Enviromental Studies(EVS) Class 12 Question Paper Final Suggestions
একসাথে তোমাদের পরিবেশ বিদ্যা(Environmental Studies) - এর দুটি Mock Paper এখানে দেওয়া আছে।
উচ্চ মাধ্যমিক EVS পরিবেশ বিদ্যা সাজেশন 2025 / Environmental Studies Proshno Download Korbo
পূর্ণমান - 80
সময় - 3 Hours & 15 Minutes
বিষয় - Environmental Studies (পরিবেশ বিদ্যা)
শ্রেণী - দ্বাদশ (Class 12)
Environmental Studies (EVS) Question Paper Class 12 with answers
Class - XII
Time – 3 Hours & 15 Minutes Full Marks – 80
( প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট এবং উত্তর লেখার জন্য বাকি 3 ঘন্টা )
CLASS 12TH EVS MODEL TEST PAPER 2024-25F Set 1
১। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১ × ২৪ = ২৪
(i) 'Biodiversity' শব্দটি প্রথম প্রচলন করেছিলেন
(a) উইলসন
(b) কারসন
(c) রোজেন
(d) কমোনার
উত্তর : - (a) উইলসন
(ii) ভূপাল গ্যাস বিপর্যয় ঘটেছিল -
(a) 1984 সালে
(b) 1985 সালে
(c) 1980 সালে
(d) 1988 সালে
উত্তর : - (a) 1984 সালে
(iii) 'জাতীয় জীববৈচিত্র্য আইন' চালু হয় -
(a) 1996 সালে
(b) 2000 সালে
(c) 2005 সালে
(d) 2008 সালে
উত্তর : - (d) 2008 সালে
(iv) শহরাঞ্চলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ -
(a) বহুতল বাড়ি নির্মাণ
(b) গাছ কেটে ফেলা
(c) বায়ুদূষণ
(d) সবকটি
উত্তর : - (d) সবকটি
(v) সমগ্র পৃথিবীতে মোট কয়টি মেগাডাইভারসিটির দেশ আছে -
(a) 10টি
(b) 11টি
(c) 12টি
(d) 17টি
উত্তর : - (d) 17টি
(vi) WWE-এর পুরো নাম -
(a) World wild Fund for Nature
(b) World Wide Forum
(c) World Weighted forest
(d) কোনটিই নয়
উত্তর : - (d) কোনটিই নয়
(vii) প্রতিবছর ভারতের জনসংখ্যার সঙ্গে যুক্ত হয় যে দেশের সমান জনসংখ্যা তা হল -
(a) শ্রীলঙ্কা
(b) অস্ট্রেলিয়া
(c) নিউজিল্যান্ড
(d) বাংলাদেশ
উত্তর : - (d) বাংলাদেশ
(viii) শিমূল গাছের বিজ্ঞানসম্মত নাম -
(a) Bombax ceiba
(b) Triticum aestivum
(c) Cocos nucifera
(d) Ficus religiosa
উত্তর : - (a) Bombax ceiba
(ix) গঙ্গার জলকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম -
(a) GAP
(b) GPP
(c) GAB
(d) কোনটিই নয়
উত্তর : - (a) GAP
(x) দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গে বিশ্ব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় -
(a) 2000 সালে
(b) 2002 সালে
(c) 2004 সালে
(d) 2006 সালে
উত্তর : - (b) 2002 সালে
(xi) দেশে হাতি সংরক্ষণের জন্য হস্তী প্রকল্পের কাজ শুরু হয় -
(a) 1990 সালে
(b) 1992 সালে
(c) 1994 সালে
(d) 1996 সালে
উত্তর : - (b) 1992 সালে
(xi) বিশ্বের সবচেয়ে বেশি জল বহন করে -
(a) নীলনদ
(b) গঙ্গা
(c) আমাজন
(d) পীত
উত্তর : - (c) আমাজন
(xii) কোনো অঞ্চলে দূষণের কারণ -
(a) শিল্পায়ন
(b) নগরায়ন
(c) বনসৃজন
(d) a ও b উভয়ই
উত্তর : - (d) a ও b উভয়ই
(xiv) নদী অববাহিকায় যে মাটি লক্ষ্য করা যায় -
(a) পলিমাটি
(b) কালো মাটি
(c) লাল মাটি
(d) ল্যাটেরাইট
উত্তর : - (a) পলিমাটি
(xv) পশ্চিমবঙ্গে যেখানে প্রথম যৌথ বন পরিচালনা কর্মসূচী চালু হয় -
(a) আরাবাড়ি
(b) সুন্দরবন
(c) জঙ্গলমহল
(d) জলদাপাড়া
উত্তর : - (a) আরাবাড়ি
(xvi) নীচের কোনটি পার্কির মূলধন নয়? -
(a) বায়ু
(b) সূর্য
(c) মাটি
(d) সবকটি
উত্তর : - (d) সবকটি
(xvii) নীচের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ? -
(a) ইউরেনিয়াম
(b) থোরিয়াম
(c) রেডিয়াম
(d) কয়লা
উত্তর : - (d) কয়লা
(xviii) 1989 সালে WWFI মোট NGO কে উন্নয়নে দায়িত্ব দেয় -
(a) 850 টি
(b) 750 টি
(c) 650 টি
(d) 1050 টি
উত্তর : - (a) 850 টি
(xix) জমিতে অধিক রাসায়নিক সারের প্রয়োগের ফলে বৃদ্ধি পায় -
(a) উষ্ণতা
(b) অল্মত্ব
(c) ক্ষারকত্ব
(d) PH
উত্তর : - (b) অল্মত্ব
(xx) লাতিন আমেরিকায় তৃতা ও আদুর সঙ্গে চাষ করা হয় -
(a) ধান
(b) গম
(c) বিন
(d) টোম্যাটো
উত্তর : - (c) বিন
(xi) নাইট্রোজেন স্থিতিকারী একটি গাছের উদাহরণ হাল -
(a) শিম
(b) ধান
(c) মটরশুঁটি
(d) a ও c দুটি
উত্তর : - (c) মটরশুঁটি
(xxii) গোরুর দুধে যে কীটনাশকের অবশেষ পাওয়া গিয়েছে? -
(a) ডিডিটি
(b) কার্বারিল
(c) লিডেন
(d) ফুরাডন
উত্তর : - (a) ডিডিটি
(xxiii) Bt জিন হল -
(a) Trp
(b) Cry
(c) Krp
(d) Dry
উত্তর : - (b) Cry
(xxiv) অ্যাজোস্না ব্যবহৃত হয় -
(a) সজীব সার
(b) জৈব সার
(c) বিয়োজক সার
(d) অজৈব সার রূপে
উত্তর : - (b) জৈব সার
২। নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১x১৬=১৬
(i) ভারতের একটি হটস্পটের নাম লেখো।
উত্তর : - পূর্ব হিমালয় , পশ্চিমঘাট পর্বত।
অথবা, IUCN-এর পুরো কথাটি কী?
উত্তর : - International Union for Conservation of Nature and Natural Resources।
(ii) কত খ্রিস্টাব্দে ভারতে 'ব্যাঘ্র প্রকল্প' চালু হয়েছিল?
উত্তর : - ১৯৭৩ খ্রিস্টাব্দে।
(iii) জৈব কীটনাশকের একটি উদাহরণ দাও।
উত্তর : - নিমতেল স্প্রে।
(iv) ভারতের একটি লুপ্তপ্রায় সরীসৃপের নাম করো।
উত্তর : - ঘড়িয়াল , লেদারবাক টার্টেল।
(v) হার্বিসাইড কী?
উত্তর : - যে সকল রাসায়নিক পদার্থ আগাছা দমনে ব্যবহৃত হয় , তাদের হার্বিসাইড। যেমন - 2 ,4 - D।
অথবা, VAM-এর পুরো নাম কী?
উত্তর : - Vesicular Arbuscular Mycorrhizae (ভেসিক্যুলার আবাসকুলার মাইকোরাইজা)
(vi) গ্রিন বেঞ্চ কী?
উত্তর : - একটি গ্রিন বেঞ্চ হল একটি বিচারিক বেঞ্চ যা পরিবেশ সুরক্ষা এবং বন সংরক্ষণ সম্পর্কিত বিরোধগুলি শোনে এবং বিচার করে। "গ্রিন বেঞ্চ" শব্দটি 28 আগস্ট, 1996-এ "মাদ্রাজ ট্যানারিজ" মামলায় সুপ্রিম কোর্ট দ্বারা তৈরি করা হয়েছিল।
(vii) ব্যবসার স্বার্থে সংগৃহীত একটি পশুজাত দ্রব্যের উদাহরণ দাও।
উত্তর : - ভেড়ার লোম।
অথবা, IAEA-এর পুরো নাম কী?
উত্তর : - International Atomic Energy Agency।
(viii) জলদূষণ নিয়ন্ত্রণ আইন কত সালে চালু হয়?
উত্তর : - ১৯৭৪ সালে।
(ix) দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি পুর্নর্ব্যবহারযোগ্য খনিজ পদার্থের নাম লেখো।
উত্তর : - অ্যালুমিনিয়াম।
(x) “প্রকৃতি মানুষের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু মানুষের লোভের নয়”- উক্তিটি কার?
উত্তর : - মহাত্মা গান্ধী।
(xi) 3R পদ্ধতি কী?
উত্তর : - সুস্থায়ী উন্নয়নের জন্য ভবিষৎ প্রজন্মের চাহিদাকে ব্যাহত না করে বর্তমানে প্রজন্মের চাহিদা মেটানোর জন্য সম্পদের পুনরুদ্ধার করে তা ব্যবহার করা হয়। তিনটি পদ্ধতি হলো - Reduce , Reuse ও Recycle এই তিনটি R - কে তাই বলা 3R পদ্ধতি।
অথবা, UNCED-এর পুরো নাম কী?
উত্তর : - United Nations Conference on Environment and Development.
(xii) নিবিড় কৃষিতে কোন শস্যের চাষ বেশি হয়?
উত্তর : - ধান।
(xiii) আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : - ফিলিপিন্সের ম্যানিলায়।
(xiv) নীলাভ সবুজ শৈবালের একটি উদাহরণ দাও।
উত্তর : - আনবিনা ও নষ্টক।
(xiv) IPM-এর পূর্ণ রূপ কী?
উত্তর : - Integrated Pest Management।
অথবা, DDT কাকে বলে?
উত্তর : - Dicholoro Diphenyl Trichloroethane (DDT) হলো একপ্রকারের কীটনাশক যা খুব বিষাক্ত।
(xv) ভারতের কোন্ প্রবেশে 'নাচুনে হরিণ'-এর দেখা মেলে?
উত্তর : - মনিপুর প্রদেশে।
(xvi) “লেন্টিক জল' কাকে বলে?
উত্তর : - পুকুর, হ্রদ, ডোবাতে অবস্থিত স্রোতহীন স্থির জলকে লেন্টিক জল বলে।
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 8 x 5 = 40
(ক) 'জীববৈচিত্র্যা' বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও। 3+5
অথবা, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো। জৈববৈচিত্র্যের হটস্পট কী?
(খ) 'পরিবেশ সুরক্ষা আইন' সম্পর্কে যা জানো লেখো। পরিবেশবান্ধব প্রযুক্তি কী? ৬+২
অথবা, এজেন্ডা-21 সম্পর্কে যা জানো লেখো।
(গ) সুস্থায়ী উন্নয়নকে আবশ্যিক শর্ত বলা হয় কেন? প্রাচীন সভ্যতার নিদর্শন অনুসারে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ৩+৫
অথবা, সুস্থায়ী উন্নয়নের জন্য যে বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া উচিত সেগুলি সংক্ষেপে আলোচনা করো।
(ঘ) কৃষির ওপর প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের প্রভাব আলোচনা করো।
অথবা, সুসংহত পেস্ট ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 8+8
(ঙ) সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো।
2+6
Extra Question Suggestions
১. পরিবেশ সুরক্ষা আইন (1986) - এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরিবেশ ব্যবস্থপনার উপাদানগুলি সংক্ষেপে বিবৃতি করো। (৪+৪)
২. 'পরিবেশ সূচকের মূল্যায়ন' বলতে কি বোঝো ? উদাহরণ সোহো ব্যাখ্যা করো। (২+6)
৩. 'কার্বন ব্যবসা' বলতে কি বোঝো ? পরিবেশ ব্যবস্থাপনার জন্য গ্রহণযোগ্য পদক্ষেপ গুলি সংক্ষেপে আলোচনা করো।
৪. বন্যপ্রাণী সংরক্ষনের প্রয়োজনীয়তা আলোচনা করো।
অথবা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা আলোচনা করো।
৫. পরিবেশ রক্ষার গণসচেনতা এবং পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা করো।
Enter Your Comment