ক্লাস 8 বিজ্ঞান 3য় ইউনিট পরীক্ষা 2024 প্রশ্নপত্র। Class 8 Paribesh O Bigyan Third Unit Test Questions
Class 8 Science Third Summative Evaluation Question Paper 2024
শ্রেণী |
অষ্টম |
বিষয় |
পরিবেশ ও বিজ্ঞান |
পূর্ণমান |
70 |
সময় |
2 ঘন্টা 30 মিনিট |
Science Third Unit Test Question Paper
অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান (Physical Science ) প্রশ্ন
A. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও : (যে-কোনো আটটি)
1 x 8 = 8
(i) পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে – (a)
250, (b) 350, (c) 450 কোটি বছর
আগে।
(ii) মৃদু
তড়িবিশ্লেষ্য হল – (a)
KOH, (b) CuSO4, (C) CH3COOH।
(iii) আম্লিক অক্সাইড হল – (a)
CO2, (b) MgO, (c) CaO।
(iv) পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা – (a)
6000°C, (b) 60000°C, (c) 600000°C।
(v) সূর্যের আলোর যে রশ্মিটি তাপের অনুভূতি সৃষ্টি করে, তা হল – (a)
অতিবেগুনি, (b) ইনফ্রারেড,
(c) বেতার তরঙ্গ।
(vi) বায়োডিগ্রেডেবল পলিমার হল – (a)
PVC, (b) প্লাস্টিক, (c) প্রোটিন।
(vii) পেনসিলের শিষ-এ থাকে – (a)
লোহা, (b) গ্রাফাইট,
(c) টিন।
(viii) লোহার সঙ্গে লঘু HCl-এর
বিক্রিয়ায় উৎপন্ন হয় – (a)
H2, (b) O2, (c) CO2।
(ix) তড়িতের পরীক্ষা ভালো হয় – (a)
বর্ষাকালে, (b) শীতকালে,
(c) হেমন্তকালে।
(x) কাচকে এবোনাইট দিয়ে ঘষলে কাচ – (a)
ধনাত্মক, (b) ঋণাত্মক,
(c) নিস্তড়িৎ হয়।
B. শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো সাতটি)
1 x 7 = 7
(i) __________ গ্যাস অপরকে জ্বলতে সাহায্য করে, কিন্তু নিজে জ্বলে না।
(ii) প্যালাডিয়াম, প্ল্যাটিনাম প্রভৃতি ধাতুর হাইড্রোজেন শোষণ করাকে __________
বলে।
(iii) জৈব
গ্যাসের প্রধান উপাদান হল __________।
(iv) রান্নার কাজে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হল __________।
(v) ফুলারিন হল __________
এর রূপভেদ।
(vi) ঘর্ষণের ফলে __________
উৎপন্ন হয়।
(vii) রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে __________
বলে।
(viii)
__________ এবং জামাকাপড়ে তৈরি হওয়া লিঙ্গ যে আসলে একই, একথা প্রমাণ করেন বিজ্ঞানী।
(ix) অড়হর ডালে উপস্থিত ইউরিয়েজ উৎসেচকটি ইউরিয়া থেকে __________
তৈরি করে।
C. বামদিক ও ডানদিক মেলাও :
1 X 5 = 5
(i) হিরে
চকচক
করে
|
(a) C02 |
(ii) গ্রিনহাউস
গ্যাস
- |
(b) সংকট কোণের জন্য
|
(iii) ক্ষারীয়
পটাশিয়াম
পাইরোগ্যালেট
শোষণ
করে
- |
(c) টেফলন |
(iv) ননস্টিক
বাসনপত্র
তৈরিতে
ব্যবহৃত
হয়
- |
(d) চারকোল
|
(v) গ্যাস
মুখোশ
তৈরিতে
ব্যবহৃত
হয়
- |
(e) 02
|
D. রাসায়নিক নাম লেখো (যে-কোনো একটি): 1
(a) FeCl
(b) NH₃
(c) NO₂
E. সংকেত লেখো (যে-কোনো একটি):
1
(a) গ্লুকোজ
(b) কিউপ্রাস অক্সাইড
F. সমতাবিধান করো (যে-কোনো একটি):
1
(b) KClO₃ → KCl + O₂
G. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: 3 X 4 = 12
(i) চুনজলে প্রথমে অল্প ও পরে অতিরিক্ত CO₂ গ্যাস পাঠালে কী ঘটবে? সমীকরণসহ লেখো।
(ii) অনুঘটক কাকে বলে? এমন একটি বিক্রিয়ার উল্লেখ করো যেখানে অনুঘটক ব্যবহার করা হয়। অনুঘটকটির নাম লেখো।
(iii) বিকল্প শক্তি বলতে কী বোঝায়? চারটি বিকল্প জ্বালানির উদাহরণ দাও।
(iv) “গ্রিনহাউস ক্রিয়া' কাকে বলে? একটি নন-বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও।
(v) সোডিয়াম পারক্সাইড থেকে অক্সিজেন প্রস্তুতির সমীকরণটি লেখো। হাইড্রোজেন পূর্ণ গ্যাসজারের মুখে জ্বলন্ত পাটকাঠি ধরলে কী দেখা যাবে? হাইড্রোজেনের কয়টি আইসোটোপ।
(vi) বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনগুলি? বজ্রবাহ কী?
অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান (Life Science ) প্রশ্ন : -
1. শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো আটটি) 1 X 8 = 8
(i) নিউক্লিয়াসের ভিতরে __________
থাকে।
(ii) উদ্ভিদকোশে __________
নামক তরল থাকে।
(iii) সুন্দরী হল এক ধরনের __________
উদ্ভিদ।
(iv) ব্যাথা কমানোর ওষুধ __________।
(v) ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম __________।
(vi) DOTS-এর
মাধ্যমে __________
রোগের চিকিৎসা করা হয়।
(vii) কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন বিজ্ঞানী __________।
(viii) লবঙ্গ হল উদ্ভিদের __________
অংশ।
(ix) ব্রাজিলের রিও-ডি জেনিরোতে বসুন্ধরা শিখর সম্মেলন হয় __________
সালে।
(x) IUCN দ্বারা প্রকাশিত বিপন্ন জীবদের তালিকার নাম হল __________।
2. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও : (যে-কোনো সাতটি) 1 X 7 = 7
(i) মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক হল - (a)
স্ট্রেপটোমাইসিন, (b) পেনিসিলিন,
(c) অ্যাম্পিসিলিন।
(ii) জরুরিকালীন হরমোন হল - (a)
ইনসুলিন, (b) থাইরক্সিন,
(c) অ্যাড্রিনালিন।
(iii) আন্তর্জাতিক বনবর্ষ হল – (a)
1811 খ্রিস্টাব্দ,
(b) 1911 খ্রিস্টাব্দ,
(c) 2011 খ্রিস্টাব্দ।
(iv) কেন
হল একপ্রকার – (a)
সামুদ্রিক প্রাণী, (b) সামুদ্রিক শ্যাওলা, (c) সামুদ্রিক ছত্রাক।
(v) সাহারা মরুভূমির অধিবাসীদের বলা হয় – (a)
বুশম্যান, (b) রেড ইন্ডিয়ান, (c) তুয়ারেগ।
(vi) বিপন্ন জীবদের প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ হল – (a)
ইনসিটু, (b) এক্সসিটু,
(c) ওয়াই-সিটু সংরক্ষণ।
(vii) দূষিত জল থেকে ক্যাডমিয়াম, লেড প্রভৃতি ক্ষতিকারক ধাতু শোষণ করে – (a)
বাঁশ, (b) কচুরিপানা,
(c) শাল।
(viii) ধুনো
ও রজন পাওয়া যায় কোন্ গাছ থেকে – (a)
সুন্দরী, (b) শাল,
(c) বাঁশ।
(ix) ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে মশা, তা হল – (a)
অ্যানোফিলিস, (b) কিউলেক্স,
(c) এডিস।
3. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও :
(i) বায়োলুমিনিসেন্ট
জীবদের
দেহের
রঞ্জুক
পদার্থ
|
(a) ইগলু |
(ii) বর্ষাবনের
উপরের
স্তর
বা ছাদ
|
(b) লুসিফেরিন |
(iii) লেজে
ঝুমঝুমি
থাকে
|
(c) ক্যানোপি |
(iv) এস্কিমোদের
বরফের
বাড়ি |
(d) বাঘরোল |
(v) পশ্চিমবঙ্গের
রাজ্যপশু
|
(e) র্যাটল
সাপ |
Read More :- Wbbse Class 8 Sanskrit 3rd Unit Test Question Paper 2024 । ক্লাস 8 সংস্কৃত প্রশ্নপত্র
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো পাঁচটি): 3
X 5 = 15
(i) জীবন
কুশলতা বলতে কী বোঝো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্দেশিত দুটি জীবনকুশলতা চর্চার নাম লেখো।
(ii) ভারতের স্থলভাগের কত শতাংশ বনভূমি? বন থেকে মানুষ যা যা উপকার পায় তার মধ্যে দুটি লেখো।
(iii) সমুদ্র দূষণের দুটি কারণ লেখো। তারামাছের প্রিয় খাবার কী?
(iv) 'মরুভূমির জাহাজ' কাকে বলে? 'মরুদ্যান'
কীভাবে সৃষ্টি হয়?
(v) 'আন্টার্কটিকার বিস্ময়' কোন্ প্রাণীকে বলা হয়? আন্টার্কটিকার পরিবেশ দূষণের দুটি কারণ লেখো।
(vi) হলুদ-এর
মধ্যে থাকা জীবাণুনাশক যৌগের নাম কী? রসুনের দুটি ঔষধি গুণ লেখো।
(vii) 'ত্রিফলা' কী? নয়নতারা ও ঘৃতকুমারী-এর একটি করে ঔষধি গুণ লেখো।
আরও দেখো : - Class 8 Third Unit Test History Question Paper 2024 | অষ্টম শ্রেণী ইতিহাস প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন - Click Here
Answer Section
অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান (Physical Science ) প্রশ্ন উত্তর : -
A. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও :
(i) (b) 350 কোটি বছর আগে।
(ii) (a) KOH।
(iii) (a) ।
(iv) (a) 6000°C।
(v) (b) ইনফ্রারেড।
(vi) (c) প্রোটিন।
(vii) (b) গ্রাফাইট।
(viii) (a) ।
(ix) (b) শীতকালে।
(x) (a) ধনাত্মক।
B. শূন্যস্থান পূরণ করো :
(i) অক্সিজেন।
(ii) শোষণ।
(iii) মিথেন।
(iv) জীবাশ্ম জ্বালানি।
(v) কার্বন।
(vi) তড়িৎ।
(vii) রেলপথ।
(viii) লিঙ্গ।
C. বামদিক ও ডানদিক মেলাও :
(i) (b) লুসিফেরিন।
(ii) (c) ক্যানোপি।
(iii) (e) 02।
(iv) (d) চারকোল।
(v) (a) CO2।
D. রাসায়নিক নাম লেখো :
(a) ফেরিক ক্লোরাইড (FeCl₃)
(b) NH₃ – Ammonia (অ্যামোনিয়া)
(c) NO₂ – Nitrogen dioxide (নাইট্রোজেন ডাইঅক্সাইড)
E. সংকেত লেখো :
(a) গ্লুকোজ – Glucose (C₆H₁₂O₆)
(b) কিউপ্রাস অক্সাইড – Cuprous
oxide (Cu₂O)
F. সমতাবিধান করো :
(a) Al₂O₃
+ 6NaOH → 2Na₃Al(OH)₆
(b)
G. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
(i) চুনজলে প্রথমে অল্প ও পরে অতিরিক্ত CO₂ গ্যাস পাঠালে কী ঘটবে? সমীকরণসহ
লেখো।
উত্তর : - চুনজল হল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড (Ca(OH)₂) এর সাসপেনশন, যা পানিতে দ্রবীভূত হয়। যখন অল্প পরিমাণে CO₂ গ্যাস চুনজলে পাঠানো হয়, তখন এটি ক্যালসিয়াম কার্বোনেট (CaCO₃) গঠন করে, যা সাদা কুন্ডল বা দানা সৃষ্টি করে। সমীকরণ হলো:
যখন অতিরিক্ত CO₂ গ্যাস পাঠানো হয়, তখন ক্যালসিয়াম কার্বোনেট গলে যায় এবং ক্যালসিয়াম বাইকার্বোনেট (Ca(HCO₃)₂)
তৈরি হয়, যা জলেতে ে দ্রবীভূত হয়:
এটি চুনজলকে পরিষ্কার করে, কারণ ক্যালসিয়াম বাইকার্বোনেট দ্রবণীয়।
(ii) অনুঘটক কাকে বলে? এমন একটি বিক্রিয়ার উল্লেখ করো যেখানে অনুঘটক ব্যবহার করা হয়। অনুঘটকটির নাম লেখো।
উত্তর : - অনুঘটক হলো এমন একটি পদার্থ যা রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ায় কিন্তু নিজে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। অনুঘটক ব্যবহার করার ফলে বিক্রিয়ার তাপমাত্রা এবং চাপের প্রয়োজনীয়তা কমানো যায় এবং বিক্রিয়া সময় সাশ্রয় হয়।
একটি সাধারণ উদাহরণ হলো হ্যাবার প্রক্রিয়া, যা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মিশ্রণ থেকে অ্যামোনিয়া উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এই বিক্রিয়ায় আলো (Fe) অনুঘটক হিসেবে কাজ করে। সমীকরণটি হলো:
(iii) বিকল্প শক্তি বলতে কী বোঝায়? চারটি
বিকল্প জ্বালানির উদাহরণ দাও।
উত্তর : - বিকল্প শক্তি হলো ঐ সব শক্তির উৎস যা প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং প্রচলিত জ্বালানির তুলনায় পরিবেশের জন্য ক্ষতিকর নয়। এই শক্তি উৎসগুলি পুনর্নবীকরণযোগ্য এবং অসীম পরিমাণে পাওয়া যায়।
চারটি বিকল্প জ্বালানির উদাহরণ হলো:
সূর্যশক্তি:
সূর্যের আলো থেকে প্রাপ্ত শক্তি, যা সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত করা হয়।
পवनশক্তি: বাতাসের গতির মাধ্যমে উৎপন্ন শক্তি, যা পবনচাকার সাহায্যে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়।
জৈবশক্তি:
জীবজগৎ থেকে পাওয়া শক্তি, যেমন গাছপালা এবং জৈব পদার্থ, যা বায়োএনার্জিতে রূপান্তরিত হয়।
জলশক্তি:
জলপ্রবাহের গতির মাধ্যমে উৎপন্ন শক্তি, যা জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়।
(iv) “গ্রিনহাউস ক্রিয়া' কাকে বলে? একটি নন-বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও।
উত্তর : - “গ্রিনহাউস ক্রিয়া” হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিনহাউস গ্যাসগুলি (যেমন CO₂, মিথেন, নাইট্রাস অক্সাইড) সূর্যের রশ্মি প্রতিফলিত করতে সহায়তা করে এবং পৃথিবীর তাপমাত্রা বাড়ায়। এই গ্যাসগুলি তাপ ধারণ করে, ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়, যা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী।
একটি নন-বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ হলো পলিথিন। এটি একটি সাধারণ প্লাস্টিক যা দীর্ঘ সময় ধরে মাটিতে অবশিষ্ট থাকে এবং প্রাকৃতিকভাবে নষ্ট হয় না, ফলে পরিবেশ দূষণের জন্য দায়ী হয়।
(v) সোডিয়াম পারক্সাইড থেকে অক্সিজেন প্রস্তুতির সমীকরণটি লেখো।
উত্তর : - হাইড্রোজেন পূর্ণ গ্যাসজারের মুখে জ্বলন্ত পাটকাঠি ধরলে কী দেখা যাবে? হাইড্রোজেনের কয়টি আইসোটোপ।
সোডিয়াম পারক্সাইড (Na₂O₂)
থেকে অক্সিজেন প্রস্তুতির জন্য সমীকরণ হলো:
হাইড্রোজেন পূর্ণ গ্যাসজারের মুখে জ্বলন্ত পাটকাঠি ধরালে, তা দ্রুত জ্বলে যাবে এবং একটি স্বতঃস্ফূর্ত দহন ঘটবে। ফলে, একটি উজ্জ্বল শিখা এবং একটি ‘পপ’ শব্দ শোনা যাবে, যা হাইড্রোজেন গ্যাসের উপস্থিতি নির্দেশ করে।
হাইড্রোজেনের দুটি আইসোটোপ হলো:
ডিউটারিয়াম (²H):
যা একটি নিউট্রন এবং একটি প্রোটন নিয়ে গঠিত।
ট্রিটিরিয়াম (³H):
যা দুটি নিউট্রন এবং একটি প্রোটন নিয়ে গঠিত।
(vi) বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনগুলি? বজ্রবাহ
কী?
উত্তর : - বজ্রপাতের সময় নিরাপদ স্থান হলো:
বাড়ির ভিতরে:
বাড়ির একটি ঘর বা আবাসস্থলে থাকার সময় বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায়।
গাড়ির ভিতরে:
একটি ধাতব গাড়ি বজ্রপাতের সময় নিরাপদ, কারণ এটি বজ্র বিদ্যুতের পথ হিসাবে কাজ করে।
বজ্রবাহ হলো বজ্রপাতের সময় আকাশে বিদ্যুতের বিচ্ছুরণ বা স্রোত। এটি সাধারণত মেঘের মধ্যে বা মেঘ এবং পৃথিবীর মধ্যে ঘটে এবং তীব্র তাপ এবং চাপ সৃষ্টি করে, যা বজ্রপাতের সৃষ্টি করে। বজ্রবাহের কারণে উচ্চ তাপমাত্রা এবং বৈদ্যুতিক উত্তেজনা সৃষ্টি হয়, যা ঝড়ের সময় সতর্কতা তৈরি করে।
অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান (Life Science ) প্রশ্ন উত্তর : -
1. শূন্যস্থান পূরণ করো :
(i) নিউক্লিওটাইড।
(ii) সেলুলোজ।
(iii) ফুল।
(iv) অ্যানালজেসিক।
(v) গাঙ্গেয় ডলফিন।
(vi) যক্ষ্মা।
(vii) স্যার রনাল্ড রস।
(viii) কুসুম।
(ix) 2012।
(x) রেড
ডাটা বুক।
2. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও :
(i) (b) পেনিসিলিন।
(ii) (c) অ্যাড্রিনালিন।
(iii) (c) 2011 খ্রিস্টাব্দ।
(iv) (b) সামুদ্রিক শ্যাওলা।
(v) (a) বুশম্যান।
(vi) (a) ইনসিটু।
(vii) (b) কচুরিপানা।
(viii) (a) সুন্দরী।
(ix) (c) এডিস।
3. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও :
(i) (b) লুসিফেরিন।
(ii) (c) ক্যানোপি।
(iii) (e) র্যাটল স্নেক।
(iv) (a) ইগলু।
(v) (d) বাঘরোল।
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
(i) জীবন কুশলতা বলতে কী বোঝো? বিশ্ব
স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্দেশিত দুটি জীবনকুশলতা চর্চার নাম লেখো।
উত্তর : - জীবন কুশলতা হলো সুস্থ, সুষ্ঠু এবং আনন্দময় জীবনযাপনের জন্য প্রয়োজনীয় কৌশল এবং গুণাবলির সমষ্টি। এটি ব্যক্তির শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার জন্য অপরিহার্য। জীবন কুশলতার মধ্যে খাদ্য গ্রহণের পদ্ধতি, শারীরিক কার্যকলাপ, মানসিক চাপের মোকাবিলা, সামাজিক সম্পর্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ, এবং স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা অন্তর্ভুক্ত থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কিছু গুরুত্বপূর্ণ জীবনকুশলতা চর্চা নির্দেশ করে, যার মধ্যে দুটি হলো:
সঠিক খাদ্যাভ্যাস:
স্বাস্থ্যকর খাবার গ্রহণ, যেমন শাকসবজি, ফলমূল, এবং প্রোটিনসমৃদ্ধ খাদ্য খাওয়ার গুরুত্ব, যা রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক।
শারীরিক ব্যায়াম:
নিয়মিত ব্যায়াম করা, যা হৃদরোগ, ডায়াবেটিস এবং অন্যান্য জীবনযাপনের কারণে হওয়া রোগ প্রতিরোধে সহায়ক।
এই কৌশলগুলো ব্যক্তির জীবনযাত্রার মান উন্নত করতে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য সহায়ক।
(ii) ভারতের স্থলভাগের কত শতাংশ বনভূমি? বন থেকে মানুষ যা যা উপকার পায় তার মধ্যে দুটি লেখো।
উত্তর : - ভারতের স্থলভাগের প্রায় 24% এলাকা বনভূমি। এই বনভূমি বিভিন্ন ধরনের গাছপালা এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ, যা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনভূমি শুধু পরিবেশের সুরক্ষা করে না, বরং মানুষের জীবনের জন্যও বিভিন্নভাবে উপকারে আসে।
বন থেকে মানুষ যা যা উপকার পায় তার মধ্যে দুটি হলো:
প্রাকৃতিক সম্পদ:
বনগুলি কাঠ, রেজিন, তেল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সরবরাহ করে। এটি অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই সম্পদগুলি স্থানীয় এবং জাতীয় পর্যায়ে শিল্প ও নির্মাণ কাজের জন্য ব্যবহৃত হয়।
পরিবেশের ভারসাম্য:
বনগুলি বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন মুক্ত করে, যা মানুষের শ্বাসক্রিয়ার জন্য অপরিহার্য। এছাড়া, বনভূমি বৃষ্টি ধারন করতে সাহায্য করে এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(iii) সমুদ্র দূষণের দুটি কারণ লেখো। তারামাছের প্রিয় খাবার কী?
উত্তর : - সমুদ্র দূষণ হলো সমুদ্রে বিভিন্ন প্রকারের দূষিত পদার্থের উপস্থিতি, যা সামুদ্রিক জীববৈচিত্র্য এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সমুদ্র দূষণের দুটি কারণ হলো:
প্লাস্টিক দূষণ: প্রতিদিন লক্ষ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে নিক্ষিপ্ত হয়, যা সামুদ্রিক প্রাণীর জন্য মারাত্মক। প্লাস্টিকের কনটেইনার, বোতল এবং প্যাকেজিং সামগ্রী সমুদ্রের জলাশয়ে বিচরণরত প্রাণীদের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ তারা এগুলো খেয়ে ফেলতে পারে বা এদের সাথে জড়িয়ে যেতে পারে।
রাসায়নিক দূষণ:
কৃষি, শিল্প ও নগর অঞ্চলে ব্যবহৃত রাসায়নিক পদার্থ, যেমন পেস্টিসাইড এবং সার, নদী-নালা হয়ে সমুদ্রে প্রবাহিত হয়। এগুলো সামুদ্রিক পরিবেশের ভারসাম্যকে বিঘ্নিত করে এবং জলজ জীবের জন্য বিষাক্ত হতে পারে।
তারামাছের প্রিয় খাবার হলো মিষ্টি পানিতে বাস করা ছোট মাছ, শামুক এবং অন্যান্য জলজ খাদ্য। তারা তাদের খাদ্য সংগ্রহে দক্ষ এবং জলজ পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(iv) 'মরুভূমির জাহাজ' কাকে বলে? 'মরুদ্যান' কীভাবে
সৃষ্টি হয়?
উত্তর : - 'মরুভূমির জাহাজ' শব্দটি সাধারণত ক্যামেল (উট) কে নির্দেশ করে। উট গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমির পরিবেশে বিশেষভাবে অভিযোজিত প্রাণী। তাদের শরীরের বিভিন্ন বৈশিষ্ট্য তাদের দীর্ঘ সময় পানির অভাবের সাথে বসবাস করতে সক্ষম করে। উটের পিঠে থাকা গ্রীস, তাদের দেহের মধ্যে জল ধারণের জন্য প্রয়োজনীয় সঞ্চয়স্থল হিসেবে কাজ করে। মরুভূমির তাপমাত্রা বৃদ্ধি এবং খাদ্যের অভাবে তারা দীর্ঘ সময় ধরে বাঁচতে সক্ষম হয়। তাদের দুর্দান্ত অভিযোজন এবং সহনশীলতা তাদের মরুভূমির পরিস্থিতির সাথে মিলিত করে।
'মরুদ্যান' হল এক ধরনের মরুভূমি বা শুষ্ক অঞ্চলে তৈরি করা সবুজ স্থান, যেখানে গাছপালা এবং অন্যান্য উদ্ভিদ জন্মায়। এটি সাধারণত আর্টিফিশিয়াল সেচ পদ্ধতি, যেমন বৃষ্টির পানি সংগ্রহ, এবং প্রযুক্তির ব্যবহার দ্বারা তৈরি হয়। মরুদ্যান সৃষ্টি করতে হলে মাটির অম্লতা কমানো, জল সংরক্ষণ, এবং উপযুক্ত গাছের নির্বাচন প্রয়োজন। মরুদ্যানে রোপিত গাছগুলি মরুভূমির পরিবেশে জীববৈচিত্র্য বজায় রাখে এবং স্থানীয় মানুষদের জন্য খাদ্য এবং আশ্রয় সরবরাহ করে।
(v) 'আন্টার্কটিকার বিস্ময়' কোন্ প্রাণীকে বলা হয়? আন্টার্কটিকার পরিবেশ দূষণের দুটি কারণ লেখো।
উত্তর : - 'আন্টার্কটিকার বিস্ময়' হিসেবে পেঙ্গুইন কে উল্লেখ করা হয়। পেঙ্গুইন হল একটি অনন্য সামুদ্রিক পাখি যা ফ্লাইটের অক্ষমতা এবং জল পরিবেশে বিশেষভাবে অভিযোজিত। তাদের শরীরের বিশেষ রূপ ও গঠন তাদের ঠাণ্ডা আবহাওয়ায় বাঁচতে সাহায্য করে। তারা জল-ভাসমান এবং খাদ্য সংগ্রহের জন্য দক্ষ, বিশেষ করে মাছ, স্কুইড এবং ক্রিল খেতে। পেঙ্গুইনগুলি তাদের সমাজিক আচরণ এবং মজার চলাফেরা জন্য প্রিয়। আর্কটিক অঞ্চলে পেঙ্গুইনদের উষ্ণ আবহাওয়ায় ক্রমবর্ধমান সংকট ও পরিবেশের পরিবর্তনের মধ্যে নিজেদের অভিযোজিত করতে হয়।
আন্টার্কটিকার পরিবেশ দূষণের দুটি কারণ হলো:
গ্লোবাল ওয়ার্মিং:
বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফের স্তর গলে যাচ্ছে, যা পেঙ্গুইনদের আবাসস্থলে প্রভাব ফেলছে। তাপমাত্রার এই পরিবর্তন তাদের খাদ্যের উৎসের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
প্লাস্টিক দূষণ:
সমুদ্রের প্লাস্টিক বর্জ্য আর্কটিক অঞ্চলে পেঙ্গুইনদের খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। প্লাস্টিকের অংশ পেঙ্গুইনদের খাদ্যের সাথে মিশে যেতে পারে এবং তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
(vi) হলুদ-এর মধ্যে থাকা জীবাণুনাশক যৌগের নাম কী? রসুনের
দুটি ঔষধি গুণ লেখো।
উত্তর : - হলুদ-এর মধ্যে থাকা জীবাণুনাশক যৌগের নাম কুরকুমিন। এটি হলুদ গাছের মূল থেকে প্রাপ্ত একটি রাসায়নিক উপাদান, যা এর গায়ে থাকা হলুদ রঙের জন্য দায়ী। কুরকুমিনের অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা বিভিন্ন রোগের চিকিৎসায় সহায়ক। এর ব্যবহারে সংক্রমণ প্রতিরোধ এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
রসুনের দুটি ঔষধি গুণ হলো:
অ্যান্টি-ব্যাকটেরিয়াল:
রসুনে থাকা অ্যালিসিন নামক একটি যৌগ ব্যাকটেরিয়াল সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে দমন করে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
হৃদরোগ প্রতিরোধ:
রসুনের ব্যবহার হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্তের কোলেস্টেরল স্তর কমাতে সাহায্য করে, ফলে হৃদরোগের সম্ভাবনা কমে যায়।
(vii) 'ত্রিফলা' কী?
নয়নতারা ও ঘৃতকুমারী-এর একটি করে ঔষধি গুণ লেখো।
উত্তর : - 'ত্রিফলা' একটি ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক ঔষধ, যা তিনটি ভেষজ গাছের সমন্বয়ে গঠিত: অমলকী (আমলকি),
বিভীতকী (বিবেতাকি) এবং হরিতকী (হারিতকী)। এই তিনটি ফলের সংমিশ্রণ একত্রে শরীরের নানা রোগের প্রতিকার করে এবং সারা শরীরের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ত্রিফলার অন্যতম বিশেষত্ব হলো এটি পাচনতন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক এবং দেহের বিষাক্ত পদার্থ নির্গমন করতে সাহায্য করে।
নয়নতারা এর একটি ঔষধি গুণ হলো:
এটি চোখের জন্য খুব উপকারি, বিশেষ করে চোখের প্রদাহ বা জ্বালাপোড়া কমাতে। নয়নতারা ফুলের রস চোখের জ্বালায় ব্যবহার করা হয়।
ঘৃতকুমারী (অ্যালোভেরা) এর একটি ঔষধি গুণ হলো:
এটি ত্বকের স্বাস্থ্য রক্ষা করে এবং দাগছোপ কমাতে সহায়ক। ঘৃতকুমারীর রস ত্বকে ব্যবহার করলে ময়েশ্চারাইজিং এবং শীতল করার সুবিধা পাওয়া যায়।
অষ্টম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের সাজেশন ও পরীক্ষার মডেল প্রশ্নপত্র (Class 8 Suggestion & Question Paper All Subject 2024) পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) এ নিজের ডিটেলস সাবমিট (Submit) করো, খুব শীঘ্রই আমরা Reply করবো। এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও বিভিন্ন রকম আপডেট পেতে।
তোমাদের মডেল পেপারটি (Model Paper) গুলো কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও।
Frequently Asked Questions
Q) Which chapter is most important in Class 8 Science?
Ans: - সমস্ত অধ্যায় গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে পড়াশুনা করো।
Q) How can I prepare effectively for Class 8 Science?
Ans: - নিয়মিত পড়াশুনা করো এবং তার সাথে বেশি বেশি করে Practice করো যাতে ভালো করে বিষয়বস্তুগুলো আয়ত্তে চলে আসে।
Thank you for Google thank you so much ♥️♥️👍👍👍👍👍👍👍
উত্তরমুছুনWelcome 🤩
মুছুন