দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের Top 200 MCQ + SAQ সাজেশন
উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর সাজেশন। Top 200 MCQ Question & Answers
তোমাদের টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত MCQ + SAQ প্রশ্ন গুলো Cimbine করে এখানে দেওয়া আছে। তাই আলাদা করে আর অন্য কথা থেকে প্রাকটিস করতে হবেনা।
200 Easy Political Science Questions and Answers
১. জোট নিরপেক্ষতার মূল উৎস কি?
উত্তরঃ সদ্য স্বাধীন দেশগুলোর জাতীয় স্বার্থ ও নিরাপত্তা।
২. তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি?
উত্তরঃ ভেনিজুয়েলা, ফিলিপাইন এবং মিশর।
৩. পেরেস্ত্রইকা বলতে কি বোঝো?
উত্তরঃ 'পেরেস্ত্রৈকা' শব্দের অর্থ হল পুনর্গঠন। আর্থিক ও সামাজিক সংস্কার করার উদ্দেশ্যে ১৯৯০ সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেত যে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন তা পেরেস্ত্রৈকা নামে পরিচিত। এর উদ্দেশ্য ছিল সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান ঘটানো।
৪. ঠাণ্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি?
উত্তরঃ দাতাঁত হলো ঠান্ডা লড়াই এর বিপরীত অবস্থা।
৫. কোন সালে ঠাণ্ডা লড়াইঘের সমাপ্তি ঘটে?
উত্তরঃ 1991 সালে।
৬. ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কি?
উত্তরঃ জোটনিরপেক্ষতা।
৭. প্রতিরোধ নীতির মূল প্রঘোণকর্তা কে?
উত্তরঃ জওহরলাল নেহেরু।
৮. The Relation of Nation গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ফ্রেডারিক এইচ হার্টম্যান ।
৯. SAFTA গঠনের মূল উদ্দেশ্য কি?
উত্তরঃ সার্ক দেশগুলির মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা৷
১০. বিদেশনীতি ও কুটনৈতিক নীতির প্রধান পার্থক্য কি?
উত্তরঃ বৈদেশিক নীতি হল উদ্দেশ্য এবং কূটনীতি হল আন্তর্জাতিক সম্পর্কের হাতিয়ার।
১১. সন্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে?
উত্তরঃ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদা।
১২. সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতি উল্লেখ কর।
উত্তরঃ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা।
১৩.মানবাধিকার দিবসরূণে বছরের কোন দিনটি পালিত হয়?
উত্তরঃ ১০ ডিসেম্বর।
১৪. UNICEF কি?
উত্তরঃ জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল বা United Nations International Children's Emergency fund (UNICEF) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি কাজ করে।
১৫. দ্বৈত ভেটো কি?
উত্তরঃ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যখন একই বিষয়ে দুবার ভেটো ক্ষমতা প্রযোগ করে তখন তাকে দ্বৈত ভেটো বা 'Double Veto' বলে।
১৬. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের (রাষ্ট্রদের) কোন সংস্থা নির্বাচিত করে?
উত্তর: সাধারণ পরিষদ।
১৭. ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কি বোঝো?
উত্তরঃ রাষ্ট্রপতি যখন সংসদের একটি বিলের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন ভারতের রাষ্ট্রপতির এই ভেটো ক্ষমতাকে রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলা হয়।
১৮. ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
উত্তরঃ উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে একটি নির্বাচনী সংস্থা গঠিত হয়। ঐ নির্বাচনী সংস্থা দ্বারা সমানুপাতিক প্রতনিধিত্বের একক হস্তান্তরযোগ্য ভোটে এবং মোশন ভোটপত্রের মাধুমে তিনি নির্বাচিত হন।
১৯. ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান কে?
উত্তর: রাজ্যপান।
২০. সুপ্রিম কোর্টের এক্তিয়ার বা এলাকাগুলি কি কি?
উত্তরঃ ভারতের সুপ্রিম কোর্টের মূল, আপিল এবং পরামর্শমূলক এখতিয়ার রয়েছে।
২১. ঘন আদালতের কার্যাবলী কি কি?
উত্তরঃ সর্বোচ্চ গণ আদালতের দায়িত্ব হলো স্থানীয় আদালতগুলোর দেখা রায়, আপিল মামলা ও আপত্তিকৃত মামলা আর সর্বোচ্চ গণ - অভিশংসক বিভাগের বিচারের তত্ত্বাবধান ব্যবস্থা অনুসারে দাখিল করা আপত্তিকৃত মামলাগুলো বিচার করা, মৃত্যুদন্ড পুনরায় পর্যালোচনা করা, বিভিন্ন স্তরের গণ আদালতে দেখা রায়গুলো পর্যালোচনা করা।
২২.ভ্রাম্যমান আদালত কোথায় দেখা যায়?
উত্তরঃ বাংলাদেশে।
২৩. প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক ব্যবস্থা কি ছিল?
উত্তরঃ গ্রাম পঞ্চায়েত।
২৪. গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়?
উত্তরঃ গ্রাম সংসদগুলি পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটারতালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত।
২৫. মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কি নামে পরিচিত?
উত্তরঃ মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কমিশনার নামে পরিচিত।
২৬. মার্শাল পরিকল্পনা কেন নেওয়া হয়েছিল?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধবিধস্ত ইউরোপের অর্থনৈতিক দুরবস্থার সুযোগে সাম্যবাদের প্রসারের সম্ভাবনা বেড়ে যায়৷ এই পরিস্থিতিতে ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘাটিয়ে ইউরোপে সাম্যবাদের প্রসার ও সোভিয়েত রাশিয়ার অগ্রগতি রোধের চেষ্টা শুরু হয়। এই উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল ১৯৪৭ সালের ৫ জুন হাতাট বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত এক ভাষণে মার্কিন অর্থ সাহায্যের পরিকল্পনা ঘোষণা করেন। তাঁর এই প্রস্তাবিত পরিকল্পনা 'মার্শাল পরিকল্পনা' নামে পরিচিত।
২৭. MEDO-এর পুরো কথাটি কি?
উত্তরঃ মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন।
২৮. SALTI এর লক্ষ্য কি ছিল?
উত্তরঃ SALI-I এর লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয় দেশের পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণ এবং শেষ পর্যন্ত হ্রাস করা।
২৯. ভারতে কখন এবং কোথায় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৯৮৩ সালে দিল্লীতে।
৩০. ওয়ারশ চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৪ মে সাম্যবাদের প্রসারের লক্ষ্যে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়৷
৩১. পঞ্চ প্রধানে (Big-Five) এশিয়ার প্রতিনিধিত্বকারী রাষ্ট্র কোনটি?
উত্তর: চীন।
৩২. প্রতি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কি?
উত্তরঃ নিজস্ব নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়ন।
৩৩.The Making of Foreign Policy-র রচয়িতা কে?
উত্তরঃ জোসেফ ফ্রাঙ্কলিন ।
৩৪. 123 চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ভারত ও আমেরিকার মধ্যে।
৩৫. সর্বশেষ কোন ঘটনার মধ্যে দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
৩৬. সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ 192।
৩৭.কি উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল?
উত্তরঃ মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি মর্যাদা জ্ঞাপন এবং ওইগুলিকে বাস্তবে প্রয়োগ করার উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল।
৩৮. জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত?
উত্তরঃ সাধারণ পরিষদ।
৩৯. জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন?
উত্তরঃ জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব। জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে নির্বাচিত হন।
৪০. স্থায়ী ও অস্থায়ী প্রশাসকের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তরঃ স্থায়ী প্রশাসক দীর্ঘকালীন সময়ের জন্য নির্বাচিত হন। অন্যদিকে, অস্থায়ী প্রশাসক স্বল্পকালীন সময়ের জন্য নিয়োগ করা হয়।
৪১. বর্তমানে আইনের সর্বপ্রধান উৎস কি?
উত্তরঃ সংবিধান।
৪২. সরকারের কোন বিভাগকে ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়?
উত্তরঃ বিচার বিভাগকে ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়।
৪৩. ভারতে রাষ্ট্রপতির পদ শুন্য হলে কতদিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়?
উত্তর : ছয় মাসের মধ্যে।
৪৪. কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো?
উত্তরঃ দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের জন্য প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দু-তিনজন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেটের ভিতরেই আরও ক্ষুদ্র একটা সংস্থা গড়ে তোলেন একে 'কিচেন ক্যাবিনেট' বলে৷
৪৫. জিরো আওয়ার বলতে কি বোঝায়?
উত্তর: 'জিরো আওয়ার' বলতে বোঝায় যে, এটি আইনসভায় প্রশ্নোত্তর পর্বের শেষ হওযার পরে থেকে দুপুর 12টা থেকে বেলা 1 টা পর্যন্ত আইনসভার যে-কোনো কক্ষের কাজকর্ম চলছে না বলে বোঝায়।
৪৬. গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা কোনটি?
উত্তরঃ ন্যায় পঞ্চায়েত।
৪৭. মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল কার্যনির্বাহী কি নামে পরিচিত?
উত্তর: মেঘরা।
৪৮. গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়?
উত্তরঃ বিধানসভার ভোটারতালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত।
৪৯. পৌরসভার আঘের একটি উৎস উল্লেখ কর।
উত্তরঃ জমি ও বাড়ির ওপর আরোপিত সম্পত্তি কর
৫০. সুয়েজ সংকট করে দেখা দেয়?
উত্তরঃ 29 অক্টোবর, 1956 সালে।
৫১.মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত একটি সামরিক জোটের নাম লেখো।
উত্তর: NATO ।
৫২. দুটি জোট নিরপেক্ষ রাষ্ট্রের নাম লেখো।
উত্তরঃ ভারত ও পাকিস্তান।
৫৩. CENTO এর পুরো কথাটি কি?
উত্তর: CENTRAL TREATY ORGANISATION।
৫৪. মার্শাল পরিকল্পনা করে থেকে কার্যকরী হয়?
উত্তরঃ 1945 সাল থেকে ।
৫৫. LTTE এর পুরো কথাটি কি?
উত্তর: Liberation Tigers of Tamil Eelam ।
৫৬. 123 চুক্তি কি?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত 123 চুক্তিটি মার্কিন-ভারত বেসামরিক পারমাণবিক চুক্তি বা ভারত-মার্কিন পারমাণবিক চুক্তি নামে পরিচিত। এটি ২০০৭ সালে স্বাক্ষরিত হয়।
৫৭. কুটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে প্রধান পার্থক্য কি?
উত্তরঃ পররাষ্ট্রনীতি একটি দেশ যে অবস্থান গ্রহণ করে এবং বিশ্বে তার জাতীয় স্বার্থ প্রচারের জন্য ব্যবহৃত কৌশলগুলি বোঝায়।
অন্যদিকে, কুটনীতি বলতে বোঝায় যে, একটি দেশ অন্যান্য দেশের সাথে আলোচনার মাধ্যমে তার চাহিদা অর্জনে কীভাবে এলিয়ে যায়।
৫৮. গুজরাল ডকট্রিন কি?
উত্তরঃ গুজরাল মতবাদ 1990 এর দশকে প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী আই কে গুজরাল দ্বারা প্রস্তাবিত নীতিগুলিকে বোঝায়। এই মতবাদের লক্ষ্য তারত এবং তার প্রতিবেশী দেশগুলির মধ্যে বিশেষ করে পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উন্নীত করা।
৫৯. UNICEF এর পুরো কথাটি কি?
উত্তর: United Nations International Children's Emergency Fund ।
৬০. UNESCO এর পুরো কথাটি কি?
উত্তর : - United Nations Educational, Scientific and Cultural Organization ।
৬১. জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন?
উত্তরঃ জাতিসংঘ সচিবালঘের প্রধান মহাসচিব। জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে নির্বাচিত হন৷
৬২. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯৪৮ সালের ৭ এপ্রিল ।
৬৩. আটলান্টিক সনদ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দের ৯ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এর মধ্যে।
৬৪. স্থায়ী প্রসাশক বলতে কি বোঝো?
উত্তরঃ প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা নিযুক্ত উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়।
65. বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে?
উত্তরঃ বিচার বিভাগের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা রয়েছে, যা আদালতকে দেখে, আইনসভা কর্তৃক প্রণীত আইন পরীক্ষা করার এবং মৌলিক অধিকার লঙ্ঘন করলে তা অবৈধ ঘোষণা করার ক্ষমতা। তাই বিচার বিভাগকে মৌলিক অধিকারের রক্ষক বলা হয়।
৬৫. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পীঠস্থান হিসেবে কোন রাষ্ট্রকে চিহ্নিত করা যায়?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রকে ।
৬৬. রাজ্য জনকৃত্যক কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?
উত্তরঃ ৬ বছর।
৬৭. প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হতে হবে?
উত্তরঃ লোকসভার সদস্য হলে তার বয়স 25 বছরের বেশি হতে হবে, অথবা যদি তারা রাজ্যসভার সদস্য হন তবে তার বয়স 30 বছরের বেশি হতে হবে।
৬৮. ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগ অপসারণ করে?
উত্তরঃ আইনবিভাগ৷
৬৯. জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করে?
উত্তরঃ রাষ্ট্রপতি ।
৭০. কাউন্সিলর পদপ্রার্থীর দুটি যোগ্যতা লেখো।
উত্তরঃ ১. নিজের ওয়ার্ডের প্রাথমিক বিচারকার্য পরিচালনা করা।
২. নিজের ওয়ার্ডের রাস্তা এবং ড্রেন উন্নয়ন করা।
৭১. বিডিও কোন স্তরের প্রশাসনিক প্রধান?
উত্তর: পঞ্চায়েত স্তরের ।
৭২. কলকাতা কর্পোরেশনের দুটি কাজ লেখো।
উত্তরঃ ১। কলকাতা পৌর এলাকায় পানীয় জল সরবরাহ।
২। মঘলা, আবর্জনা ও অন্যান্য দূষণসৃষ্টিকারী পদার্থ অপসারণ।
৭৩. NATO কথার পূর্ণ রূপ কী?
উত্তর: North Atlantic Treaty Organization (নর্থ আটলান্টিক ট্রিটি অর্থানাইজেশন)।
৭৪. জোট নিরপেক্ষ আন্দোলনের দু-জন মুখ্য প্রবক্তার নাম করো।
উত্তর: ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণা
৭৫. দ্বিমেরু বিশ্বের দুটি মেরু কী কী ছিল?
উত্তর: দ্বিমেরু বিশ্বের দুটি মেরু ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন।
৭৬. ভারতের বিদেশনীতির প্রধান স্তন্ত্র কী?
উত্তর: ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ হল জোট নিরপেক্ষতা
৭৭. যে-কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো।
উত্তর: একটি পঞ্চশীল নীতি হল অনাক্রমণ।
৭৮. সার্কের নবীনতম সদস্য কোনটি?
উত্তর: সার্কের নবীনতম সদস্য হল আডখানিস্তান।
৭৯. 'BRICS' -এর সদস্য দেশগুলি কী কী?
উত্তর: BRICS হল পাঁচটি রাষ্ট্রের একটি সংগঠন। সদস্য রাষ্ট্রগুলি হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।
৮০. সন্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরী সংস্থাটির নাম কী?
উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরী সংস্থাটির নাম হল জাতিসংঘ বা লিগ অফ নেশা৷
৮১. 'অতলান্তিক সনদ' কত সালে স্বাক্ষরিত হয় ।
উত্তর: 'অতলান্তিক সনদ' কত সালে স্বাক্ষরিত হয় 1941 সালে।
৮২. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিগণ কীভাবে অবসর গ্রহণ করেন?
উত্তর: প্রতি তিন বছর অন্তর এক-তৃতীয়াংশ বিচারপতি (অর্থাৎ, ৫ জন) অবসর গ্রহণ করেন।
৮৩. GATT এর সম্পূর্ণ নাম কী?
উত্তর: General Agreement on Tariffs and Trade (জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড)।
৮৪. সাধারণ সভার বার্ষিক অধিবেশন করে বসে?
উত্তর: সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
৮৫. শাসন বিভাগের অস্থায়ী অংশ বলতে কী বোঝায়?
উত্তর: শাসন বিভাগের যে অংশ নির্বাচনে জয়ী হয়ে সীমিত মেয়াদের ভিত্তিতে শাসনকার্যে অংশগ্রহণ করে সেই অংশটিকে অস্থায়ী অংশ বলা হয়। মন্ত্রী পরিষদের সদস্যগণ শাসন বিভাগের অস্থায়ী বা রাজনৈতিক অংশের অন্তর্ভুক্ত।
৮৬. 'অর্ণিত ক্ষমতাপ্রসূত আইন'-এর সংজ্ঞা দাও।
উত্তর: আইনবিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতার ভিত্তিতে শাসনবিভাগ যে আইন রচনা করে তাকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে।
৮৭. ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত করেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত হন।
৮৮. রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ কর।
উত্তর: রাজ্যপাল তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন৷
৮৯. ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়সী হতে হয়?
উত্তর: ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীকে ন্যূনতম 25 বছর বয়সী হতে হয়।
৯০. কত জনসংখ্যাবিশিষ্ট শহরে পৌর নিগম থাকে?
উত্তর: কমপক্ষে দশ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরে পৌর নিগম থাকে।
৯১. জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে?
উত্তর: জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি।
৯২. ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
উঃ ভারতের প্রথম লোকপাল হিসেবে নিযুক্ত হয়েছেন পিনাকী চন্দ্র ঘোষ
৯৩. বরো কমিটি কীভাবে গঠিত হয়?
উত্তর- তিন লক্ষ বা তার বেশি জনসংখ্যাবিশিষ্ট পৌরসভায় বরো কমিটি থাকে। উক্ত পৌরসভার ওয়ার্ডগুলিকে পাঁচটি বরোতে ভাগ করা হয়। ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বরো কমিটি গঠিত হয়।
৯৪. ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে-কোনো দুটি লেখ'-এর নাম উল্লেখ করো।
উত্তর- 1) বন্দী প্রত্যক্ষীকরণ এবং 2) পরমাদেশ।
৯৫. ছাঁটাই প্রস্তাব কত প্রকার?
উত্তর- ছাঁটাই প্রস্তাব তিন প্রকার- 1) ব্যয়-সংক্ষেণ সম্পর্কিত, 2) নীতি ভিত্তিক এবং 3) প্রতীকী ছাঁটাই প্রস্তাব।
৯৬. ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে-কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতার উল্লেখ করো।
উত্তর- রাজ্যপাল তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন।
৯৭. ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিযোগ করেন ?
উত্তর- ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিযোগ করেন রাজ্যপাল।
৯৮. ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনো একটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করো।
উত্তর- ভারতের প্রধানমন্ত্রীর সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি হলো রাষ্ট্রপতিকে তার কার্যসম্পাদনে সহায়তা করা এবং পরামর্শ দেওয়া।
৯৯. ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কীভাবে অপসারিত হন?
উত্তর- ভারতীয় সংবিধানের 61 নম্বর ধারা অনুসারে, সংবিধানতন্ত্রের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি অপসারিত হন। তবে, অপসারণসংক্রান্ত প্রস্তাবটি পার্লামেন্টের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্য কর্তৃক সমর্থিত হতে হয়।
১০০. ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?
উত্তর- পার্লামেন্টের উভয়কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচকমণ্ডলীর দ্বারা একক হস্তান্তরযো সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের দ্বারা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন৷
১০১. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতির উল্লেখ করো।
উত্তর- 1) বিচারবিভাগকে আইন ও শাসন বিভাগের প্রভাবমুক্ত করা; 2) বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত করা।
১০২. স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো?
উত্তর- প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা নিযুক্ত উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়।
১০৩. এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও।
উত্তর- এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি হল- এইরূপ আইনসভায় সুচিন্তিত আইন প্রণয়ন সম্ভব হয় না।
১০৪. গান্ধিজির অহিংস নীতির দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর- 1) গান্ধীজির অহিংস নীতি হলো ইতিবাচক; 2) অহিংসা মানে নিষ্ক্রিয়তা নয়৷
১০৫. গান্ধিজির সত্যাগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর- 1) সত্যাগ্রহের পথ এবং পদ্ধতি অহিংস; 2) সত্যাগ্রহে দুর্বলতার কোনো স্থান নেই।
১০৬. মার্কসবাদের যে-কোনো দুটি উৎসের উল্লেখ করো৷
উত্তর- 1) জার্মান ভাববাদী দর্শন; 2) ব্রিটিশ অর্থশাস্ত্র।
১০৭. দ্বমূলক বস্তুবাদের যে-কোনো দুটি সূত্রের উল্লেখ করো।
উত্তর- 1) পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন; 2) নেতির নেতিকরণ
১০৮. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো।
উত্তর- আন্তর্জাতিক শ্রমিক সংস্থা।
১০৯. ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্যের উল্লেখ করো।
উত্তর- ভারতের পররাষ্ট্রনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা।
১১০.জাতীয় ক্ষমতা বলতে কী বোঝায়?
উত্তর- আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় জাতীয় ক্ষমতা বলতে বোঝায় এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের আচরণ নিয়ন্ত্রণ করার সামর্থ্য।
১১১. জাতীয় স্বার্থ বলতে কী বোঝায়?
উত্তর- এককথায় জাতীয় স্বার্থ বলতে জাতির সেই সমস্ত লক্ষ্য ও আশা-আকাঙ্ক্ষার সমষ্টিকে বোঝায় যেগুলি পূরণ করার জন্য রাষ্ট্র সচেষ্ট থাকে।
১১২. সুয়েজ সংকট করে দেখা দেয়?
উত্তর- সুয়েজ সংকট দেখা দেয় 1956 সালে।
১১৩. বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো।
উত্তর- বর্তমান একমেরু-বিশ্বে শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলনের বিশেষ ভুমিকা আছে।
১১৪. পঞ্চশীল নীতি' কে প্রথম ঘোষণা করেছিলেন?
উঃ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
১১৫. CTBT কী?
উঃ Comprehensive Test Ban Treaty বা CTBT হল এমন এক আন্তর্জাতিক চুক্তি যার মধ্যমে চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলি পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করতে সম্মত হয়েছে।
১১৬. 'দাঁতাত' ও ঠান্ডা লড়াই'-এর মধ্যে প্রধান পার্থক্য কী?
উঃ দাঁতাত কথার অর্থ হল উত্তেজনা অবসানের চেষ্টা করা; অন্যদিকে ঠান্ডা লড়াই হল চরম উত্তেজনাপূর্ণ প্রায়-যুদ্ধ অবস্থা।
১১৭. দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝায়?
উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের দুই প্রধান শক্তিশালী রাষ্ট্রের নেতৃত্বে সমগ্র বিশ্ব দুটি পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত হয়ে থিয়েছিল। বিশ্বরাজনীতির এই অবস্থাকে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলে।
১১৮. জাতিপুঞ্জের মহাসচিৰ কীভাবে নির্বাচিত হন?
উঃ নিরাপত্তা পরিষদের সুণরিশক্রমে সাধারণসভা কর্তৃক জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন।
১১৯. UNESCO কি ?
UNESCO United Nations Educational Scientific and Cultural Organisation জাতিপুঞ্জের একটি বিশেষজ্ঞ সংস্থা যা শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকে।
১২০. ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে?
উঃ ভারতের মহামান্য রাষ্ট্রপতি।
১২১. রাজ্য আইনসভায় নেতা কে?
উঃ রাজ্য আইনসভার নেতা হলেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী।
১২২. ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।
উঃ মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপালের পরামর্শদাতা।
১২৩. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও।
উঃ অবিবেচনাপ্রসূত ও স্বৈরাচারী আইন প্রণয়ন রোধ করা।
১২৪. রাষ্ট্রকৃত্যক বা আমলা কাদের বলা হয়?
উঃ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত সরকারের উচ্চপদস্থ কর্মচারীদের আমলা বা রাষ্ট্রকৃত্যক বলা হয়।
১২৫. গ্রাম পঞ্চায়েতের সভাঘ কে সভাপতিত্ব করেন ?
উঃ গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন প্রধান এবং প্রধান অনুপস্থিত থাকলে উপপ্রধান৷
১২৬. পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে?
উঃ মোট আসনের 50 শতাংশ।
১২৭. পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস উল্লেখ করো।
উঃ রাজ্য সরকারের দেওঘা আর্থিক সাহায্য, অনুদান ও ঋণ।
১২৮. জেলা সংসদের প্রধান কাজ কী উল্লেখ করো।
উঃ উন্নয়নের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন, উন্নয়ন কর্মসূচি রূপায়ণ ইত্যাদি উন্নয়ন সংক্রান্ত যাবতীয় বিষয়ে জেলাপরিষদকে নির্দেশ ও পরামর্শ দেওয়া।
১২৯. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতকগুলি ধারা আছে?
উঃ 111 টি ধারা আছে।
১৩০. নিরাপত্তা পরিষদে কোন্ কোন্ দেশের ভেটো প্রঘোণের ক্ষমতা আছে?
উঃ আমেরিকা, রাশিয়া, ঘেণসাধারণতন্ত্রী চিন, ব্রিটেন ও ফ্রান্স।
১৩১. সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো।
উঃ অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা।
১৩২. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী?
উঃ জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হল উন্নয়নশীল তৃতীয় বিশ্বের দেশগুলির মর্যাদা ও আত্মসম্মান রক্ষা করা।
১৩৩. ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী?
উঃ ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ হল জোটনিরপেক্ষ নীতি।
১৩৪. পটসডাম সম্মেলনে যোগদানকারী যেকোনো দুজন নেতার নাম লেখো।
উত্তর- জোসেফ স্ট্যালিন এবং হ্যারি ট্রুম্যান।
১৩৫. বহুমেরুতা বলতে কী বোঝো?
উত্তর- আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় বহুমেরুতা বলতে বোঝায় দুইঘের বেশি ক্ষমতাকেন্দ্রের উপস্থিতি।
১৩৬. পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে?
উত্তর- পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য হল সেই সব স্বপ্ন ও পরিকল্পনা যেগুলি আন্তর্জাতিক ব্যবস্থাকে পুনর্গঠিত করতে চাষ।
১৩৭. সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
উত্তর- সর্বাধিক পাঁচজন সদস্য।
১৩৮. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
উত্তর- নেদারল্যান্ডের হেগ শহরে।
১৩৯. সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় ?
উত্তর- 24শে অক্টোবর।
১৪০. রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো?
উত্তর- রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা হল সেই সব ক্ষমতা যেগুলি রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই প্রযোগ করতে পারেন।
১৪১. সরকারের কোন বিভাগ সংবিধানের ব্যাখ্যাকর্তা হিসেবে ভুমিকা পালন করে?
উত্তর- বিচারবিভাগ সংবিধানের ব্যাখ্যাকর্তা হিসেবে ভূমিকা পালন করে।
১৪২. পৌরসভার দুটি কাজ উল্লেখ করো।
উত্তর- এক, বেআইনি নির্মান বন্ধ করা; দুই, জলাশয়, কুষো, টিউবয়েল ইত্যাদি খননের অনুমুতি প্রদান।
১৪৩. NAM এর পুরো কথাটি কী?
উত্তর- নন এলাইনমেন্ট মুভমেন্ট (Non-Alignment Movement) ।
১৪৪. মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর- মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের মাধ্যমে কমিউনিজমের প্রসার রোধ করা।
১৪৫. দাঁতাত বলতে কী বোঝো ?
উত্তর- ফরাসি শব্দ 'দাঁড়াত'-এর অর্থ উত্তেজনা প্রশমন এবং বন্ধুত্বের প্রতিষ্ঠা।
১৪৬. গুজরাল নীতি কার সৃষ্টি?
উত্তর- ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল।
১৪৭. ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সঙ্গে শাস্তি স্থাপনের জন্য চুক্তি করেন 1987 সালে?
উত্তর- রাজীব গান্ধী শ্রীলঙ্কার সঙ্গে শাস্তি স্থাপনের জন্য চুক্তি করেন।
১৪৮. সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে?
উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধনের কাজ করে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ৷
১৪৯. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী?
উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম আন্তোনিও গুতেরেস।
১৫০. প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত ছিল?
উত্তর- প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা ছিল 11।
১৫১. ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
উত্তর- একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে একটি নির্বাচনী সংস্থার দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৫২. গণ-আদালতের কার্যাবলি কী?
উত্তর- বিনা খরচে, দ্রুত এবং সহজ পদ্ধতিতে বিরোধ মীমাংসার ব্যবস্থা
১৫৩. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী?
উত্তর- পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল জেলা পরিষদ।
১৫৪. জেলা পরিষদের আয়ের দুটি উৎস লেখো।
উত্তর- ১) রোড ট্যাক্স বা পথ কর, ২) রাজ্য সরকারের দেওয়া অনুদান।
১৫৫. 1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত?
উত্তর- 73 তম সংবিধান সংশোধনী আইন ।
১৫৬. সপারিষদ মেঘরের মোট সদস্যসংখ্যা কত?
উত্তর- সপারিষদ মেঘরের মোট সদস্যসংখ্যা বারো (12)।
১৫৭. লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর- লোক আদালত প্রথম স্থাপিত হয়েছিল দিল্লিতে৷
১৫৮. বিচারবিভাগীয় অতিসক্রিয়তা বলতে কী বোঝো?
উত্তর- মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে বিচার বিভাগের অগ্রথ করাই হল বিচার বিভাগীয় অতি সক্রিয়তা।
১৫৯. 'পরমাদেশ' কথার অর্থ কী?
উত্তর- পরমাদেশ বা Mandamus কথার অর্থ হল "আমরা আদেশ করছি" (We order)।
১৬০. "সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য" বলে কাকে অভিহিত করা হয়?
উত্তর- সংসদীয় শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রীকে "সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রণণ্য" বলে অভিহিত করা হয়।
১৬১. ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনো দুটি ক্ষমতা উল্লেখ করো।
উত্তর- 1) রাষ্ট্রপতিকে পরামর্শদান করেন, 2) পররাষ্ট্রনীতি রচনা করেন।
১৬২. সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যেকোনো একটি নীতি উল্লেখ করো।
উত্তর- সব জাতীয় রাষ্ট্রের মর্যাদা সমান এবং প্রত্যেক সদস্য রাষ্ট্রের সার্বভৌম শক্তির প্রতি জাতিপুঞ্জের সম্মতি আছে।
১৬৩. জাতিপুঞ্জের 193 তম সদস্য রাষ্ট্রের নাম কী?
উত্তর- দক্ষিণ সুদান হল সম্মিলিত জাতিপুঞ্জের 193 তম সদস্যরাষ্ট্র।
১৬৪. বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর- বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর কার্যালয় জেনেভাতে অবস্থিত।
১৬৫. নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম উল্লেখ করো।
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন।
১৬৬. নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো।
উত্তর- নিরাপত্তা পরিষদের কোনো নিজস্ব স্থায়ী সৈন্যবাহিনী নেই।
১৬৭. সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখ।
উত্তর- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আথানিস্তান।
১৬৮. বান্দুং সম্মেলনে কতগুলি রাষ্ট্র অংশ নিয়েছিল?
উত্তর- মোট ২৯ টি রাষ্ট্র বান্দুং সম্মেলনে অংশ নিয়েছিল৷
১৬৯. ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কা সরকারের সাথে শান্তি স্থাপন করে ?
উত্তর- ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।
১৭০. 'পেরেস্ট্রোইকা' কী?
উত্তর- অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের একটি প্রক্রিয়া।
১৭১. MEDO পুরো কথাটি কী?
উত্তর- Middle East Defence Organisation ।
১৭২. কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর- পাটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়।
১৭৩. ট্রুম্যান নীতি কী? কি উদ্দেশ্যে চুক্তি করেন?
উত্তর- সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক এবং ভৌগোলিক আগ্রাসন রোধ করার উদ্দেশ্যে গৃহীত মার্কিন বিদেশনীতি হল ট্রুম্যান নীতি। মার্কিন রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যানের নাম অনুসারে এই নীতির নামকরণ হয়েছিল।
১৭৪. কাকে "ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর" বলা হয় ?
উত্তর- প্রধানমন্ত্রীকে "ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর" বলা হয়।
১৭৫. রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন?
উত্তর- ভারতের উপরাষ্ট্রপতির কাছে।
১৭৬. রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো।
উত্তর- তাঁকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অন্তত 35 বছর বয়স্ক হতে হবে।
১৭৭. ভেটো ক্ষমতা বলতে কী বোঝো?
উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য একটি বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে। এই ক্ষমতাবলে কোনো স্থায়ী সদস্যরাষ্ট্র যেকোনো প্রস্তাবে অসম্মতি জানালে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্যরাষ্ট্রগুলোর এই বিশেষ ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলা হয়৷
১৭৮. সন্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কী?
উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম সনদ বা চাটার।
১৭৯. সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত ?
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।
১৮০. সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন?
উত্তর- বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
১৮১. NIEO?
উত্তর- New International Economic order (নিউ ইন্টার্নেশনাল ইকনোমিক অর্ডার)।
১৮২. SEATO কথার পূর্ণ রূপ কী?
উত্তর- South East Asian Treaty Organisation (সাউথ ইস্ট এসিমান ট্রিটি অর্গানাইজেশন।)
১৮৩. ঠান্ডা যুদ্ধে গৃহীত যেকোনো দুটি পদ্ধতির নাম লেখ।
উত্তর- বাকযুদ্ধ (War of words), কূটনীতি (Dilpomacy), মর্যাদার লড়াই (Prestige War), ছায়া যুদ্ধ (Proxy war)
১৮৪. কিউবা সংকট করে দেখা দিয়েছিল?
উঃ ১৯৬২ সালে কিউবা সংকট দেখা দিয়েছিল।
১৮৫. SALT এর পুরো নাম কী?
উত্তর- Strategic Arms Limitation Talks (স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টকস বা ট্রিটি।)
১৮৬. গ্লাসনস্ত কী?
উত্তর- সোভিয়েত রাশিয়া কর্তৃক গৃহীত বিশেষ একটি নীতি হল গ্লাসনস্ত। এর অর্থ হল মুক্তমনা (openness) | এর ফলে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মুক্ত আলোচনার পথ অবারিত হয়েছিল৷
১৮৭. ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কী?
উত্তর- ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম পঞ্চায়েত সমিতি। এটি পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর।
১৮৮. ওয়ার্ড কমিটি কী?
উত্তর- পৌরসভার অন্তর্গত ওয়ার্ডভিত্তিক কমিটিকে বলে ওয়ার্ড কমিটি। একটি ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হলে সেই ওয়ার্ডের কাউন্সিলর হন কমিটির সভাপতি; একাধিক ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হলে যেকোনো একজন কাউন্সিলর সেই কমিটির সভাপতি হন।
১৮৯. পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস লেখো।
উত্তর- 1) রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান; 2) বিভিন্ন কর ও ফি বাবদ সংগৃহিত অর্থ।
১৯০. ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয়?
উত্তর- মহকুমাশাসককে ক্ষুদ্র জেলাশাসক বলা হয়।
১৯১. ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো?
উত্তর- বিচারকার্যের সঙ্গে যুক্ত পঞ্চায়েতকে ন্যায় পঞ্চায়েত বলা হয়।
১৯২. আমলাতন্ত্র বলতে কী বোঝো?
উত্তর- শাসনকার্যে নিযুক্ত স্থায়ী, অরাজনৈতিক প্রশাসকমন্ডলীকে বলা হয় আমলাতন্ত্র। (অন্যভাবে বললে, সরকারি উচ্চপদস্থ কর্মীদের আমলা বলা হয়। প্রশাসনিক কাজকর্মে আমলাদের অংশগ্রহণকে সম্মিলিতভাবে আমলাতন্ত্র বলা হয়।
১৯৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো।
উত্তর- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), খাদ্য এবং কৃষি সংস্থা (FAO) ) সম্মিলিত জাতিপুঞ্জের
১৯৪. যৌথ নিরাপত্তা নীতি কী?
উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি হল বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া ৷
১৯৫. অছি পরিষদের একটি কাজ লেখ।
উত্তর- আছি অঞ্চল পরিদর্শন করা।
১৯৬. UNESCO কথাটির পূর্ণ রূপ কী?
উত্তর- UNESCO পুরো কথাটি হল- United Nations Educational, Scientific and Cultural Organization.
১৯৭. কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন?
উত্তর- নিকিতা ক্রুশ্চেত শাস্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন।
১৯৮. কটি সদস্য রাষ্ট্র নিয়ে SAARC গঠিত হয়েছিল?
উত্তর- সাতটি সদস্য রাষ্ট্র নিয়ে SAARC গঠিত হয়েছিল৷
১৯৯. দ্বিমেরুকরণ কাকে বলে?
উত্তর- বিশ্বরাজনীতি পরস্পর বিবদমান দুটি শিবিরে বিভক্ত হওয়াকেই বলে দ্বিমেরুকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে ছিমেরুকরণের উদ্ভব হয়েছিল।
২০০. সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল?
উত্তর- কাশ্মীর সমস্যা সমাধানের জন্য সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল।
Enter Your Comment