Class 12 Political Science Suggestion 2025 Test & Final Exam/ উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
একসাথে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান(Political Science) - এর দুটি Mock Paper এখানে দেওয়া আছে।
HS Political Science Suggestion 2025 | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৫
পূর্ণমান - 80
সময় - 3 Hours & 15 Minutes
বিষয় - Political Science(রাষ্ট্রবিজ্ঞান)
শ্রেণী - দ্বাদশ (Class 12)
Rastrobigyan Question Paper Class 12 with answers
Class - XII
Time – 3 Hours & 15 Minutes Full Marks – 80
( প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট এবং উত্তর লেখার জন্য বাকি 3 ঘন্টা )
WBCHSE last 5 years Question Paper PDF Class 12 History
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও: 1 x 24 = 24
(i) ১৯৪৫ খ্রিস্টাব্দে যে যুদ্ধের পর আনুষ্ঠানিক ভাবে ঠাণ্ডা লড়াই-এর সূচনা হয়, সেটি হল-
(a) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
(b) প্রথম বিশ্বযুদ্ধ
(c) কোরিয়া যুদ্ধ
(d) কার্গিল যুদ্ধ
উত্তর : - (a) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
(ii) দ্বি-মেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে ছিল-
(a) জার্মান
(b) সোভিয়েত রাশিয়া
(c) যুগোশ্লোভিয়া
(d) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর : - (d) মার্কিন যুক্তরাষ্ট্র
(iii) "Brinkmanship of war"- কোন ঘটনাকে বলা হয়?
(a) প্রথম বিশ্বযুদ্ধকে
(b) দ্বিতীয় বিশ্বযুদ্ধকে
(c) ঠাণ্ডা লড়াইকে
(d) এদের কোনটি নয়।
উত্তর : - (c) ঠাণ্ডা লড়াইকে
(iv) ভারতের পররাষ্ট্রনীতির জনক-
(a) রাজেন্দ্র প্রসাদ
(b) গান্ধীজি
(c) নেহেরু
(d) দাদা ভাই নৌরাজি
উত্তর : - (c) নেহেরু
(v) নীচের কোন দেশটি BRICS-এর সদস্য নয়? -
(a) ভারত-
(b) মার্কিন যুক্তরাষ্ট্র
(c) ব্রাজিল
(d) রাশিয়া
উত্তর : - (b) মার্কিন যুক্তরাষ্ট্র
(vi) 123 Agreement স্বাক্ষরিত হয়েছিল-
(a) 2005 সালে
(b) 2007 সালে
(c) 2008 সালে
(d) 2009 সালে
উত্তর : - (a) 2005 সালে
(vii) আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানকে-
(a) সনদ বলা হয়
(b) দস্তক বলা হয়
(c) দলিল বলা হয়
(d) সংবিধি বলা হয়
উত্তর : - (a) সনদ বলা হয়
(viii) ‘শাস্তির জন্য ঐক্য’ প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়-
(a) 1960 সালে
(b) 1970 সালে
(c) 1950 সালে
(d) 1965 সালে
উত্তর : - (c) 1950 সালে
(ix) ভারত জাতিপুঞ্জের সদস্য হয় -
(a) 1945 সালে
(b) 1947 সালে
(c) 1950 সালে
(d) 1952 সালে।
উত্তর : - (a) 1945 সালে
(x) আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান কার্যালয় -
(a) নিউইয়র্ক
(b) জেনেভায়
(c) ওয়াশিংটনে
(d) নেদারল্যান্ডে।
উত্তর : - (c) ওয়াশিংটনে
(xi) ভারতের রাষ্ট্রপতিকে অপসারিত করা যায়-
(a) গণভোটে
(b) রাজ্যসভার সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে
(c) ইমপিচমেন্ট পদ্ধতিতে
(d) লোকসভার সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে।
উত্তর : - (c) ইমপিচমেন্ট পদ্ধতিতে
(xii) প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত?
(a) 20 বছর
(b) 25 বছর
(c) 30 বছর
(d) 35 বছর।
উত্তর : - (b) 25 বছর
(xiii) মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন-
(a) প্রধানমন্ত্রীর কাছে
(b) রাষ্ট্রপতির কাছে
(c) রাজ্যপালের কাছে
(d) বিধানসভার কাছে।
উত্তর : - (d) বিধানসভার কাছে।
(xiv) রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন সংবিধানের-
(a) 12 নং ধারা অনুযায়ী
(b) 123 নং ধারা অনুযায়ী
(c) 213 নং ধারা অনুযায়ী
(d) 130 নং ধারা অনুযায়ী।
উত্তর : - (b) 123নং ধারা অনুযায়ী
(xv) দুই বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে আইনগত বিরোধ দেখা দিলে তার মীমাংসা করে-
(a) সুপ্রিম কোর্ট
(b) হাইকোর্ট
(c) লোক আদালত
(d) মুনসেফের আদালত।
উত্তর : - (a) সুপ্রিম কোর্ট
(xvi) হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেন-
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(d) এঁদের কেউ নন।
উত্তর : - (a) রাষ্ট্রপতি
(xvii) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়-
(a) 1985 সালে
(b) 1986 সালে
(c) 1987 সালে
(d) 1988 সালে।
উত্তর : - (b) 1986 সালে
(xviii) একটি অভিলেখ আদালত হল-
(a) লোক আদালত
(b) ক্রেতা আদালত
(c) ন্যায় পঞ্চায়েত
(d) হাইকোর্ট।
উত্তর : - (d) হাইকোর্ট।
(xix) জেলা জর্জকে নিয়োগ করেন-
(a) মুখ্যমন্ত্রী
(b) রাজ্যপাল
(c) হাইকোর্টের বিচারপতি
(d) রাষ্ট্রপতি।
উত্তর : - (b) রাজ্যপাল
(xx) লোক আদালতের জনক হলেন-
(a) গান্ধীজি
(b) নেহেরু
(c) আম্বেদকর
(d) পি এন ভগবতী।
উত্তর : - (d) পি এন ভগবতী।
(xxi) পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন-
(a) চেয়ারম্যান
(b) BDO
(c) SDO
(d) সভাপতি।
উত্তর : - (b) BDO
(xxii) ন্যায় পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়—
(a) 4 জন
(b) 5 জন
(c) 7 জন
(d) 10 জন।
উত্তর : - (b) 5 জন
(xxiii) বলবন্তরায় মেহেতা কমিটির সুপারিশ পাশ হয়-
(a) 1957 সালে
(b) 1958 সালে
(c) 1960 সালে
(d) 1962 সালে।
উত্তর : - (a) 1957 সালে
(xxiv) গ্রাম সংসদের সভা আহ্বান করেন—
(a) প্রধান
(b) BDO
(c) পঞ্চায়েত সেক্রেটারি
(d) সংসদের নির্বাচিত প্রতিনিধি।
উত্তর : - (c) পঞ্চায়েত সেক্রেটারি
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):1×16=16
(i) NATO-এর পুরো কথাটি কী?
উত্তর : - The North Atlantic Treaty Organization।
(ii) বান্দুং সম্মেলনে গৃহীত দুটি নীতির উল্লেখ করো।
উত্তর : - 1955 সালে ইন্দোনেশিয়ার বানদুং শহরে আফ্রো-এশিয়ার ২৯টি দেশ সম্মিলিত হয়। এই সম্মেলনের দুটি গৃহীত নীতি হলো -
i. সকল জাতির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন।
ii. কোনো রাষ্ট্রর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
অথবা, Proxy War কী?
উত্তর : - প্রত্যক্ষভাবে যুদ্ধে লিপ্ত না হয়ে অপ্রত্যক্ষভাবে যুদ্ধ পরিচালনাকে ছায়া যুদ্ধ বা Proxy War বলে। এই যুদ্ধের সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।
(iii) একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো।
উত্তর : - পঞ্চশীল নীতির একটি হলো: "অহিংসা এবং শান্তিপূর্ণ সহাবস্থান"।
এই নীতি অনুসারে, রাষ্ট্রগুলি পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থেকে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কাজ করে।
অথবা, ‘পঞ্চশীল’ নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন?
উত্তর : - জওহরলাল নেহেরু।
(iv) পররাষ্ট্রনীতির মাঝারি পাল্লার লক্ষ্য বলতে কী বোঝ?
উত্তর : - পররাষ্ট্রনীতির মাঝারি পাল্লার লক্ষ্য বলতে বোঝায় সেইসব উদ্দেশ্য, যেগুলি কোনো রাষ্ট্র তার দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও সমৃদ্ধির জন্য নির্ধারিত নীতিমালার মাধ্যমে মধ্যম সময়ের মধ্যে অর্জন করতে চায়। এগুলি সাধারণত কয়েক বছরের সময়সীমার জন্য পরিকল্পিত হয় এবং তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী লক্ষ্যের মধ্যে সেতু হিসেবে কাজ করে।
উদাহরণ:
অঞ্চলীয় সম্পর্ক উন্নয়ন: প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।
আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ: অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা।
অংশগ্রহণমূলক কূটনীতি: আন্তর্জাতিক সংস্থাগুলিতে সক্রিয় ভূমিকা পালন করে রাষ্ট্রের প্রভাব বাড়ানো।
এই লক্ষ্যগুলির মাধ্যমে রাষ্ট্র তার সার্বভৌমত্ব, অর্থনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে।
(v) সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : - 1985 ফসলের ৭-৮ এই ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
(vi) ‘The Making of Foreign Policy' গ্রন্থটির লেখক কে?
উত্তর : - জোসেফ ফ্রাঙ্কলেন ।
অথবা, CTBT কী?
উত্তর : - Comprehensive Test Ban Treaty - 1996।
(vii) ‘Big Five' বা ‘পঞ্চপ্রধান’ কাদের বলা হয়?
উত্তর : - সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রকে একসঙ্গে ‘Big Five' বা ‘পঞ্চপ্রধান’ বলা হয়।
(viii) অছি ব্যবস্থা কী?
উত্তর : - অছি ব্যবস্থা বলতে বোঝায় একটি বিশেষ প্রশাসনিক ব্যবস্থা, যেখানে একটি অঞ্চল বা দেশের প্রশাসন পরিচালনার জন্য একটি নির্দিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব অর্পণ করা হয়। এই ব্যবস্থা সাধারণত জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে গঠিত হয়, যেখানে একটি শক্তিশালী রাষ্ট্র বা সংগঠন একটি দুর্বল অঞ্চল বা সম্প্রদায়ের সুরক্ষা ও উন্নয়নের দায়িত্ব গ্রহণ করে।
অথবা, জাতিপুঞ্জের মহাসচিৰ কীভাবে নির্বাচিত হন?
উত্তর : - সনদের ৯৭ নং ধারা অনুসারে নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ ৯ জন সদস্যের সুপারিশক্রমে সাধারণ সভা কতৃক সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন। এবং তিনি পুনরায় নির্বাচিত হতে পারেন।
(ix) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো প্রদান ক্ষমতার অর্থ কী?
উত্তর : - অপদ্ধতিগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের অসম্মতিসূচক ভোটদানকে বলা হয় ভিটো ক্ষমতা।
(x) আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর : - ১৯৪১ সালের ১৪ই আগস্ট - ব্রিটিশ প্রধান মন্ত্র চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাংকলিন রুজভেল্ট আটলান্টিক মহাসাগরে ভাসমান প্রিন্স অব ওয়েলস নামক এক রণতরী থেকে আটলান্টিক সনদ ঘোষণা করেন।
(xi) পূর্ণাঙ্গ ভেটো কী?
উত্তর : - রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে পূর্ণাঙ্গ ভেটো ক্ষমতা বলা হয়।
অথবা, রাষ্ট্রপতি কোন কোন বিলে সম্মতি দিতে বাধ্য?
উত্তর : - অর্থ বিলে অ সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন।
(xii) মন্ত্রী পরিষদ কার কাছে দায়বদ্ধ থাকে?
উত্তর : - আইনসভার নিন্মকক্ষে লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন।
(xiii) MISA এর পুরো কথাটি কী?
উত্তর : - Maintenance of Internal Security Act।
অথবা, PIL এর পুরো কথাটি কী?
উত্তর : - PIL এর পুরো কথাটির অর্থ হলো জনস্বার্থ মামলা (Public interest Litigation)।
(xiv) একজন হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত?
উত্তর : - 62 বছর।
(xv) স্বায়ত্ব শাসনের মূল লক্ষ্য কী?
উত্তর : - i. জনগণকে প্রত্যক্ষভাবে প্রশাসনিক কাজে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।
ii. ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটানো।
iii. সাধারণ মানুষের মধ্যে আন্তঃনির্ভরশীলতা ও নাগরিক চেতনার বিকাশ ঘটানো।
অথবা, গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়?
উত্তর : - প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটদাতাকে নিয়ে গ্রাম সভা গঠিত।
(xvi) পঞ্চায়েত সমিতির দুটি প্রধান কাজ উল্লেখ করো।
উত্তর : - পঞ্চায়েত সমিতির দুটি প্রধান কাজ হলো:
১. উন্নয়নমূলক কাজ: পঞ্চায়েত সমিতি গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করে। এর মধ্যে রয়েছে: শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করা। কৃষি, সেচ ও পশুপালনের উন্নয়ন। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি।
২. সামাজিক কল্যাণমূলক কাজ: পঞ্চায়েত সমিতি গ্রামীণ জনগণের সামাজিক কল্যাণ নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে: স্বাস্থ্যকেন্দ্র ও চিকিৎসা সেবা প্রদান। দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি চালানো। গরিব ও অসহায় ব্যক্তিদের সাহায্য করা।
অথবা, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে?
উত্তর : - বর্তমানে পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষিতের পরিমান 33% অর্থাৎ এক তৃতীয়াংশ। কিন্তু পশ্চিম বঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষিত রয়েছে অর্ধেক অর্থাৎ 50%।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 8×5=40
(i) ক্ষমতা বা শক্তি বলতে কী বোঝ? জাতীয় শক্তির বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। অথবা, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ নির্ধারণের বিভিন্ন উপায়গুলি আলোচনা করো।
(ii) উদারনীতিবাদ বলতে কী বোঝ? উদারনীতিবাদের মূলনীতিগুলি আলোচনা করো।
অথবা, মার্কসবাদের মূল সূত্রগুলি বিশ্লেষণ করো।
(iii) দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
অথবা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
(iv) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।
অথবা, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো।
(v) ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো।
অথবা, ভারতীয় সংসদে আইন পাশের পদ্ধতি বর্ণনা করো।
Question Paper of Political Science Class 12 PDF Download Set - 2
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1 x 24 = 24
(i) 123 Agreement স্বাক্ষরিত হয়েছিল-
(a) 2005 সাল,
(b) 2007 সাল,
(c) 2008 সাল,
(d) 2013 সাল।
উত্তর : - (a) 2005 সাল,
(ii) পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়-
(a) 1968 সালে
(b) 1992 সালে
(c) 1954 সালে
(d) 1990 সালে।
উত্তর : - (c) 1954 সালে
(iii) ন্যাটো (NATO) গঠিত হয়-
(a) 1943 সালে 4th April
(b) 1944 সালে 4th April
(c) 1945 সালে 4th April
(d) 1949 সালে 4th April।
উত্তর : - (d) 1949 সালে 4th April।
(iv) বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়-
(a) 1955 সালে
(b) 1958 সালে
(c) 1961 সালে
(d) 1065 সালে।
উত্তর : - (c) 1961 সালে
(v) সার্ক-এর বর্তমান সদস্য সংখ্যা হলো-
(a) 5
(b) 7
(c) 8
(d) 10.
উত্তর : - (c) 8
(vi) জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো-
(a) হস্তক্ষেপ
(b) হস্তক্ষেপ না করা
(c) আগ্রাসন
(d) সামাজিক বিভেদ সৃষ্টি।
উত্তর : - (b) হস্তক্ষেপ না করা
(vii) 'শাস্তির জন্য ঐক্য প্রস্তাব' গৃহীত হয়-
(a) 1960 সালে
(b) 1970 সালে
(c) 1950 সালে
(d) 1962 সালে।
উত্তর : - (c) 1950 সালে
(viii) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল-
(a) 2 বছর
(b) 3 বছর
(c) 4 বছর
(d) 5 বছর।
উত্তর : - (a) 2 বছর
(ix) ‘কূটনৈতিক বিশ্বের আয়না' বলে পরিচিত-
(a) নিরাপত্তা পরিষদ
(b) মহাসচিবের কার্যালয়
(c) আন্তর্জাতিক বিচারালয়
(d) সাধারণ সভা।
উত্তর : - (d) সাধারণ সভা।
(x) মহাসচিবকে জাতিপুঞ্জের ‘তৃতীয় উপাদান' বলেছেন-
(a) সুম্যান
(b) মিচেল বার্জার
(c) নিকোলাস
(d) গুডস্পিড।
উত্তর : - (b) মিচেল বার্জার
(xi) ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালেরা-
(a) প্রকৃত শাসক
(b) নিয়মতান্ত্রিক শাসক
(c) স্থায়ী শাসক
(d) কোনটিই নয়।
উত্তর : - (b) নিয়মতান্ত্রিক শাসক
(xii) ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন—
(a) রাষ্ট্রপতি
(b) লোকসভার সদস্যগণ
(c) লোকসভার অধ্যক্ষ
(d) উপরাষ্ট্রপতি।
উত্তর : - (a) রাষ্ট্রপতি
(xiii) রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন—
(a) রাষ্ট্রপতি
(b) উপরাষ্ট্রপতি
(c) প্রধানমন্ত্রী
(d) প্রধান বিচারপতি।
উত্তর : - (b) উপরাষ্ট্রপতি
(xiv) রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো-
(a) বিধানসভা
(b) বিধানপরিষদ
(c) লোকসভা
(d) রাজ্যসভা।
উত্তর : - (b) বিধানপরিষদ
(xv) লোক আদালত প্রথম গঠিত হয়েছিল—
(a) দিল্লীতে
(b) জুনাগড়ে (গুজরাট)
(c) চেন্নাইতে
(d) মুম্বাইতে।
উত্তর : - (b) জুনাগড়ে (গুজরাট)
(xvi) সুপ্রিমকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো—
(a) 60 বছৱ,
(b) 62 বছর
(c) 65 বছর
(d) 70 বছর।
উত্তর : - (b) 62 বছর
(xvii) কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে-
(a) 32 নং ধারায়
(b) 226 নং ধারায়
(c) 51 নং ধারায়
(d) 326 নং ধারায়।
উত্তর : - (b) 226নং ধারায়
(xviii) সুপ্রিমকোর্টের আছে-
(a) মূল এলাকা
(b) আপিল এলাকা
(c) পরামর্শদান এলাকা
(d) মূল, আপিল ও পরামর্শদান এলাকা।
উত্তর : - (d) মূল, আপিল ও পরামর্শদান এলাকা।
(xix) কোলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে.......পর্যন্ত।
(a) ওড়িশা
(b) বিহার
(c) ত্রিপুরা
(d) আন্দামান ও নিকোবার।
উত্তর : - (d) আন্দামান ও নিকোবার।
(xx) ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিমকোর্ট অপেক্ষা শক্তিশালী, বলেছেন-
(a) এ কে আয়ার
(b) পি এন ভগবতী
(c) ডি ডি বসু
(d) বি আর আম্বেদকর।
উত্তর : - (d) বি আর আম্বেদকর।
(xxi) পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়-
(a) 1975 সালে
(b) 1977 সালে
(c) 1978 সালে
(d) 1980 সালে।
উত্তর : - (c) 1978 সালে
(xxii) ........ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা-
(a) B.D.O
(b) S.D.O
(c) D.M
(d) P.M
উত্তর : - (a) B.D.O
(xxiii) পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়........ সালে।
(a) 1966 সালে
(b) 1977 সালে
(c) 1995 সালে
(d) এখনও প্রতিষ্ঠিত হয়নি।
উত্তর : - (d) এখনও প্রতিষ্ঠিত হয়নি।
(xxiv) কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন-
(a) মেয়র
(b) ডেপুটি মেয়র
(c) কমিশনার
(d) কাউন্সিলার।
উত্তর : - (c) কমিশনার
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):1×16=16
(i) ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর : - জোটনিরপেক্ষতা ভারতের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে মনে করা হয়।
(ii) কিউবার সংকট কবে দেখা দেয়?
উত্তর : - 1962 সালে।
অথবা, বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : - 1961 সালে।
(iii) SEATO-র পুরো কথাটি কী?
উত্তর : - Southeast Asia Treaty Organization।
অথবা, NATO-র পুরো কথাটি কী?
উত্তর : - North Atlantic Treaty Organization।
(iv) BRICS কী?
উত্তর : - BRICS হল একটি অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতার সংস্থা, যার পুরো রূপ হলো Brazil, Russia, India, China, and South Africa। এটি বিশ্বের পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশকে নিয়ে গঠিত একটি গোষ্ঠী।
(v) SAFTA-র পুরো কথাটি কী?
উত্তর : - South Asian Free Trade Area।
(vi) পঞ্চশীলের যে কোনো ২টি নীতি উল্লেখ করো।
উত্তর : - পঞ্চশীলের দুটি নীতি হল:
১. পরস্পরের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন। একে অপরের ভূখণ্ড ও সার্বভৌমত্বকে সম্মান জানানো এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
২. অপরের প্রতি আগ্রাসন না করা। কোনো দেশের বিরুদ্ধে বলপ্রয়োগ বা আক্রমণ চালানো থেকে বিরত থাকা।
(vii) সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কী?
উত্তর : - জাতিসংঘ।
(viii) জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে?
উত্তর : - ট্রিগভে লি।
অথবা, জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা কী?
উত্তর : - জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা (Collective Security) হলো এমন একটি ব্যবস্থা যেখানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো একসঙ্গে কাজ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করে। এর মূল ধারণা হলো, যে কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ পুরো জাতিসংঘের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচিত হবে, এবং সব দেশ মিলে সেই আক্রমণ প্রতিহত করবে।
(ix) আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
উত্তর : - নেদারল্যান্ডসের হেগ শহরে।
অথবা, আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা কত?
উত্তর : - 15।
(x) নিরাপত্তা পরিষদে কোন্ কোন্ দেশ ভেটো প্রয়োগ করতে পারে?
উত্তর : - যুক্তরাষ্ট্র (United States),রাশিয়া (Russia),চীন (China),যুক্তরাজ্য (United Kingdom),ফ্রান্স (France)।
(xi) রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিকে কী বলা হয়?
উত্তর : - রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিকে ইমপিচমেন্ট (Impeachment) বলা হয়। এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া, যার মাধ্যমে রাষ্ট্রপতিকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হয় যদি তিনি সংবিধানের লঙ্ঘন করেন।
অথবা, রাষ্ট্রপতি নির্বাচনে “কোটা” কাকে বলে?
উত্তর : - ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে "কোটা" (Quota) একটি নির্দিষ্ট মান বা সীমা, যা একটি প্রার্থীকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে হলে পেতে হয়। এটি "Single Transferable Vote System"-এর অধীনে ব্যবহৃত হয় এবং ভোট গণনার সময় এই কোটার হিসাব করা হয়।
(xii) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : - ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণন।
(xiii) ‘বিচারবিভাগীয় অতিসক্রিয়তা' বলতে কী বোঝো?
উত্তর : - বিচারবিভাগীয় অতিসক্রিয়তা (Judicial Activism) বলতে বিচার বিভাগের সেই প্রবণতাকে বোঝানো হয়, যেখানে আদালত তার সংবিধান প্রদত্ত ক্ষমতার বাইরে গিয়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করে বা নির্দেশ দেয়। এটি বিচার বিভাগের সক্রিয় ভূমিকার একটি উদাহরণ, যেখানে আদালত আইন তৈরির ক্ষেত্রেও প্রভাব ফেলে।
অথবা, গণ আদালতের কার্যাবলি কী?
উত্তর : - গণ আদালত (People’s Court বা Public Court) হলো একটি অলাভজনক ও অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থা, যেখানে সাধারণ মানুষের স্বার্থ ও অধিকার রক্ষার জন্য বিভিন্ন সামাজিক বা মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এবং সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এটি মূলত প্রচলিত বিচারব্যবস্থার বাইরে পরিচালিত হয় এবং আইনি ক্ষমতা না থাকলেও এটি নৈতিক ও সামাজিক প্রভাব ফেলে।
(xiv) ‘পরমাদেশ” কথার অর্থ কী?
উত্তর : - আমরা আদেশ করি।
(xv) গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?
উত্তর : - প্রধান বা উপপ্রধান।
অথবা, নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে?
উত্তর : - BDO।
(xvi) গ্রামসভা কাকে বলে?
উত্তর : - গ্রামসভা হলো একটি গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থা, যেখানে একটি গ্রামের সকল প্রাপ্তবয়স্ক নাগরিক (যারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত) একত্রে মিটিং বা সভায় অংশগ্রহণ করেন এবং গ্রাম পঞ্চায়েতের কার্যকলাপ ও উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ করেন। এটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সরাসরি গণতন্ত্রের উদাহরণ।
অথবা, ‘ক্ষুদ্র জেলাশাসক' কাকে বলা হয়?
উত্তর : - BDO।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 × 5 = 40
(i) ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো।
অথবা, বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো।
(ii) উদারনীতিবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
(iii) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? এই নীতিটির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো।
অথবা, এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
(iv) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।
অথবা, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো।
(v) ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।
Enter Your Comment