ক্লাস 10 মক টেস্টের ইতিহাস প্রশ্নপত্র ও তার সমাধান (Class 10 Mock Test Series)
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের(West Bengal Board of Secondary Education (WBBSE)) অন্তর্গত মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য Info Educations নিয়ে এসেছে Mock Test Programme 2025। মাধ্যমিক(Madhyamik Exam) ছাত্রছাত্রীদের জন্য জীবনের প্রথম একটি বড়ো গুরুত্বপূর্ণ। আর এই পরীক্ষা যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো তার জন্য নিয়ে Info Educations নিয়ে এসেছে প্রতিটা বিষয়ের Mock Test।মাধ্যমিক ইতিহাস MCQ মক টেস্ট (Madhyamik History MCQ Mock Test Question Paper) পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা মাধ্যমিক ইতিহাস পরীক্ষার দক্ষতা বাড়িয়ে তুলতে পারে। এর জন্য শিক্ষার্থীদের দশম শ্রেণীর ইতিহাস মডেল প্রশ্নপত্র অনুশীলন(Mock Test for Madhyamik 2025 Question Paper), প্রশ্নপত্র অনুশীলন এবং প্রশ্ন ও উত্তর পর্যালোচনার উপর মনোযোগ দেওয়া প্রয়োজন।প্রশ্নপত্র অনুশীলন(Mock Test for Class 10 WBBSE History) শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করে, যাতে তারা West Bengal Board Madhyamik History Mock Test 1 Question and Answer পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে। তাই তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে দশম শ্রেণীর (মাধ্যমিক) ইতিহাস প্রশ্নপত্র(Madhyamik Etihas Proshno O Uttor 2025) ও তার বিস্তারিত সমাধান (West Bengal Madhyamik Mock Test Papers Class 10)। এরকম আরও অন্যান্য বিষয়ের প্রশ্ন ও তার বিস্তারিত সমাধান পাওয়ার জন্য আমাদের Website কে আরও বেশি বেশি করে Follow করো।
WBBSE Madhyamik HISTORY Final Suggestions Mock Test QUESTION PAPER 2025 : -
শ্রেণী - দশমবিষয় - ইতিহাস
পূর্ণমান - 90
সময় - 3 ঘন্টা 15 মিনিট
Info Educations Mock Test for Madhyamik 2025 History Question Paper with Solutions
Madhyamik Mock Test Examination – 2025 Present By Info Educations
Class – X
HISTORY
Time – 3 Hours & 15 Minutes Full Marks – 90
( প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট এবং উত্তর লেখার জন্য বাকি 3 ঘন্টা )Mock test of History of West Bengal Madhyamik exam for 2025
বিভাগ – ক১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১ x ২০ = ২০
১.১ ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন' এই কথাটি বলেছেন –
(ক) মিশেল ফুকো,
(খ) ই. এইচ. কার,
(গ) থুকিডিডিস,
(ঘ) রণজিৎ গুহ।
উত্তর : - (খ) ই. এইচ. কার,
1.2 ‘History from Below' প্রবন্ধটি কার লেখা—
(ক) জর্জ বুদে,
(খ) ই. পি. থমসন,
(গ) জি. এম ট্রেভেলিয়ন।
(ঘ) আর্নল্ড বার্কার
1.2 ‘History from Below' প্রবন্ধটি কার লেখা—
(ক) জর্জ বুদে,
(খ) ই. পি. থমসন,
(গ) জি. এম ট্রেভেলিয়ন।
(ঘ) আর্নল্ড বার্কার
উত্তর : - (খ) ই. পি. থমসন,
১.৩ ভারতে চিপকো আন্দোলন ছিল—
(ক) শ্রমিক আন্দোলন,
(খ) কৃষক আন্দোলন,
(গ) পরিবেশ আন্দোলন,
(ঘ) ভাষা আন্দোলন।
১.৩ ভারতে চিপকো আন্দোলন ছিল—
(ক) শ্রমিক আন্দোলন,
(খ) কৃষক আন্দোলন,
(গ) পরিবেশ আন্দোলন,
(ঘ) ভাষা আন্দোলন।
উত্তর : - (গ) পরিবেশ আন্দোলন,
১.৪ ‘নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন—
(ক) কালীপ্রসন্ন সিংহ,
(খ) মাইকেল মধুসূদন দত্ত,
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়,
(ঘ) রেভারেন্ড জেমস্ লঙ।
১.৪ ‘নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন—
(ক) কালীপ্রসন্ন সিংহ,
(খ) মাইকেল মধুসূদন দত্ত,
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়,
(ঘ) রেভারেন্ড জেমস্ লঙ।
উত্তর : - (ঘ) রেভারেন্ড জেমস্ লঙ।
১.৫ ‘প্রাচ্যবাদী' নামে পরিচিত ছিলেন—
(ক) ডেভিড হেয়ার,
(খ) থমাস ব্যাবিংটন মেকলে,
(গ) উইলিয়াম জোনস্
(ঘ) চার্লস মেটকাফ।
১.৫ ‘প্রাচ্যবাদী' নামে পরিচিত ছিলেন—
(ক) ডেভিড হেয়ার,
(খ) থমাস ব্যাবিংটন মেকলে,
(গ) উইলিয়াম জোনস্
(ঘ) চার্লস মেটকাফ।
উত্তর : - (গ) উইলিয়াম জোনস্
১.৬ “যত মত তত পথ’ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন-
(ক) নব্য বেদান্তবাদের আদর্শ,
(খ) সর্বধর্ম সমন্বয়ের আদর্শ,
(গ) পৌত্তলিকতার আদর্শ,
(ঘ) নবজাগরণের আদর্শ।
১.৬ “যত মত তত পথ’ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন-
(ক) নব্য বেদান্তবাদের আদর্শ,
(খ) সর্বধর্ম সমন্বয়ের আদর্শ,
(গ) পৌত্তলিকতার আদর্শ,
(ঘ) নবজাগরণের আদর্শ।
উত্তর : - (খ) সর্বধর্ম সমন্বয়ের আদর্শ,
১.৭ ‘মেদিনীপুরের লক্ষ্মীবাই' নামে পরিচিত ছিলেন—
(ক) রানি রাসমণি,
(খ) রানি শিরোমণি,
(গ) রানি লক্ষ্মীবাই,
(ঘ) রানি দুর্গাবতী।
১.৭ ‘মেদিনীপুরের লক্ষ্মীবাই' নামে পরিচিত ছিলেন—
(ক) রানি রাসমণি,
(খ) রানি শিরোমণি,
(গ) রানি লক্ষ্মীবাই,
(ঘ) রানি দুর্গাবতী।
উত্তর : - (খ) রানি শিরোমণি,
১.৮ চাষিকে অগ্রিম টাকা দাদন দিয়ে নীলচাষের পদ্ধতিকে বলা হত –
(ক) এলাকা চাষ,
(খ) বে-এলাকা চাষ,
(গ) ঝুম চাষ,
(ঘ) হলকা।
১.৮ চাষিকে অগ্রিম টাকা দাদন দিয়ে নীলচাষের পদ্ধতিকে বলা হত –
(ক) এলাকা চাষ,
(খ) বে-এলাকা চাষ,
(গ) ঝুম চাষ,
(ঘ) হলকা।
উত্তর : - (খ) বে-এলাকা চাষ,
১.৯ ১৮৮৫ খ্রি. বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় যে বিদ্রোহের ফলে তা হল—
(ক) পাগলাপন্থী বিদ্রোহ,
(খ) চুয়াড় বিদ্রোহ,
(গ) মুন্ডা বিদ্রোহ,
(ঘ) পাবনা বিদ্রোহ।
১.৯ ১৮৮৫ খ্রি. বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় যে বিদ্রোহের ফলে তা হল—
(ক) পাগলাপন্থী বিদ্রোহ,
(খ) চুয়াড় বিদ্রোহ,
(গ) মুন্ডা বিদ্রোহ,
(ঘ) পাবনা বিদ্রোহ।
উত্তর : - (ঘ) পাবনা বিদ্রোহ।
১.১০ ‘Eighteen Fifty Seven' গ্রন্থটির রচয়িতা-
(ক) রমেশচন্দ্র মজুমদার,
(খ) তারাচাঁদ,
(গ) সুরেন্দ্রনাথ সেন,
(ঘ) ভি ডি সাভারকার।
১.১০ ‘Eighteen Fifty Seven' গ্রন্থটির রচয়িতা-
(ক) রমেশচন্দ্র মজুমদার,
(খ) তারাচাঁদ,
(গ) সুরেন্দ্রনাথ সেন,
(ঘ) ভি ডি সাভারকার।
উত্তর : - (গ) সুরেন্দ্রনাথ সেন,
১.১১ আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল—
(ক) সোমপ্রকাশ পত্রিকায়,
(খ) অমৃতবাজার পত্রিকায়,
(গ) বামাবোধিনী পত্রিকায়,
(ঘ) দেশ পত্রিকায়।
১.১১ আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল—
(ক) সোমপ্রকাশ পত্রিকায়,
(খ) অমৃতবাজার পত্রিকায়,
(গ) বামাবোধিনী পত্রিকায়,
(ঘ) দেশ পত্রিকায়।
উত্তর : - (খ) অমৃতবাজার পত্রিকায়,
১.১২ বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়—
(ক) কলকাতায়, ·
(খ) শ্রীরামপুরে,
(গ) হুগলিতে,
(ঘ) ঢাকায়।
১.১২ বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়—
(ক) কলকাতায়, ·
(খ) শ্রীরামপুরে,
(গ) হুগলিতে,
(ঘ) ঢাকায়।
উত্তর : - (গ) হুগলিতে,
১.১৩ জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল—
(ক) বিজ্ঞান ও করিগরি শিক্ষা প্রসারের,
(খ) ইংরেজি শিক্ষা বিস্তারের,
(গ) বিদ্যালয়ের পাঠ্যপুস্তক ছাপার,
(ঘ) বুনিয়াদি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে।
১.১৩ জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল—
(ক) বিজ্ঞান ও করিগরি শিক্ষা প্রসারের,
(খ) ইংরেজি শিক্ষা বিস্তারের,
(গ) বিদ্যালয়ের পাঠ্যপুস্তক ছাপার,
(ঘ) বুনিয়াদি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে।
উত্তর : - (ক) বিজ্ঞান ও করিগরি শিক্ষা প্রসারের,
১.১৪ তেভাগা আন্দোলন (১৯৪৬ খ্রি.) সংগঠিত হয়েছিল—
(ক) হায়দরাবাদে,
(খ) মাদ্রাজে,
(গ) যুক্তপ্রদেশে,
(ঘ) বাংলায়।
১.১৪ তেভাগা আন্দোলন (১৯৪৬ খ্রি.) সংগঠিত হয়েছিল—
(ক) হায়দরাবাদে,
(খ) মাদ্রাজে,
(গ) যুক্তপ্রদেশে,
(ঘ) বাংলায়।
উত্তর : - (ঘ) বাংলায়।
১.১৫ 'ভেট্টি' কথার অর্থ হল-
(ক) বেগার শ্রমদান,
(খ) অতিরিক্ত খাজনা,
(গ) জমিদারদের ভৃত্য
(ঘ) কৃষক সম্প্রদায়।
১.১৫ 'ভেট্টি' কথার অর্থ হল-
(ক) বেগার শ্রমদান,
(খ) অতিরিক্ত খাজনা,
(গ) জমিদারদের ভৃত্য
(ঘ) কৃষক সম্প্রদায়।
উত্তর : - (ক) বেগার শ্রমদান,
১.১৬ ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন-
(ক) লালা লাজপত রায়,
(খ) রাসবিহারী বসু,
(গ) জয়প্রকাশ নারায়ণ,
(ঘ) মানবেন্দ্রনাথ রায়।
১.১৬ ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন-
(ক) লালা লাজপত রায়,
(খ) রাসবিহারী বসু,
(গ) জয়প্রকাশ নারায়ণ,
(ঘ) মানবেন্দ্রনাথ রায়।
উত্তর : - (ঘ) মানবেন্দ্রনাথ রায়।
১.১৭ রশিদ আলি দিবস' পালিত হয়েছিল—
(ক) নৌবিদ্রোহের,
(খ) খিলাফত আন্দোলনের,
(গ) আইন অমান্য আন্দোলনের,
(ঘ) আজাদ হিন্দ ফৌজের সেনাদের সমর্থনে।
১.১৭ রশিদ আলি দিবস' পালিত হয়েছিল—
(ক) নৌবিদ্রোহের,
(খ) খিলাফত আন্দোলনের,
(গ) আইন অমান্য আন্দোলনের,
(ঘ) আজাদ হিন্দ ফৌজের সেনাদের সমর্থনে।
উত্তর : - (ঘ) আজাদ হিন্দ ফৌজের সেনাদের সমর্থনে।
১.১৮ 'জাস্টিস পার্টি' গঠিত হয়—
(ক) উচ্চবর্ণের হিন্দুদের নিয়ে,
(খ) দলিত গোষ্ঠীদের নিয়ে,
(গ) উপজাতি গোষ্ঠীদের নিয়ে,
(ঘ) নিম্নবর্গের মানুষদের নিয়ে।
(ক) উচ্চবর্ণের হিন্দুদের নিয়ে,
(খ) দলিত গোষ্ঠীদের নিয়ে,
(গ) উপজাতি গোষ্ঠীদের নিয়ে,
(ঘ) নিম্নবর্গের মানুষদের নিয়ে।
উত্তর : - (খ) দলিত গোষ্ঠীদের নিয়ে,
১.১৯ ভারতীয় ইউনিয়নে কতগুলি দেশীয় রাজ্য যোগ দিয়েছিল—
(ক) ৫৫০টি,
(খ) ৫৬২টি,
(গ) ৫৪০টি,
(ঘ) ৫৬০টি।
১.১৯ ভারতীয় ইউনিয়নে কতগুলি দেশীয় রাজ্য যোগ দিয়েছিল—
(ক) ৫৫০টি,
(খ) ৫৬২টি,
(গ) ৫৪০টি,
(ঘ) ৫৬০টি।
উত্তর : - (ক) ৫৫০টি,
১.২০ নাগাল্যান্ড রাজ্যের জন্ম হয়—
(ক) ১৯৬০ খ্রি.,
(খ) ১৯৬১ খ্রি.,
(গ) ১৯৬২ খ্রি.,
(ঘ) ১৯৬৩ খ্রি.।
১.২০ নাগাল্যান্ড রাজ্যের জন্ম হয়—
(ক) ১৯৬০ খ্রি.,
(খ) ১৯৬১ খ্রি.,
(গ) ১৯৬২ খ্রি.,
(ঘ) ১৯৬৩ খ্রি.।
উত্তর : - (ক) ১৯৬০ খ্রি.,
বিভাগ—খ
২. যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে): ১ x ১৬ = ১৬উপবিভাগ: ২.১
একটি বাক্যে উত্তর হবে: ১ x ৪ = ৪
২.১.১ ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু হয়?
একটি বাক্যে উত্তর হবে: ১ x ৪ = ৪
২.১.১ ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু হয়?
উত্তর : - 1851 খ্রিস্টাব্দে।
২.১.২ ‘একেশ্বরবাদীদের প্রতি' বইটি কার রচনা?
২.১.২ ‘একেশ্বরবাদীদের প্রতি' বইটি কার রচনা?
উত্তর : - রাজা রামমোহন রায়
২.১.৩ ‘মাতৃভাষা সংবাদপত্র আইন' বা 'ভার্নাকুলার প্রেস অ্যাক্ট'কে জারি করেন ?
২.১.৩ ‘মাতৃভাষা সংবাদপত্র আইন' বা 'ভার্নাকুলার প্রেস অ্যাক্ট'কে জারি করেন ?
উত্তর : - ১৮৭৮ খ্রিস্টাব্দে লর্ড লিটন ।
২.১.৪ অ্যান্টি সার্কুলার সোসাইটি কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : - শচীন্দ্রপ্রসাদ বসু।
উপবিভাগ: ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো: ১ x ৪ = ৪
২.২.১ পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হল মানাকালা ।
ঠিক বা ভুল নির্ণয় করো: ১ x ৪ = ৪
২.২.১ পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হল মানাকালা ।
উত্তর : - ঠিক
২.২.২ সুই মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা।
২.২.২ সুই মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা।
উত্তর : - ভুল
২.২.৩ ড. উইলিয়াম রকসবার্গ-কে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয়।
২.২.৩ ড. উইলিয়াম রকসবার্গ-কে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয়।
উত্তর : - ঠিক
২.২.৪ ১৯৬০ সালে কেন্দ্রীয় সরকার বোম্বাইকে ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট নামে দু'টি নতুন প্রদেশ গঠন করে।
২.২.৪ ১৯৬০ সালে কেন্দ্রীয় সরকার বোম্বাইকে ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট নামে দু'টি নতুন প্রদেশ গঠন করে।
উত্তর : - ঠিক
উপবিভাগ: ২.৩
‘ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভের মেলাও : ১ x ৪ = ৪
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
২.৩.১ হরিশচন্দ্র মুখোপাধ্যায় - ১. ডন সোসাইটি ও জাতীয় শিক্ষা আন্দোলন ।
২.৩.২ দেবী চৌধুরানী - ২. ১৮৫৫-১৮৬১ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক
২.৩.৩ সতীশচন্দ্র মুখার্জী - ৩. ১৮৮৩ খ্রি. সংগঠিত প্রথম ছাত্র আন্দোলনের একজন ছাত্র ।
২.৩.৪ চিত্তরঞ্জন দাশ - ৪. সন্ন্যাসী বিদ্রোহে যুক্ত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য।
‘ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভের মেলাও : ১ x ৪ = ৪
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
২.৩.১ হরিশচন্দ্র মুখোপাধ্যায় - ১. ডন সোসাইটি ও জাতীয় শিক্ষা আন্দোলন ।
২.৩.২ দেবী চৌধুরানী - ২. ১৮৫৫-১৮৬১ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক
২.৩.৩ সতীশচন্দ্র মুখার্জী - ৩. ১৮৮৩ খ্রি. সংগঠিত প্রথম ছাত্র আন্দোলনের একজন ছাত্র ।
২.৩.৪ চিত্তরঞ্জন দাশ - ৪. সন্ন্যাসী বিদ্রোহে যুক্ত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য।
উত্তর : -
২.৩.১ হরিশচন্দ্র মুখোপাধ্যায় - ২. ১৮৫৫-১৮৬১ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক
২.৩.২ দেবী চৌধুরানী - ৪. সন্ন্যাসী বিদ্রোহে যুক্ত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য।
২.৩.৩ সতীশচন্দ্র মুখার্জী - ১. ডন সোসাইটি ও জাতীয় শিক্ষা আন্দোলন ।
২.৩.৩ সতীশচন্দ্র মুখার্জী - ১. ডন সোসাইটি ও জাতীয় শিক্ষা আন্দোলন ।
২.৩.৪ চিত্তরঞ্জন দাশ - ৩. ১৮৮৩ খ্রি. সংগঠিত প্রথম ছাত্র আন্দোলনের একজন ছাত্র ।
উপবিভাগ: ২.৪
প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো: ১ x ৪ = ৪
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা ।
২.৪.২ ঝাঁসি — ১৮৫৭ সালের মহাবিদ্রোহে কেন্দ্র।
২.৪.৩ পুনর্গঠিত রাজ্য নাগাল্যান্ড।
২.৪.৪ ভারতের জাতীয় মহাফেজ খানা – দিল্লি।
প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো: ১ x ৪ = ৪
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা ।
২.৪.২ ঝাঁসি — ১৮৫৭ সালের মহাবিদ্রোহে কেন্দ্র।
২.৪.৩ পুনর্গঠিত রাজ্য নাগাল্যান্ড।
২.৪.৪ ভারতের জাতীয় মহাফেজ খানা – দিল্লি।
উপবিভাগ: ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো: ১ x ৪ = ৪
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো: ১ x ৪ = ৪
২.৫.১ বিবৃতি: দীনবন্ধু মিত্র নীলদর্পণ রচনা করেন ।
ব্যাখ্যা - ১. এটা ছিল নীলচাষিদের জীবন ও অবস্থার ওপর লেখা একটি উপন্যাস।
ব্যাখ্যা - ২. এটা ছিল নীলকরদের জন্য নীলচাষ করার একটি নির্দেশিকা।
ব্যাখ্যা - ৩. এটা ছিল একটা নাটক যা নীলকরদের অত্যাচারের ছবি তুলে ধরেছিল।
ব্যাখ্যা - ১. এটা ছিল নীলচাষিদের জীবন ও অবস্থার ওপর লেখা একটি উপন্যাস।
ব্যাখ্যা - ২. এটা ছিল নীলকরদের জন্য নীলচাষ করার একটি নির্দেশিকা।
ব্যাখ্যা - ৩. এটা ছিল একটা নাটক যা নীলকরদের অত্যাচারের ছবি তুলে ধরেছিল।
উত্তর : - ব্যাখ্যা - ৩. এটা ছিল একটা নাটক যা নীলকরদের অত্যাচারের ছবি তুলে ধরেছিল।
২.৫.২ বিবৃতি: শিক্ষিত বাঙালিসমাজের একটা বড়ো অংশ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেনি।
ব্যাখ্যা - ১. বিদ্রোহীরা বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল।
ব্যাখ্যা - ২. এই বিদ্রোহ ছিল মূলত অশিক্ষিত মানুষের বিদ্রোহ।
ব্যাখ্যা - ৩. শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশদের অধীনে চাকরিজীবী ছিল।
ব্যাখ্যা - ১. বিদ্রোহীরা বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল।
ব্যাখ্যা - ২. এই বিদ্রোহ ছিল মূলত অশিক্ষিত মানুষের বিদ্রোহ।
ব্যাখ্যা - ৩. শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশদের অধীনে চাকরিজীবী ছিল।
উত্তর : - ব্যাখ্যা - ৩. শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশদের অধীনে চাকরিজীবী ছিল।
2.৫.৩ বিবৃতি: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকসমাজ সক্রিয় ভাবে অংশগ্রহণ করেনি।
ব্যাখ্যা - ১. এই আন্দোলনে কোনো কৃষক নেতা ছিল না।
ব্যাখ্যা - ২. এই আন্দোলনে জনসমর্থন ছিল না।
ব্যাখ্যা - ৩. এই আন্দোলনে কৃষকদের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়নি।
ব্যাখ্যা - ১. এই আন্দোলনে কোনো কৃষক নেতা ছিল না।
ব্যাখ্যা - ২. এই আন্দোলনে জনসমর্থন ছিল না।
ব্যাখ্যা - ৩. এই আন্দোলনে কৃষকদের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়নি।
উত্তর : - ব্যাখ্যা - ৩. এই আন্দোলনে কৃষকদের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়নি।
2.৫.৪ বিবৃতি: ১৯৩২ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন।
ব্যাখ্যা - ১. নিম্নবর্গের হিন্দুসমাজকে রাজনৈতিক অধিকার প্রদানের জন্য।
ব্যাখ্যা - ২. হিন্দুসমাজের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য।
ব্যাখ্যা - ৩. ব্রিটিশ শাসন ব্যবস্থাকে স্থায়িত্বদানের জন্য।
ব্যাখ্যা - ১. নিম্নবর্গের হিন্দুসমাজকে রাজনৈতিক অধিকার প্রদানের জন্য।
ব্যাখ্যা - ২. হিন্দুসমাজের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য।
ব্যাখ্যা - ৩. ব্রিটিশ শাসন ব্যবস্থাকে স্থায়িত্বদানের জন্য।
উত্তর : - ব্যাখ্যা - ২. হিন্দুসমাজের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য।
বিভাগ – গ
৩. দু'টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো এগারোটি) : ২ x ১১ = ২২
৩.১ ইতিহাসচর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখো।
৩.২ নিন্মবর্গের ইতিহাসচর্চা বলতে কি বোঝো ?
৩.৩ ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হলো কেন ?
৩.৪ বিবেকানন্দের নব্য বেদান্ত কী?
৩.৫ পাইকরা কেন চুয়াড় বিদ্রোহে অংশ নিয়েছিল?
৩.৬ নীল কমিশনের সুপারিশগুলি কী কী?
৩.৭ কাকে কেন 'বাংলার গুটেনবার্গ' বলা হয়?
৩.৮ কী উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম (১৯০১) ও বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন?
৩.৯ একা আন্দোলন কেন সংগঠিত হয়েছিল?
৩.১০ ‘ত্রিপুরী সংকট' বলতে কী বোঝো?
৩.১১ অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১২ ভগৎ সিং কেন স্মরণীয়?
৩.১৩ ‘অলিন্দ যুদ্ধ’ কী?
৩.১৪ পত্তি শ্রীরামালু কে ছিলেন?
৩.১৫ দর কমিশন কেন গঠিত হয়েছিল?
৩.১৬ কোন সময়কে কেন ভারতের ‘পুনর্বাসনের যুগ' বলা হয়?
৩. দু'টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো এগারোটি) : ২ x ১১ = ২২
৩.১ ইতিহাসচর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখো।
৩.২ নিন্মবর্গের ইতিহাসচর্চা বলতে কি বোঝো ?
৩.৩ ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হলো কেন ?
৩.৪ বিবেকানন্দের নব্য বেদান্ত কী?
৩.৫ পাইকরা কেন চুয়াড় বিদ্রোহে অংশ নিয়েছিল?
৩.৬ নীল কমিশনের সুপারিশগুলি কী কী?
৩.৭ কাকে কেন 'বাংলার গুটেনবার্গ' বলা হয়?
৩.৮ কী উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম (১৯০১) ও বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন?
৩.৯ একা আন্দোলন কেন সংগঠিত হয়েছিল?
৩.১০ ‘ত্রিপুরী সংকট' বলতে কী বোঝো?
৩.১১ অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১২ ভগৎ সিং কেন স্মরণীয়?
৩.১৩ ‘অলিন্দ যুদ্ধ’ কী?
৩.১৪ পত্তি শ্রীরামালু কে ছিলেন?
৩.১৫ দর কমিশন কেন গঠিত হয়েছিল?
৩.১৬ কোন সময়কে কেন ভারতের ‘পুনর্বাসনের যুগ' বলা হয়?
বিভাগ—ঘ
৪. সাত বা আটটি বাক্যে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে প্রশ্নের উত্তর দাও): ৪ x ৬ = ২৪
উপবিভাগ: ঘ. ১
৪.১ উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো।
৪.২ সর্বধর্ম আদর্শের সমন্বয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ধর্মচিন্তা সম্পর্কে আলোচনা করো।
উপবিভাগ: ঘ. ২
৪.৩ মুন্ডা বিদ্রোহের তাৎপর্য ও বীরসা মুন্ডার ভূমিকা আলোচনা করো।
৪.৪ হিন্দুমেলার গুরুত্ব লেখো।
উপবিভাগ: ঘ.৩
৪.৫ ভারতে বৈজ্ঞানিক গবেষণার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স'-এর ভূমিকা ব্যাখ্যা করো।
৪.৬ জাতীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠা ও কার্যাবলি আলোচনা করো।
উপবিভাগ: ঘ. ৪
৪.৭ দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক সম্পর্কে টীকা লেখো।
৪.৮ উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল আলোচনা করো।
৪. সাত বা আটটি বাক্যে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে প্রশ্নের উত্তর দাও): ৪ x ৬ = ২৪
উপবিভাগ: ঘ. ১
৪.১ উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো।
৪.২ সর্বধর্ম আদর্শের সমন্বয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ধর্মচিন্তা সম্পর্কে আলোচনা করো।
উপবিভাগ: ঘ. ২
৪.৩ মুন্ডা বিদ্রোহের তাৎপর্য ও বীরসা মুন্ডার ভূমিকা আলোচনা করো।
৪.৪ হিন্দুমেলার গুরুত্ব লেখো।
উপবিভাগ: ঘ.৩
৪.৫ ভারতে বৈজ্ঞানিক গবেষণার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স'-এর ভূমিকা ব্যাখ্যা করো।
৪.৬ জাতীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠা ও কার্যাবলি আলোচনা করো।
উপবিভাগ: ঘ. ৪
৪.৭ দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক সম্পর্কে টীকা লেখো।
৪.৮ উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল আলোচনা করো।
ঙ - বিভাগ
৫. পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: - ৮ x ১ = ৮
৫.১ বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় ? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী ছিল? ৫+৩
৫,২ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও । ৫+৩
৫.৩ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো ।
৫. পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: - ৮ x ১ = ৮
৫.১ বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় ? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী ছিল? ৫+৩
৫,২ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও । ৫+৩
৫.৩ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো ।
উত্তপত্র ইতিহাস Mock Test No - 01
১.১-খ, ১.২-খ, ১.৩-গ, ১.৪-ঘ, ১.৫-গ, ১.৬-খ, ১.৭-খ, ১.৮-খ, ১.৯-ঘ, ১.১০-গ, ১.১১-খ, ১.১২-গ, ১.১৩-ক, ১.১৪-ঘ, ১.১৫-ক, ১.১৬-ঘ, ১.১৭- ঘ, ১.১৮-২, ১.১৯-ক, ১.২০-ক। ২.১.১-১৮৫১ খ্রিস্টাব্দে, ২.১.২-রাজা রামমোহন রায়, ২.১.৩-১৮৭৮ খ্রিস্টাব্দে লর্ড লিটন, ২.১.৪-শচীন্দ্রপ্রসাদ বসু। ২.২.১-ঠিক, ২.২.২-ভুল, ২.২.৩-ঠিক, ২.২.৪-ঠিক। ২.৩.১-২, ২.৩.২-৪, ২.৩.৩-১, ২.৩.৪-৩। ২.৫.১ ব্যাখ্যা-৩, ২.৫.২-ব্যাখ্যা-৩, ২.৫.৩-ব্যাখ্যা-৩, ২.৫.৪- ব্যাখ্যা-২।
Enter Your Comment