দশম শ্রেণীর মক টেস্টের ইতিহাস প্রশ্নপত্র ও তার বিস্তারিত সমাধান (Class 10 History Mock Test Series)
WBBSE Madhyamik HISTORY Final Suggestions 2025
শ্রেণী - দশম
বিষয় - ইতিহাস
পূর্ণমান - 90
সময় - 3 ঘন্টা 15 মিনিট
Info Educations Mock Test History Question Paper with Solutions
Madhyamik Mock Test Examination – 2025 Present By Info Educations
Class – X
HISTORY
Time – 3 Hours & 15 Minutes Full Marks – 90
( প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট এবং উত্তর লেখার জন্য বাকি 3 ঘন্টা )
Madhyamik History Mock Test Part 2 Suggestions
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :- ১×২০= ২০
১.১ ‘আধুনিক ভারতের নৃত্যশিল্পের জনক' বলা হয়
ক) অমলাশঙ্করকে
খ)উদয়শঙ্করকে
গ) কেলুচরণ মহাপাত্রকে
ঘ) পণ্ডিত বিরজু মহারাজকে
১.২ ‘জীবনের ঝরাপাতা' কোন্ পত্রিকায় প্রকাশিত হয়েছিল
ক) দেশ
খ) বামাবোধিনী
গ) প্রবাসী
ঘ) সন্ধ্যা
১.৩ ‘নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন -
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) কালীপ্রসন্ন সিংহ
গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
ঘ) রেভারেণ্ড জেমস লং
১.৪ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় -
ক) ১৭১৩ খ্রিস্টাব্দে
খ) ১৮১৩ খ্রিস্টাব্দে
গ) ১৮২৩ খ্রিস্টাব্দে
ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে
১.৫ ‘নববিধান’ প্রতিষ্ঠা করেছিলেন -
ক) দয়ানন্দ সরস্বতী
খ) কেশবচন্দ্র সেন
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ) স্বামী বিবেকানন্দ
১.৬ ‘খুঁৎকাঠি’ কথার অর্থ -
ক) বিদ্ৰোহ্
খ) একক মালিকানা
গ) যৌথ মালিকানা
ঘ) বেগার শ্রম
১.৭ কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল -
ক) মেদিনীপুরে
খ) ঝাড়গ্রামে
গ) রাঁচিতে
ঘ) ছোটোনাগপুরে
১.৮ ভারতে ইস্টইণ্ডিয়া কোম্পানির অবসান ঘটে -
ক) ১৮৫৭ খ্রিঃ
খ) ১৮৫৮ খ্রিঃ
গ) ১৯৪২ খ্রিঃ
ঘ) ১৯৪৭ খ্রিঃ
১.৯ ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা' গঠিত হয় -
ক) ১৮২৬ খ্রিঃ
খ) ১৮৩৬ খ্রিঃ
গ) ১৮৪৬ খ্রিঃ
ঘ) ১৮৫৬ খ্রিঃ
১.১০ ‘ভারতমাতা' চিত্রটি আঁকেন -
ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) নন্দলাল বসু
ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১১ 'A Grammar of The Bengal Language' গ্রন্থের রচয়িতা ছিলেন -
ক) ম্যাথু ল্যাম্পসডেন
খ) চার্লস উইলকিনস
গ) ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড্
ঘ) উইলিয়াম জোনস
১.১২ ‘জাতীয় শিক্ষা পরিষদ' (১৯০৬) -এর প্রথম সভাপতি ছিলেন -
ক) অরবিন্দ ঘোষ
খ) তারকনাথ পালিত
গ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
ঘ) রাসবিহারী ঘোষ
১.১৩ গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন -
ক) কাজী নজরুল ইসলাম
খ) মুজাফফর আহমেদ
গ) অরবিন্দ ঘোষ
ঘ) এস এ ভাঙ্গে
১.১৪ ‘স্বরাজ্য দল' এর সভাপতি ছিলেন -
ক) চিত্তরঞ্জন দাশ
খ) মোতিলাল নেহরু
গ) মহাত্মা গান্ধি
ঘ) মানবেন্দ্রনাথ রায়
১.১৫ বঙ্গভঙ্গ যে দিন ঘোষিত হয় তা হল -
ক) ১৬ জুন
খ) ১৬ জুলাই
গ) ১৬ সেপ্টেম্বর
ঘ) ১৬ অক্টোবর
১.১৬ ‘নারী-কর্মমন্দির' প্রতিষ্ঠা করেছিলেন -
ক) ঊর্মিলা দেবী
খ) বাসন্তী দেবী
গ) কল্পনা দত্ত
ঘ) লীলা রায় নাগ
১.১৭ মাদ্রাজে ‘আত্মসম্মান আন্দোলন' শুরু করেন -
ক) নারায়ণ গুরু
খ) গান্ধিজী
গ) ভীম রাও আম্বেদকর
ঘ) রামস্বামী নাইকার
১.১৮ ‘হাতে কাম, মুখে নাম' - এই উপদেশটি হল -
ক) প্রমথরঞ্জন ঠাকুর
খ) শ্রী হরিচাঁদ ঠাকুর
গ) গুরুচাঁদ ঠাকুর
ঘ) যোগেন্দ্রনাথ ঠাকুর
১.১৯ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় -
ক) কাশ্মীর
খ) হায়দ্রাবাদ
গ) জুনাগড়
ঘ) জয়পুর
১.২০ ‘নীলকণ্ঠ পাখির খোঁজে' গ্রন্থটি রচনা করেন -
ক) মহাশ্বেতা দেবী
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
গ) প্রফুল্ল রায়
ঘ) অতীন বন্দ্যোপাধ্যায়
বিভাগ-খ
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :- (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) ১ × ১৬=১৬
উপবিভাগ - ২.১
একটি বাক্যে উত্তর দাও :- ১ x ৪ = ৪
২.১.১ প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কী?
২.১.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
২.১.৩ কোন্ বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?
২.১.৪ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০) কোথায় প্রতিষ্ঠিত হয়?
উপবিভাগ-২.২
সত্য/মিথ্যা নির্ণয় করো :- ১ x ৪ = ৪
২.২.১ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
২.২.২ ‘কেকের দেশ' বলা হয় স্কটল্যাণ্ডকে।
২.২.৩ ‘ল্যাণ্ড হোল্ডার্স সোসাইটি'র অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর।
২.২.৪ লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী।
উপবিভাগ-২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :- ১ x ৪ = ৪
ক- স্তম্ভ - খ- স্তম্ভ
২.৩.১ ড্রিংকওয়াটার বেথুন - ১) বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যাণ্ড কলেজ
২.৩.২ অরবিন্দ ঘোষ - ২) শের-ই-বঙ্গাল
২.৩.৩ শ্রী নারায়ণ গুরু - ৩) ভাইকম সত্যাগ্রহ
২.৩. ফজলুল হক - ৪) হিন্দু বালিকা বিদ্যালয়
উপবিভাগ-২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :১ x ৪ = ৪
২.৪.১ কোল বিদ্রোহের (১৮৩১-৩২) কেন্দ্র একটি - সিংভুম।
২.৪.২ ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র - বারাসাত
২.৪.৩ দেশীয় রাজ্য - হায়দ্রাবাদ
২.৪.৪ মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র - কানপুর
উপবিভাগ-২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :- ১ × ৪ = ৪
২.৫.১ বিবৃতি : ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য 'দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি' নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন।
ব্যাখ্যা ১ : এটি গঠিত হয়েছিল চুয়াড় বিদ্রোহের পর।
ব্যাখ্যা ২ : এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর।
ব্যাখ্যা ৩ : এটি গঠিত হয়েছিল মুণ্ডা বিদ্রোহর পর।
২.৫.২ বিবৃতি : ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়।
ব্যাখ্যা ১ : কারণ তারা গান্ধিজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
ব্যাখ্যা ২ : কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
ব্যাখ্যা ৩ : কারণ তারা বিদেশী দ্রব্য বর্জন করতে চেয়েছিল।
২.৫.৩ বিবৃতি : হ্যালহেড তাঁর বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখবার জন।
ব্যাখ্যা ১ : কারণ, এদেশের ইংরেজ কর্মচারীরা বাংলা ভাষা ও সাহিত্যের অনুরাগী ছিলেন।
ব্যাখ্যা ২ : কারণ, বাংলা ভাষা না জানলে ইংরেজ কর্মচারীদের পদোন্নতি হত না।
ব্যাখ্যা ৩ : কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।
২.৫.৪ বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিষ্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
ব্যাখ্যা ১ : এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা ২ : এর উদ্দেশ্য ছিল আইন আমান্য আন্দোলন দমন করা।
ব্যাখ্যা ৩ : এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
বিভাগ-গ
৩। দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :- (যে কোনো ১১টি) 2 × ১১ = ২২
৩.১ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিঃ গুরুত্বপূর্ণ কেন?
৩.২ ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী?
৩.৩ ‘মেকলে মিনিট' কী?
৩.৪ মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?
৩.৫ তিতুমীর স্মরণীয় কেন?
৩.৬ ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী?
৩.৭ ‘মহারানির ঘোষণাপত্র' (১৮৫৮) -এর মূল উদ্দেশ্য কী ছিল?
৩.৮ আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?
৩.৯ জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১০ বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল?
৩.১১ মোপলা বিদ্রোহের (১৯২১) কারণ কী?
৩.১২ মাদারি পাশি কে ছিলেন?
৩.১৩ অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১৪ ননীবালা দেবী স্মরণীয় কেন?
৩.১৫ পত্তি শ্রীরামালু কে ছিলেন?
৩.১৬ ১৯৫০ খ্রিস্টাব্দে কেন নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
বিভাগ-ঘ
৪। সাত বা আটটি বাক্যে যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও :- (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) ৪ x ৬ = ২৪
উপবিভাগ-ঘ.১
৪.১ “উডের নির্দেশনামা' (১৮৫৪) কে এদেশের শিক্ষাবিস্তারের ‘মহাসনদ’ বলা হয় কেন ?
৪.২ ধর্মসংস্কার আন্দোলনরূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো।
উপবিভাগ-ঘ.২
৪.৩ ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন?
৪.৪ ‘বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব' -এর ধারণাটি ব্যাখ্যা করো।
উপবিভাগ-ঘ.৩
৪.৫ কারিগরি শিক্ষার বিকাশে বাংলা ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের' কী ভূমিকা ছিল?
৪.৬ বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে ‘বসুবিজ্ঞান মন্দিরে'র অবদান কতখানি ছিল তা বিশ্লেষণ করো।
উপবিভাগ-ঘ.৪
৪.৭ কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?
৪.৮ উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে?
বিভাগ-ও
৫। পনেরো বা ষোলটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :- ৮x১=৮
৫.১ বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় ? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী? ৩ + ৫
৫.২ মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫.৩ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।
Enter Your Comment