Class 10 ভৌতবিজ্ঞান মক টেস্টের প্রশ্নপত্র ও তার সমাধান (Class 10 Mock Test Series)
মাধ্যমিক ভৌতবিজ্ঞান (Vouto Bigyan) Mock Test 1 Question and Answer।মাধ্যমিক ভৌত বিজ্ঞান অনলাইন মক টেস্ট
Madhyamik Online Mock Test And MCQ Suggestion অনুশীলন(Physical Science Topic Wise MockTest) শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করে, যাতে তারা ভৌত বিজ্ঞান মক টেস্ট / Physical Science Mock Test in Bengali পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে। তাই তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে দশম শ্রেণীর (মাধ্যমিক) ভৌতবিজ্ঞান(Voutobigyan) প্রশ্নপত্র(Madhyamik Voutobigyan Proshno O Uttor 2025) ও তার বিস্তারিত সমাধান (West Bengal Madhyamik Mock Test Papers Class 10)। এরকম আরও অন্যান্য বিষয়ের প্রশ্ন ও তার বিস্তারিত সমাধান পাওয়ার জন্য আমাদের Website কে আরও বেশি বেশি করে Follow করো।
WBBSE Physical Sceince Mock Test for Madhyamik 2025
শ্রেণী - দশম
বিষয় - ভৌতবিজ্ঞান
পূর্ণমান - 90
সময় - 3 ঘন্টা 15 মিনিট
Madhyamik Mock Test Examination – 2025 Present By Info Educations
Class – X
Physical Science
Time – 3 Hours & 15 Minutes Full Marks – 90
( প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট এবং উত্তর লেখার জন্য বাকি 3 ঘন্টা )
Info Educations মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রাকটিস টেস্ট(Vouto Bigyan Practice Test) 2025 প্রশ্নপত্র
বিভাগ – ক
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 15 = 15
1.1 বায়ো গ্যাসের প্রধান উপাদানটি হল-
(a)
(b)
(c)
(d)
1.2 কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটি যে এককের উপর নির্ভর করে তা হল –
(a) দৈর্ঘ্যের একক
(b) ক্ষেত্রফলের একক
(c) তাপমাত্রার একক
(d) কোনোটিই নয়
1.3 দন্ত চিকিৎসকরা যে ধরনের দর্পণ ব্যবহার করেন তা হল -
(a) উত্তল
(b) অবতল
(c) সমতল
(d) কোনোটিই নয়
1.4 আকাশের নীল রঙের কারণ হলো -
(a) আলোর প্রতিসরণ
(b) আলোর প্রতিফলন
(c) আলোর বিচ্ছুরণ
(d) আলোর বিক্ষেপণ।
1.5 ঘরোয়া বৈদ্যুতিক ব্যবস্থায় প্রধান ফিউজটি সংযুক্ত থাকে -
(a) লাইভ তারে
(b) নিউট্রাল তারে
(c) আর্থিং তারে
(d) b এবং c উভয় সত্য।
1.6 পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় –
(a) ক্যামিয়াম
(b) ইউরেনিয়াম
(c) লেড
(d) কোনোটিই নয়।
1.7 এই মৌলগুলোর মধ্যে কোটি সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে ?
(a) Mg
(b) Na
(d) K
(d) Ca
1.8 তামার বিশুদ্ধিকরণের সময় অ্যানোড মাঠের মধ্যে কোন্ মৌলটি অনুপস্থিত থাকে?
(a) Au
(b) Ag
(c) Pt
(d) Fe
1.9 কোন্ জৈব যৌগটি সর্বপ্রথম অজৈব যৌগ থেকে তৈরি হয়েছিল?
(a) মিথানল
(b) অ্যাসিটিক অ্যাসিড
(c) ইউরিয়া
(d) ফরমিক অ্যাসিড
1.10 12 গ্রাম কার্বন দহনের ফলে উৎপন্ন CO, গ্যাস এর আয়তন STP তে হবে -
(a) 22.4 litre
(b) 5.6 liter
(c) 4.8 liter
(d) 1-2 liter
1.11 কোনটি ভুল সেটি চিহ্নিত করো – একটি প্রিজমের বিচ্যুতি কোণের মান নির্ভর করে -
(a) প্রিজমের আকারের উপর
(b) আপতন কোণ-এর ওপর
(c) আপতিত আলোর বর্ণের ওপর
(d) প্রিজমের কোণের মানের ওপর।
1.12 এর মধ্যে কোন্ রাশিটি তড়িৎ ক্ষমতাকে প্রকাশ করে না ?
(a)
(b)
(c) V
(d) VI
1.13 কোনটি ডোবেরেইনারের ট্রাযাড নয় -
(a) Li, Na, K
(p) Be, Mg, Cr
(c) Ca, Sr, Ba
(d) Cl, Br, I
1.14 জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় -
(a)
(b)
(c)
(d) HCl
1.15 সমাগোনীয় শ্রেণির পরপর দুটি যৌগের মধ্যে ব্যবধান থাকে –
(a) –CH
(b)-
(c) -
(d) -
বিভাগ – খ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্পগুলি লক্ষ্য রাখবে) 1×21=21
2.1 ভূ-উষ্ণায়নের একটি ক্ষতিকারক ফল উল্লেখ করো ।
2.2 চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কি কি?
2.3 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক-এর মান কত?
অথবা, তাপ পরিবাহিতাঙ্কের SI এককটি লেখো।
2.4 তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করলে বালোচক্রের ঘূর্ণনের কি পরিবর্তন দেখা যাবে?
2.5 নিউক্লিয় বিভাজনে আঘাতকারী কণা হিসাবে কোন্ কণাটি ব্যবহার করা হয়?
অথবা, তেজস্ক্রিয়তার এককটির নাম লেখো।
2.6 বামপক্ষের সঙ্গে ডানপক্ষ মেলাও :
বাম পক্ষ - ডান পক্ষ
1. একটি সন্ধিগত মৌল - A) অ্যালুমিনিয়াম
2. একটি ইউরেনিয়াম উত্তর মৌল - B) নিকেল
3. কে উচ্চ তাপমাত্রায় থার্মিট প্রসেসে বিজারিত করে - C) টিন
4. ব্রোঞ্জ-এর মধ্যে উপস্থিত থাকে - D) প্লুটোনিয়াম
2.7 টেফলন-এর একটি ব্যবহার উল্লেখ করো।
2.8 - এর IUPAC নামটি লেখো।
অথবা, -এর গঠনগত আইসোমার-এর ফর্মুলাটি লেখো।
2.9 বয়েলের সূত্র অনুযায়ী p - v ডায়াগ্রামের প্রকৃতি কিরূপ?
2.10 আদর্শ গ্যাসের জন্য উহার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হল_____।
2.11 ল্যাবরেটরিতে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিকারকগুলির নাম লেখো।
অথবা, নাইট্রোলিম কি?
Read More : - History Mock Test in Bengali with Answers Part-01। মাধ্যমিক ইতিহাস MCQ মক টেস্ট
2.12 ক্যালামাইন কোন্ ধাতুর আকরিক? উহার সংকেত লেখো।
2.13 প্রোপান-2-অল এর গঠনগত ফর্মুলাটি দেখাও।
2.14 মিথেন হাইড্রেট কাকে বলে?
2.15 হীরার তাপ পরিবাহিতাঙ্ক অতি উচ্চমানের। সত্য না মিথ্যা লেখো ।
অথবা, তাপীয় প্রসারণের আলফা, বিটা ও গামা গুণাঙ্কগুলির সম্পর্কটি লেখো।
2.16 1eV = -------j
2.17 - ------ হলো একটি বিরল মৃত্তিকা মৌল।
2.18 উড স্পিরিট কি ?
বিভাগ - গ
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর : (বিকল্পগুলিকে লক্ষ্য রাখবে) 2 x 9 = 18
3.1 STP তে এক লিটার কোন গ্যাসের ভর 2.334g । ওই গ্যাসের আণবিক ভার নির্ণয় করো।
অথবা, STP তে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 5m3 । যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে 104+ সেন্টিমিটার পারদ চাপে উহার আয়তন কত হবে?
3.2 গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন ?
অথবা, গাড়ির ভিউফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয় ?
3.3 ইলেকট্রিক বাল্বের গায়ে 220v - 110w এরূপ লেখা থাকলে কি বুঝতে পারি?
3.4 এবং অণুর জন্য ইলেকট্রন ডট গঠনটি অঙ্কন করো।
3.5 ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে, এই সমীকরণটি একটি জারণ-বিজারণ বিক্রিয়াকে প্রকাশ করে।
3.6 ওজোন স্তর ধ্বংসের ক্ষেত্রে NO গ্যাসের ভূমিকা সমীকরণসহ লেখো।
3.7 1m দীর্ঘ একটি তামার তারের প্রস্থচ্ছেদ এবং উহার রোধ . তামার রোধাঙ্ক নির্ণয় করো।
3.7 নিচের সমীকরণের A ও B কে সনাক্ত করো :
3.8 ফ্লেমিং-এর বাম হস্ত নিয়মটি লেখো ।
বিভাগ – ঘ
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর : (বিকল্পগুলি লক্ষ্য রাখবে) 3 x 12 = 36
4.1 34g বিশুদ্ধ হাইড্রোজেন পারঅক্সাইডের বিভাজনে যে অক্সিজেন গ্যাস উদ্ভূত হবে তার ভর এবং আয়তন কত ?
অথবা, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 40-27°C উষ্ণতায় এবং 950 mm পারদ স্তম্ভের চাপ ওই গ্যাসের 20g ভরের আয়তন কত হবে?
4.2 অবতল দর্পণের ক্ষেত্রে উহার ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
অথবা, মাধ্যমের পরম পতিসরাঙ্কের সংজ্ঞা দাও। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করে?
4.3 উত্তল দর্পণ কিভাবে কোন বস্তুর অসদ্ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে তা বৃশ্মি চিত্র অঙ্কন এর মাধ্যমে দেখাও ৷
অথবা, অতি বেগুনি রশ্মি, গামা রশ্মি, X-রশ্মির একটি করে ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো।
4.4 ব্যাখ্যা করোঃ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যানোডে জারণ হয় এবং ক্যাথডে বিজারণ সংঘটিত হয়।
4.5 i) পলি স্টাইরিন এবং পিভিসি এর মনোমারের নাম এবং ফর্মুলা উল্লেখ করো।
ii) বায়ো-ডিগ্রেডেবল পলিমার কি?
অথবা, কার্বনের যোজ্যতা চার হবার কারণ ব্যাখ্যা করো
4.6 নির্দিষ্ট ভরের কোন গ্যাসকে যখন উত্তপ্ত করা হয় তখন দেখা যায় যে ইহার চাপ তার প্রাথমিক চাপের 50% হয় এবং আয়তন প্রারম্ভিক আয়তনের 60% হয়। যদি গ্যাসটির প্রারম্ভিক তাপমাত্রা – 15°C হয় তাহলে অন্তিম তাপমাত্রা নির্ণয় করো।
অথবা, বাস্তব গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতি হবার কারণগুলি আলোচনা করো ।
4.7 6g অবিশুদ্ধ পটাশিয়াম ক্লোরেট এর একটি নমুনাকে উত্তপ্ত করলে 1.9g অক্সিজেন পাওয়া যায়। ওই নমুনাটির বিশুদ্ধতার শতকরা মাত্রা কত ? [K = 39, C1 = 35.5, O = 16]
4.8 আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার পর্যায়বৃত্ততা সম্পর্কে আলোচনা করো।
4.9 এর তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড এবং অ্যানোড এর বিক্রিয়াগুলিকে সমীকরণসহ প্রকাশ করো। তড়িৎ প্রলেপনের একটি উদ্দেশ্য উল্লেখ করো।
অথবা, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোন্ পদার্থ ব্যবহার করা হয়? অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াগুলি উল্লেখ করো ।
4.10 ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি ঘটে সমীকরণসহ লেখো। একটি জৈব সারের নাম এবং সংকেত লেখো।
অথবা, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা হয়? প্রয়োজনীয় শর্ত উল্লেখ করে বিক্রিয়াগুলি লেখো।
4.11 উদাহরণসহ কার্বন ঘটিত যৌগের সমাবয়বতা ধর্মের আলোচনা করো।
অথবা, মিথেন কি ধরনের বিক্রিয়ায় অংশ গ্রহণ করে? ক্লোরিনের সঙ্গে মিথেনের বিক্রিয়াটি লেখো।
4.12 i) নিম্নলিখিত নিউক্লিয় বিক্রিয়াটি সম্পূর্ণ করো :
শক্তি
ii) তাপীয় নিউক্লিয় বিক্রিয়া সম্বন্ধে লেখো।
Enter Your Comment