HS History Suggestion 2025 Test & Final Exam
HS History Suggestion 2025 | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫
পূর্ণমান - 80
সময় - 3 Hours & 15 Minutes
বিষয় - Environmental Studies (ইতিহাস)
শ্রেণী - দ্বাদশ (Class 12)
Etihas Question Paper Class 12 with answers
Class - XII
Time – 3 Hours & 15 Minutes Full Marks – 80
( প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট এবং উত্তর লেখার জন্য বাকি 3 ঘন্টা )
WBCHSE last 5 years Question Paper PDF Class 12 History
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×24=24
(i) ‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ'- বলেছেন-
(a) বেনোদিতে ক্রোচে,
(b) ই এইচ কার
(c) কান্ট
(d) হেগেল
উত্তর : - (b) ই এইচ কার
(ii) ‘আমি নেতাজীকে দেখেছি'- গ্রন্থটির রচয়িতা হলেন-
(a) সুফিয়া কামাল
(b) নারায়ণ সান্যাল
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) বিপিনচন্দ্র পাল
উত্তর : - (b) নারায়ণ সান্যাল
(iii) পর্তুগীজরা 'ব্ল্যাকগোল্ড' বলত (Black Gold) -
(a) কয়লাকে
(b) গোলমরিচকে
(c) লবঙ্গকে
(d) দারুচিনিকে
উত্তর : - (b) গোলমরিচকে
(iv) চন্দননগর ফরাসী শাসনমুক্ত হয়েছিল-
(a) 1930 খ্রিস্টাব্দে
(b) 1940 খ্রিস্টাব্দে
(c) 1950 খ্রিস্টাব্দে
(d) 1960 খ্রিস্টাব্দে
উত্তর : - (c) 1950 খ্রিস্টাব্দে
(v) বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন-
(a) আলিবর্দী খাঁ
(b) মুর্শিদকুলি খাঁ
(c) সিরাজউদ্দৌলা
(d) মীরজাফর
উত্তর : - (b) মুর্শিদকুলি খাঁ
(vi) ভারতের ‘ম্যাকিয়াভেলী' বলা হয়-
(a) টিপু সুলতানকে
(b) হায়দর আলিকে
(c) নানা ফড়নবীশকে
(d) দ্বিতীয় বাজীরাত্তকে
উত্তর : - (c) নানা ফড়নবীশকে
(vii) 'দস্তক' কথাটির অর্থ-
(a) রাজ্য
(b) রাজস্ব
(c) সাম্রাজ্য
(d) বাণিজ্যিক ছাড়পত্র
উত্তর : - (d) বাণিজ্যিক ছাড়পত্র
(viii) গান্ধীজি প্রবর্তিত হরিজন-এর অর্থ হলো-
(a) অস্পৃশ্য
(b) নিপীড়িত
(c) ঈশ্বরের সস্তান
(d) তপশিলী জাতি
উত্তর : - (c) ঈশ্বরের সস্তান
(ix) মহারাষ্ট্রে 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন—
(a) আত্মারাম পান্ডুরঙ্গ
(b) মহাদেব গোবিন্দ রানাডে
(c) জ্যোতিরাও ফুলে
(d) বীরসালিঙ্গম পানতলু
উত্তর : - (a) আত্মারাম পান্ডুরঙ্গ
(x) 1915 খ্রিস্টাব্দে চীনের উপর একুশ দফা দাবি পেশ করেন—
(a) জাপান
(b) জার্মানী
(c) ব্রিটেন
(d) ফ্রান্স
উত্তর : - (a) জাপান
(xi) ভারতের প্রথম মে দিবস পালিত -
(a) 1905 খ্রিস্টাব্দে
(b) 1920 খ্রিস্টাব্দে
(c) 1923 খ্রিস্টাব্দে
(d) 1927 খ্রিস্টাব্দে
উত্তর : - (c) 1923 খ্রিস্টাব্দে
(xii) 1943 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন–
(a) লর্ড ওয়াভেল,
(b) লর্ড রিপন
(c) লর্ড আরউইন
(d) রবার্ট ক্লাইভ
উত্তর : - (a) লর্ড ওয়াভেল,
(xiii) স্তম্ভ 'ক' এর সাথে স্তম্ভ 'খ' মেলাও :
স্তম্ভ 'ক' - স্তম্ভ 'খ'
(i) পুনা চুক্তি - (a) 1911 খ্রিস্টাব্দ
(ii) মন্ত্রী মিশন - (b) 1919 খ্রিস্টাব্দ
(iii) রাওলাট আইন - (c) 1932 খ্রিস্টাব্দ
(iv) বঙ্গভঙ্গ রদ - (d) 1946 খ্রিষ্টাব্দ
বিকল্প সমূহ :-
(a) i-B, ii-C, iii - D, iv - A
(c) i-C, ii-D, iii-B, iv-A
(b) i-D, ii-A, iii-C, iv-B
(d) i-A, ii-B, iii-C, iv-D
উত্তর : - (b) i-D, ii-A, iii-C, iv-B
(xiv) আসামে ভারত ছাড়ো আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রাখেন-
(a) মাতঙ্গিনী হাজরা
(b) কনকলতা বড়ুয়া
(c) ভোগেশ্বরী ফুকোননী
(d) অরুণা আসফ আলি
উত্তর : - (b) কনকলতা বড়ুয়া
(xv) 1947 খ্রিস্টাব্দে সীমানা কমিশনের প্রধান ছিলেন-
(a) লর্ড মাউন্টব্যাটেন,
(b) লর্ড ওয়াভেল
(c) স্যার পেথিক লরেন্স
(d) র্যাডক্লিফ
উত্তর : - (d) র্যাডক্লিফ
(xvi) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন-
(a) উড্রো উইলসন
(b) রুজভেল্ট
(c) হুভার
(d) ট্রুম্যান
উত্তর : - (b) রুজভেল্ট
(xvii) ইয়ান্টা সম্মেলন আহুত হয়-
(a) 1943 খ্রিস্টাব্দে
(b) 1944 খ্রিস্টাব্দে
(c) 1945 খ্রিস্টাব্দে
(d) 1946 খ্রিস্টাব্দে
উত্তর : - (c) 1945 খ্রিস্টাব্দে
(xviii) বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন—
(a) মাও-জে-দঙ্
(b) চৌ-এন- লাই
(c) সান-ইয়াৎ-সেন
(d) চিয়াং-কাই-শেক
উত্তর : - (b) চৌ-এন- লাই
(xix) ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ নীতির প্রবক্তা ছিলেন—
(a) বুলগানিন
(b) ক্রুশ্চেভ
(c) ব্ৰেজনভ
(d) গর্বাচেভ
উত্তর : - (d) গর্বাচেভ
(xx) 'ক' স্তম্ভের সঙ্গে “খ” স্তম্ভ মেলাও :
'ক' স্তম্ভ - 'খ' স্তম্ভ
(i) জেনারেল নাসের - (a) কিউবা
(ii) হো-চি-মিন - (b) মিশর
(iii) ফিদেল কাস্ত্রো - (c) যুগোশ্লাভিয়া
(iv) মার্শাল টিটো - (d) ভিয়েতনাম
ৰিকল্প সমূহ :-
(a) i-D, ii-B, iii-C, iv-A
(b) i-A, ii-C, iii-D, iv-B
(c) i-C, ii-B, iii-A, iv-D
(d) i-B, ii-D, iii-A, iv-C
উত্তর : - (d) i-B, ii-D, iii-A, iv-C
(xxi) সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়—
(a) ঢাকায়
(b) ব্যাঙ্গালোরে
(c) কলম্বোতে
(d) ইসলামাবাদে
উত্তর : - (a) ঢাকায়
(xxii) মায়ানমারের পূর্বনাম হলো-
(a) বার্মা
(b) সিংহল
(c) মালয়েশিয়া
(d) মালদ্বীপ
উত্তর : - (a) বার্মা
(xxiii) অ্যাঙ্গোলাতে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল-
(a) পর্তুগাল
(b) বেলজিয়াম
(c) ফ্রান্স
(d) ইংল্যান্ড
উত্তর : - (a) পর্তুগাল
(xxiv) বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেনা দিয়ে সাহায্য করে –
(a) চিন
(b) ভারত
(c) জাপান
(d) ইংল্যান্ড
উত্তর : - (b) ভারত
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16
(i) 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়?
উত্তর :- ১৬১২ খ্রিস্টাব্দে সুরাটে প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় ।
(ii) বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি বলতে কী বোঝা?
উত্তর :- উৎপাদনের জন্য নয়, কেবলমাত্র ব্যাবসাবাণিজ্য পরিচালনার জন্য যে পুঁজি কাজে লাগানো হয়, সেটাই বাণিজ্যিক পুঁজি। ব্যবসায় বাড়তি লাভ হলে এধরনের পুঁজি বাড়ানো সম্ভব।
অথবা, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
উত্তর : - মীর কাশিম বক্সারের যুদ্ধের সময় (1764) বাংলার নবাব ছিলেন। যুদ্ধের পরে মীরজাফর বাংলার নবাব হন ।
বক্সারের যুদ্ধ হয়েছিল 22শে অক্টোবর, 1764 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ বাংলার নবাব মীর কাসিম, অউধের নবাব সুজা-উদ-দৌলা এবং মুঘল শাসক দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনী এবং ব্রিটিশদের মধ্যে হয়েছিল।
(iii) বৈদেশিক বাণিজ্য চীনের কোন দুটি বন্দরে উন্মুক্ত ছিল?
উত্তর :- ক্যান্টন, ম্যাকাও
(iv) পলাশীর লুন্ঠন বলতে কী বোঝায়?
উত্তর :- পলাশীর যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অর্থ ও সম্পদকে দু - হাত ভরে ভারত থেকে নিজের দেশ ইংল্যান্ডে পাচার করেছিল। বিদেশি ইংরেজরা সোনা, রুপা বা কোনো পণ্যসামগ্রীর বিনিময়ে এই সম্পদের নির্গমন ঘটায়নি, তাই এই ঘটনাকে অনেকে লুণ্ঠন বলে উল্লেখ করেছেন।
অথবা, আমিনী কমিশন কে কবে গঠন করেন?
উত্তর :- 1776 খ্রিস্টাব্দে, লর্ড ওয়ারেন হেস্টিংস।
(v) কাও তাও প্রথা কী?
উত্তর :- বাণিজ্যিক উদ্দেশ্যে আসা কোনো দূত যদি চিন সম্রাটের সাক্ষাতপ্রার্থী হন, তখন তাকে চিন সম্রাটের সামনে নতজানু হয়ে বস্যতা স্বীকার করতে হতো। এই প্রথা কাও তাও প্রথা নামে পরিচিত। এই প্রথার প্রচলন চিনে শুরু হয়েছিল।
অথবা, অমৃতসরের সন্ধি করে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর :- ১৮০৯ সালে অমৃতসরের সন্ধি মহারাজা রণজিৎ সিংহ ও ইংরেজ কোম্পানির মধ্যে হয়েছিল।
(vi) কে কবে আর্যসমাজ প্রতিষ্ঠা করেন?
উত্তর :- স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ সালে বোম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের উদ্দেশ্য ছিল অহিন্দু ও ধর্মান্তরিত হিন্দুকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনা। এই উদ্দেশ্যে যে আন্দোলন শুরু করেন তা 'শুদ্ধি আন্দোলন' নামে পরিচিত।
(i) তিন আইন কী?
উত্তর :- ব্রাহ্মসমাজের আন্দোলনের ফলে ১৮৭২ সালে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করে এবং বিধবাবিবাহ ও অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয়। যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার এই ঘোষণা জারি করে তাকে 'তিন আইন' বলে।
(vii) নেহেরু রিপোর্ট কী?
উত্তর :- ১৯২৮ খ্রিস্টাব্দে লক্ষ্মৌতে সর্বদলীয় সম্মেলনের পূর্ণ অধিবেশনে নেহেরু কমিটির প্রধান মতিলাল নেহেরু সংবিধানের একটি খসড়া পেশ করেন। এই খসড়া সংবিধানই নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এই রিপোর্টে অবিলম্বে ভারতকে স্বায়ত্তশাসন বা ডোমিনিয়ন স্ট্যাটাস-এর মর্যাদা দেওয়ার দাবি জানানো হয় ।
অথবা, জাগরণ সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর :- ১৯০২ খ্রিষ্টাব্দের ২৪ মার্চ (সোমবার ১০ চৈত্র ১৩০৮) এই সমিতি তৈরি হয়েছিল সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় কলকাতার হেদুয়া অঞ্চলে।
(ix) Churchill's Secret War' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর :- Churchill's Secret War: The British Empire and the Ravaging of India During World War II - মধুশ্রী মুখার্জী।
অথবা, কে কবে স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন?
উত্তর :- বড়লাট লর্ড ডালহৌসি ভারতের স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন। ভারতে ১৮৪৮ থেকে ১৮৫৬ খ্রিস্টাব্দ অবধি লর্ড ডালহৌসির দ্বারা এই নীতি প্রয়োগ করা হয়েছিল।
(x) সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধিত্ব দলের নেতৃত্ব কে দেন?
উত্তর :- আগা খা।
(xi) মুসলীম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী?
উত্তর :- ১৯৪০ খ্রিস্টাব্দের মার্চ মাসে মহম্মদ আলি জিন্নাহ -এর সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লিগের অধিবেশনে প্রথম 'পাকিস্তান প্রস্তাব' গৃহিত হয় । এই প্রস্তাবে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক রাষ্ট্রের দাবি জানানো হয় লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা এ কে ফজলুল হক।
অথবা, ওয়াভেল পরিকল্পনা কী ছিল?
উত্তর :- বড়োলাট ওয়াভেল ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৪ জুন কংগ্রেস ও মুসলিম লিগের কাছে একটি সূত্র উত্থাপন করেন সেটিই ‘ওয়াভেল পরিকল্পনা' নামে খ্যাত।
(xii) জাপান কেন পালহারবার আক্রমণ করেছিল?
উত্তর :- জাপানিদের লক্ষ্য ছিলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। পার্ল হারবারে আক্রমণ করে ইউএস নেভীর প্রশান্ত নৌবহর পুরোপুরি ধ্বংস করাই ছিলো তাদের উদ্দেশ্য।
(xiii) বুলগানিন কে ছিলেন?
উত্তর:- নিকোলাই বুলগানিন ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ। তিনি ১৯৫৩ সালের মার্চ থেকে ১৯৫৫ সালের মার্চ মাস পর্যন্ত সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দেশ পরিচালনা করেছেন। পূর্ব ইউরোপে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও তাদের সামরিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে ১৯৫২ সালে যে 'সামরিক সংহতি কমিটি' (MILITARY CO-ORDINATION COMMITEE ) গড়ে ওঠে বুলগানিন ছিলেন তার চেয়ারম্যান।
(xiv) জেনেভা সম্মেলন কেন ডাকা হয়?
উত্তর :- দিয়েন বিয়েন ফু'র যুদ্ধে ভিয়েতমিন সেনাপতি জেনারেল নগুয়েন গিয়াপের কাছে ফরাসি সেনাপতি নেভারের চূড়ান্ত পরাজয়ের পর ভিয়েতনাম সমস্যার (ইন্দোচিন সমস্যা) সমাধানের উদ্দেশ্যে ১৯৫৪ সালে ৮ মে জেনেভা সম্মেলন ডাকা হয় ।
অথবা, দিয়েন বিয়েন ফতে কী ঘটেছিল?
উত্তর :- হো-চি-মিন প্রতিষ্ঠিত ভিয়েতমিনদের সম্পূর্ণরূপে ধ্বংস করার উদ্দেশ্যে ফরাসি সেনাপতি নেভারে এক পরিকল্পনা গ্রহণ করেন যা 'নেভারে প্ল্যান' নামে খ্যাত। এই পরিকল্পনা অনুসারে তিনি দিয়েন বিয়েন ফু নামক স্থানে একটি অস্ত্রভাণ্ডার ও দুর্ভেদ্য ঘাঁটি তৈরি করেন। ভিয়েতমিন সেনাপতি জেনারেল নগুয়েন গিয়াপ আক্রমণ চালিয়ে এই ঘাঁটি ছিন্নভিন্ন করে দেন। ৫৭ দিন অবরুদ্ধ থাকার পর ফরাসিরা গিয়াপের কাছে আত্মসমর্পণে বাধ্য হয় (৭ মে, ১৯৫৪)। এই ঘটনা 'দিয়েন বিয়েন ফু'-র ঘটনা' নামে পরিচিত।
(xv) তৃতীয় বিশ্ব' কী?
উত্তর :- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয় ।
(xvi) কোন বছরকে কেন আফ্রিকা বছর বলা হয়?
উত্তর :- ৯৬০ সালকে 'আফ্রিকার বছর' বলা হয়। কারণ, এই বছর আফ্রিকার সবচেয়ে বেশি সংখ্যক অঞ্চল ঔপনিবেশিক শাসনের শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধনীনতা লাভ করে।
অথবা, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়?
উত্তর :- ডঃ বিক্রম অম্বালাল সারাভাই ছিলেন ভারতীয় মহাকাশ কর্মসূচির
জনক।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 x 5 = 40
(a) পেশাদারী ইতিহাস বলতে কী বোঝ? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী? 3+5
অথবা, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দুটি ঐতিহাসিক জাদুঘরের নাম লেখো। 6+2
(b) উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। 4+4
অথবা, ব্রিটিশ শাসনকালে ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল? ভারতীয় অর্থনীতিতে রেলপথ নির্মাণের প্রভাব আলোচনা করো। 3+5
(c) চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো।
(d) 1919 খ্রিস্টাব্দে মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখো। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। 3+5
অথবা, লক্ষ্ণৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3+5
(e) ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো।
অথবা, তেলকূটনীতি (Oil Diplomacy) বলতে কী বোঝো? তেলকূটনীতি উপসাগরীয় সংকটের জন্য কতখানি দায়ী ছিল?
Enter Your Comment