Wbbse Madhyamik History Chapter 4 Mock Test With Answers
WBBSE Madhyamik History Mock Test / Madhyamik History MCQ Online Mock Test Chapter 4 / মাধ্যমিক ইতিহাস MCQ মক টেস্ট : - Info Educations তোমাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষা 2025 দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় 4 সংঘবদ্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্যও বিশ্লেষণ - এর খুবই গুরুত্বপূর্ণ MCQ MOCK TEST।
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় : - সংঘবদ্ধতার গোরার কথা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর
ইতিহাস বিষয়ের সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (চতুর্থ অধ্যায়) Mock Test তোমাদের সিলেবাস এর উপর ভিত্তি করে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাদের দ্বারা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দিয়ে তৈরী হয়েছে। তাই এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা 2025 এ আসার সম্ভাবনাও অনেক অনেক বেশি। এই মক টেস্টটি তোমাদের ক্লাস 10 ইতিহাস অধ্যায় 4 মাসিক প্রশ্ন প্রস্তুতিতেও অনেক বেশি সাহায্য করবে। কারণ তোমরা এখানে নিত্য নতুন প্রশ্নের সম্মুখীন হবে। যাতে করে তোমাদের ধারণাও অনেক বাড়বে।
ইতিহাস বিষয়ের সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (চতুর্থ অধ্যায়) মক টেস্টে তোমাদের জন্য থাকছে 20 টি প্রশ্ন , আর প্রতিটি প্রশ্নের মান 5 করে। সঠিক করলে 5 Points পাবে আর ভুল করলে 0 পাবে। প্রতিটা প্রশ্নের জন্য 60 Seconds করে সময় পাবে।
ইতিহাস চতুর্থ অধ্যায় ক্লাস ১০। মাধ্যমিক ইতিহাস সাজেশন । মাধ্যমিক ইতিহাস মক টেস্ট
Subject (বিষয়)
|
History (ইতিহাস)
|
Class
(শ্রেণী) |
10
(দশম) |
Chapter (অধ্যায়) |
4
|
Name of The Chapter (অধ্যায়ের
নাম) |
সংঘব্ধতার
গোড়ার
কথা
: বৈশিষ্ট্য
ও বিশ্লেষণ |
Total Questions (প্রশ্ন
সংখ্যা) |
20
|
Total Marks (পূর্ণমান) |
100 |
Times of each question |
60 Seconds |
Mock Test টি দেওয়ার জন্য নিচের দেওয়া Start Quiz Button এ ক্লিক করো।
মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং যেগুলি ভুল হয়েছে তার সঠিক উত্তর পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় কোথাও যে , কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে তোমরা অবশ্যই Contact Form অথবা কমেন্ট করে (Comment) প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি টুকে সঠিক উত্তর সাবমিট (Submit) করবে। আশা করছি তোমাদের এই মক টেস্ট দেওয়ার ফলে অনেক বেশি উপকৃত হবে এবং মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।
দশম শ্রেণীর ইতিহাস – সংঘবব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (Songhobodhotar Gorar Kotha, Boisisto O Bisleson) । WBBSE ক্লাস 10 / Madhyamikth History 4th Chapter MCQ Questions and Answers in Bengali | Madhyamik History Songhobodhotar Gorar Kotha, Boisisto O Bisleson MCQ Question and Answer in Bengali
সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান -1)
১। ‘রাষ্ট্রগুরু' নামে পরিচিত ছিলেন -
(ক) রামমোহন রায়,
(খ) রাজনারায়ণ বসু,
(গ) নবগোপাল মিত্র,
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
২। 'বন্দেমাতরম' সংগীতটি রচনা করেন –
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর,
(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর,
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,
(ঘ) স্বামী বিবেকানন্দ।
৩। বর্তমান ভারত' গ্রন্থটি রচনা করেন -
(ক) অক্ষয়কুমার দত্ত,
(খ) রাজনারায়ণ বসু,
(গ) স্বামী বিবেকানন্দ,
(ঘ) রমেশচন্দ্র মজুমদার।
৪। 'ভারতমাতা' চিত্রটি আঁকেন -
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর,
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর,
(গ) নন্দলাল বসু,
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।
৫। মহারানির ঘোষণাপত্র (১৮৫৮) অনুযায়ী ভারতের ‘রাজপ্রতিনিধি’ হিসেবে প্রথম নিযুক্ত হন –
(ক) লর্ড ডালহৌসি,
(খ) লর্ড ক্যানিং,
(গ) লর্ড বেন্টিঙ্ক,
(ঘ) লর্ড মাউন্টব্যাটেন।
৬। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলেছেন –
(ক) রমেশচন্দ্র মজুমদার,
(খ) সুরেন্দ্রনাথ সেন,
(গ) বিনায়ক দামোদর সাভারকর,
(ঘ) দাদাভাই নৌরজি।
৭। ভারতে ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে -
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে,
(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে,
(গ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে।
৮। ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন -
(ক) রাজা রাধাকান্ত দেব,
(খ) প্রসন্ন কুমার ঠাকুর
(গ) রাজা রামমোহন রায়,
(ঘ) দ্বারকনাথ ঠাকুর।
৯। হিন্দুমেলার সম্পাদক ছিলেন -
(ক) নবগোপাল মিত্র,
(খ) গণেন্দ্রনাথ ঠাকুর
(গ) রাজনারায়ণ বসু,
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।
১০। ভারতসভার প্রথম সভাপতি ছিলেন -
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,
(খ) আনন্দমোহন বসু
(গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়,
(ঘ) শিবনাথ শাস্ত্রী।
১১। হিন্দুমেলা'-এর প্রতিষ্ঠাতা হলেন -
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,
(গ) নবগোপাল মিত্র,
(ঘ) স্বামী বিবেকানন্দ।
১২। কাকে 'বাংলার মুকুটহীন রাজা' বলা হয় ? -
(ক) রামমোহন রায়কে,
(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে,
(গ) কেশবচন্দ্র সেনকে,
(ঘ) সৈয়দ আহমদ খানকে।
১৩। আর জি প্রধান ভারতের জাতীয়তাবাদের জনক' বলে অভিহিত করেছেন-
(ক) ঋষি অরবিন্দ ঘোষকে,
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে,
(গ) স্বামী বিবেকানন্দকে,
(ঘ) রাজা রামমোহন রায়কে।
১৪। বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় -
(ক) সঞ্জীবনী পত্রিকায়,
(খ) অমৃতবাজার পত্রিকায়,
(গ) উদ্বোধন পত্রিকায়,
(ঘ) বোলি পত্রিকায়।
১৫। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস হয় -
(ক) ১৮৬৮ খ্রি.
(খ) ১৮৭৭ খ্রি.
(গ) ১৮৮৭ খ্রি.
(ঘ) ১৮৭৮ খ্রি।
১৬। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের প্রেক্ষিত আছে? -
(ক) আনন্দমঠ,
(খ) দেবী চৌধুরানী,
(গ) দুর্গেশনন্দিনী,
(ঘ) বিষবৃক্ষ।
অনুরূপ প্রশ্ন : ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত গ্রন্থ -
(ক) আনন্দমঠ,
(খ) গোৱা,
(গ) দুর্গেশনন্দিনী,
(ঘ) রাজসিংহ।
১৭। মহাবিদ্রোহকে (১৮৫৭) 'কৃষক বিদ্রোহ' আখ্যা দিয়েছেন –
(ক) সুরেন্দ্রনাথ সেন,
(খ) রমেশচন্দ্র মজুমদার,
(গ) শশীভূষণ চৌধুরি,
(ঘ) বিনায়ক দামোদর সাভারকর।
১৮। আনন্দমোহন বসু ছিলেন ভারতসভার -
(ক) প্রতিষ্ঠাতা,
(খ) সভাপতি,
(গ) সহ-সভাপতি,
(ঘ) সচিব।
১৯। মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল -
(ক) ভারতবাসীর আনুগত্য অর্জন,
(খ) ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যাবসার অধিকার লাভ,
(গ) ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান,
(ঘ) মহাবিদ্রোহে (১৮৫৭) বন্দি ভারতীয়দের মুক্তিদান।
২০। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল -
(ক) ভারতসভা,
(খ) জমিদার সভা,
(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা,
(ঘ) ভারতের জাতীয় কংগ্রেস।
২১। 'বন্দেমাতরম' সংগীতটি রচিত হয় -
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে,
(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে,
(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে,
(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।
২২। এখানে আলাদা গোত্রের উপাদানটি হল -
(ক) ভারতমাতা,
(খ) গোরা,
(গ) আনন্দমঠ,
(ঘ) বর্তমান ভারত।
২৩। ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন -
(ক) কেশবচন্দ্র সেন,
(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়,
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।
২৪। মহাবিদ্রোহকে (১৮৫৭) যে ব্রিটিশ লেখক 'সিপাহি বিদ্রোহ' আখ্যা দিয়েছেন -
(ক) চার্লস রেকস্,
(খ) নর্টন,
(গ) ম্যালেসন,
(ঘ) ডিসরেলি।
২৫। চৈত্রমেলা, 'হিন্দুমেলা' রূপে পরিচিত হয় -
(ক) ১৮৬৭ খ্রি থেকে,
(খ) ১৮৭০ খ্রি থেকে,
(গ) ১৮৭২ খ্রি থেকে,
(ঘ) ১৮৭৫ খ্রি থেকে।
২৬। 'এইটিন ফিফটি সেভেন' নামক গ্রন্থটির রচয়িতা হলেন-
(ক) রমেশচন্দ্র মজুমদার,
(খ) সুরেন্দ্রনাথ সেন,
(গ) রমেশচন্দ্র দত্ত,
(ঘ) ভি ডি সাভারকর।
২৭। ইন্ডিয়ান লিগ নামক সমিতিটি গঠন হয়েছিলে -
(ক) শিশির কুমার ঘোষ,
(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,
(গ) আনন্দমোহন বসু,
(ঘ) শিবনাথ শাস্ত্রী।
২৮। হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৮৫১ খ্রি,
(খ) ১৮৬৭ খ্রি,
(গ) ১৮৭৫ খ্রি.
(ঘ) ১৮৭৬ খ্রি।
২৯। ১৮৫৭-এর সিপাহি বিদ্রোহে প্রথম শহিদ হয়েছিলেন –
(ক) নানাসাহেব,
(খ) রানি লক্ষ্মীবাঈ,
(গ) মঙ্গল পান্ডে,
(ঘ) তাঁতিয়া তোপি।
৩০। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় –
(ক) লর্ড রিপনের,
(খ) লর্ড ক্যানিং-এর,
(গ) লর্ড লিটনের,
(ঘ) লর্ড ডালহৌসির আমলে।
৩১। কানপুরে মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন –
(ক) তাঁতিয়া তোপি,
(খ) নানাসাহেব,
(গ) কুনওয়ার সিং,
(ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ।
৩২। মহারানীর রানির ঘোষণাপত্র অনুযায়ি-
(ক) স্বাধীন হয়েছিল,
(খ) সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল,
(গ) ব্রিটিশ কোম্পানির শাসনের অধীনে এসেছিল,
(ঘ) ডোমিনিয়ন স্টেটাস পেয়েছিল।
৩৩। জমিদার সভা গড়ে উঠেছিল -
(ক) অমাদের স্বার্থরক্ষার জন্য,
(খ) ব্রিটিশ পার্লামেন্টের বিতর্ক সভায় ভারতীয়দের ব জন্য,
(গ) শিক্ষিত সম্প্রদায়ের রাজনৈতিক দাবি পূরণের জন্য,
(ঘ) ভারতের অতীত গৌরব পুনরুদ্ধারের জন্য।
৩৪। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন -
(ক) ওয়ারেন হেস্টিংস,
(খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড মাউন্টব্যাটেন,
(ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারী।
৩৫। স্বদেশপ্রেমের গীতা/জাতীয়তাবাদের গীতা হিসেবে চিহ্নিত ছিল -
(ক) আনন্দমঠ,
(খ) গোরা,
(গ) বর্তমান ভারত
(ঘ) পরিব
৩৬। সিপাহি বিদ্রোহ প্রথম হয়েছিল –
(ক) মিরাটে,
(খ) বহরমপুরে,
(গ) ব্যারাকপুরে,
(ঘ) নাগপুরে।
৩৭। 'বন্দেমাতরম' গানটির সুরারোপ করেছেন -
ক) রবীন্দ্রনাথ ঠাকুর,
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,
(গ) যদুভট্ট,
(খ) মধুসুদন দত্ত।
৩৮। 'গোরা' উপন্যাসটি প্রকাশিত হয় -
(ক) ১৯০১ খ্রি.
(খ) ১৯১০ খ্রি.
(গ) ১৯১১ খ্রি.
(ঘ) ১৯২০ খ্রি)
৩৯। সিপাহি বিদ্রোহের কোন নেতার প্রকৃত নাম 'যুদু পদ্ম' -
(ক) মঙ্গল পান্ডে,
(খ) নানাসাহেব,
(গ) তাঁতিয়া তোপি,
(ঘ) কুনওয়ার সিং
৪০। 'ভাইসরয়' কথার অর্থ –
(ক) রাজপ্রতিনিধি,
(খ) মুখ্য প্রশাসক,
(গ) রাজদূত,
(ঘ) রাষ্ট্রপতি।
Enter Your Comment