মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট | Life Science Mock Test 2025
বর্তমান সময়ে MCQ মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। এবং এই MCQ সঠিক করলে প্রাপ্ত নম্বরের পরিমান ও বেড়ে যায় । তাই MCQ এর উপর অনেক জোর দেওয়া প্রয়োজন। এবং তার জন্য চায় বেশি বেশি প্রাকটিস এবং পরীক্ষা দেওয়া , যার মধ্য দিয়ে তুমি তোমার দুর্বলতা বা প্রস্তুতি কে যাচাই করতে পারবে। এই প্রস্তুতি কে আরও সুদৃঢ করার জন্য Infoeducations.com তোমাদের জন্য নিয়ে এসেছে প্রতিটা বিষয়ের MCQ MOCK Test।
WBBSE Madhyamik
Life Science Mock Test / Wbbse Class 10 Life Science Chapter 4 Evolution And Adaptation Mock Test / মাধ্যমিক জীবনবিজ্ঞান অভিব্যাক্তি এবং অভিযোজন মক
টেস্ট : - Info
Educations তোমাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষা 2025 দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের অভিব্যাক্তি এবং অভিযোজন এর খুবই গুরুত্বপূর্ণ MCQ
MOCK TEST।
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান মক টেস্ট
জীবনবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় - অভিব্যাক্তি ও অভিযোজনের Mock Test তোমাদের সিলেবাস এর উপর ভিত্তি করে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাদের দ্বারা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দিয়ে তৈরী হয়েছে। তাই এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা 2025 এ আসার সম্ভাবনাও অনেক অনেক বেশি। এই মক টেস্টটি তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজনের MCQ প্রস্তুতিতেও অনেক বেশি সাহায্য করবে। কারণ তোমরা এখানে নিত্য নতুন প্রশ্নের সম্মুখীন হবে। যাতে করে তোমাদের ধারণাও অনেক বাড়বে।
মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় মক টেস্ট MCQ
মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্টে তোমাদের জন্য থাকছে 20
টি প্রশ্ন ,
আর প্রতিটি প্রশ্নের মান 5
করে। সঠিক
করলে 5
Points পাবে আর
ভুল করলে 0
পাবে। প্রতিটা প্রশ্নের জন্য 60 Seconds করে সময় পাবে।
Subject (বিষয়) |
Life Science (জীবনবিজ্ঞান)
|
Class
(শ্রেণী) |
10 (দশম) |
Chapter (অধ্যায়) |
4 |
Name of The Chapter (অধ্যায়ের
নাম) |
Evolution And Adaptation (অভিব্যাক্তি
এবং
অভিযোজন) |
Total Questions (প্রশ্ন
সংখ্যা) |
20 |
Total Marks (পূর্ণমান) |
100 |
Times of each question |
60 Seconds |
Mock Test টি দেওয়ার জন্য নিচের দেওয়া Start Quiz Button এ ক্লিক করো।
মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং যেগুলি ভুল হয়েছে তার সঠিক উত্তর পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় কোথাও যে , কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে তোমরা অবশ্যই নিচে দেওয়া Contact Form অথবা কমেন্ট করে (Comment) প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি টুকে সঠিক উত্তর সাবমিট (Submit) করবে। আশা করছি তোমাদের এই মক টেস্ট দেওয়ার ফলে অনেক বেশি উপকৃত হবে এবং মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।
মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি অভিযোজন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Ovibakti and Ovijojon Question and Answer| মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি অভিযোজন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer :
১। সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো -
(ক) গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন,
(খ) উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন,
(গ) গঠনগত ও কার্যগতভাবে অভিন্ন হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন,
(ঘ) উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন।
২। ঘোড়ার আদিমতম পূর্বপুরুষের নাম –
(ক) ইকুয়াস,
(খ) মেসোহিয়াস,
(গ) ইওহিপ্পাস,
(ঘ) মেরিডিয়া
অথবা, ঘোড়ার বিবর্তনের সর্বপ্রথম ধাপ কোনটি?
৩। সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হল -
(ক) উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজও ভিন্ন,
(খ) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই,
(গ) অপসারী বিবর্তনকে নির্দেশ করে,
(ঘ) উৎপত্তিগত ও গঠনগতভাবে এক।
৪। কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন -
(ক) ডারউইন,
(খ) মিলার ও উরে,
(গ) ওপারিন,
(ঘ) ফক্স
৫। আধুনিক ঘোড়ার নাম হল –
(ক) মেরিডিয়াস,
(খ) প্রায়োহিয়াস,
(গ) ইকুয়াস,
(ঘ) মেসোহিপ্পাস।
৬। জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলো কী কী ? –
(ক) অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড,
(খ) জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন,
(গ) মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড,
(ঘ) নাইট্রোস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড।
৭। প্রদত্ত কোটি ডারউইন মতবাদের বক্তব্য নয় ? —
(ক) অর্জিত বৈশিষ্ট্যের বংশাণুসরণ,
(খ) জীবন সংগ্রাম,
(গ) প্রকরণ,
(ঘ) প্রাকৃতিক নির্বাচন।
৮। পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হল -
(ক) হাইড্রোজেন,
(খ) অক্সিজেন,
(গ) মিথেন,
(ঘ) অ্যামোনিয়া।
৯। 'অস্তিত্বের জন্য সংগ্রাম' কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন?
(ক) ডারউইন,
(খ) ল্যামার্ক,
(গ) মেন্ডেল,
(ঘ) ওয়াইসম্যান।
১০। প্রদত্ত কোটি একটি খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম?
(ক) শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম,
(খ) ইগল ও চিলের মধ্যে সংগ্রাম,
(গ) পুকুরে রুইমাছেদের মধ্যে সংগ্রাম,
(ঘ) বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম।
১১। প্রদত্ত কোন্ পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? -
(ক) পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি,
(খ) পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি,
(গ) পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি,
(ঘ) সমগ্র দেহের আকার বৃদ্ধি।
১২। প্রদত্ত কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো -
(ক) মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম,
(খ) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে সংগ্রাম,
(গ) একই জায়গার ঘাস খাওয়ার জন্য একদল হরিণদের মধ্যে সংগ্রাম,
(ঘ) হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘেদের মধ্যে সংগ্রাম।
১৩। ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন্ সজ্জারুমটি সঠিক? -
(ক) ইওহিপ্পাস →মেরিচিক্কাস→ ইকুয়াস→ প্লায়োহিয়াস → মেসোহিল্লাস,
(খ) ইকুয়াস → প্লায়োহিপ্পাস→ মেরিডিয়াস→ মেসোহিপ্পাস →ইওহিপ্পাস,
(গ) মেরিডিয়াস→ মেসোহিয়াস→ ইওহিপ্পাস → ইকুয়াস → প্রায়োহিপ্পাস,
(ঘ) ইওহিপ্পাস→ মেসোহিপ্পাস→ মেরিচিপ্পাস→ প্লায়োহিয়াস → ইকুয়াস।
১৪। তিমির ফ্লিপার, পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত হল-
(ক) সমবৃত্তীয় অঙ্গ,
(খ) নিষ্ক্রিয় অঙ্গ,
(গ) সমসংস্থ অঙ্গ,
(ঘ) প্রতিস্থাপিত অঙ্গ।
১৫। পাখির ডানা ও প্রজাপতির ডানা হল-
(ক) সমবৃত্তীয় অঙ্গ,
(খ) নিষ্ক্রিয় অঙ্গ,
(গ) সমসংস্থ অঙ্গ,
(ঘ) প্রতিস্থাপিত অঙ্গ। I
অনুরূপ প্রশ্ন, অন্য কোনো প্রাণীতে উপস্থিত প্রজাপতির ডানার সমবৃত্তীয় একটি অঙ্গের নাম লেখো।
অথবা, পাখির ডানার সমসংস্থ একটি অঙ্গের নাম লেখো।
১। জলের অভাব মেটাতে সুন্দরী ও ক্যাকটাস জাতীয় উদ্ভিদের একটি সাধারণ ব্যবস্থাপনা হল -
(ক) পাতার সংখ্যা হ্রাস,
(খ) পাতার কাঁটায় পরিণত হওয়া,
(গ) কিউটিকল-এর উপস্থিতি,
(ঘ) শ্বাসমূল।
২। প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় ? -
(ক) রেডগ্রন্থি,
(খ) অগ্র প্রকোষ্ঠ,
(গ) গ্যাসট্রিক গ্রন্থি,
(ঘ) রেটিয়া মিরাবিলিয়া।
৩। পর্ণকাণ্ড হল একটি -
(ক) পরিবর্তিত পাতা,
(খ) রূপান্তরিত কাণ্ড,
(গ) পাতা বা কাণ্ড কোনোটিই নয়,
(ঘ) পরিবর্তিত বৃত্ত।
৪। পায়রার দেহে ফুসফুসের সঙ্গে যুক্ত অতিরিক্ত বায়ুথলির সংখ্যা -
(ক) 6,
(খ) 7,
(গ) 8.
(ঘ) 91
অথবা, পায়রার ফুসফুসের সঙ্গে কইটি বায়ুথলি যুক্ত থাকে।
৫। ক্যাকটাসের স্থূল, রসালো, চ্যাপটা পাতার মতো সবুজ কাণ্ডকে বলে –
(ক) ক্ল্যাডোড,
(খ) ফাইলোক্ল্যাড,
(গ) ফাইলোড,
(ঘ) সবকটি।
অনুরূপ প্রশ্ন : ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড কী?
৬। নীচের কোন্ প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদানপ্রদান করে শনাক্ত করো –
(ক) শিম্পাঞ্জি,
(খ) আরশোলা,
(গ) ময়ূর,
(ঘ) মৌমাছি।
৭। উটের লোহিত রক্তকণিকা –
(ক) ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন,
(খ) ডিম্বাকার নিউক্লিয়াসযুক্ত,
(গ) গোলাকার নিউক্লিয়াসবিহীন,
(ঘ) গোলাকার নিউক্লিয়াসযুক্ত।
৮। উটের দেহ থেকে জলের বাষ্পীভবন রোধের একটি উপায় হল –
(ক) মূত্র ত্যাগ না করা,
(খ) চামড়া পুরু ও ঘর্মগ্রন্থির সংখ্যা কম,
(গ) চোখের পল্লবে রোম বড়ো হওয়া,
(ঘ) দেহে কুঁজের উপস্থিতি।
৯। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হল –
(ক) এদের লোহিত রক্তকণিকা লম্বাটে,
(খ) এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে,
(গ) এদের দেহে প্রচুর ঘর্মগ্রন্থি থাকে,
(ঘ) এদের কুঁজে জল সজ্জিত থাকে। পর্ষদ নমুনা প্রশ্ন
১০। যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না, তা হল -
(ক) শ্বাসমূল,
(খ) বীজযুক্ত ফল,
(গ) পুরু কিউটিকলযুক্ত পাতা,
(ঘ) জরায়ুজ অঙ্কুরোদ্গম।
অনুরূপ প্রশ্ন : কোন্ লবণাম্বু উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না ?
১১। বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটি হল -
(ক) বাম ডিম্বাশয়,
(খ) পিত্তথলি,
(গ) ফুসফুস,
(ঘ) ডান বৃক্ক।
১২। প্রদত্ত যে উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়, সেটি চিহ্নিত করো -
(ক) ফণীমনসা,
(খ) সাগুয়ারো,
(গ) সুন্দরী,
(ঘ) মেশকুইট।
১৩। প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো -
(ক) অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য ফণীমনসার পাতা কাটায় রূপান্তরিত হয়েছে,
(খ) রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে,
(গ) পায়রার ফুসফুসের সঙ্গে - প্রধানত নয়টি বায়ুথলি যুক্ত থাকে যা পায়রাকে উড়তে সাহায্য করে,
(ঘ) উটের RBC ডিম্বাকৃতি হওয়ায় অতি ঘন রক্তের মধ্য দিয়ে এটি সহজেই প্রবাহিত হতে পারে।
১৪। ইংরেজি '৪' সংখ্যার মতো দেখতে লাগে এমন বিশেষ কিছু মহড়া মৌমাছি প্রদর্শন করে -
(ক) বাসস্থান তৈরির জায়গার সন্ধান পেলে,
(খ) শত্রুর সন্ধান পেলে,
(গ) খাবারের সন্ধান পেলে,
(ঘ) প্রজননের জন্য।
১৫। খাদ্যের উৎস 75-100 মিটার-এর মধ্যে হলে শ্রমিক মৌমাছিরা কী ধরনের নৃত্য করে? -
(ক) ওয়াগেল,
(খ) রাউন্ড,
(গ) সমান্তরাল,
(ঘ) বর্গাকার।
অনুরূপ প্রশ্ন : মৌমাছিরা কেন চক্রাকার নৃত্য প্রদর্শন করে ?
১৬। উটের মুত্রের মাধ্যমে রেচিত হয় –
(ক) অ্যামোনিয়া,
(খ) ইউরিয়া,
(গ) ইউরিক অ্যাসিড,
(ঘ) অ্যামাইনো অ্যাসিড।
১৭। যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য পায়রার দেহে অতিরিক্ত O, সরবরাহ করে ও শ্বাসকার্যে সাহায্য করে তা শনাক্ত করো -
(ক) বাম ডিম্বাশয়,
(খ) ডান ডিম্বাশয়,
(গ) ডান বৃক্ক,
(ঘ) বায়ুথলি।
১৮। মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেন -
(ক) রোজেন,
(খ) মায়ার্স,
(গ) কার্ল ভন ফ্লিশ,
(ঘ) ভাইসম্যান।
১৯। উটের RBC-এর কোন বৈশিষ্ট্যের জন্য জলহীন অবস্থাতেও সরু জালক দিয়ে সহজে প্রবাহিত হতে এবং অভিস্রবণজনিত চাপের পরিবর্তন সহ্য করতে সক্ষম?
(ক) বড়ো ও গোলাকার,
(খ) ক্ষুদ্র ও ডিম্বাকার,
(গ) বড়ো ও ডিম্বাকার,
(ঘ) ক্ষুদ্র ও গোলাকার।
২০। উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কী?
(ক) বেলনাকার লোহিত রক্তকণিকা
(খ) গোলাকার লোহিত রক্তকণিকা,
(গ) ডিম্বাকার লোহিত রক্তকণিকা,
(ঘ) ঘনকাকার লোহিত রক্তকণিকা।
অথবা, উটের রক্তের RBC-এর আকৃতি হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে।
Enter Your Comment