ক্লাস 9 জীবন বিজ্ঞান 3য় ইউনিট পরীক্ষার প্রশ্নপত্র। 3rd Unit Test-2024,জীবন বিজ্ঞান সাজেশন
Class 9 Life Science 3rd Unit Test Set Model Question Paper। তৃতীয় ইউনিট টেস্ট জীবন বিজ্ঞান নবম শ্রেণী প্রশ্ন
শ্রেণী |
নবম |
বিষয় |
জীবনবিজ্ঞান |
পূর্ণমান |
৯০ |
সময় |
৩ ঘন্টা ১৫ মিনিট |
WBBSE Class 9 Life Science Third Unit Test Question Paper । নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন 2024
Third Summative Evaluation
Class-IX LIfe Science
Time: 3 Hours 15 Minutes
Full Marks: 90
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করো : 1
x 15 = 15
১.১.বায়োলজি ও কম্পিউটারের যুগ্ম শাখাকে বলে -
(ক) বায়োনিক্স
(খ) সাইবারনেটিক্স
(গ) নৃ-তত্ত্ব
(ঘ) প্রত্ন-জীববিজ্ঞান
১.২ ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ হল-
(ক) লাইকোপোডিয়াম
(খ) ভুটা
(গ) মটর
(ঘ) সাইকাস
১.৩ নিম্নলিখিত যে পর্বের প্রাণীদের গমনাঙ্গ 'মাংসল পদ-
(ক) আর্থ্রোপোডা
(খ) মোলাস্কা
(গ) হেমিকর্ডাটা
(ঘ) হিমেরফাইটা
১.৪ কার্বোহাইড্রেটে সাধারণভাবে হাইড্রোজেন (H)
এবং অক্সিজেন (O)
যে অনুপাতে থাকে—
(ক)
3:1
(খ)
2:1
(গ)
1:2
(ঘ)
1:3
১.৫ ভিটামিন-E-এর
রাসায়নিক নাম—
(ক) টোকোফেরল
(খ) ক্যালসিফেরল
(গ) বায়োটিন
(ঘ) ফলিক
অ্যাসিড
১.৬ পাকস্থলী থেকে নিঃসৃত প্রোটিনভঙ্গক উৎসেচক হল—
(ক) পেপসিন
(খ) সুক্রেজ
(গ) Ig G
(ঘ) IgA
১.৭ আরশোলার 'শ্বাসঅঙ্গ' হল-
(ক) বইফুসফুস
(খ) বইফুলকা
(গ) ফুলকা
(ঘ) ট্রাকিয়া
১.৮ আফিম গাছের ফলের ত্বকে অবস্থিত বেদনানাশক উপক্ষারটি হল—
(ক) মরফিন
(খ) ক্যাফিন
(গ) রেসারপিন
(ঘ) টিটেনাস
১.৯ মাতৃদুগ্ধের কোলোস্ট্রামে অবস্থিত অ্যান্টিবডি—
(ক) IgM
(খ) IgG
(গ) IgA
(ঘ) IgE
১.১০ নিম্নলিখিত যে রোগ রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি করে—
(ক) নিউমোনিয়া
(খ) ডিপথেরিয়া
(গ) হেপাটাইটিস A
(ঘ) কলেরা
১.১১ অপরিচ্ছন্নতার কারণে সৃষ্ট ছত্রাকঘটিত রোগ হল—
(ক) ডেঙ্গু
(খ) এগো
দাদ
(গ) অ্যালার্জি
(ঘ) কুষ্ঠ
১.১২ 'লাইকেন' যে দুটি জীবগোষ্ঠীর সমন্বয়ে ধনাত্মক মিথোজীবিত্ব গড়ে তোলে-
(ক) ছত্রাক ও প্রোটোজোয়া
(খ) শৈবাল ও ব্রায়োফাইটা
(গ) শৈবাল ও ছত্রাক
(ঘ) ইত্রাক ও টেরিডোফাইটা
১.১৩ নিম্নলিখিত যেটিকে রূপান্তরক বা পরিবর্তক বলা যায়—
(ক) থিওব্যাসিলাস
(খ) এন্টামিবা
(গ) ফড়িং
(ঘ) রেট্রোভাইরাস
১.১৪ খাদ্যের 'বিকল্প উৎস' হিসেবে যেটি গুরুত্বপূর্ণ—
(ক) ব্যাপক মৎস্যচাষ
(খ) শর্করা জাতীয় শস্য উৎপাদন
(গ) জেনেটিক্যালি মডিফায়েড জীব সৃষ্টি
(ঘ) শুষ্ক কৃষিজ খাদ্যবৃদ্ধি
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে যে-কোনো ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো 1 x 21 = 21
(ক) নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো পাঁচটি):
২.১ মহাকাশ গবেষণায় ______________ নামক সবুজ শৈবাল গুরুত্বপূর্ণ।
২.২ __________
তন্তুকে 'বাস্ট তন্তু' বলে।
২.৩ ____________________উৎসেচক ফ্যাটুকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করে।
২.৪ লুই পাস্তুর _____________ রোগের টিকা আবিষ্কার করেন।
২.৫ একটি রক্ততঞ্চনরোধী পদার্থ হল ____________________।
২.৬ নাইট্রাইটকে ____________ নামক ব্যাকটিরিয়া নাইট্রেটে পরিণত করে।
(খ) নীচের বাক্যগুলি 'সত্য' অথবা 'মিথ্যা' নিরূপণ
করো (যে-কোনো পাঁচটি):
২.৭ নিউক্লিক অ্যাসিডের ক্ষুদ্র অণু হল নিউক্লিওটাইড।
২.৮ বায়ুতে CO2-এর ঘনত্ব বাড়লে বাষ্পমোচনের হার বেড়ে যায়।
২.৯ ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স।
২.১০ অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি আবদ্ধ হয় তাকে প্যারাটোপ বলে।
২.১১ ময়ূরকে সর্বোচ্চ শ্রেণির খাদক বলা যায়।
২.১২ পরিযান (Migration)
প্রজাতির পপুলেশন সংখ্যাকে কমিয়ে দেয়।
(গ) A-স্তম্ভে দেওয়া শব্দের সাথে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে-কোনো পাঁচটি): 1 x 5 = 5
A |
B |
২.১৩
ক্লোরোফিলবিহীন
উদ্ভিদ |
(a) কই
মাছ |
২.১৪
রাতকানা |
(b) অ্যালার্জি |
২.১৫
ল্যাবাইরিখ
অঙ্গ |
(c) BCG |
২.১৬
ইওসিনোফিল |
(d) ট্যানসলে |
২.১৭
বাস্তুতন্ত্র |
(e) ভিটামিন–
A |
(ঘ) একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছয়টি): 1 x 6 = 6
২.১৮ বিসদৃশটি বেছে লেখো : ইউরোকর্ডাটা, একাইনোডারমাটা, সেফালোকর্ডাটা, অ্যাম্ফিবিয়া।
২.১৯ কোন বিজ্ঞানী দ্বিপদ নামকরণ প্রচলন করেন ?
২.২০ ডিকটিওজোম কাকে বলে ?
২.২১ NADP'-এর
সম্পূর্ণ নাম কী ?
২.২২ একটি স্বাধীনজীবী, ব্যাকটিরিয়ার নাম লেখোঁ, যেটি অণুজীব সার হিসেবে ব্যবহৃত হয়।
Read More : - Class 9 Mathematics Third Unit Test Question Paper 2024। নবম শ্রেণি গণিত প্রথম ইউনিট টেস্ট প্রশ্ন
২.২৩ অ্যান্টিফ্রিজিং প্রোটিন কোন প্রাণীর দেহে থাকে ?
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দাও: 2 x 12 = 24
৩.১ জীববৈচিত্র্য' কাকে বলে ?
৩.২ 'হায়ারাকি' কী ?
৩.৩ ব্রায়োফাইটার দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো।
৩.৪ মানবদেহের জৈবনিক প্রক্রিয়ায় প্রোটিনের দুটি ভূমিকা লেখো।
৩.৫ প্রো-ক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো।
৩.৬ ঐচ্ছিক পেশির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
৩.৭ মানবদেহে যকৃতের ভূমিকা উল্লেখ করো।
৩.৮ স্বল্পমাত্রিক মৌলিক উপাদান এবং অতিমাত্রিক মৌলিক উপাদানের মধ্যে উদাহরণসহ পার্থক্য নিরূপণ করো।
৩.৯ গ্রাইকোলাইসিসকে EMP
পথ বলে কেন?
৩.১০ পতঙ্গভুক উদ্ভিদ বলতে কী বোঝো?
৩.১১ ‘ABO
অসঙ্গতি’ বলতে কী বোঝো?
৩.১২ সহজাত ও অর্জিত অনাক্রম্যতার মধ্যে তফাত কী?
৩.১৩ টিকা ও টিকাকরণ কী ?
৩.১৪ পোলিও রোগের 'উপসর্গ' কী?
৩.১৫ খাদ্যজালক' বলতে কী বোঝো?
৩.১৬ লিন্ডেম্যানের 10 শতাংশ'-এর সূত্রটি কী?
৩.১৭ বিশ্বে খাদ্যসংকটের দুটি কারণ লেখো।
৪। নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর দাও: 4 x 6 = 24
৪.১ আধুনিক রাসায়নিক মতবাদ অনুসারে অজৈব মৌল থেকে জীবনের উৎপত্তির শব্দচিত্র লিপিবদ্ধ করো। উদাহরণসহ "দ্বিপদ নামকরণ" বুঝিয়ে দাও। বিজ্ঞানী চার নাম কর।
(অথবা), সরীসৃপের (Reptilia)
তিনটি প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য লেখো।
কোন্ কোন্ বৈশিষ্ট্যের কারণে টেরিডোফাইটাকে প্রায়োফাইটার তুলনায় উন্নত উদ্ভিদ বলা হয়?
৪.২ কোশপর্দার তরল মোজাইক মডেলটি বিবৃত করো।
বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় প্রোটিন তথা অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা লেখো।
(অথবা) ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য ও কাজ লেখো। মানবদেহে অগ্ন্যাশয়ের কাজ লেখো।
৪.৩ একটি
আদর্শ নিউরোনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো:
অ্যাক্সন, ডেনড্রন, কোষদেহ, র্যানভিয়রের পর্ব।
(অথবা) মানব
বৃক্কের লম্বচ্ছেদ অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো:
কর্টেক্স, মেডালা, পেলভিস, বৃক্কীয় পিরামিড।
৪.৪ সমীকরণসহ সবাত শ্বসনের সংজ্ঞা দাও। গ্লাইকোলাইসিসের তাৎপর্য উল্লেখ করো।
(অথবা) সালোকসংশ্লেষের অন্ধকার দশার 'কেলভিন চক্র' শব্দছকে উল্লেখ করো।
রসের উৎস্রোতে বাষ্পমোচন টান ও জলের সমসংযোগ গুরুত্বপূর্ণ কেন?
৪.৫ 'রসনির্ভর অনাক্রম্যতা' এবং 'কোশনির্ভর অনাক্রম্যতা'র মধ্যে তফাত কী?
ডায়ারিয়া রোগের জীবাণুর নামসহ সংক্রমণ পদ্ধতি ও প্রতিরোধ ব্যবস্থা বিবৃত করো।
(অথবা) খাদ্য প্রক্রিয়াকরণে এবং জৈবিক নিয়ন্ত্রণে অণুজীবের ভূমিকা উল্লেখ করো। 'মাইকোরাইজা' বলতে কী বোঝো?
৪.৬ শক্তির ব্যবহার এবং সংরক্ষণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। ম্যাক্রোকনজিউমার
ও মাইক্রোকনজিউমারের মধ্যে তফাত কী?
(অথবা) বাস্তুতান্ত্রিক পিরামিড বা খাদ্য পিরামিড সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। জল সংরক্ষণের উপায় হিসেবে, 'বৃষ্টির জল
সংরক্ষণ এবং বনাঞ্চল সৃষ্টির গুরুত্ব' বুঝিয়ে দাও।
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2024
১.১.(ক) বায়োনিক্স
১.২ (ঘ) সাইকাস
১.৩ (খ) মোলাস্কা
১.৪ (খ) 2:1
১.৫ (ক) টোকোফেরল
১.৬ (ক) পেপসিন
১.৭ (ঘ) ট্রাকিয়া
১.৮ (ক) মরফিন
১.৯ (গ) IgA
১.১০ (গ) হেপাটাইটিস A
১.১১ (খ) এগো দাদ
১.১২ (গ) শৈবাল ও ছত্রাক
১.১৩ (ঘ) রেট্রোভাইরাস
১.১৪ (গ) জেনেটিক্যালি মডিফায়েড জীব সৃষ্টি
Class IX Annual Examination Life Science Question 2024
Third Summative Evaluation
Class-IX LIfe Science
Time: 3 Hours 15 Minutes
Full Marks: 90
১. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো: 1 x
15 = 15
(i) জীবের দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন:
(a) অ্যারিস্টট্ল
(b) ক্যারোলাস লিনিয়াস
(c) থিওফ্রাসটাস
(d) ওপারিন
(ii) মসবর্গের উদ্ভিদের দেহে মূলের পরিবর্তে যে অংশটি থাকে তার নাম:
(a) কলিড
(b) ফাইলিড
(c) রাইজয়েড
(d) মাইক্রোফাইলাম
(iii) যে পর্বের প্রাণীর দেহপ্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে, সেই পর্বটি হল:
(a) টিনোফোরা
(b) নিমাটোডা
(c) পরিফেরা
(d) নিডারিয়া
(iv) পর্দাবিহীন কোষ
অঙ্গাণু হল:
(a) মাইটোকনড্রিয়া
(b) রাইবোজোম
(c) লাইসোজোম
(d) গলগিবডি
(v) জাইলেম কলায় সজীব কোষের সংখ্যা:
(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) চারটি
(vi) পেশিকোষের আবরণীর নাম:
(a) সারকোপ্লাজম
(b) মায়েলিন সিদ্
(c) সারকোলেমা
(d) নিউরোগ্লিয়া
(vii) সবাত শ্বসনের প্রথম পর্যায়ের নাম:
(a) কেলভিন চক্র
(b) ক্রেবস চক্র
(c) ফোটোলাইসিস
(d) গ্লাইকোলাইসিস
(viii) মানুষের মুখগহ্বরে লালাগ্রন্থি থাকে –
(a) একজোড়া
(b) দুইজোড়া
(c) তিনজোড়া
(d) চারজোড়া
(ix) যে প্রাণীটির দেহে বদ্ধ রক্তসংবহন দেখা যায় সেটি হল –
(a) কেঁচো
(b) আরশোলা
(c) শামুক
(d) ঝিনুক
(x) BCG টিকা যে
রোগের প্রতিরোধের জন্য দেওয়া হয়, সেই রোগটি হল –
(a) পোলিয়ো
(b) যক্ষ্মা
(c) হেপাটাইটিস
(d) মাম্পস
(xi) নিউমোনিয়া রোগের কারণ হল –
(a) ছত্রাক
(b) প্রোটোজোয়া
(c) ব্যাকটেরিয়া
(d) ভাইরাস
(xii) পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাকের নাম –
(a) রাইজোবিয়াম
(b) নস্টক
(c) মাইকোরাইজা
(d) ক্লসট্রিডিয়াম
(xiii) একটি প্রগৌণ খাদক হল –
(a) ছোটোমাছ
(b) হরিণ
(c) বাজপাখি
(d) ইঁদুর
(xiv) বাস্তুতন্ত্রে
উৎপাদক হল –
(a) সূর্য
(b) সবুজ উদ্ভিদ
(c) ATP
(d) খাদ্য
(xv) বাস্তুতন্ত্রে
শক্তির প্রবাহ –
(a) একমুখী
(b) দ্বিমুখী
(c) উভমুখী
(d) চতুর্মুখী
২. নীচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও : 1 x 21 = 21
২.১ প্রশ্নগুলির একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছটি): 1 x
6 = 6
(i) তারামাছ কোন্
পর্বভুক্ত প্রাণী?
(ii) কোশের নিউক্লিয়াস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
(iii) মানুষের পৌষ্টিকনালির কোন অংশ থেকে HCI নির্গত হয়?
(iv) আক্সন কোন কোষের অংশ ?
(v) সালোকসংশ্লেষের
প্রধান রঞ্জকটির নাম কী?
(vi) কোন
মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে?
(vii) শক্তি স্থানান্তরের সময় প্রতি ধাপে মোট শক্তির কত শতাংশ দেহ গঠনের কাজে লাগে?
২.২ শূন্যস্থান পূরণ করে উত্তর সম্পূর্ণ বাক্যে লেখো (যে-কোনো পাঁচটি) 1 x 5 = 5
(i) বাস্তবীজী উদ্ভিদের বীজে একাধিক ________
থাকে।
(ii) _______কে কোশের 'প্রোটিন ফ্যাক্টরি' বলে।
(iii) বাষ্পমোচন একটি __________
প্রক্রিয়া।
(iv) বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক হল _________।
(v) বাস্তুতন্ত্রে
শক্তির উৎস____________।
(vi) খাদ্যজাল কয়েকটি ____________।
২.৩ মিথ্যা নিরূপণ করো (যে-কোনো পাঁচটি): 1 x 5 = 5
(i) স্তন্যপায়ী প্রাণীর দেহত্বক এপিডারমাল আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে।
(ii) সেন্ট্রিওলের প্রাচীর নয়টি ত্রয়ী অণুনালিকা নিয়ে গঠিত।
(iii) অভিস্রবণ কেবলমাত্র বিষম প্রকৃতির দ্রবণের মধ্যে ঘটে।
(iv) স্বর্ণলতা আংশিক পরজীবী উদ্ভিদ।
(v) জন্মহার মৃত্যুহার অপেক্ষা বেশি হলে পপুলেশনের ঘনত্ব বাড়ে।
(vi) বনভূমি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ।
২.৪ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখো : (যে-কোনো পাঁচটি) 1 x 5 = 5
বামস্তম্ভ |
ডানস্তম্ভ |
(i) মাইটোকনড্রিয়া |
(a) বনসংরক্ষণ |
(ii) আলোক
নিরপেক্ষ
দশা |
(b) জৈবিক
নিয়ন্ত্রণ |
(iii) যকৃত |
(c) এক্সোজেনাস
অ্যান্টিজেন |
(iv) লাইকেন |
(d) কোশের
শক্তিঘর |
(v) পরাগরেণু |
(e) শর্করা
উৎপাদন |
(vi) বৃক্ষরোপণ |
(f) পিত্তরস |
|
(g) মিথোজীবিতা |
৩. নীচের প্রশ্নগুলির মধ্যে যে-কোনো বারোটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও : 2 x 12 = 24
(i) আর্থ্রোপোডা বা
সন্দিপদ পর্বের প্রাণীর দুটি বৈশিষ্ট্য লেখো।
(ii) আদর্শ নিউক্লিয়াসের প্রধান চারটি আশের নাম লেখো।
(iii) প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের মধ্যে দুটি পার্থক্য লেখো।
(iv) উদ্ভিদদেহে ভাজক
কলার দুটি কাজ উল্লেখ করো।
(v) আবরণী কলার
দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো।
(vi) সালোকসংশ্লেষের
কোন দশায় কোন উপাদান থেকে অক্সিজেন উৎপন্ন হয় ?
(vii) রসের উৎস্রোত কাকে বলে?
(viii) মানুষের পৌষ্টিকতন্ত্রের প্রধান ভাগ দুটির নাম লেখো।
(ix) ধমনি ও
শিরার মধ্যে দুটি পার্থক্য লেখো।
(x) মানুষের হূৎপিন্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের সঙ্গে কোন কোন রক্তবাহ মুক্ত থাকে।
(xi) ডাটুরিন কোন্
গাছ থেকে পাওয়া যায়। এর অর্থকরি গুরুত্ব লেখো।
(xii) ডেঙ্গু রোগের দুটি উপসর্গ উল্লেখ করো।
(xiii) নাইট্রোজেন সংবদানকারী দুটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো।
(xiv) খাদ্যশৃঙ্খল কাকে
বলে?
(xv) দুটি অপ্রচলিত শক্তি উৎসের নাম লেখো।
4. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : (বিকল্প
প্রশ্নগুলি লক্ষণীয়) 5 x 6 = 30
(i) একবীজপত্রী ও
দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পাঁচটি পার্থক্য লেখো।
অথবা, উভচর শ্রেণির প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লেখো। ধানগাছ ও গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম লেখো।
(ii) একটি উদ্ভিদকোশের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং চিত্রটিতে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো : (a) ক্লোরোপ্লাস্ট, (b) মাইটোকনড্রিয়া, (c) কোশপ্রাচীর, (d) গলগিবস্তু।
অথবা, একটি প্রাণীকোশের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং চিত্রটিতে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো : (a) কোশপর্দা,
(b) সেন্ট্রিওল, (c) লাইসোজোম, (d) মাইটোকনড্রিয়া।
(iii) শ্বসন ও
দহনের মধ্যে তিনটি পার্থক্য লেখো। শ্বসনের তাৎপর্য উল্লেখ করো।
অথবা, একটি করে শর্করাভঙ্গক, প্রোটিনভঙ্গক ও ফ্যাটভঙ্গক উৎসেচক-এর নাম লেখো। নীচের ক্রমটি সঠিক পর্যায়ে সাজিয়ে লেখো: খাদ্যবস্তু → পাকস্থলী → মুখবিবর → ক্ষুদ্রান্ত্র → গ্রাসনালি।
(iv) মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে চারটি প্রধান অংশ চিহ্নিত করো।
অথবা, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা ও অণুচক্রিকা - রক্তকণিকার একটি করে কাজ উল্লেখ করো। ABO পদ্ধতি কাকে বলে ?
(v) DPT টিকা কোন্
কোন্ রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে? অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে দুটি পার্থক্য লেখো।
অথবা, বায়োফার্টিলাইজার বা জীবসার বলতে কী বোঝো? মানব কল্যাণে জীবাণুর তিনটি ভূমিকা উল্লেখ করো।
(vi) জলসংরক্ষণের তিনটি প্রয়োজনীয়তা আলোচনা করো। বৃষ্টির জল সংরক্ষণের দুটি পদ্ধতি বর্ণনা করো।
অথবা, সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।
WB Class 9 Life Science Question Paper 2024 Answer । নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2024
১. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি
সম্পূর্ণ করো:
(b) ক্যারোলাস
লিনিয়াস
(c) রাইজয়েড
(c) পরিফেরা
(b) রাইবোজোম
(a) একটি
(c) সারকোলেমা
(d) গ্লাইকোলাইসিস
(c) তিনজোড়া
(a) কেঁচো
(b) যক্ষ্মা
(c) ব্যাকটেরিয়া
(c) মাইকোরাইজা
(b) হরিণ
(b) সবুজ
উদ্ভিদ
(a) একমুখী
২. নীচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর
দাও:
২.১ প্রশ্নগুলির একটি শব্দে বা একটি বাক্যে
উত্তর দাও:
I.
ইকাইনোডার্মাটা
II.
রবার্ট ব্রাউন
III.
পাকস্থলি
IV.
স্নায়ুকোষ
V.
ক্লোরোফিল
VI.
এনোফিলিস
VII.
১০ শতাংশ
২.২ শূন্যস্থান পূরণ করে উত্তর সম্পূর্ণ
বাক্যে লেখো:
I.
সাপ্লুম
II.
রাইবোজোম
III.
শারীরবৃত্তীয়
IV.
নেফ্রন
V.
সূর্য
VI.
খাদ্যজাল
২.৩ মিথ্যা নিরূপণ করো:
I.
মিথ্যা
II.
সত্য
III.
মিথ্যা
IV.
সত্য
V.
সত্য
VI.
সত্য
২.৪ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখো:
(i)
মাইটোকনড্রিয়া |
(d)
কোশের শক্তিঘর |
(ii)
আলোক নিরপেক্ষ দশা |
(e)
শর্করা উৎপাদন |
(iii)
যকৃত |
(f)
পিত্তরস |
(iv)
লাইকেন |
(g)
মিথোজীবিতা |
(v)
পরাগরেণু |
(b)
জৈবিক নিয়ন্ত্রণ |
Frequently Asked Questions
Q) রক্তের রং লাল কেন?
Ans: - হিমোগ্লোবিনের জন্য।
Q) মানুষের বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি?
Ans: - নেফ্রন।
Q) কেঁচোর রেচন অঙ্গের নাম কি?
Ans: - নেফ্রিডিয়া।
Enter Your Comment