মাধ্যমিক গণিত গোলক (অধ্যায় 12) - মক টেস্ট (Mock Test) 2025 । Madhyamik Mathematics Online MCQ Mock Test Series
Author -
Info Educations
মে ১৩, ২০২৪
0
মাধ্যমিক গণিত মক টেস্ট। দশম শ্রেণির অংক। অধ্যায় ১২ গোলক MCQ Mock Test
বর্তমান সময়ে MCQ মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। এবং এই MCQ সঠিক করলে প্রাপ্ত নম্বরের পরিমান ও বেড়ে যায় । তাই MCQ এর উপর অনেক জোর দেওয়া প্রয়োজন। এবং তার জন্য চায় বেশি বেশি প্রাকটিস এবং পরীক্ষা দেওয়া , যার মধ্য দিয়ে তুমি তোমার দুর্বলতা বা প্রস্তুতি কে যাচাই করতে পারবে। এই প্রস্তুতি কে আরও সুদৃঢ করার জন্য Infoeducations.comতোমাদের জন্য নিয়ে এসেছে প্রতিটা বিষয়ের MCQ MOCK Test।
WBBSE Madhyamik Mathematics Mock Test / Wbbse Class 10 Mathematics Chapter 12 Sphere Mock Test / মাধ্যমিক গণিতগোলকমক টেস্ট : - Info Educations তোমাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষা 2025 দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ১২ গোলকের খুবই গুরুত্বপূর্ণ MCQ MOCK TEST।
বাংলায় দশম শ্রেণীর গণিত মক টেস্ট || Golok Mock Test Free
গণিত বিষয়ের অধ্যায় 12 গোলকের Mock Test মক টেস্টটি তোমাদের সিলেবাস এর উপর ভিত্তি করে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাদের দ্বারা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দিয়ে তৈরী হয়েছে। তাই এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা 2025 এ আসার সম্ভাবনাও অনেক অনেক বেশি। এই মক টেস্টটি তোমাদের অংক বিষয়ের গোলক অধ্যায়ের MCQ প্রস্তুতিতেও অনেক বেশি সাহায্য করবে। কারণ তোমরা এখানে নিত্য নতুন প্রশ্নের সম্মুখীন হবে। যাতে করে তোমাদের ধারণাও অনেক বাড়বে।
WBBSE Madhyamik Mathematics Mock Test-এ তোমাদের জন্য থাকছে 20 টি প্রশ্ন , আর প্রতিটি প্রশ্নের মান 5 করে। সঠিক করলে 5 Points পাবে আর ভুল করলে 0 পাবে। প্রতিটা প্রশ্নের জন্য 2 Minutes করে সময় পাবে।
Math Mock Tests for Sphere - Class 10
Subject (বিষয়)
Mathematics(গণিত)
Class (শ্রেণী)
10(দশম)
Chapter (অধ্যায়)
12
Name of The
Chapter (অধ্যায়ের
নাম)
Sphere (গোলক)
Total
Questions (প্রশ্ন
সংখ্যা)
20
Total Marks (পূর্ণমান)
100
Times of each
question
2 Minutes
Mock Test টি দেওয়ার জন্য নিচের দেওয়া Start Quiz Button এ ক্লিক করো।
Mathematics Test
Time Left: 120 seconds
1. দুটি গোলকাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে, তাদের আয়তনের অনুপাত কি হবে ?
a) 1:2
b) 2:1
c) 1:8
d) 8:1
Ans: - c) 1:8
2. একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?
a) 50%
b) 75%
c) 125%
d) 100%
Ans: c) 125%
3. 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগলোকের সমগ্রতলের ক্ষেত্রফল –
a) 588 π বর্গসেমি
b) 392 π বর্গসেমি
c) 147 π বর্গসেমি
d) 98 π বর্গসেমি
Ans: - c) 147 π বর্গসেমি
4. একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুন্ আয়তনের সংখ্যমান সমান হলে , গোলকটির ব্যাসার্ধ্যের দৈর্ঘ্য -
a) 1 একক
b) 2 একক
c) 3 একক
d) 4 একক
Ans: - a) 1 একক
5. দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 9: 16 হলে , তাদের আয়তনের অনুপাত
a) 27:64
b) 4:3
c) 64:27
d) 81:216
Ans: - a) 27:64
6. একটি নিরেট অর্ধগলোকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ?
a) 9 একক
b) 18 একক
c) 2.5 একক
d) 4.5 একক
Ans: - d) 4.5 একক
7. একটি গোলকের ব্যাসার্ধ্যের দৈর্ঘ্য 10.5 সেমি হলে , তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে ?
a) 693 বর্গসেমি
b) 1386 বর্গসেমি
c) 2772 বর্গসেমি
d) 1228 বর্গসেমি
Ans: - b) 1386 বর্গসেমি
8. 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ্যের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ্যের কয়টি নিরেট ছোট লোহার বল তৈরী করা যাবে ?
a) 343 টি
b) 524 টি
c) 216 টি
d) 100 টি
Ans: - a) 343 টি
9. একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য 21 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতিবর্গমিটার 35 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে ?
a) 970 টাকা 20 পয়সা
b) 1940 টাকা 10 পয়সা
c) 485 টাকা 10 পয়সা
d) 100 টাকা 20 পয়সা
Ans: - c) 485 টাকা 10 পয়সা
10. 4 সেমি, 3 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ্যের তিনটি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড়ো গোলক তৈরী করা হলো। বড়ো গোলকটির ব্যাসার্ধ্যের দৈর্ঘ্য কত হবে?
12. একই ভূমি বিশিষ্ট একটি অর্ধগোলক ও শঙ্কুর উচ্চতা সমান হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত?
a) √2 : 1
b) 1:2
c) 1:1
d) 1: √2
Ans: - a) √2 : 1
13. একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ্যের কতগুলি নিরেট গোলক তৈরী করা যাবে?
a) 8 টি
b) 64 টি
c) 2 টি
d) 216 টি
Ans: - a) 8 টি
14. একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল = S এবং আয়তন = V হলে S3/v2 এর মান কত ?
a) 36
b) 72
c) 18
d) 4/9
Ans: - a) 36
15. একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হল যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত হবে ?
a) 2√2-1∶1
b) 2:1
c) √2 ∶1
d) 1:√2
Ans: - a) 2√2-1∶1
16. একটি গোলকের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে তার ব্যাসার্ধ ___ একক ?
a) 3
b) 1
c) 4
d) 2
Ans: - a) 3
17. দুটি অর্ধগলোকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে , তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো ?
a) 8:27
b) 3:2
c) 2:3
d) 8:9
Ans: - a) 8:27
18. 1 সেমি পুরু সিসার গোলকের বাইরের ব্যাসার্ধ 6 সেমি , গোলকটি গলিয়ে 2 সেমি ব্যাসার্যের একটি নিরেট লম্ব বৃত্তাকার দন্ড তৈরী করা হল। দন্ডের দৈর্ঘ্য কত ?
a) 91/3 cm
b) 81/3 cm
c) 81 cm
d) 91 cm
Ans: - a) 91/3 cm
19. একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বর্গএকক তার ঘনফল তার দ্বিগুন ঘনএকক। গোলকটির ব্যাসার্ধ কত ?
a) 9 একক
b) 6 একক
c) 3 একক
d) 8 একক
Ans: - b) 6 একক
20. 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধবিসিত্ম দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলক তৈরী করা হলে নতুন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত ?
a) 7562/7 সেমি
b) 1080/7 সেমি
c) 7562 সেমি
d) 52934 সেমি
Ans: - a) 7562/7 সেমি
Result
মাধ্যমিক গণিত মক টেস্ট / অধ্যায় 12 গোলক MCQ মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং যেগুলি ভুল হয়েছে তার সঠিক উত্তর পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় কোথাও যে , কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে তোমরা অবশ্যই নিচে দেওয়া Contact Form অথবা কমেন্ট করে (Comment) প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি টুকে সঠিক উত্তর সাবমিট (Submit) করবে। আশা করছি তোমাদের এই মক টেস্ট দেওয়ার ফলে অনেক বেশি উপকৃত হবে এবং মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।
Enter Your Comment