Home Management and Family Resource Management Class 12 Question Paper Suggestions
একসাথে তোমাদের গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা(Home Management and Family Resource Management) - এর দুটি Mock Paper এখানে দেওয়া আছে।
দ্বাদশ শ্রেণীর গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর 2025 / Home Management and Family Resource Management Proshno Download Korbo
পূর্ণমান - 70
সময় - 3 Hours & 15 Minutes
বিষয় - Home Management and Family Resource Management ( গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা )
শ্রেণী - দ্বাদশ (Class 12)
WBCHSE Last 5 years Question Paper PDF Class 12 with answers
Class – XII
Time – 3 Hours & 15 Minutes Full Marks – 90
( প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট এবং উত্তর লেখার জন্য বাকি 3 ঘন্টা )
Sample Paper of Home Management and Family Resource Management Question Paper Class 12 WBCHSE with Solution PDF Set 1
1. সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আব্যশিক) : 1 × 21 = 21
(i) উচ্চশিক্ষায় বিষয় নির্বাচনের সিদ্ধান্ত -
(a) ব্যক্তিগত সিদ্ধান্ত
(b) দলগত সিদ্ধান্ত
(c) অর্থনৈতিক সিদ্ধান্ত
(d) প্রথাগত সিদ্ধান্ত
উত্তর : - (a) ব্যক্তিগত সিদ্ধান্ত
(ii) গৃহ পরিচালনা হলো—
(a) শিল্প
(b) বিজ্ঞান
(c) শিল্প ও বিজ্ঞানের মেলবন্ধন
(d) সমস্যার সমাধান
উত্তর : - (c) শিল্প ও বিজ্ঞানের মেলবন্ধন
(iii) সকালে উঠে চা তৈরি করা হলো—
(a) সচেতন সিদ্ধাস্ত
(b) অভ্যাসগত সিদ্ধান্ত
(c) তাৎখানিক সিদ্ধাস্ত
(d) মুখ্য সিদ্ধান্ত।
উত্তর : - (b) অভ্যাসগত সিদ্ধান্ত
(iv) দু-প্রকার মূল্যায়ন হলো—
(a) সাধারণ ও বিশিষ্ট
(b) পুরাতন ও নতুন
(c) পারিবারিক এবং সামাজিক
(d) স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি।
উত্তর : - (a) সাধারণ ও বিশিষ্ট
(v) পরিচালনা পদ্ধতির শেষ পর্যায় হলো-
(a) পরিকল্পনা
(b) নিয়ন্ত্রণ
(c) মূল্যায়ন
(d) সিদ্ধান্ত গ্রহণ।
উত্তর : - (c) মূল্যায়ন
(vi) MIS প্রকল্প যে অর্থলগ্নি সংস্থার অন্তর্গত তা-
(a) জীবনবিমা
(b) শেয়ার
(c) মিউচুয়াল ফান্ড
(d) পোস্ট অফিস।
উত্তর : - (d) পোস্ট অফিস।
(vii) বাধ্যতামূলক সঞ্চয় হলো-
(a) জেনারেল প্রভিডেন্ট ফান্ড
(b) বন্ড
(c) জীবন বিমা
(d) পাবলিক প্রভিডেন্ট ফান্ড।
উত্তর : - (a) জেনারেল প্রভিডেন্ট ফান্ড
(viii) যে সব কিশোর অবৈধ বা হিংসাত্মক কাজে লিপ্ত হয় তাদের বলে-
(a) ক্লাস পালানো
(b) আত্মমুগ্ধ
(c) আক্রমণাত্মক
(d) অপরাধপ্রবণ।
উত্তর : - (d) অপরাধপ্রবণ।
(ix) পরিবার পরিকল্পনার প্রান্তিক পদ্ধতি হলো-
(a) বন্ধ্যাত্বকরণ
(b) কন্ডোমের ব্যবহার
(c) আই ইউ ডি
(d) পিল খাওয়া।
উত্তর : - (a) বন্ধ্যাত্বকরণ
(x) বিবাহিত জীবনের সাফল্য নির্ভর করে-
(a) যৌন সম্পর্কে লিপ্ত হয়ে
(b) পিতামাতার পরামর্শে
(c) সদস্যদের থেকে দূরে থেকে
(d) মানিয়ে নেওয়ার ক্ষমতার ওপর।
উত্তর : - (d) মানিয়ে নেওয়ার ক্ষমতার ওপর।
(xi) সুষম খাদ্যের বৈশিষ্ট্য হলো-
(a) সহজপাচ্য ও বয়সোপযোগী
(b) আঞ্চলিক প্রচলিত খাদ্য
(c) পারিবারিক প্রথা নির্ভর
(d) সহজলভ্য ও আর্থিক সামর্থ্য নির্ভর
উত্তর : - (a) সহজপাচ্য ও বয়সোপযোগী
(xii) 13-15 বছরের কিশোরীদের খাদ্যে আয়রণে থাকা উচিত-
(a) 27gm/day
(b) 13 gm/day
(c) 16 gm/dày
(d) 26 gm/day.
উত্তর : - (a) 27gm/day
(xiii) কাপড়ে ডিমের দাগ হলো-
(a) উদ্ভিজ্জ দাগ
(b) প্রাণীজ দাগ
(c) খনিজ দাগ
(d) রঞ্জক দাগ
উত্তর : - (b) প্রাণীজ দাগ
(xiv) শুষ্ক ধৌতির একটি সুবিধা হলো-
(a) ব্যয়সাধ্য পদ্ধতি
(b) বস্ত্রে রঙের ক্ষতি হয়
(c) দ্রাবকের গন্ধ থাকে
(d) দক্ষতার প্রয়োজন হয় না।
উত্তর : - (b) বস্ত্রে রঙের ক্ষতি হয়
(xv) W. C ব্রাশ ব্যবহার হয় পরিষ্কার করতে-
(a) মেঝে
(b) কার্পেট
(c) টয়লেট প্যান
(d) জুতো।
উত্তর : - (c) টয়লেট প্যান
(xvi) ঘরে ছারপোকা হলে- দরকার
(a) নিমপাতা পোড়ানো
(b) জানলায় জাল লাগানো
(c) ফুটন্ত জল ও ডিডিটি ব্যবহার
(d) বোরাক্স স্প্রে করা
উত্তর : - (d) বোরাক্স স্প্রে করা
(xvii) বালিশে ব্যবহৃত কৃত্রিম তুলোর বৈশিষ্ট্য হলো-
(a) শক্ত হয়
(b) জমাট বাঁধে
(c) ভারী হয়
(d) জমাট বাঁধে না
উত্তর : - (d) জমাট বাঁধে না
(xviii) দেওয়াল সজ্জার উপাদান হলো-
(a) শঙ্খ
(b) ছবি
(c) পাথরের মূর্তি
(d) পিতলের মূর্তি
উত্তর : - (b) ছবি
(xix) বাড়ির জন্য জমি হওয়া উচিত—
(a) বাজারের কাছে
(b) হাসপাতালের পাশে
(c) যাতায়াতের সুবিধাযুক্ত স্থানে
(d) বড়ো রাস্তার পাশে
উত্তর : - (c) যাতায়াতের সুবিধাযুক্ত স্থানে
(xx) LPG সিলিন্ডারে মান নির্দেশক চিহ্ন হলো—
(a) ISI
(b) FPO
(c) হল মার্ক
(d) আগ মার্ক
উত্তর : - (a) ISI
(xxi) ব্যক্তিগত যোগাযোগের একটি পদ্ধতি হলো-
(a) দলগত মিটিং
(b) প্রদর্শনী
(c) ফিল্ড ট্রিপ
(d) গৃহ পরিদর্শন
উত্তর : - (d) গৃহ পরিদর্শন
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও : 1×14=14
(i) কাজের মূল্যায়নের মাধ্যমে কী জানা যায়?
উত্তর : -
অথবা, গৃহের সুপরিচালনার জন্য কী প্রয়োজন?
উত্তর : -
(ii) পরিবারে কখন সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়?
উত্তর : -
অথবা, অভ্যাসগত সিদ্ধান্ত কীভাবে তৈরি হয়?
উত্তর : -
(iii) কাজের সময়সারণি কেন শিথিল হওয়া প্রয়োজন?
উত্তর : -
অথবা, গৃহে কাজের ক্রমবিন্যাসের উদাহরণ দাও।
উত্তর : -
(iv) একনাগাড়ে দীর্ঘসময় ধরে কাজ করলে কী অসুবিধা হয়?
উত্তর : -
অথবা, কাজের মাঝে কী করলে ক্লান্তি কম হয়?
উত্তর : -
(v) কাজের জন্য প্রয়োজনীয় দুটি প্রধান উপাদানের নাম উল্লেখ করো।
উত্তর : -
অথবা, প্রেসার কুকারে রান্না করলে কী সুবিধা হয়?
উত্তর : -
(vi) জীবনবিমার দুটি প্রকল্পের নাম উল্লেখ করো।
উত্তর : -
অথবা, শেয়ারের একটি সুবিধা উল্লেখ করো।
উত্তর : -
(vii) POSA কী?
উত্তর : -
(viii) ড্রাগের প্রভাবে দুটি মানসিক সমস্যার উল্লেখ করো।
উত্তর : -
অথবা, ছাত্রছাত্রীদের চুরি করার দুটি কারণ উল্লেখ করো।
উত্তর : -
(ix) শিশুরা দুধ খেতে না চাইলে তাদের দুধ দিয়ে প্রস্তুত কী কী দেওয়া যায়?
উত্তর : -
(x) ফ্যাশনের দুটি অর্থনৈতিক প্রভাবের উল্লেখ করো।
উত্তর : -
অথবা, পোশাক On line purchase পদ্ধতিটি জনপ্রিয় হওয়ার দুটি কারণ উল্লেখ করো।
উত্তর : -
(xi) স্টীল উল কী কাজে লাগে?
উত্তর : -
(xii) রূপালী পোকা ধ্বংস করার জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর : -
অথবা, ভ্যানেসিয়ান ব্লাইন্ড কী?
উত্তর : -
(xiii) উপভোক্তা কাদের বলা হয়?
উত্তর : -
অথবা, বিজ্ঞাপনের জন্য কী কী গণমাধ্যম ব্যবহার হয়?
উত্তর : -
(xiv) ফিল্ড ট্রিপের দুটি উদ্দেশ্য লেখো।
উত্তর : -
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 7 × 5 = 35
(a) কাজের সরলীকরণের সংজ্ঞা কী? সংক্ষেপে মুন্ডেলের কাজের সরলীকরণের কৌশল আলোচনা করো।
অথবা, সময় পরিকল্পনা বলতে কী বোঝ? সময় পরিকল্পনার যে কোনো চারটি সুবিধা উল্লেখ করো। কাজে অতিরিক্ত চাপের সময়কাল (Peak Load Period) বলতে কী বোঝ তা একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো।
(b) ডাকঘরের মাসিক আর প্রকল্প (MIS) ও সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আলোচনা
করো।
(c) পরিবার পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। পরিবার পরিকল্পনার তিনটি পদ্ধতি আলোচনা করো। গর্ভসঞ্চারের পর পরবর্তী পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো।
অথবা, প্রাতরাশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। প্রাতরাশ না খাওয়ার কারণগুলি উল্লেখ করো। অথবা বস্ত্রধৌতির প্রস্তুতিগুলি কী কী? সুতির পোশাক ধোয়ার পদ্ধতিটি সংক্ষেপে লেখো। (d) বাসগৃহ পরিকল্পনার চারটি মূলনীতি আলোচনা করো। গৃহের আসবাবপত্র নির্বাচন এবং বিন্যাসের জন্য তুমি কী কী বিষয় বিবেচনা করবে। কার্পেটের প্রয়োজনীয়তা কী?
অথবা, কীটনাশক পদার্থ ব্যবহারের সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। কীটনাশক ব্যবহারের উপায়গুলি উল্লেখ করো।
(e) সংবাদপত্রের ভূমিকা, সীমাবদ্ধতা সংম্পর্কে আলোচনা করো। নিউজলেটার, লিফলেট এবং ফোল্ডার সম্বন্ধে লেখো।
অথবা, উপভোক্তা সুরক্ষা আদালতে অভিযোগ জানাবার পদ্ধতিটি উল্লেখ করো। পণ্যের বিজ্ঞাপন দ্বারা উপভোক্তা কীভাবে উপকৃত
হয় আলোচনা করো।
HOME MANAGEMENT & FAMILY RESOURCE MANAGEMENT Proshno Set 2
1. সঠিক উত্তরটি বেছে নাও : 1 x 21 = 21
(i) আয়নার পিছনে যে প্রলেপ দেওয়া থাকে তা হল-
(a) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(b) জিংক অক্সাইড
(c) সিলভার অক্সাইড
(d) সোডিয়াম হাইড্রক্সাইড
উত্তর : - (c) সিলভার অক্সাইড
(ii) গৃহসজ্জার একটি আনুষ্ঠানিক কার্যকরী উপাদান হল-
(a) মূর্তি
(b) ল্যাম্প
(c) রঙ্গোলী
(d) ওয়াল হ্যাঙ্গিং
উত্তর : - (c) রঙ্গোলী
(iii) সার্থক পরিচালনার জন্য আমাদের প্রয়োজন-
(a) সুঅভ্যাস
(b) দক্ষতা
(c) আকাঙ্ক্ষা
(d) সুপরিকল্পনা
উত্তর : - (d) সুপরিকল্পনা
(iv) কিশোরীদের বয়ঃসন্ধিকালে মোটা হওয়ার ভয়ে যে রোগ হয় সেটি হলো –
(a) স্কার্ভি
(b) পেলেগ্রা
(c) অ্যানারক্সিয়া নার্ভোসা
(d) অ্যানিমিয়া
উত্তর : - (c) অ্যানারক্সিয়া নার্ভোসা
(v) কনজিউমার ডিসপিউটস রিড্রেমাল ফোরামে (জেলাস্তরে) কতজন সদস্য থাকেন? -
(a) 5 জন সদস্য
(b) 3 জন সদস্য
(c) 4 জন সদস্য
(d) 6 জন সদস্য
উত্তর : - (b) 3 জন সদস্য
(vi) বাসগৃহের জমি হওয়া উচিত -
(a) নদীর তীরভূমি
(b) উঁচু, চালু এবং শুকনো জমি
(c) পলিমাটিপূর্ণ
(d) গাছপালাপূর্ণ স্থান
উত্তর : - (c) পলিমাটিপূর্ণ
(vii) মশার একটি নিয়ন্ত্রণবিধি হলো- বেনজিন ব্যবহার
(b) ন্যাপথালিন বল ব্যবহার
(c) ইথিলিন ব্রোমাইড ব্যবহার
(d) কেরোসিন দিয়ে শুককীট মারা
উত্তর : - (d) কেরোসিন দিয়ে শুককীট মারা
(viii) ডিটারজেন্ট হলো-
(a) ফ্যাটি অ্যাসিডের লবণ
(b) কার্বলিক অ্যাসিড
(c) তেল, চর্বি এবং ক্ষারের মিশ্রণ
(d) পেট্রোলিয়ামজাত তেল, সালফিউরিক অ্যাসিড ও ক্ষারের মিশ্রণ
উত্তর : - (d) পেট্রোলিয়ামজাত তেল, সালফিউরিক অ্যাসিড ও ক্ষারের মিশ্রণ
(ix) যে বয়সে শিশুদের মধ্যে লিঙ্গভেদের বিষয় লক্ষ্য করা যায়-
(a) 1-2 বছর
(b) 2.5 -3 বছর
(c) 3-5 বছর
(d) 5-6 বছর
উত্তর : - (b) 2.5 -3 বছর
(x) বিবাহিত জীবনের সাফল্যের জন্য প্রয়োজন-
(a) স্বামী এবং স্ত্রীর মানিয়ে নেওয়ার মানসিকতা।
(b) শ্বশুড়-শাশুড়ির সঙ্গে বসবাস না করা।
(c) স্বামী এবং স্ত্রী নিজেদের ইচ্ছামতো স্বাধীনভাবে চলা
(d) স্বামী এবং স্ত্রীর আলাদা থাকার ব্যবস্থা।
উত্তর : - (a) স্বামী এবং স্ত্রীর মানিয়ে নেওয়ার মানসিকতা।
(xi) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্রেডিট অভিমুখী বলে পরিচিত হয়েছিল-
(a) জাপান
(b) ফ্রান্স
(c)দ্বিতীয় ব্রিটেন
(d) আমেরিকা
উত্তর : - (d) আমেরিকা
(xii) ক্রেডিট ব্যবস্থায় বর্তমান প্রজন্মের উৎসাহী হবার কারণ-
(a) পরিবারের সদস্যদের সন্তুষ্ট হওয়া
(b) দেশের উন্নয়নে সহায়তা করা
(c) এটি জীবনযাত্রার মান-উন্নয়নে সাহায্য করে
(d) বন্ধুত্বের সম্পর্ক স্থায়ী হয়।
উত্তর : - (c) এটি জীবনযাত্রার মান-উন্নয়নে সাহায্য করে
(xiii) সম্পদের উপযোগিতা এবং সন্তুষ্টি নির্ভর করে-
(a) পরিকল্পনার উপরে
(b) সম্পদের জোগানের উপরে
(c) নিয়ন্ত্রণের উপরে
(d) পরিচালনার উপরে।
উত্তর : - (b) সম্পদের জোগানের উপরে
(xiv) সিদ্ধান্ত গ্রহণের সময় সঠিক বিষয় নির্বাচন করা হলে-
(a) লক্ষ্যে পৌঁছানো সহজ হয়
(b) পরিচালিকার খ্যাতি বৃদ্ধি হয়
(c) গৃহের সদস্যরা তৃপ্তিবোধ করে
(d) গৃহের সদস্যরা আরামবোধ করে।
উত্তর : - (a) লক্ষ্যে পৌঁছানো সহজ হয়
(xv) গৃহিনীর একটি দৈনন্দিন কাজ হলো-
(a) ব্যাঙ্কের কাজ করা
(b) বাড়িতে রং করা
(c) গৃহের সদস্যদের খাদ্য ব্যবস্থা করা
(d) কার্পেট পরিষ্কার করা।
উত্তর : - (c) গৃহের সদস্যদের খাদ্য ব্যবস্থা করা
(xvi) অবসাদের মানসিক কারণ হলো—
(a) মানসিক প্রস্তুতির অভাব
(b) দেহে লবণ হ্রাস
(c) ত্রুটিপূর্ণ অঙ্গ সঞ্চালন
(d) বায়ুদূষণ।
উত্তর : - (a) মানসিক প্রস্তুতির অভাব
(xvii) ব্যাঙ্কের মেয়াদি জমায় বেশি সুদ পায়–
(a) বালক বালিকারা
(b) কিশোর কিশোরীরা
(c) প্রবীণ নাগরিকেরা
(d) শিল্পপতিরা।
উত্তর : - (c) প্রবীণ নাগরিকেরা
(xvii) চার বছর বয়সে মেয়েরা কার সঙ্গে একাত্মবোধ করে-
(a) বাবার সঙ্গে
(b) মায়ের সঙ্গে
(c) দিদির সঙ্গে
(d) ঠাকুমার সঙ্গে।
উত্তর : - (a) বাবার সঙ্গে
(xix) উপোস করার উপকারিতা হলো—
(a) অর্থের সাশ্রয় হয়
(b) দেহে লাবণ্য বাড়ে
(c) ক্যালরি গ্রহণ কমে গেলে ওজন কমে
(d) পরিশ্রম কম হয়।
উত্তর : - (c) ক্যালরি গ্রহণ কমে গেলে ওজন কমে
(xx) প্রজেক্টেড দৃষ্টিগ্রাহ্য একটি মাধ্যম হলো—
(a) স্লাইডস
(b) ফ্লানেলগ্রাফ
(c) ফ্ল্যাশকার্ড
(d) চার্ট।
উত্তর : - (a) স্লাইডস
(xxi) FPO চিহ্ন দেওয়া থাকে-
(a) চাল, আটা, ডালে
(b) ঘি, মাখনে
(c) জ্যাম, জেলি ও ফলের রসে
(d) বৈদ্যুতিক যন্ত্রে।
উত্তর : - (c) জ্যাম, জেলি ও ফলের রসে
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও : 1 x 14 = 14
(i) দু-ধরণের সিদ্ধান্তের নাম উল্লেখ করো।
উত্তর : -
অথবা, পরিবারে সিদ্ধান্ত কখন গ্রহণের প্রয়োজন হয়?
উত্তর : -
(ii) গৃহের বাৎসরিক কাজের দুটি উদাহরণ দাও।
উত্তর : -
অথবা, নির্দিষ্ট সময়ের কাজগুলি কেন চিহ্নিত করা প্রয়োজন?
উত্তর : -
(iii) কোনো কাজ একনাগাড়ে দীর্ঘসময় ধরে করলে কী অসুবিধা হয়?
উত্তর : -
অথবা, কর্মক্ষমতা হ্রাসের দুটি কারণ উল্লেখ করো।
উত্তর : -
(iv) প্রাতঃরাশ খাওয়ার দুটি কারণ লেখো।
উত্তর : -
অথবা, 'আভিনামটো' বেশি দেহে প্রবেশ করলে কি হয় ?
উত্তর : -
(v) গবেষণাগারে কাজ করার সময় বিজ্ঞানীরা কেন 'আগম' ব্যবহার গ্রীষ্মকালের জন্য মানুষ কী রঙের পোশাক নির্বাচন করে?
উত্তর : -
(vi) উপভোক্তা দুটি সুবিধা উল্লেখ করো।
উত্তর : -
অথবা, 'সম্প্রসারণ' শব্দটির উৎস এবং অর্থ লেখো।
উত্তর : -
(vill কাঁচের পদ্মা কী?
উত্তর : -
(viii) শুষ্ক যৌতিক দুটি অসুবিধা উল্লেখ করো।
উত্তর : -
অথবা, পর্যাবৃদ্ধ পরিষ্করণ বলতে কী বোঝো?
উত্তর : -
(ix) কোন প্রতিষ্ঠান ISI চিহ্ন প্রদান করে।
উত্তর : -
(x) বসার ঘরে উজ্জ্বল এবং নিজ আলোর কী প্রয়োজন?
উত্তর : -
অথবা, 'আপহোলস্টারি' বলতে কী বোঝো?
উত্তর : -
(xi) গৃহের একটি শিক্ষা সংক্রান্ত কাজ লেখো।
উত্তর : -
(xii) গর্ভাবস্থায় মহিলাদের কী ধরণের খাদ্যের বেশি প্রয়োজন?
উত্তর : -
অথবা, স্ত্রী ও পুরুষের খাদ্যের তারতম্যের কারণ কী?
উত্তর : -
(xiii) গর্ভস্থ অবস্থায় জার্মান হাম হলে শিশুর কী ক্ষতি হয়?
উত্তর : -
(xiv) POSA কী?
উত্তর : -
অথবা, 'পারপিচুয়াল বস্তু'-র সুবিধা কী?
উত্তর : -
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 5 x 7 = 35
(a) সিদ্ধান্ত গ্রহণের দ্বারা পরিবার যে চারটি লক্ষে উপনীত হতে পারে, সেগুলি উল্লেখ করো। সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলি আলোচনা করো।
অথবা, সময় পরিচালনার গুরুত্ব বিশ্লেষণ করো। তোমার বাড়ির সদস্যদের কাকে কী কাজের দায়িত্ব দেবে, তার তালিকা প্রস্তুত করো।
(b) ব্যাঙ্ক কী ধরণের প্রতিষ্ঠান? ব্যাঙ্কের গ্রাহক কাকে বলা হয়? রেকারিং অ্যাকাউন্ট বলতে কী বোঝো? ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে কী কী নথিপত্র প্রয়োজন হয়?
অথবা, বস্ত্রধৌতির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। রেশমের পোশাক কীভাবে সংরক্ষণ করা উচিত?
(c) 'অপরাধপ্রবণতা' বলতে কী বোঝো? বয়ঃসন্ধিক্ষণে অপরাধপ্রবণতার কারণগুলি উল্লেখ করো এবং যে কোনো দুটি কারণ বিস্তারিতভাবে আলোচনা করো। 1+2+2+2
অথবা, বালিকাদের খাদ্যে কেন লৌহ এবং প্রোটিন বেশি থাকা প্রয়োজন? পুষ্ঠিমূল্যের আধিক্য অনুযায়ী এই ধরণের খাদ্যের উদাহরণ দাও। ঐতিহ্য এবং প্রচারমাধ্যম কীভাবে খাদ্য নির্বাচনকে প্রভাবিত করে, আলোচনা করো।
(d) বাস্তজমির প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বাস্তুজমির ভূমির অবস্থা কীরূপ হওয়া উচিত? বাস্তুজমির স্বাস্থ্যসম্মত প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো।
অথবা, রেফ্রিজারেটর কেনার সময় কী কী বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন? রেফ্রিজারেটরের যত্ন কীভাবে নেওয়া উচিত? রেফ্রিজারেটরে খাবার রাখার সুবিধাগুলি উল্লেখ করো। 2+2+3
(e) উপভোক্তা প্রশিক্ষণের উদ্দেশ্য কী? উপভোক্তা সুরক্ষা আইন কবে প্রবর্তন হয়? উপভোক্তা সুরক্ষা কাউন্সিলের কাজগুলি উল্লেখ করো।
অথবা, সম্প্রসারণ শিক্ষার মেথড ডেমনস্ট্রেশনের উদ্দেশ্য উল্লেখ করো। মেথড ডেমনস্ট্রেশনের পদ্ধতি এবং সীমাবদ্ধতা আলোচনা করো।
Enter Your Comment