 (West Bengal Board HS Exam Geography Class 12 Question Paper 2025 Download with Answers)। ক্লাস 12 ভূগোল বাংলা মাধ্যমে প্রশ্নের উত্তর - 2025 তোমাদের HS Exam 2025 পরীক্ষার জন্য খুবই গুরুত্ত্বপূর্ণ হতে চলেছে। WBCHSE HS 2025 Geography Question Paper with Answers পেপারটি তোমাদের সিলেবাসের (West Bengal HS Geography Syllabus) উপর ভিত্তিকরে অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকাদের দ্বারা তৈরী করা হয়েছে। West Bengal Board HS Question Paper 2025 Geography Class 12 পেপারটি তোমরা ভালো করে প্রাকটিস করো। তোমরা অবশ্যই Class 12 Geography Question Paper 2025 wbchse pdf download পরীক্ষার আগে দেখে যেও।
একসাথে তোমাদের Geography(ভূগোল)- এর দুটি Mock Paper এখানে দেওয়া আছে।
HS Geography Suggestion 2025 | টেস্ট ও ফাইনাল Uchho Madhyamik Vugol Suggestions 2025
পূর্ণমান - 80
সময় - 3 Hours & 15 Minutes
বিষয় - Geography(ভূগোল)
শ্রেণী - দ্বাদশ (Class 12)
Geography Question Paper Class 12 with Answers 2025
Class - XII
Time – 3 Hours & 15 Minutes Full Marks – 80
( প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট এবং উত্তর লেখার জন্য বাকি 3 ঘন্টা )
West Bengal Board HS Question Papers with Solutions PDF Set - 1
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও : 1 x 21 = 21
(i) যে প্রক্রিয়ায় ভূ-পৃষ্টের উচ্চতা বৃদ্ধি পাই , তাকে বলে -
(a) আরোহন প্রক্রিয়া
(b) অবরোহণ প্রক্রিয়া
(c) আবহবিকার প্রক্রিয়া
(d) নগ্নীভবন প্রক্রিয়া।
উত্তর : - (a) আরোহন প্রক্রিয়া
(ii) পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এ ধরনের জলকে বলা হয়-
(a) আবহিক জল
(b) উৎস্যন্দ জল
(c) সহজাত জল
(d) মহাসাগরীয় জল।
উত্তর : - (c) সহজাত জল
(iii) সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট 'বাঁধের’ একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্যপ্রান্ত স্থলভাগের সাথে যুক্ত থাকে, তাকে বলে-
(a) টম্বোলো
(b) স্পিট
(c) লেগুন
(d) অগ্রভূমি।
উত্তর : - (b) স্পিট
(iv) ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত, তা হলো-
(a) মৌসুমি জলবায়ু অঞ্চল
(b) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
(c) তুন্দ্রা জলবায়ু অঞ্চল
(d) মরু জলবায়ু অঞ্চল।
উত্তর : - (b) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
(v) গম্বুজাকৃতি পাহাড়ে কোন্ ধরনের নদী-নকশার সৃষ্টি হয়? -
(a) বৃক্ষরূপী
(b) কেন্দ্রবিমুখ
(c) কেন্দ্রাভিমুখ
(d) জাফরিরূপী।
উত্তর : - (b) কেন্দ্রবিমুখ
(vi) মৃত্তিকা পরিলেখের ‘A' স্তর থেকে 'B' স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে-
(a) হিউমিফিকেশন
(b) স্যালিনাইজেশন
(c) ইলুভিয়েশান
(d) এলুভিয়েশান।
উত্তর : - (d) এলুভিয়েশান।
(vii) সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলে-
(a) গ্রিন ডেটা বুক
(b) গ্রিন ডেটা কার্ড
(c) রেড ডেটা বুক
(d) রেড ডেটা কার্ড।
উত্তর : - (c) রেড ডেটা বুক
(viii) একটি ‘মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের’ উদাহরণ হলো-
(a) সুনামি
(b) খরা
(c) ভূপাল গ্যাস বিপর্যয়
(d) ধ্বস।
উত্তর : - (c) ভূপাল গ্যাস বিপর্যয়
(ix) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো-
(a) লৌহ
(b) ম্যাঙ্গানিজ
(c) তামা
(d) নাইট্রোজেন।
উত্তর : - (d) নাইট্রোজেন।
(x) ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত, তা হলো-
(a) টাইফুন
(b) টর্নেডো
(c) হ্যারিকেন
(d) উইলি-উইলি ।
উত্তর : - (c) হ্যারিকেন
(xi) যে কৃষিব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রী করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজীর চাষ করা হয়, তাকে বলে—
(a) উদ্যান কৃষি
(b) মিশ্র কৃষি
(c) বাগিচা কৃষি
(d) ব্যাপক কৃষি।
উত্তর : - (a) উদ্যান কৃষি
(xii) পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো—
(a) প্রাথমিক ক্ষেত্র
(b) দ্বিতীয় ক্ষেত্র
(c) তৃতীয় ক্ষেত্র
(d) চতুর্থ ক্ষেত্র।
উত্তর : - (c) তৃতীয় ক্ষেত্র
(xiii) ভারতের প্রথম কার্পাস-বয়ন শিল্প স্থাপিত হয়-
(a) রিষড়ায়
(b) ঘুসুড়ি-তে
(c) আমেদাবাদে
(d) মুম্বাই-তে।
উত্তর : - (b) ঘুসুড়ি-তে
(xiv) ভারতে ‘নীল বিপ্লব’ যে উৎপাদনের সাথে জড়িত, তা হলো-
(a) দুধ
(b) মাংস
(c) ডিম
(d) মাছ।
উত্তর : - (d) মাছ।
(xv) ভারতের বয়ঃলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো-
(a) মোট নারীর সংখ্যা×100 মোট পুরুষের সংখ্যা
(b) মোট নারীর সংখ্যা× 100 মোট পুরুষের সংখ্যা
(c) মোট পুরুষের সংখ্যা×100 মোট নারীর সংখ্যা
(d) মোট পুরুষের সংখ্যা× 100 মোট নারীর সংখ্যা।
উত্তর : - (a) মোট নারীর সংখ্যা×100 মোট পুরুষের সংখ্যা
(xvi) সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত, তা হলো-
(a) কৃষিকাজ
(b) শিল্পকর্ম
(c) পরিবহন
(d) পরামর্শদান।
উত্তর : - (d) পরামর্শদান।
(xvii) কোনো শহরের মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে বলে-
(a) পৌরপুঞ্জ
(b) মেগাসিটি।
(c) মহানগর
(d) মহানগরপুঞ্জ।
উত্তর : - (c) মহানগর
(xviii) আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত-
(a) কার্পাস-বয়ন শিল্পের জন্য
(b) মোটরগাড়ি নির্মাণ শিল্পের জন্য
(c) পেট্রো-রসায়ন শিল্পের জন্য
(d) কাগজ শিল্পের জন্য।
উত্তর : - (b) মোটরগাড়ি নির্মাণ শিল্পের জন্য
(xix) ওজোন স্তর' ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী, তা হলো-
(a) কার্বন-ডাই- অক্সাইড
(b) মিথেন
(c) সালফার-ডাই-অক্সাইড
(d) ক্লোরোফ্লুরোকার্বন।
উত্তর : - (d) ক্লোরোফ্লুরোকার্বন।
(xx) ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো-
(a) গুরুমহিষানি
(b) দাল্লি-রাজহারা
(c) বাবাবুদান পাহাড়
(d) কোরবা
উত্তর : - (b) দাল্লি-রাজহারা
(xxi) সুয়েজ খাল সংযুক্ত করেছে-
(a) ভূমধ্যসাগর ও এডেন উপসাগরকে
(b) ভূমধ্যসাগর ও আরবসাগরকে
(c) ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে
(d) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
উত্তর : - (d) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 × 14 = 14
(i) ‘অন্ধ উপত্যকা” কাকে বলে?
অথবা, সমুদ্রতটের কোন্ অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত?
(ii) পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও।
(iii) পেডিমেন্ট কিভাবে গঠিত হয়?
অথবা, গতিময় পুনযৌবন লাভ বলতে কি বোঝ?
(iv) “হিউমিফিকেশন' কাকে বলে?
অথবা, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝ?
(v) জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো।
(vi) শুষ্ক-বিন্দু বসতি কাকে বলে?
অথবা, ‘অতিজনাকীর্ণতা” বলতে কি বোঝ?
(vii) ‘পরিকল্পনা অঞ্চল'-র সংজ্ঞা দাও।
অথবা, ‘উন্নয়ন’-র সংজ্ঞা দাও।
(viii) পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো।
(ix) ‘আইসোটিম’ কী?
অথবা, দক্ষিণ ভারতের দুটি লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রের নাম করো।
(x) বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে?
(xi) ‘অন্তর্ভূত সীমানা'-এর সংজ্ঞা দাও।
অথবা, ‘এল নিনো' বলতে কি বোঝায়?
(xii) ‘হড়পা বান’ বলতে কি বোঝায়?
(xiii) শুষ্ক কৃষি কাকে বলে?
অথবা, “শস্য প্রগাঢ়তা'র সংজ্ঞা দাও।
(xiv) W.TO-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 7 x 5 = 35
(a) সামুদ্রিক ভৃগু, স্বাভাবিক খিলান ও ব্লো-হোল কিভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। “অ্যাকুইক্লুড' কাকে বলে? 6+1
অথবা, মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ‘নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত' বলতে কি বোঝায়? 5+2
(b) উদাহরণসহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ' সম্পর্কে আলোচনা করো। পরিবেশের
ওপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। 4+3
অথবা, ‘ক্রান্তীয় ঘূর্ণবাত’ ও ‘নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত'-এর মধ্যে পার্থক্য নিরূপণ করো।
জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো। 4+3
(c) দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কী কী? ভারতে ডাল চাষের সমস্যাগুলি কী কী? ভারতে ‘নীল বিপ্লব' বলতে কী বোঝায়? 3+2+2
(d) পশ্চিম ভারতে পেট্রো-রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। কানাডার কাগজ শিল্প সম্পর্কে আলোচনা করো। 4+3
(e).বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। 4+3
অথবা, ‘কাম্য জনসংখ্যা’র সংজ্ঞা দাও এবং এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কি ধরনের ভৌগোলিক পরিবেশে ‘গোষ্ঠীবদ্ধ জনবসতি' গড়ে ওঠে? বেঙ্গালুরু ‘ইলেকট্রনিক শিল্পে’ উন্নত হওয়ার দুটি কারণ উল্লেখ করো। 3+2+2
উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন Pdf download 2025 Set - 2
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও : 1 x 21 = 21
(i) যে পক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে সেই স্থানেই পরে থাকে , তাকে বলে -
(a) ক্ষয়ী ভবন
(b) পুঞ্জক্ষয়
(c) আবহবিকার
(d) পর্যায়ন
উত্তর : - (c) আবহবিকার
(ii) পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এধরনের জলকে বলা হয় -
(a) আবহিক জল
(b) উৎস্যন্দ জল
(c) সহজাত জল
(d) মহাসাগরীয় জল ।
উত্তর : - (c) সহজাত জল
(iii) “ভূমিরূপ হল ভূ-গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি”-এই ধারণাটি কে প্রবর্তন করেন?
(a) জে. টি. হ্যাক
(b) ডব্লু পেঙ্ক
(c) এল. সি. কিং
(d) ডব্লু. এম. ডেভিস।
উত্তর : - (d) ডব্লু. এম. ডেভিস।
(iv) ‘গ্রেট ব্যরিয়ার রীফ' দেখা যায়-
(a) মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে
(b) অস্ট্রেলিয়ার উপকূলের কাছে
(c) এশিয়ার উপকূলের কাছে
(d) দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে।
উত্তর : - (b) অস্ট্রেলিয়ার উপকূলের কাছে
(v) ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জলনির্গম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে, তা হল -
(a)বৃক্ষরূপী জলনির্গম প্রণালী
(b) কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী
(c) কেন্দ্রাভিমুখ জলনির্গম প্রাণালী
(d) জাফরিরূপী
উত্তর : - (a)বৃক্ষরূপী জলনির্গম প্রণালী
(vi) ‘পেডালফার’ মৃত্তিকা গঠিত হয়-
(a) শীতল অঞ্চলে
(b) শুষ্ক অঞ্চলে
(c) আর্দ্র অঞ্চলে
(d) নাতিশীতোষ্ণ অঞ্চলে।
উত্তর : - (c) আর্দ্র অঞ্চলে
(vii) হিউমাস-সমৃদ্ধ মাটির রং হয় -
(a) লালচে
(b) কালো
(c) ধূসর
(d) সাদাটে
উত্তর : - (b) কালো
(viii) দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয় -
(a) টাইফুন
(b) টর্নেডো
(c) হ্যারিকেন
(d) উইলি-উইলি।
উত্তর : - (a) টাইফুন
(ix) ‘এল-নিনো' আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায় -
(a) মাদাগাস্কার উপকূলে
(b) পেরু-ইকুয়েডর উপকূলে
(c) জাপান উপকূলে
(d) অস্ট্রেলিয়ার উপকূলে।
উত্তর : - (b) পেরু-ইকুয়েডর উপকূলে
(x) ‘ওজোন স্তর’ ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানতঃ দায়ী, তা হল-
(a) কার্বন-ডাই- অক্সাইড
(b) ক্লোরোফ্লুরোকার্বন
(c) সালফার-ডাই-অক্সাইড
(d) মিথেন।
উত্তর : - (b) ক্লোরোফ্লুরোকার্বন
(xi) সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলে -
(a) ব্লু ডেটা বুক
(b) গ্রিন ডেটা বুক
(c) রেড ডেটা বুক
(d) কোনোটি নয়।
উত্তর : - (c) রেড ডেটা বুক
(xii) একটি ‘মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের' উদাহরণ হল -
(a) সুনামি
(b) খরা
(c) ভূপাল গ্যাস বিপর্যয়
(d) ধ্বস।
উত্তর : - (c) ভূপাল গ্যাস বিপর্যয়
(xiii) শ্রীলঙ্কায় যে ফলসটি ‘লিভিং ফার্মেসী' নামে পরিচিত তা হল-
(a) সয়াবিন
(b) কফি বীজ
(c) ডাব
(d) সূর্যমুখী।
উত্তর : - (c) ডাব
(xiv) প্রাথমিক কার্যকলাপের সাথে যুক্তকর্মীদের বলা হয়-
(a) লাল-পোশাকের কর্মী
(b) নীল পোশাকের কর্মী
(c) গোলাপী পোশাকের কর্মী
(d) সোনালী পোশাকের কর্মী।
উত্তর : - (a) লাল-পোশাকের কর্মী
(xv) জার্মানির রূঢ় শিল্পাঞ্চল কিসের জন্য বিখ্যাত -
(a) কার্পাস বয়ন শিল্প
(b) কাগজ শিল্প
(c) লৌক-ইস্পাত শিল্প
(d) পেট্রোরসায়ন শিল্প
উত্তর : - (c) লৌক-ইস্পাত শিল্প
(xvi) ‘মুনাফা সর্বাধিকরণ তত্ত্ব'-এই ধারণাটি কে প্রবর্তন করেন -
(a) আলফ্রেড ওয়েবার
(b) অগাস্ট ল্যাশ
(c) জর্জ রানার
(d) ই. ডব্লু. জিম্যারম্যান
উত্তর : - (b) অগাস্ট ল্যাশ
(xvii) যে শহরে 50 লক্ষের বেশি মানুষ বসবাস করে তাকে -
(a) পৌরপুঞ্জ
(b) মেগাসিটি
(c) মহানগর
(d) মহানগরপুঞ্জ
উত্তর : - (b) মেগাসিটি
(xviii) নব্যস্তরের অর্থনৈতিক কার্যাবলির একটি উদাহরণ-
(a) গবেষণা ও উন্নয়ন
(b) পর্যটন
(c) পরামর্শদান
(d) ব্যাঙ্কিং পরিষেবা।
উত্তর : - (a) গবেষণা ও উন্নয়ন
(xix) সুয়েজ খাল সংযুক্ত করেছে-
(a) ভূমধ্যসাগর ও এডেন সাগরকে
(b) ভূ- মধ্যসাগর ও আরল সাগরকে
(c) ভূ-মধ্যসাগর ও আটলান্টিক সাগরকে
(d) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
উত্তর : - (d) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
(xx) হলদিয়া যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হল-
(a) হলদি ও রূপনারায়ণ
(b) হলদি ও কংসাবতী
(c) হলদি ও হুগলি
(d) ভাগরথী ও রূপনারায়ণ।
উত্তর : - (c) হলদি ও হুগলি
(xxi) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল-
(a) সাক্ষরতার হার
(b) মোট অভ্যস্তরীণ উৎপাদন
(c) প্রত্যাশিত আয়ুষ্কাল
(d) ক্রয়ক্ষমতার সমতা।
উত্তর : - (b) মোট অভ্যস্তরীণ উৎপাদন
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 14 = 14
(i) আর্টেজীয় কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায়?
অথবা, টেরারোসা কী?
(ii) তটভূমি কী?
অথবা, টম্বোলো কী?
(iii) ‘পেডিমেন্ট' বলতে কি বোঝায়?
অথবা, নিকবিন্দু কী?
(iv) অ্যাটল কী?
অথবা, মোনাডনক বলতে কী বোঝায়?
(v) পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার দুটি পার্থক্য লেখো।
অথবা, মৃত্তিকার ক্যাটেনা বলতে কি বোঝায়?
(vi) অক্লুসন বলতে কি বোঝায়?
অথবা, লা-নিনা কী?
(vii) অক্সিলোফাইট উদ্ভিদ কী?
অথবা, “কিয়োটো প্রোটোকল' চুক্তি কী?
(viii) বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কী?
অথবা, জীববৈচিত্র্যের হটস্পট এর সংজ্ঞা দাও।
(ix) হড়পা বান কী? অথবা, মেঘভাঙা বৃষ্টি কী?
(x) ইন্দোনেশিয়ায় স্থানাস্তর কৃষির স্থানীয় নাম কী?
অথবা, মিশ্ৰ কৃষি বলতে কি বোঝায়?
(xi) বিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা দাও।
অথবা, আমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় কেন?
(xii) WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(xiii) পরিব্রাজন বলতে কি বোঝায়?
অথবা, C.BD বলতে কি বোঝায়?
(xiv) কোন নদীর উপর চিত্রকূট জলপ্রপাত অবস্থিত?
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 7 × 5 = 35
(a) তরঙ্গ-কর্তিত মঞ্চ ও ব্লো-হোল কীভাবে সৃষ্টি হয়, তা উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল শর্তগুলি লেখো। 4+3
অথবা, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নদীগ্রাস কী? 6+1
(b) বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো। জাঙ্গল উদ্ভিদ ও লবণাম্বু উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। 4+3
অথবা, মৌসুমি বায়ুর উপর ‘জেটপ্রবাহ'-এর প্রভাব বিশ্লেষণ করো। দুর্যোগ ও বিপর্যয়- এর মধ্যে পার্থক্য লেখো। 4+3
(c) ‘ব্যাপক কৃষি’ প্রধানত রপ্তানিভিত্তিক হওয়ার কারণ কী? ভারতে ডাল চাষের সমস্যাগুলি লেখো। শস্যাবর্তন বলতে কি বোঝ? 3+2+2
(d) কানাডায় কাগজশিল্পের উন্নতির কারণগুলি লেখো। ভারতে পাটশিল্পের সমস্যাগুলি
লেখো। 4+3
(e) জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার অনুকূল কারণগুলি লেখো। 4+3
অথবা, কাম্য জনসংখ্যার সংজ্ঞা ও দুটি বৈশিষ্ট্য লেখো। বেঙ্গালুরু ‘ইলেকট্রনিক শিল্পে উন্নত হওয়ার কারণগুলি লেখো। পরিকল্পনা অঞ্চল কাকে বলে? 3+2+2
Enter Your Comment