দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল প্রশ্নপত্র 2024 । Class 10 Geography Second Unit Test Question 2024

 

দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল প্রশ্নপত্র 2024 । Class 10 Geography Second Unit Test Question 2024

দশম শ্রেণী ভূগোল প্রশ্নপত্র। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 মাধ্যমিক ভূগোল সাজেশন।

দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ এর টি মডেল প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি তোমাদের সামনে।  কেমন ধরণের প্রশ্নপত্র তোমাদের মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ পরীক্ষায় আসবে এই টি মডেল প্রশ্নপত্রতে দেখানো হয়েছে।  আশা করি তোমাদের এই ২টি মডেল প্রশ্নপত্র অনেক সাহায্য করবে। চাইলে তোমরা বাড়িতে বসে এই প্রশ্নপত্রটি সমাধান করে আমাদের কে পাঠাতে পারো সমাধানপত্রটি।

Wbbse Class 10 Geography Second Unit Test Question 2024

মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ এর সিলেবাস থাকছে তোমাদের দ্বিতীয় অধ্যায় : বায়ুমণ্ডল। তৃতীয় অধ্যায় : বারিমণ্ডল। পঞ্চম অধ্যায় : - ভারতের অর্থনৈতিক পরিবেশ। মাধ্যমিক ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ পূর্ণমান - ৪০ লিখিত।  যার জন্য সময় ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।

Madhyamik 2024 Second summative suggestion geography | Class 10 Geography 2nd unit test suggestion

Model Set – 1

2nd Unit Test Geography Question Paper দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪

বিষয় - ভূগোল    পূর্ণমান = ৪০   সময় - ঘন্টা ৩০ মিনিট

১।  বিকল্প গুলি থেকে সঠিকউত্তরটি নির্বাচন করুন : -  1 x 10 = 10

) বায়ুমন্ডলে ওজন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে ? --

) স্ট্র্যাটোস্ফিয়ার

) মেসোস্ফিয়ার

) আয়নোস্ফিয়ার

) ট্রপোস্ফিয়ার

) বায়ুমণ্ডলে সিও২  গ্যাসের পরিমান হলো---

) .০৩৩%

) .

).3%

) .০৩%

) এল - নিনোর প্রভাব দেখা যায় --

) আটলান্টিক মহাসাগরে

) প্রশান্ত মহাসাগরে

) ভারত মহাসাগরে

) সুমেরু মহাসাগরে

) সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে--

) বায়ুপ্রবাহ

) মগ্নচড়া

) পৃথিবী পরিক্রমণ

) সবকটিই প্রযোজ্য

) কোনো স্থানের জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান প্রায়--

) দু ঘন্টার বেশি

) ছয় ঘন্টার বেশি

) চার ঘন্টার বেশি

) আট ঘন্টার বেশি

) ভারতের ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?

) দিল্লিতে

) চেন্নাই

) কটক

) হরিয়ানা তে

) একটি জায়িদ ফসলের উদাহরণ হলো---

) গম

) আউশ ধান

) বাদাম

) বোরো ধান

) ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে --

) জামশেদপুরে

) দুর্গাপুরে

) ভিলাইয়ে

) সালেমে

) টোগা সালের আদমশুমারি অনুযায়ি ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো---

) কেরালা

) বিহার

) উত্তরপ্রদেশ

) মহারাষ্ট্র

১০) 'উন্নয়নের জীবনরেখা' নামে পরিচিত  ---

)সড়কপথ

) রেলপথ

) জলপথ

) আকাশপথ

2 ) নীচের বিবৃতিগুলির কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো:     1 x 4 = 4

) বিশাখাপাত্তানাম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্ধর।

) 'লু' একটি আর্দ্র শীতল প্রকিতির বায়ু।

) ভারতমহাসাগরে শৈবাল সাগর দেখা যাই

) পাট একটি বাগিচা ফসল।

3 ) শূন্যস্থান পূরণ করো: ( যে কোনো 2টি)      1 x 2 = 2

) বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে --------- বলে

) পৃথিবীর ------ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়।

) জামনগর ------ শিল্পের জন্যে বিখ্যাত।

4 ) দু- একটি কোথায় উত্তর দাও : ( যে কোনো 4টি)   1 x 4 = 4

) বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে?

) সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী?

) ভারতের 'সিলিকন ভ্যালি ' কাকে বলে?

) ভারতে মহানগরের সংখ্যা কয়টি?

) কোন শহরকে  ভারতের প্রবেশদ্বার বলা হয়?

দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল প্রশ্নপত্র 2024 । Class 10 Geography Second Unit Test Question 2024

5 ) নীচের প্রশ্ন গুলির সংক্ষিপ্ত পরিচয় দাও 2 x 5 = 10

1) ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমন্ডল বলা হয় কেন? অথবা, টীকা লেখো - মরা কোটাল

) বৈপরীত্য উত্তাপের কারণ কী?

) হিমশৈল বলতে কী বোঝো ?  অথবা,  সিজিগি কী?

) উদীয়মান শিল্প বলতে কী বোঝো ?

) ধাপ চাষের গুরুত্ব কী?

6 ) নিম্ন লিখিত প্রশ্ন গুলি থেকে যে কোনো টি প্রশ্নের উত্তর দাও :  5 x  2 = 10

1) পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ বর্ণনা দাও।/ বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব আলোচনা করো।

) সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।

) ভারতের জনসংখ্যা বণ্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। / পূর্ব মধ্যে ভারতে লৌহ শিল্প গড়ে ওঠার কারণ লেখো


Class-10 Geography First-Unit-Test Question-2024  মাধ্যমিক ভূগোল সাজেশন

Model Set – 2

2nd Unit Test Geography Question Paper দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪

বিষয় - ভূগোল    পূর্ণমান = ৪০   সময় - ঘন্টা ৩০ মিনিট

)   বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:   1 x 10 = 10

) বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা তৈরী হয়---

) মেসোস্ফিয়ার

) ট্রপোস্ফিয়ার

) স্ট্র্যাটোস্ফিয়ার

) আয়নোস্ফিয়ার

) উষ্ণ শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় --

) প্রবল শৈত্য

) প্রখর উষ্ণতা

) রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া

) মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কী নাম ডাকা হয়?

) টাইফুন

) হ্যারিকেন

) সাইক্লোন

) টুইস্টার

) রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো --

) বোরো

) ব্লিজার্ড

) চিনুক

) মিস্ট্রাল

) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলে---

) অ্যাপোজি জোয়ার

) পেরিজি জোয়ার

) ভরা কোটাল

) মরা কোটাল

)পেরু স্রোত দেখা যাই ----

) ভারত মহাসাগরে

) প্রশান্ত মহাসাগরে

) সুমেরু মহাসাগরে

) আটলান্টিক মহাসাগরে

) হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো---

) পাঞ্জাব

) অন্ধ্রপ্রদেশ

) পশ্চিমবঙ্গ

) উত্তরপ্রদেশ

) ভারতের রূঢ় বলাহয় --

) দুর্গাপুরকে

) জামসেদপুরকে

) ভিলাইকে

) বোকারোকে

) পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে ---

) থানে

) ট্রম্বে

) তারাপুর

) হলদিয়াতে

১০) ভারতের সর্বাধিক সাক্ষরতা যুক্ত রাজ্য হলো---

) তামিলনাড়ু

) কেরালা

) পশ্চিমবঙ্গ

) মেঘালয়

) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পশে 'শু' অশুদ্ধ হলে পশে ' ' লেখো:  1 x 4 = 4

ভারতের মরু গবেষণা কেন্দ্র জয়পুরে অবস্থিত

) ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক।

) অশিক্ষা দারিদ্রতা দ্রুত জনসংখ্যা বৃদ্ধির জন্যে দায়ী

) দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়গত ব্যবধান ২৪ ঘন্টা

) শূন্যস্থান পূরণ করো ( যে কোনো টি)  :    1 x 2 = 2

) ভারতের অধিকাংশ বৃষ্টিপাত ------ পদ্ধতিতে হয়।

) ------ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়।

টাইফুনের উৎপত্তি ----- সাগরে।

) একটি বা দুটি শব্দে উত্তর দাও( যে কোনো টি) :   1 x 4 = 4

) বায়ুর চাপ মাপার একক কী?

) সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?

) ক্রান্তীয় সমুদ্রে কোন ধরণের সমুদ্রস্রোত সৃষ্টি হয়?

) ভারতের সর্বাধিক চা উৎপাদনকরি রাজ্যের নাম কী?

) পশ্চিমবঙ্গের দুটি কার্পাস বয়ন শিল্পের উদাহরণ

) নীচের  প্রশ্ন গুলির সংক্ষিপ্ত উত্তর দাও:      2 x 5 = 10

) ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো।

) বান ডাকা  কাকে বলে? / হিমপ্রাচীর কাকে বলে?

) মগ্নচড়া কী?

) পেট্রোরসায়ন শিল্পের প্রধান উৎপাদন দ্রব্য গুলো কী কী ?

) শস্যাবর্তন কাকে বলে? 

) নিম্নলিখিত প্রশ্ন গুলোর উত্তর দাও (যে কোনো টি)  5 x 2 = 10

1) কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো।/ ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো।

) ভরাকোটাল মোরাকোটাল কীভাবে ঘটে তা চিত্রসহ লেখো। / জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো।

) বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো। / চিত্রসহ শৈলোৎক্ষেপ পরিচলন বৃষ্টি সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো

 


তোমরা যদি প্রশ্নপত্রটি সমাধান করে আমাদের পাঠাতে চাও তাহলে আমাদেরকে পাঠাতে পারো। আমরা সমাধানপত্রটি চেক করে দেব এবং তার সাথে কত পেয়েছো তা জানিয়েও দেব। পাঠানোর জন্য আমাদের সাথে কন্টাক্ট করো - Click Here 

Class 10 Bengali First Unit Test Question Paper  দশম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024  - Click Here

Class 10 History First Unit Test Question Paper  দশম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024  - Click Here

Class 10 Geography First Unit Test Question Paper  দশম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

Class 10 Physical Science First Unit Test Question Paper  দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

Class 10 Life Science First Unit Test Question Paper  দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

Class 10 Mathematics First Unit Test Question Paper  দশম শ্রেণীর গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

আশা করছি তোমাদের এই ২টি মডেল প্রশ্নপত্র অনেক বেশি সাহায্য করবে ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে(1st Unit Test 2024) নিচে অবশ্যই কমেন্ট জানাবে কেমন লাগলো তোমাদের।

তোমরা যদি আমাদের সাথে কন্টাক্ট (Contact) করতে চাও তাহলে – Click Here

তোমরা যদি টেলিগ্রাম (Telegram) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here

তোমরা যদি হোয়াটস্যাপ (WhatsApp) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here

তোমরা যদি ফেসবুক (Facebook) পেজের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

Enter Your Comment

নবীনতর পূর্বতন