Top 25 Challenging Math Quiz Questions for Competitive Exams Part - 1। গনিত কুইজ প্রশ্ন ও উত্তর

Top 25 Challenging Math Quiz Questions for Competitive Exams Part - 1। গনিত কুইজ প্রশ্ন ও উত্তর

Mathematics Quiz Questions and Answers for High School and Competitive Exams

স্বাগতম! Info Educations দ্বারা পরিচালিত Math Quiz গণিত দক্ষতার পরীক্ষায়।

Mathematics Quiz Questions and Answers : - 

প্রিয় শিক্ষার্থীরা, গণিতের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এগিয়ে থাকতে হলে গণিতে পারদর্শী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, Info Educations- তোমাদের সবাইকে স্বাগতম!

তোমরা পাবে 25 টি মজার গণিত কুইজ প্রশ্ন এবং উত্তর, যা তোমার যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে কার্যকর হবে। নিজেকে যাচাই করতে এবং গণিতের দক্ষতা বাড়াতে, আজই অংশগ্রহণ করো এই গনিত কুইজ টেস্টে। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সেরা গণিত কুইজ।

Maths Quiz Questions with Answers for Class 6 ,7 ,8, 9, 10

সরকারি চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে গণিতে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যেমন Railway Group C Group D, PSC, WBCS, SSC, WBP ইত্যাদি, গণিত থেকে বিভিন্ন প্রশ্ন আসে। তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি গনিত কুইজ প্রতিযোগিতাগণিতের কুইজ প্রশ্ন উত্তর যা তোমার পরীক্ষার জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।

গনিত কুইজ প্রতিযোগিতা প্রশ্ন গুলো তোমাকে শুধু গণিত চর্চার সুযোগই দেবে না, বরং তোমার সমস্যার সমাধান করার দক্ষতা বাড়াবে। সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করে, নিজেকে যাচাই করো  এবং নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করো।

Quantative Aptitude Mock Test - 1

Subject (বিষয়) - 

 Mathematics (গণিত)

Total Questions (প্রশ্ন সংখ্যা) - 

25

Total Marks  (পূর্ণমান) - 

25

Times of each Question  - 

 60 Seconds

Welcome to the Quiz!

20
1
একটি দোকানদার 20% লাভে একটি পণ্য বিক্রি করে। পণ্যের ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে?
A) 600 টাকা
B) 550 টাকা
C) 700 টাকা
D) 500 টাকা
একজন ব্যবসায়ী 30% ক্ষতির পর একটি পণ্য 350 টাকায় বিক্রি করে। পণ্যের ক্রয় মূল্য কত ছিল?
A) 500 টাকা
B) 450 টাকা
C) 400 টাকা
D) 600 টাকা
একটি নৌকা পানির প্রবাহের বিরুদ্ধে 10 কিমি/ঘণ্টা বেগে চলে। যদি পানির প্রবাহের গতি 2 কিমি/ঘণ্টা হয়, তাহলে নৌকার স্থির পানিতে চলার গতি কত হবে?
A) 8 কিমি/ঘণ্টা
B) 12 কিমি/ঘণ্টা
C) 10 কিমি/ঘণ্টা
D) 6 কিমি/ঘণ্টা
A এবং B একসাথে একটি কাজ 12 দিনে শেষ করে। যদি A একা কাজটি করতে 18 দিন লাগে, তাহলে B একা কাজটি করতে কত দিন লাগবে?
A) 30 দিন
B) 36 দিন
C) 24 দিন
D) 28 দিন
যদি একজন ব্যক্তি একটি কাজ 10 দিনে সম্পন্ন করে, তাহলে সেই কাজটি 15 দিনে সম্পন্ন করতে হলে তাঁকে দৈনিক কত শতাংশ কাজ করতে হবে?
A) 20%
B) 25%
C) 30%
D) 40%
একটি ট্রেন 90 কিমি/ঘণ্টা বেগে চলতে থাকে এবং 2 ঘণ্টা 30 মিনিট পরে একটি স্টেশনে পৌঁছায়। ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করেছে?
A) 225 কিমি
B) 210 কিমি
C) 220 কিমি
D) 230 কিমি
একটি বৃত্তের পরিধি 31.4 সেমি। এর ব্যাসার্ধ কত?
A) 5 সেমি
B) 10 সেমি
C) 7 সেমি
D) 6 সেমি
3 জন শ্রমিক একটি কাজ 6 দিনে শেষ করে। যদি 1 জন শ্রমিক একা কাজটি করতে 18 দিন সময় নেয়, তাহলে 2 জন শ্রমিক একসাথে কাজটি করতে কত দিন সময় নেবে?
A) 12 দিন
C) 9 দিন
B) 15 দিন
D) 10 দিন
A এবং B 15,000 টাকা এবং 20,000 টাকা বিনিয়োগ করে। A-এর লাভ 9,000 টাকা হলে B-এর লাভ কত হবে?
A) 6,000 টাকা
B) 5,000 টাকা
C) 7,000 টাকা
D) 8,000 টাকা
দুটি সংখ্যার অনুপাত 5:9। যদি তাদের যোগফল 56 হয়, তাহলে ছোট সংখ্যা কত?
A) 20
B) 25
C) 15
D) 30
15%, 20%, এবং 25% এর অনুপাত কত?
A) 3:4:5
B) 3:4:6
C) 12:16:20
D) 12:15:20
60, 72, এবং 84 এর অনুপাত কী হবে?
A) 5:6:7
B) 4:6:7
C) 10:12:14
D) 15:18:21
একটি সংখ্যা 40% বেড়ে গেলে তা 70 হয়। সংখ্যাটি কত?
A) 50
B) 60
C) 40
D) 30
কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৫ বিয়োগ করলে বিয়োগফল ৬ এবং ১০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
A) 41
B) 36
C) 66
D) 26
কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৪ বিয়োগ করলে বিয়োগফল ৩ এবং ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
A) 24
B) 19
C) 14
D) 29
15 মিনিটে 10 কিমি অতিক্রম করলে বাইকের গতি কত হবে?
A) 40 কিমি/ঘণ্টা
B) 35 কিমি/ঘণ্টা
C) 30 কিমি/ঘণ্টা
D) 45 কিমি/ঘণ্টা
8000 টাকার উপর 12% বার্ষিক সুদে 3 বছরের পর মোট সুদ কত হবে?
A) 2880 টাকা
B) 3200 টাকা
C) 3000 টাকা
D) 2400 টাকা
যদি 5000 টাকার উপর 9% বার্ষিক সুদ 4 বছর পরে 2500 টাকা হয়, তাহলে কত টাকা জমা ছিল?
A) 4000 টাকা
B) 5000 টাকা
C) 6000 টাকা
D) 7000 টাকা
যদি একটি শহরের জনসংখ্যা 1,00,000 হয় এবং প্রতি বছরে 10,000 জন বাড়ে, তাহলে 3 বছরের পর জনসংখ্যা কত হবে?
A) 1,30,000
B) 1,20,000
C) 1,40,000
D) 1,50,000
জনসংখ্যার ঘনত্ব 200 জন প্রতি বর্গ কিমি এবং শহরের এলাকা 50 বর্গ কিমি। শহরের মোট জনসংখ্যা কত?
A) 10,000
B) 8,000
C) 12,000
D) 15,000
একটি শহরের 2010 সালে জনসংখ্যা ছিল 15 লক্ষ এবং 2020 সালে জনসংখ্যা ছিল 18 লক্ষ। 10 বছরে গড় বৃদ্ধির হার কত?
A) 4%
B) 2.5%
C) 3%
D) 5%
একটি শহরে 30% জনসংখ্যা 18 বছরের নিচে এবং 25% জনসংখ্যা 60 বছরের উপরে। যদি শহরের মোট জনসংখ্যা 80,000 হয়, তাহলে 18 থেকে 60 বছরের মধ্যে লোক সংখ্যা কত হবে?
A) 50,000
B) 40,000
C) 60,000
D) 70,000
1000 টাকার ওপর 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছর পরে মোট সুদ কত হবে?
A) 210 টাকা
B) 200 টাকা
C) 220 টাকা
D) 240 টাকা
একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। যদি ট্রেনটি 50 মিটার/সেকেন্ড বেগে চলে, তাহলে ট্রেনটি একটি সেতু অতিক্রম করতে কত সময় নেবে যদি সেতুর দৈর্ঘ্য 300 মিটার হয়?
A) 12 সেকেন্ড
B) 10 সেকেন্ড
C) 15 সেকেন্ড
D) 8 সেকেন্ড
যদি একটি পণ্যের উৎপাদন খরচ 300 টাকা এবং বিক্রয় মূল্য 500 টাকা হয়, তাহলে লাভ কত হবে?
A) 200 টাকা
B) 300 টাকা
C) 400 টাকা
D) 500 টাকা

তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই পরীক্ষাটি দাও এবং নীচে জানাও কত পেয়েছো। Info Educations প্লাটফর্ম Students দের জন্য এরকম আরও অনেক নতুন ধরণের Exam ভবিষ্যতেও নেবে তার জন্য তোমরা এক্ষুনি যুক্ত হয়ে যাও বিভিন্ন রকম আপডেট পেতে। নীচের লিঙ্ক গুলিতে ক্লিক করে : -

তোমরা যদি আমাদের সাথে কন্টাক্ট (Contact) করতে চাও তাহলে – Click Here

তোমরা যদি টেলিগ্রাম (Telegram) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here

তোমরা যদি হোয়াটস্যাপ (WhatsApp) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে - Click Here

তোমরা যদি ফেসবুক (Facebook) পেজের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here


Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024 Part - 1 : - Click Here

Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024 Part - 2 : - Click Here

Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024 Part - 3 : - Click Here

Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024 Part - 4 : - Click Here

Top 25 Cricket General Knowledge Questions and Answers  Part  - 1 । ক্রিকেট খেলা নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 1 : - Click Here 

Top 25 Cricket General Knowledge Questions and Answers  Part  - 2 । ক্রিকেট খেলা নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 2 : - Click Here



একটি মন্তব্য পোস্ট করুন

Enter Your Comment

নবীনতর পূর্বতন