Class 10 জীবনবিজ্ঞান মক টেস্টের প্রশ্নপত্র ও তার সমাধান (Class 10 Mock Test Series)
Madhyamik জীবনবিজ্ঞান (Jibon Bigyan) Mock Test 1 Question and Answer। মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট
Madhyamik Online Mock Test And MCQ Suggestion অনুশীলন(Life Science Topic Wise MockTest) শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করে, যাতে তারা West Bengal Board Madhyamik Life Science Mock Test 1 Question and Answer পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে। তাই তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে দশম শ্রেণীর (মাধ্যমিক) জীবনবিজ্ঞান প্রশ্নপত্র(Madhyamik Etihas Proshno O Uttor 2025) ও তার বিস্তারিত সমাধান (West Bengal Madhyamik Mock Test Papers Class 10)। এরকম আরও অন্যান্য বিষয়ের প্রশ্ন ও তার বিস্তারিত সমাধান পাওয়ার জন্য আমাদের Website কে আরও বেশি বেশি করে Follow করো।
West Bengal Board Life Sceince Mock Test for Madhyamik 2025
শ্রেণী - দশম
বিষয় - ইতিহাস
পূর্ণমান - 90
সময় - 3 ঘন্টা 15 মিনিট
Madhyamik Mock Test Examination – 2025 Present By Info Educations
Class – X
Life Science
Time – 3 Hours & 15 Minutes Full Marks – 90
( প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট এবং উত্তর লেখার জন্য বাকি 3 ঘন্টা )
Info Educations মাধ্যমিক জীবনবিজ্ঞান মক টেস্ট 2025 প্রশ্নপত্র
বিভাগ – ক
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ: 1x15=15
১.১ 'মূত্রনির্গমন কেন্দ্র” বা “মিকচুরেশন সেন্টার' উপস্থিত –
(ক) থ্যালামাসে
(খ) হাইপোথ্যালামাসে
(গ) লঘু মস্তিষ্কে
(ঘ) সুষুম্নাশীর্ষকে
১.২ কোশের বার্ধক্য নিয়ন্ত্রিত হয় কোন অংশের দ্বারা -
(ক) সেন্ট্রোমিয়ার
(খ) ক্রোমোমিয়ার
(গ) টেলোমিয়ার
(ঘ) সেন্ট্রোজোম
১.৩ 'Yyrr' জিনোটাইপ যুক্ত মটর গাছের, কত রকমের গ্যামেট উৎপন্ন হতে পারে -
(ক) ৪ টি
(খ) ৩ টি
(গ) ২ টি
(ঘ) ১ টি
১.৪ সমবৃত্তীয় অঙ্গের বিবর্তনকে বলা হয় -
(ক) অপসারী বিবর্তন
(খ) অভিসারী বিবর্তন
(গ) তির্যক বিবর্তন
(ঘ) সমান্তরাল অভিযোজন
১.৫ ‘রেড ডাটা বুক' প্রকাশিত হয় -
(ক) UNESCO
(খ) WWF
(গ) IUCN
(ঘ) ZSI
১.৬ মূল তৈরিতে সাহায্য করে –
(ক) অক্সিন
(খ) জিব্বেরেলিন
(গ) সাইটোকাইনিন
(খ) ইথিলিন
১.৭ 'রোলিং জীভ' হলো -
(ক) প্রকট বৈশিষ্ট্য
(খ) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
(গ) মিশ্র বৈশিষ্ট্য
(ঘ) কোনোটিই নয়
১.৮ 'নিউক্লিওসাইড' হলো -
(ক) শর্করা + N, বেস + ফসফেট
(গ) শর্করা + N2 বেস
(খ) শর্করা + ফসফেট
(ঘ) শর্করা
১.৯ মানবদেহের পৌষ্টিক তন্ত্রের সঙ্গে সংযুক্ত নিষ্ক্রিয় অঙ্গের নাম হলো-
(ক) কক্সিস
(খ) নিকটেটেটিং পর্দা
(গ) অ্যাপেনডিক্স
(ঘ) কানের পেশি
১.১০ কোনো বদ্ধ জলাশয়ে পুষ্টি পদার্থের সঞ্চয় ও শৈবালের মাত্রা বৃদ্ধিকে বলা হয় -
(ক) বায়োঅ্যাকুমুলেশন
(খ) বারোম্যাগনিফিকেশন
(গ) ইউট্রোফিকেশন
(ঘ) নাইট্রিফিকেশন
১.১১ ‘সুপ্রারেনাল গ্রন্থি' বলা হয়-
(ক) পিট্যুইটারি গ্রন্থিকে
(খ) অগ্ন্যাশয় গ্রন্থিকে
(গ) অ্যাড্রিনালিন গ্রন্থিকে
(ঘ) হাইপোথ্যালামাসকে
১.১২ ইন্টারফেজের সবচেয়ে দীর্ঘতম দশা হলো-
(ক) G, দশা
(খ) S দশা
(গ) G, দশা
(ঘ) Go দশা
১.১৩ ডারউইন কোনটিকে ‘প্রকৃতির খেলা” রূপে আখ্যায়িত করেছিলেন ?
(ক) যোগ্যতমের উদবর্তন
(খ) প্রাকৃতিক নির্বাচন
(গ) অস্তিত্বের জন্য সংগ্রাম
(ঘ) মিউটেশন
১.১৪ 'ডালটনিজম' বলা হয় -
(ক) প্রোটানোপিয়াকে
(খ) ট্রাইটানোপিয়াকে
(গ) ডিউটারোনোপিয়াকে
(ঘ) থ্যালাসেমিয়াকে
১.১৫ 'রেডপান্ডা' পাওয়া যায় -
(ক) পূর্ব হিমালয়ে
(খ) সুন্দাল্যান্ডে
(গ) পশ্চিমঘাট পর্বতমালায়
(ঘ) ইন্দোবার্মা হটস্পটে
বিভাগ - খ
2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। ১ x ২১ = ২১
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো ৫টি)ঃ ১x৫=৫ .
২.১. উটের মূত্রে উপস্থিত প্রধান রেচন বস্তুটি হলো ________।
২.২ ‘কুলির অ্যানিমিয়া” বলা হয় ________ কে।
২.৩ সেন্ট্রিওলের পরিমাণ দ্বিগুণ হয় কোশচক্রের _____ দশায়।
২.৪ নারকেলের তরল সস্যে উপস্থিত হরমোনটি হলো _______।
২.৫ খাদ্যশৃঙ্খলের মাধ্যমে ______ পদার্থের পরিমাণ এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে ক্রমশ বৃদ্ধি পায়।
২.৬ মানবদেহে উপস্থিত সংজ্ঞাবহ করোটিয় স্নায়ুর সংখ্যা হলো ______ জোড়া।
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো ৫টি) : ১x৫=৫
২.৭ LH হরমোন পুরুষদেহে ICSH নামে পরিচিত।
২.৮ ব্যক্তবীজী উদ্ভিদের সস্য নিউক্লিয়াস 3n প্রকৃতির ।
২.৯ ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায় a - থ্যালাসেমিয়া রোগে।
২.১০ ইউট্রফিকেশন-এর ফলে জলে BOD -এর মাত্রা বৃদ্ধি পায়।
২.১১ টন্ডুলা দশা দেখা যায় ঈষ্টে।
২.১২ উটের কুঁজে জল পূর্ণ থাকে।
A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তত্ত্বে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে কোনো ৫টি) : ১x৫=৫
A স্তম্ভ - B স্তম্ভ
২.১৩ FSH - (ক) পায়রার বায়ুথলি
২.১৪ bbRr - (খ) জীবন্ত জীবাশ্মা
২.১৫ দ্বৈত শ্বসন - (গ) SPM
২.১৬ আগাছানাশক - (ঘ) কালো অমসৃণ লোম
২.১৭ হাঁপানি - (ঙ) ইস্ট্রোজেন
২.১৮ প্লাটিপাস - (চ) 2 , 4 - D
- (ছ) সাদা অমসৃণ লোম
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ৬ টি): ১ x ৬ = ৬
২.১৯ হিমোফিলিয়া -A- এর জন্য দায়ী ফ্যাক্টরটির নাম লেখো।
২.২০ বিসদৃশ শব্দটি বেছে লেখো- সেরিব্রাম, থ্যালামাস, মাইপোথ্যালামাস,পনস
২.২১. সর্বদা G0 দশায় অবস্থানকারী একটি প্রাণী কোষের নাম লেখো।
২.২২. প্রথম কোথায় JFM শুরু হয়?
২.২৩, ইমাস্কুলেশন কী ?
Read More : - History Mock Test in Bengali with Answers Part-01। মাধ্যমিক ইতিহাস MCQ মক টেস্ট
২.২৪ অনুবিস্তারন পদ্ধতিতে ব্যবহৃত দুটি হরমোনের নাম লেখো।
২.২৫ অতিব্যবহারের জন্য বিপন্ন একটি উদ্ভিদের উদাহরণ দাও।
২.২৬ নীচের চারটি বিষয়ের তিনটি, একটি বিষয়ের অন্তর্গত। সেটি খুঁজে বার করে লেখো-
অ্যামোনিফিকেশন, ডি-নাইট্রিফিকেশন, N চক্র, নাইট্রিফিকেশন
বিভাগ – গ
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো: ২x১২=২৪
৩.১ দ্বৈত নিয়ন্ত্রণ (Dual Control) বলতে কী বোঝো? উদাহরণ দাও।
৩.২ ক্রোমোজোম, DNA ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো।
৩.৩ ফুসফুসঘটিত রোগের সঙ্গে বায়ুদূষণ ও জীবিকার সম্পর্ক প্রতিষ্ঠা করো।
৩.৪ “সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়”- ব্যাখ্যা করো।
৩.৫ হিমোফিলিয়ার বাহুক মহিলার সাথে একজন সুস্থ পুরুষের বৈবাহিক সম্পর্ক গড়ে উঠলে, তাদের পুত্রসন্তানরা কীরূপ হবে, ক্রসের মাধ্যমে দেখাও।
৩.৬ “বেঁটে মটর গাছগুলি সর্বদাই খাঁটি” – উক্তিটি ব্যাখ্যা করো।
৩.৭ মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার দুটি সাহায্যকারী উদাহরণ দাও।
৩.৮ দুটি উদাহরণ দ্বারা মানুষের ক্রিয়াকলাপ দ্বারা N2-চক্র বিঘ্নিত হচ্ছে ব্যাখ্যা করো।
৩.৯ অ্যামোনিফিকেশন ও নাইট্রিফিকেশন-এ সাহায্যকারী দুটি ব্যাক্টেরিয়ার উদাহরণ দাও। ৩.১০ মিলার ও উরের পরীক্ষায় উৎপন্ন দুটি অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও।
৩.১১ ডেনড্রন ও অ্যাক্সনের একটি গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো।
৩:১২ মাছের জলজ অভিযোনে পটকার গুরুত্ব লেখো।
৩.১৩ “স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ অধিক উন্নত”- বক্তব্যটির যথার্থতা বোঝাও।
৩.১৪ থ্যালাসেমিয়া প্রতিরোধে জোনেটিক বাউন্সলিং-এর দুটি গুরুত্ব লেখো।
৩.১৫ মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়ার দুটি পার্থক্য লেখো-
• প্রতিবিম্বের অবস্থান
• অক্ষিগোলকের ব্যাস
৩.১৬ 'কি স্টোন প্রজাতি' বলতে কী বোঝো? উদাহরণ দাও।
৩.১৭ থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন' বলা হয় কেন?
বিভাগ – ঘ
৪। নীচের ছয়টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো: ৫ x ৬ = ৩০
৪.১ একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো- (ক) গ্রাহক (খ) সংজ্ঞাবহ স্নায়ু (গ) স্নায়ুকেন্দ্র (ঘ) চেষ্টীয় স্নায়ু ৩+২
অথবা, মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো- (ক) লেন্স (খ) রেটিনা (গ) পীতবিন্দু (ঘ) অ্যাকুয়াস হিউমার ৩+২
৪.২ উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলি লেখো। মানবদেহে গ্লুকোজের বিপাকে ইনসুলিন হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো।
অথবা, ছকের সাহায্যে হরমোনের 'ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি উদাহরণের দ্বারা বোঝাও। মাছের সন্তরণে মায়োটোম পেশি, পাখনা ও পটকার ভূমিকা লেখো ।
৪.৩ সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত পর্যায়গুলো ব্যাখ্যা করো -
গ্যামেট উৎপাদন , নিষেক, সস্য নিউক্লিয়াসের উৎপাদন। বায়ুপরাগী ফুলের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। ৩ + ২
অথবা, উদ্ভিদ ও প্রাণী কোশের সাইটোকাইনেসিস- এর মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য
নিরূপণ করো - পদ্ধতি , সূচনার সময়কাল, সংগঠনের অভিমুখ। মিয়োসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন ? ৩+২
৪.৪ “সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই সর্বাধিক।”— ক্রসের সাহায্যে উক্ত কথাটির যথার্থতা বোঝাও। মেন্ডেলের তার পরীক্ষার জন্য মটরগাছ নির্বাচনের চারটি কারণ লেখো। ৩+২
অথবা, থ্যালাসেমিয়া রোগের প্রধান চারটি লক্ষণ লেখো। একটি উদাহরণের সাহায্যে দেখাও অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই হয়। 2+3
৪.৫ একটি মৌচাকে কীভাবে শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের খাদ্য উৎসের বার্তা দেয় – ব্যাখ্যা করো। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের তিনটি বিষয় ব্যাখ্যা করো- প্রাকৃতিক নির্বাচন,অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণের উদ্ভব ২ + ৩
অথবা, অভিব্যক্তির স্বপক্ষে প্রমাণ হিসেবে 'সমসংস্থ' ও ‘সমবৃত্তীয়' অঙ্গের গুরত্ব উদাহরণ সহ ব্যাখ্যা করো। ল্যামার্কের মতবাদের দুটি ত্রুটি উল্লেখ করো। ৩ + ২
৪.৬ সুন্দরবনে জীববৈচিত্র্য হ্রাসের কারণ হিসেবে নিম্নলিখিত বিষয়গুলো ব্যাখ্যা করো - খাদ্য ও খাদক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত, উষ্ণতা বৃদ্ধির কারণে জলস্তরের উচ্চতা বৃদ্ধি , নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস। বায়োডাইভারসিটি হটস্পটের প্রধান দুটি শর্ত লেখো।
অথবা, নাইট্রোজেন চক্রের যে কোনো তিনটি ধাপে ব্যাক্টেরিয়ার ভূমিকা ব্যাখ্যা করো। PBR - যে সমস্ত বিষয় লিপিবদ্ধ করা হয় তার একটি তালিকা তৈরি করো। ৩+২
Enter Your Comment