ক্লাস 10 মক টেস্টের ভূগোল প্রশ্নপত্র ও তার সমাধান (Class 10 Mock Test Series)
ভূগোল মক টেস্ট। Vugol Proshno o Uttor। Geography Mock Test in Bengali Part-01
West Bengal Board Geography Final Suggestions Mock Test QUESTION PAPER 2025 : -
শ্রেণী - দশম
বিষয় - ভূগোল
পূর্ণমান - 90
সময় - 3 ঘন্টা 15 মিনিট
Info Educations Mock Test for Madhyamik 2025 Geography Question Paper with Solutions
Info Educations Geography Madhyamik Suggestion 2025
Class – X
GEOGRAPHY
Time – 3 Hours & 15 Minutes Full Marks – 90
( প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট এবং উত্তর লেখার জন্য বাকি 3 ঘন্টা )
WBBSE Mock test of Geography(Vugol) of West Bengal Madhyamik exam for 2025
ক-বিভাগ
১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ x ১৪ = ১৪
১.১ ভরা কোটালের সময় আমাজন নদীর জলোচ্ছ্বাসকে বলে—
(ক) পোরোরোকাস
(খ) পেরিরিকাস
(গ) ষাঁড়াষাড়ি বান
(ঘ) ভরা কোটালের বান
উত্তর : - (ক) পোরোরোকাস
১.২ তিন বা ততোধিক সমুদ্রস্রোতের প্রভাবে সৃষ্ট চক্রাকার আবর্তকে বলে-
(ক) মগ্নচড়া
(খ) সারকুলার ফ্লো
(গ) ক্যানারি
(ঘ) জায়র
উত্তর : - (খ) সারকুলার ফ্লো
১.৩ মহাদেশীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত —
(ক) 25 – 50 সেমি
(খ) 100 - 200 সেমি
(গ) 100 সেমি
(ঘ) 10 - 15 সেমি
উত্তর : - (ক) 25 – 50 সেমি
১.৪ প্রতীপ ঘূর্ণবাত সম্পর্কে সঠিক তথ্যটি হল—
(ক) এটি স্বল্পস্থায়ী
(খ) দক্ষিণ গোলার্ধে দক্ষিণাবর্তে প্রবাহিত
(গ) কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ
(ঘ) কেন্দ্রে নিম্নচাপ থাকে
উত্তর : - (ঘ) কেন্দ্রে নিম্নচাপ থাকে
১.৫ চারিদিকে পর্বতবেষ্টিত অবনমিত অংশকে বলে—
(ক) প্লায়া
(খ) বোলসন
(গ) ধায়া
(ঘ) খাবারি
উত্তর : - (খ) বোলসন
১.৬ ‘ফিয়র্ডের দেশ' নামে পরিচিত—
(ক) নরওয়ে
(খ) স্কটল্যান্ড
(গ) কানাডা
(ঘ) গ্রেট ব্রিটেন
উত্তর : - (ক) নরওয়ে
১.৭ নীচের কোনটি বায়ুদূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র ?
(ক) ম্যানিওর পিট
(খ) স্যানিটারি ল্যান্ডফিল
(গ) স্ক্রাবার
(ঘ) পাতন
উত্তর : - (গ) স্ক্রাবার
১.৮ ভারতের সর্বোচ্চ গিরিপথ—
(ক) জেলেপ লা
(খ) নাথুলা
(গ) ডুংরি লা পাস বা মানা পাস
(ঘ) বুজিলা
উত্তর : - (গ) ডুংরি লা পাস বা মানা পাস
১.৯ নিম্নলিখিত কোন্ জোড়টি সঠিক?
(ক) গঙ্গা - ইরাবতী
(খ) নর্মদা - গোমতী
(গ) ব্ৰহ্মপুত্ৰ - চন্দ্রভাগা
(ঘ) সিন্ধু - শতদ্রু
উত্তর : - (ঘ) সিন্ধু - শতদ্রু
১.১০ দক্ষিণ ভারতের ‘ম্যাঞ্চেস্টার' বলা হয়—
(ক) সাতারাকে
(গ) কোয়েম্বাটোরকে
(খ) শোলাপুরকে
(ঘ) উজ্জয়িনীকে
উত্তর : - (গ) কোয়েম্বাটোরকে
১.১১ চেন্নাইয়ের ‘টাইডেল' পার্ক যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত—
(ক) তথ্য-প্রযুক্তি শিল্প
(খ) রেলইঞ্জিন কারখানা
(গ) লৌহ-ইস্পাত শিল্প
(ঘ) অ্যালুমিনিয়াম শিল্প
উত্তর : - (ক) তথ্য-প্রযুক্তি শিল্প
১.১২ ভারতের খনিজ ভাণ্ডার হল—
(ক) তিস্তার নদী উপত্যকা
(খ) চম্বলের পাথার অঞ্চল
(গ) বিন্ধ্যের খাড়া ঢাল
(ঘ) ছোটোনাগপুর মালভূমি অঞ্চল
উত্তর : - (ঘ) ছোটোনাগপুর মালভূমি অঞ্চল
১.১৩ ভারতের দক্ষিণতম স্থলবিন্দু—
(ক) স্যাডল পিক
(খ) ইন্দিরা পয়েন্ট
(গ) মাউন্ট হ্যারিয়ট
(ঘ) ব্যারেন
উত্তর : - (খ) ইন্দিরা পয়েন্ট
১.১৪ উপগ্রহ চিত্র সম্পর্কে ভুল তথ্য কোনটি?
(ক) উপগ্রহ চিত্র বহু রঙের হয়
(খ) উপগ্রহ চিত্র ‘ছদ্মরঙে উপস্থাপন চিত্র' তৈরি করে
(গ) TCC চিত্রে নীল, সবুজ ও লাল তরক্তারশ্মির ব্যবহার হয়
(ঘ) উপগ্রহ চিত্রে গভীর জল লাল বর্ণে ও সবুজ শস্যক্ষেত্র কালো রঙে চিত্রিত হয়
উত্তর : - (ঘ) উপগ্রহ চিত্রে গভীর জল লাল বর্ণে ও সবুজ শস্যক্ষেত্র কালো রঙে চিত্রিত হয়
খ-বিভাগ
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে-কোনো ছয়টি) : ১x৬=৬
২.১.১ নেপাল হিমালয়ের কালি গণ্ডকী পৃথিবীর গভীরতম গিরিখাত।
উত্তর : - শু
২.১.২ বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ হল ইয়ারদাং।
উত্তর : - শু
২.১.৩ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলে।
উত্তর : - অ
২.১.৪ জৈব-অভঙ্গুর বর্জ্যগুলি পচনশীল ।
উত্তর : - অ
২.১.৫ 1 : 50,000 স্কেলের ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র পূর্বে ‘ইঞ্চি শিট' নামে পরিচিত ছিল।
উত্তর : - শু
২.১.৬ নাইট্রোজেনযুক্ত কালো মাটি কফি চাষের জন্য আদর্শ।
উত্তর : - অ
২.১.৭ ভারতের অত্যধিক জনঘনত্ববিশিষ্ট অঞ্চল হল সিকিম।
উত্তর : - অ
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ছয়টি) : ১×৬=৬
২.২.১ উত্তর আমেরিকার তুষারভক্ষক বায়ু রূপে পরিচিত ___________।
উত্তর : - চিনুক
২.২.২ বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রকে _________ বলে।
উত্তর : - রেইন গেজ
২.২.৩ পেরু স্রোত বা হামবোল্ড স্রোত একটি _____ সমুদ্রস্রোতের উদাহরণ।
উত্তর : - শীতল সমুদ্রস্রোত
2.2.৪ ______ নদীকে বিহারের দুঃখ বলা হয়।
উত্তর : - কোশি
২.২.৫ ভারতের চার প্রান্তের চারটি মহানগরীর সংযোগকারী জাতীয় সড়কপথকে ______ নামে অভিহিত করা হয়েছে।
উত্তর : - 48 (NH 48)
২.২.৬ ভারতে প্রথম মেট্রোরেল চালু হয় ____ খ্রিস্টাব্দে।
উত্তর : - 1984 , 24 October in Kolkata
২.২.৭ পঞ্জাব ও হরিয়ানার নদী উপত্যকার মধ্যবর্তী কাদা ও দোআঁশ মাটির অঞ্চলকে ____ বলে।
উত্তর : - দোআব (বেট)
২.৩. একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছয়টি) : ১×৬=৬
২.৩.১ মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ?
উত্তর : - ১২ ঘন্টা ২৬ মিনিট।
২.৩.২ ভারতের একটি ভূ-সমলয় উপগ্রহের নাম কী ?
উত্তর : - জিও ইমেজিং স্যাটেলাইট (GISAT)
২.৩.৩ শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর : - ম্যাপেল গাছ, ওক গাছ, হিকরি গাছ, বার্চ গাছ, বিচ গাছ, সিমুল, সেগুন, জারুল, মহুয়া ইত্যাদি।
২.৩.৪ ভারতে জোয়ার উৎপাদনে কোন্ রাজ্য প্রথম ?
উত্তর : - মহারাষ্ট্র।
২.৩.৫ ভারতের কোন্ শহরকে সিলিকন ভ্যালি বলা হয় ?
উত্তর : - ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুকে 'ভারতের সিলিকন ভ্যালি' বলা হয়।
২.৩.৬ ওড়িশার স্বাভাবিক ও গভীরতম বন্দর কোনটি?
উত্তর : - পারাদ্বীপ বন্দর।
২.৩.৭ ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি ?
উত্তর : - জামশেদপুর(টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি (টিসকো))।
২.৩.৮ নর্মদা নদীর উৎস কোনটি ?
উত্তর : - মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অমরকন্টক মালভূমি।
২.৪ বামদিকের সাথে ডানদিক মিলিয়ে লেখো : ১ x 8=8
বামদিক - ডানদিক
2.4.১ উষ্ম স্রোত - (১) কাচ
2.৪.২ পেরিজি - (2) জাফরান
2.4.৩ পুনঃচক্রী বর্জ্য - (৩) মোজাম্বিক
2.8.৮ বাগিচা ফসল - (8) 3,75,000 কিমি (চাঁদ ও পৃথিবীর কেন্দ্রের দূরত্ব)
উত্তর : -
উষ্ম স্রোত → মোজাম্বিক
পেরিজি → 3,75,000 কিমি
পুনঃচক্রী বর্জ্য → কাচ
বাগিচা ফসল → জাফরান
গ—বিভাগ
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2 × ৬=১২
৩.১ ‘প্ৰপাত কূপ’ কাকে বলে ?
অথবা, হিমশৈল কী?
৩.২ সিরোক্কো কী?
অথবা, পেরিজি জোয়ার বলতে কী বোঝো?
৩.৩ তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো?
অথবা, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।
৩.৪ সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো।
অথবা, 'দুন' বলতে কী বোঝো?
৩.৫ তথ্য-প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।
অথবা, ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম
লেখো।
৩.৬ 'সেন্সর' বলতে কী বোঝো?
অথবা, ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো।
ঘ-বিভাগ
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৩x৪=১২
৪. নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো।
অথবা, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো।
৪. ২ প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণিবিভাগ করো।
অথবা, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি বিবৃত করো।
৪.৩ পঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষিবিপ্লবের সুফলগুলি আলোচনা করো।
অথবা, ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো।
8.8 উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার আলোচনা করো।
অথবা, FCC কী?
ঙ—বিভাগ
৫.১ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×2 = ১০
৫.১.১ হিমবাহ ও জলধারার মিলিত সঞ্জয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও ।
৫.১.২ প্রয়োজনীয় চিত্রসহ পরিচলন বৃষ্টিপাতের কারণ ও শর্তগুলি লেখো।
৫.১.৩ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৫.১.৪ বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২ = ১০
৫.২.১ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো।
৫.২.২ গম উৎপাদনের অনুকূল পরিবেশ বর্ণনা করো।
৫.২.৩ পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪ ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো।
চ—বিভাগ
৬. প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। ১×১০=১০
৬.১ নীলগিরি পর্বত।
৬.২ লোকটাক হ্রদ।
৬.৩ কাবেরী নদী।
৬.৪ ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান।
৬.৫ পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল।
৬.৬ পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র।
৬.৭ ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল।
৬.৮ পূর্ব ভারতের একটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র।
৬.৯ দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর।
৬.১০ উত্তর ভারতের বৃহত্তম মহানগর।
Enter Your Comment