WB Higher Secondary Geography Mock Test || দ্বিতীয় অধ্যায় - ক্ষয়চক্র
WB HS Geography MCQ || অধ্যায়- ক্ষয়চক্র : গঠন ও প্রক্রিয়া || ক্ষয়চক্র MCQ
WBCHSE Higher Secondary Geography Mock Test / Wbchse Class 12 Geography Chapter 2 Cycle of Erosion Mock Test / উচ্চ মাধ্যমিক ভূগোল ক্ষয়চক্র মক টেস্ট : - Info Educations তোমাদের জন্য নিয়ে এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায় ২ ক্ষয়চক্র এর খুবই গুরুত্বপূর্ণ MCQ MOCK TEST।
উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্রের Mock Test তোমাদের সিলেবাস এর উপর ভিত্তি করে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাদের দ্বারা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দিয়ে তৈরী হয়েছে। তাই এই প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 এ আসার সম্ভাবনাও অনেক অনেক বেশি। এই মক টেস্টটি তোমাদের ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্রের MCQ প্রস্তুতিতেও অনেক বেশি সাহায্য করবে। কারণ তোমরা এখানে নিত্য নতুন প্রশ্নের সম্মুখীন হবে। যাতে করে তোমাদের ধারণাও অনেক বাড়বে।
উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট সেট।। Class 12 ar geography ক্ষয়চক্র mock টেস্ট
উচ্চ মাধ্যমিক ভূগোল ক্ষয়চক্র দ্বাদশ শ্রেণি MCQ মক টেস্টে তোমাদের জন্য থাকছে 20 টি প্রশ্ন , আর প্রতিটি প্রশ্নের মান 5 করে। সঠিক করলে 5 Points পাবে আর ভুল করলে 0 পাবে। প্রতিটা প্রশ্নের জন্য 2 Minutes করে সময় পাবে।
Subject (বিষয়) |
Geography
( ভূগোল )
|
Class (শ্রেণী) |
12
( দ্বাদশ ) |
Chapter (অধ্যায়) |
2 (দ্বিতীয়
অধ্যায়) |
Name of The Chapter (অধ্যায়ের
নাম) |
ক্ষয়চক্র (Cycle of Erosion) |
Total Questions (প্রশ্ন
সংখ্যা) |
20 |
Total Marks (পূর্ণমান) |
100 |
Times of each question |
60 Seconds |
Mock Test টি দেওয়ার জন্য নিচের দেওয়া Start Quiz Button এ ক্লিক করো।
মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং যেগুলি ভুল হয়েছে তার সঠিক উত্তর পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় কোথাও যে , কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে তোমরা অবশ্যই Contact Form অথবা কমেন্ট করে (Comment) প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি টুকে সঠিক উত্তর সাবমিট (Submit) করবে। আশা করছি তোমাদের এই মক টেস্ট দেওয়ার ফলে অনেক বেশি উপকৃত হবে এবং মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।
একনজরে : -
বোর্নহার্ড : গোম্বুজাকৃতির ইনসেলবার্জ।
ক্যাসেল কপিজ : ক্ষয় হয়ে ইনসেলবার্জ এর বোল্ডার স্তুপ ।
খোয়াই : পাহাড়, পর্বতে ঢালে জলধারার ক্ষয় কার্যে গঠিত ছোট ছোট খাত ।
অপবাহন গর্ত : মরুভূমির বালি উড়েগিয়ে সৃষ্ট গর্ত বা অবনমিত অংশ ।
ইনসেলবার্জ: পেডিপ্লেনের মধ্যে কঠিন শিলার অনুচ্চ টিলা।
মেসা ও বিউট : ক্ষয় কম হলে ইনসেলবার্জ আকৃতিতে বড়ো হয়, যা মেসা । মেসা আকৃতিতে ছোট দেখলে তা বিউট।
নদীগ্রাস: মস্তক ক্ষয়ের মাধ্যমে একটি নদীর সাথে আর একটি নদীর পরস্পর মিলন।
পলিসাইক্লিক ল্যান্ডস্কেপ : যে ভূমির উপর একাধিক ক্ষয়চক্রের সুষ্পষ্ট চিন্হ বর্তমান থাকে।
জলবিভাজিকা: দুটি নদী বা নদী অববাহিকার পৃথককারী উচ্চভূমি।
মোনাডনাক: ভূমির বার্ধক্য অবস্থায় সমপ্রায়ভূমির মধ্যে অনুচ্চ টিলা।
HS Geography Suggestion 2025 Test & Final Exam
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (West Bengal Council of Higher Secondary Education) এর অন্তর্গত দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের টেস্ট পরীক্ষা(HS Class 12th Geography Test Exam) ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। ছাত্রছাত্রীদের জন্য Class 12 Geography Last Minute Suggestion অথবা HS Geography Test Examination Suggestion নিয়ে চলে এসেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র (WB HS Geography Question Paper 2024) টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। Hs Geography Question Paper 2024 টি তোমরা ভালো করে প্রাকটিস করো।
WBCHSE HS Geography Test Examination Question Paper 2024
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল
উত্তরপত্রে লেখো : 1×21=21
(i) চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়?- (a) স্ট্যালাকটাইট (b) স্ট্যালাগমাইট (c) হেলিকটাইট (d) স্তম্ভ।
(ii) যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়— (a) আরোহন (b) অবরোহন (c) পর্যায়ন (d) জৈবিক আবহবিকার।
(iii) যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোন দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে, তাকে বলে— (a) ফিয়র্ড (b) টম্বোলো (c) স্পিট (d) হুক।
(iv) “একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে।” উক্তিটি করেন— (a) সি এইচ ক্রিকসে (b) ডব্লু এম ডেভিস (c) জেটি হ্যাক (d) ডব্লু পেঙ্ক।
(v) মালভূমির খাড়া ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে, তাকে বলে- (a) বৃক্ষরূপী জল নির্গম প্রণালী (b) অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালী (c) জাফরিরূপী জল নির্গম প্রণালী (d) সমাস্তরাল জলনির্গম প্রণালী।
(vi) একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল- (a) লিথোেসল (b) রেগোসল (c) পলিমৃত্তিকা (d) পজল।
(vii) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল- (a) লোহা (b) ম্যাঙ্গানিজ (c) তামা (d) নাইট্রোজেন।
(viii) নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয়, সেটি হল- (a) CO, (b) O, (c) O, (d) CFC ।
(ix) হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয়— (a) চীন সাগর (b) বঙ্গোপসাগর (c) বিস্কে উপসাগর (d) ক্যারিবিয়ান সাগর।
(x) লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণিকে বলে— (a) হাইড্রোফাইট (b) লিথোফাইট (c) হ্যালোফাইট (d) জেরোফাইট।
(xi) ভারতে জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয়— (a) পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য (b) গাঙ্গেয় সমভূমি (c) ছোটোনাগপুর মালভূমি (d) থর মরুভূমি।
(xii) একটি ‘মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল- (a) সুনামি (b) খরা (c) ভূপাল গ্যাস বিপর্যয় (d) ধস।
(xiii) সোনালী পোশাক কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হল- (a) অতি নব্যস্তর (b) প্রাথমিক স্তর (c) পরিষেবা স্তর (d) দ্বিতীয় বা গৌণ স্তর।
(xiv) ভারতে ‘নীল বিপ্লব' যে উৎপাদনের সাথে জড়িত, তা হল- (a) দুধ (b) মাংস (c) ডিম (d) মাছ।
(xv) মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল- (a) পাট শিল্প (b) কাগজ শিল্প (c) রবার শিল্প (d) পেট্রো রসায়ন শিল্প।
(xvi) ‘পর্যটন’ যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত, তা হল- (a) প্রাথমিক ক্ষেত্র (b) দ্বিতীয় ক্ষেত্র (c) তৃতীয় ক্ষেত্র (d) চতুর্থ ক্ষেত্র।
(xvii) ভারতে ‘খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে' একটি অগ্রণী রাজ্য হল- (a) পশ্চিমবঙ্গ (b) বিহার (c) মধ্যপ্রদেশ (d) মিজোরাম।
(xviii) সুয়েজ খাল সংযুক্ত করেছে- (a) ভূমধ্যসাগর ও এডেন উপসাগরকে (b) ভূমধ্যসাগর ও আরল সাগরকে (c) ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে (d) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
(xix) ‘জনসংখ্যা বিবর্তন তত্ত্ব'র প্রথম পর্যায় বলতে বোঝায়— (a) প্রাক্ শিল্পবিপ্লব সময়কালকে (b) শিল্প বিপ্লবের সময়কালকে (c) শিল্পবিপ্লব পরবর্তী সময়কালকে (d) বর্তমান সময়কালকে। (xx) ভারতে পরিযান সর্বাধিক ঘটে— (a) গ্রাম থেকে শহরে (b) শহর থেকে শহরে (c) গ্রাম থেকে গ্রামে (d) শহর থেকে গ্রামে।
(xxi) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল- (a) সাক্ষরতার হার (b) মোট অভ্যন্তরীণ উৎপাদন (c) প্রত্যাশিত আয়ুষ্কাল (d) ক্রয় ক্ষমতার সমতা।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×14=14
(i) ‘পর্যায়ন' কাকে বলে? অথবা, ‘অন্ধ উপত্যকা” কাকে বলে?
(ii) ‘টম্বোলো' কাকে বলে? অথবা ‘ফিয়র্ড উপকূল' বলতে কী বোঝ?
(iii) ‘পেডিমেন্ট' কীভাবে গঠিত হয়?
(iv) পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। অথবা, ‘অঙ্গুরীয় জলনির্গম প্রণালী' বলতে
(v) ‘হিউমিফিকেশন' কাকে বলে? অথবা, মৃত্তিকার গ্রথন বলতে কী বোঝ?
(vi) উচ্চতাপযুক্ত উদ্ভিদ' বলতে কী বোঝায়?
(vii) 'লা নিনা' বলতে কী বোঝায়? অথবা, আয়ন বায়ু কাকে বলে?
(viii) 'জীববৈচিত্র্য'-এর সংজ্ঞা দাও। অথবা, নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী নামে অভিহিত করা যায়?
(ix) 'হড়পাবান' বলতে কী বোঝ?
(x) বাজারভিত্তিক উদ্যান কৃষি বলতে কী বোঝ? অথবা, 'আর্দ্র কৃষি -এর সংজ্ঞা দাও।
(xi) আইসোটিম কী?
(xii) তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও।
(xiii) 'জলবিন্দু বসতি' বলতে কী বোঝ?
(xiv) পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 7×5=35
(a) কার্স্ট অঞ্চলে সৃষ্ট 'সিঙ্কহোল', পোলজি এবং 'পাতন প্রস্তর' কীরূপে গঠিত হয় তা চিত্রসহ আলোচনা করো। ‘নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত' বলতে কী বোঝায়? (5+2)
অথবা, চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো। 'এন্টিসল' ও 'মলিসন' মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। (5+2)
(b) ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য নিরূপণ করো। মৌসুমী বায়ুর উপর ‘জেট প্রবাহ’র প্রভাব বিশ্লেষণ করো। (4+3)
অথবা, জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষিপ্ত টীকা লেখো। উদাহরণসহ বিভিন্ন ধরনের ‘মরু উদ্ভিদ' সম্পর্কে আলোচনা করো। (3+4)
(c) শস্যাবর্তনের সংজ্ঞা দাও। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। ‘ব্যাপক কৃষি প্রধানত রপ্তানিভিত্তিক হওয়ার কারণ কী? (2+3+2)
(d) কানাডার কাগজ শিল্পে উন্নতির কারণগুলি আলোচনা করো। ‘কোয়াটারনারি' ও ‘কুইনারি’ অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি কী কী? (4+3)
(e) 'জন বিবর্তন মডেল'-এর বিভিন্ন পর্যায়গুলি কী কী? কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণি বিভাগ করো ও উদাহরণ দাও। (3+4)
অথবা, ব্যাঙ্গালুরু ‘ইলেকট্রনিক শিল্পে’ উন্নত হওয়ার দুটি কারণ উল্লেখ করো। ‘বৃহৎ পরিকল্পনা অঞ্চল' বলতে কী বোঝায় উদাহরণসহ লেখো। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবণ্টনের তিনটি প্রাকৃতিক কারণ আলোচনা করো। (2+3+2)
Enter Your Comment