West Bengal Board Class 9
History Model Question Papers 2024। ক্লাস
9 ইতিহাস 3য় ইউনিট পরীক্ষার সাজেশন 2024
Class 9 History Third Unit Test Question Paper 2024। নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র
শ্রেণী |
নবম |
বিষয় |
ইতিহাস |
পূর্ণমান |
৯০ |
সময় |
৩ ঘন্টা ১৫ মিনিট |
Third Summative Evaluation - 2024
Class-IX History
Time: 3 Hours 15 Minutes
Full Marks: 90
WBBSE Class 9 History 3rd Unit Test Question Paper। নবম শ্রেণীর ইতিহাস সাজেশন 2024
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 x 20 = 20
(i) ফ্রান্সে গ্যাবেল ছিল -
(a) লবণ কর
(b) জমির ওপর ধার্য কর
(c) ধর্মীয় কর
(d) উৎপাদন কর
(ii) রোবসপিয়র ছিলেন -
(a) জ্যাকোবিন
(b) সাঁকুলোং
(c) জিরন্ডিস্ট
(d) রাজতন্ত্রী
(iii) 'সামাজিক চুক্তি'র
রচয়িতা হলেন -
(a) মন্তেস্কু
(b) রুশো
(c) ভলতেয়ার
(d) অ্যাডাম স্মিথ
(iv) ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয় -
(a) 1794 খ্রিস্টাব্দে
(b) 1798 খ্রিস্টাব্দে
(c) 1795 খ্রিস্টাব্দে
(d) 1799 খ্রিস্টাব্দে
(v) সিজালপাইন প্রজাতন্ত্র ছিল -
(a) ফ্রান্সে
(b) জার্মানিতে
(c) রাশিয়ায়
(d) ইটালিতে
(vi) আইবেরীয় উপদ্বীপ বলা হয় -
(a) স্পেন ও পোর্তুগালকে
(b) ফ্রান্স ও বেলজিয়ামকে
(c) ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে
(d) নরওয়ে ও ডেনমার্ককে
(vii) প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু
হয়েছিল -
(a) প্যারিসে
(b) ভিয়েনায়
(c) রোমে
(d) ভার্সাই-এ
(viii) ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র
প্রতিষ্ঠিত হয়েছিল -
(a) 1830 খ্রিস্টাব্দে
(b) 1852 খ্রিস্টাব্দে
(c) 1848 খ্রিস্টাব্দে
(d) 1870 খ্রিস্টাব্দে
(ix) হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের নেতা
হলেন -
(a) ম্যাৎসিনি
(b) গ্যারিবল্ডি
(c) বিসমার্ক
(d) লুই কমুখ
(x) শিল্পবিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন
-
(a) অগাস্তে ব্ল্যাংকি
(b) কার্ল মার্কস
(c) রবার্ট ওয়েন
(d) এজোলস
(xi) 'The Wealth of Nations'-এর রচয়িতা -
(a) রুশো
(b) কুয়েসনে
(c) অ্যাডাম স্মিথ
(d) টমাস মোর
(xii) ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হল -
(a) আমেরিকা
(b) ভারত
(c) চিন
(d) আফ্রিকা
(xiii) চিন সাম্রাজ্যে উন্মুক্ত দ্বার নীতির
প্রস্তাব করে -
(a) ফ্রান্স
(b) রাশিয়া
(c) ইংল্যান্ড
(d) মার্কিন যুক্তরাষ্ট্র
(xiv) রাশিয়ার পার্লামেন্টের নাম -
(a) ডুমা
(b) হোয়াইট হাউস
(c) স্টেটস জেনারেল
(d) রাইখস্ট্যাগ
(xv) বিশ্বব্যাপী মহামন্দা শুরু হয়েছিল -
(a) 1930 খ্রিস্টাব্দে
(b) 1929 খ্রিস্টাব্দে
(c) 1932 খ্রিস্টাব্দে
(d) 1939 খ্রিস্টাব্দে
(xvi) 1920-এর দশকে ইউরোপের সরকারগুলি ছিল -
(a) একনায়কতান্ত্রিক
(b) নৈরাজ্যবাদী
(c) গণতান্ত্রিক
(d) রাজতান্ত্রিক
(xvii) পোলিশ করিডর অবস্থিত -
(a) রোমে
(b) প্যারিসে
(c) টোকিও-তে
(d) বার্লিনে
(xviii) 'ডি ডে' বা মুক্তি দিবস
হল -
(a) 06/06/1944
(b) 16/06/1944
(c) 07/06/1944
(d) 10/06/1944
(xix) আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত -
(a) নিউ ইয়র্কে
(b) জেনেভায়
(c) হেগ-এ
(d) রোমে
(xx) 'ভেটো'-এর অর্থ -
(a) প্রস্তাবে সম্মত হওয়া
(b) প্রস্তাবে অসম্মত হওয়া
(c) প্রস্তাব নাকচ করা
(d) প্রস্তাব দিতে বাধা দেওয়া
2. নিন্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
(প্রতি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দিতে হবে) : ১ x ১৬ = ১৬
২.১
নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
(i) 'করভি' কী?
(ii) ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল?
(iii) ইউরোপের প্রথম জাতিরাষ্ট্রের নাম কী?
(iv) একজন ইউটোপীয় বা কাল্পনিক সমাজতন্ত্রীর নাম
লেখো।
২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
(i) 39টি ক্ষুদ্র জার্মান রাজ্য নিয়ে রাইন
রাষ্ট্রসংঘ গঠিত হয়।
(ii) কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল 1805
খ্রিস্টাব্দে।
(iii) 'সেফটি ল্যাম্প' আবিষ্কার করেন
জন কে।
(iv) জার্মানির আইনসভার নাম রাইখস্ট্যাগ।
২.৩. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
কার্বোনারি |
ভূমিদাসদের মুক্তি |
কমিউনিস্ট ম্যানিফেস্টো |
গুপ্ত বিপ্লবী সমিতি |
জন হে |
উন্মুক্ত দ্বার নীতি |
দ্বিতীয় আলেকজান্ডার |
রাশিয়া |
রুগ্ণ মানুষ |
1848 খ্রিস্টাব্দ |
|
তুরস্ক |
২.৪ শুন্যস্থান পূরণ করো :
(i) নেপোলিয়নের সঙ্গে পোপ সপ্তম পায়াসের _______
চুক্তি
স্বাক্ষরিত হয়।
(ii) নাগরিকরা সম্পত্তির ভিত্তিতে. _________
ও _________
দুভাগে
বিভক্ত ছিল।
(iii) স্পেন ও পোর্তুগালের সম্মিলিত বাহিনীর যুদ্ধকে _____
বলে।
(iv) ফ্রাঙ্কফোর্টের সন্ধি দ্বারা ____ যুদ্ধের
পরিসমাপ্তি ঘটে।
(v)_____ ধারা বিশিষ্ট জাতিপুঞ্জের সনদটিও
সর্বসম্মতিক্রমে গ্রাহ্য হয়।
২.৫ নিন্মলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি
নির্বাচন করো।
(i) বিবৃতি : বিপ্লবী ফরাসি জনতা বাস্তিল
দুর্গ আক্রমণ করে তার পতন ঘটায়-
ব্যাখ্যা- (a) : বাস্তিল দুর্গ
স্বৈরাচারী রাজতন্ত্র ও অত্যাচারী শাসনের প্রতীক ছিল।
ব্যাখ্যা (b) : বাস্তিল দুর্গ
বুরবো রাজাদের রাজধানী ছিল।
ব্যাখ্যা-(c) : বাস্তিল দুর্গ
যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রধান কার্যালয় ছিল।
(ii) বিবৃতি : ফ্রান্সের রাজা দশম চার্লসের
সঙ্গে উদারপন্থীদের সংঘাত দেখা দেয়-
ব্যাখ্যা-(a) : দশম চার্লস
ফেব্রুয়ারি অর্ডিন্যান্স জারি করে উদারপন্থীদের দমনের নীতি নেন।
ব্যাখ্যা-(b) : দশম চার্লস
ইংল্যান্ডের সাহায্যে উদারপন্থীদের উৎসাহ দেওয়ার নীতি নেন।
ব্যাখ্যা-(c) : দশম চার্লস
রাজতন্ত্র, যাজকতন্ত্র ও অভিজাততন্ত্রের প্রাধান্য
পুনঃপ্রতিষ্ঠার নীতি নেন।
(iii) বিবৃতি : 1882
খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি গঠিত হয়—
ব্যাখ্যা-(a) : বিসমার্ক এবং
জোট রাজনীতির ফল ছিল এই চুক্তি।
ব্যাখ্যা-(b) : তিন সম্রাটের
চুক্তি ছিল ত্রিশক্তি চুক্তির মূল ভিত্তি।
ব্যাখ্যা-(c) : ওয়েল্ট
পলিটিক-এর প্রতিক্রিয়া রূপে গঠিত হয় 'ত্রিশক্তি চুক্তি'।
(iv) বিবৃতি : তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল
অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া—
ব্যাখ্যা-(a) : তৃতীয় বিশ্বের
দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন ছিল।
ব্যাখ্যা-(b) : তৃতীয় বিশ্বের
দেশগুলি ছিল এশিয়া, আফ্রিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ।
ব্যাখ্যা-(c) : তৃতীয় বিশ্বের
দেশগুলি সোভিয়েত রাশিয়ার অধীন ছিল।
5. দু-তিনটি বাক্যে নিম্নলিখিত
প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১টি)
2 x 11 = 22
(i) কবে 'টেনিস কোর্টের শপথ' হয়েছিল?
(ii) 'থার্মিডোরীয় প্রতিক্রিয়া' কী?
(iii) লিপজিগের যুদ্ধকে 'জাতিসমূহের
যুদ্ধ' বলা হয় কেন?
(iv) 'পোড়ামাটি নীতি' কী?
(v) "উষ্ণজল নীতি' বলতে কী বোঝো?
(vi) কার্লসবাড ডিক্রি কেন জারি করা হয়?
(vii) আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়?
(vii) হুভার মোরাটোরিয়াম' বলতে কী বোঝো?
(ix) কোন্ কোন্ দেশ ক্রিমিয়ার যুদ্ধে যোগদান করেছিল?
(x) ইঙ্গ-ফরাসি তোষণনীতির উদ্দেশ্য কী ছিল?
(xi) স্পেনীয় গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের
মহড়া বলা হয় কেন ?
(xii) কোন্ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র
দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে?
(xiii) কী কারণে জাতিসংঘ ব্যর্থ হয়েছিল?
(xiv) নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব কী ?
Read More : - Class 9 Mathematics Third Unit Test Question Paper 2024। নবম শ্রেণি গণিত প্রথম ইউনিট টেস্ট প্রশ্ন
6. নিম্নলিখিত যে-কোনো 6টি
প্রশ্নের উত্তর দাও : 4 x 6 = 24
(i) ফরাসি বিপ্লবে নারীদের অবদান কী ছিল?
(ii) নতুন ফরাসি সংবিধানে নাগরিকদের কী কী
গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়েছিল?
(iii) টীকা লেখো : নেপোলিয়নের অর্থনৈতিক ও আইন
সংস্কার।
(iv)ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো।
(v) ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা
করো।
(vi) টীকা লেখো : ইয়ং ইটালি'।
(vii) উপনিবেশবাদের সঙ্গে জাতীয়তাবাদের সম্পর্ক
বিশ্লেষণ করো।
(viii) ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে ভারত কীভাবে
রপ্তানিকারী থেকে আমদানিকারীতে পরিণত হয়?
(ix) সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের প্রভাব আলোচনা
করো।
(x) ভার্সাই চুক্তির অর্থনৈতিক প্রভাব কীরূপ ছিল?
(xi) হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন?
(xii) তুমি কি মনে করো দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রকৃত
অর্থে ‘বিশ্বজনীন যুদ্ধ' ছিল?
7. নিম্নলিখিত যে-কোনো একটি প্রশ্নের
উত্তর দাও : 1 x 8 = 8
(i) বিসমার্কের রক্ত ও লৌহ নীতি জার্মানির ঐক্য
ঘটিয়েছিল - মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো।
(ii) সমাজ ও অর্থনীতিতে শিল্পবিপ্লব কীরূপ প্রভাব
ফেলেছিল?
(iii) প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল লেখো।
Wbbse Class 9 History Third Unit Test Question Paper with Answers। নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর
1.সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) ফ্রান্সে গ্যাবেল ছিল - (a) লবণ
কর
(ii) রোবসপিয়র ছিলেন - (a) জ্যাকোবিন
(iii) 'সামাজিক চুক্তি'র রচয়িতা হলেন
- (b) রুশো
(iv) ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয় - (c)
1795
খ্রিস্টাব্দে
(v) সিজালপাইন প্রজাতন্ত্র ছিল - (d) ইটালিতে
(vi) আইবেরীয় উপদ্বীপ বলা হয় - (a) স্পেন
ও পোর্তুগালকে
(vii) প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছিল - (b)
ভিয়েনায়
(viii) ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত
হয়েছিল - (c) 1848 খ্রিস্টাব্দে
(ix) হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হলেন -
(d) লুই কমুখ
(x) শিল্পবিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন - (a)
অগাস্তে
ব্ল্যাংকি
(xi) 'The Wealth of Nations'-এর রচয়িতা - (c) অ্যাডাম
স্মিথ
(xii) ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হল - (b) ভারত
(xiii) চিন সাম্রাজ্যে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব
করে - (d) মার্কিন যুক্তরাষ্ট্র
(xiv) রাশিয়ার পার্লামেন্টের নাম - (a) ডুমা
(xv) বিশ্বব্যাপী মহামন্দা শুরু হয়েছিল - (b)
1929
খ্রিস্টাব্দে
(xvi) 1920-এর দশকে ইউরোপের সরকারগুলি ছিল - (c) গণতান্ত্রিক
(xvii) পোলিশ করিডর অবস্থিত - (d) বার্লিনে
(xviii) 'ডি ডে' বা মুক্তি দিবস হল - (a)
06/06/1944
(xix) আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত - (c) হেগ-এ
(xx) 'ভেটো'-এর অর্থ - (c) প্রস্তাব নাকচ
করা
২.১ এক বাক্যে উত্তর দাও :
(i) 'করভি' হল কৃষকদের উপর আরোপিত বিনা মজুরির
শ্রম ব্যবস্থা।
(ii) ট্রাফালগারের যুদ্ধ ১৮০৫ খ্রিস্টাব্দে হয়েছিল।
(iii) ইউরোপের প্রথম জাতিরাষ্ট্রের নাম হল ফ্রান্স।
(iv) ইউটোপীয় বা কাল্পনিক সমাজতন্ত্রী হিসেবে
রবার্ট ওয়েনের নাম উল্লেখযোগ্য।
২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :
(i) ৩৯টি ক্ষুদ্র জার্মান রাজ্য নিয়ে রাইন
রাষ্ট্রসংঘ গঠিত হয়। - ঠিক
(ii) কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল ১৮১৫
খ্রিস্টাব্দে। - ভুল
(iii) 'সেফটি ল্যাম্প' আবিষ্কার করেন
জন কে। - ভুল (ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেছিলেন)
(iv) জার্মানির আইনসভার নাম রাইখস্ট্যাগ। - ঠিক
২.৩ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো :
কার্বোনারি - গুপ্ত বিপ্লবী সমিতি
কমিউনিস্ট ম্যানিফেস্টো - ১৮৪৮ খ্রিস্টাব্দ
জন হে - উন্মুক্ত দ্বার নীতি
দ্বিতীয় আলেকজান্ডার - ভূমিদাসদের মুক্তি
রুগ্ণ মানুষ - তুরস্ক
২.৪ শুন্যস্থান পূরণ করো :
(i) নেপোলিয়নের সঙ্গে পোপ সপ্তম পায়াসের কনকর্ডাট
চুক্তি স্বাক্ষরিত হয়।
(ii) নাগরিকরা সম্পত্তির ভিত্তিতে সক্রিয় ও
নিষ্ক্রিয় দুভাগে বিভক্ত ছিল।
(iii) স্পেন ও পোর্তুগালের সম্মিলিত বাহিনীর যুদ্ধকে
পেনিনসুলা যুদ্ধ বলে।
(iv) ফ্রাঙ্কফোর্টের সন্ধি দ্বারা অস্ট্রো-প্রুশীয়
যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
(v) ২৬ কোন ধারা বিশিষ্ট জাতিপুঞ্জের সনদটিও
সর্বসম্মতিক্রমে গ্রাহ্য হয়।
Frequently Asked Questions
প্রশ্ন) আমেরিকা কত খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয়?
উত্তর: আমেরিকা 1941 খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয়।
প্রশ্ন) কার প্ররোচনায় ফরাসি সম্রাট জুলাই অর্ডিন্যান্স জারি করেন?
উত্তর: পলিগনাকের প্ররোচনায় ফরাসি সম্রাট জুলাই অর্ডিন্যান্স জারি করেন।
প্রশ্ন) রাশিয়ায় বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ট্রট্স্কি।
প্রশ্ন) ফ্রেন্ড অভ্ দ্য পিপল পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: জাঁ পল ম্যারাট।
প্রশ্ন) কোন্ সন্ধির দ্বারা প্রাশিয়ার সঙ্গে দক্ষিণ জার্মানি যুক্ত হয়?
উত্তর: প্রাগের সন্ধি।
প্রশ্ন) জাতিসংঘের সাধারণ সভায় প্রতি সদস্যরাষ্ট্র সর্বাধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে?
উত্তর: পাঁচ জন।
Nice question
উত্তরমুছুন