দশম শ্রেণীর ইতিহাস প্রথম ইউনিট টেস্টের নমুনা প্রশ্নপত্র ২০২৪
Class 10 History First Unit Test Question 2024 / ক্লাস 10 প্রথম ইউনিট পরীক্ষার
Class 10 History First Unit Test Model Question 2024
WBBSE Class 10 History 1st Unit Test / দশম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রথম অধ্যায় : ইতিহাসের ধারণা । দ্বিতীয় অধ্যায় : সংস্কার : বৈশিষ্ট্য ও মূল্যায়ন । তৃতীয় অধ্যায় : প্রতিরোধ ও বিদ্রোহ। মাধ্যমিক ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ পূর্ণমান - ৪০ লিখিত। যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের নমুনা প্রশ্নপত্র ১ || Madhyamik History Question Paper 2024
Model Set – 1
1st Unit Test History Question Paper । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪
বিষয় - ইতিহাস । পূর্ণমান = ৪০ । সময় - ১ ঘন্টা ৩০ মিনিট
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : - 1 x 8 = 8
১.১ ) 'পথের
পাঁচালি' ছবির পরিচালক - ক ) সত্যজিৎ রায় / খ ) মৃনাল সেন / গ
) সন্দীপ রায় / ঘ ) ঋত্বিক ঘটক
১.২ ) সাধারণ ব্রাম্মসমাজ প্রতিষ্ঠিত হয় - ক ) ১৮২৮ খ্রি: / খ ) ১৮৩০ খ্রি: / গ ) ১৮৩৫ খ্রি: / ঘ ) ১৮৫৭ খ্রি:
১.৩ ) ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন - ক ) গঙ্গা কিশোর ভট্টাচাৰ্য / খ ) রাধাকান্ত দেব / গ ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় / ঘ ) কোনটিই নয়
১.৪ ) দুদু মিঞার প্রধান কার্যালয় - ক ) বাহাদুরপুরে / খ ) বারাসাতে / গ ) ঢাকায় / ঘ ) চট্টগ্রামে
১.৫ ) 'হল্কা'
কথার অর্থ হল - ক ) অঞ্চল / খ ) গ্রাম / গ ) জেলা / ঘ ) মহকুমা
১.৬ ) চুয়াড়দের ধলভূমের রাজা ছিলেন - ক ) জগন্নাথ ধল / খ ) দুর্জন সিং / গ ) মাধব ধল / ঘ ) কোনোটিই নয়
১.৭ ) 'Silent
Spring ' গ্রন্থটির রচয়িতা হলেন - ক ) চার্লস টিলি / খ ) ক্লারেন্স গ্ল্যাকেন / গ ) রিচার্ড গ্রোভ / ঘ ) রাচেল কারসন
১.৮ ) সাঁওতাল বিদ্রোহের ফলাফল হিসেবে ইংরেজরা কত বছরের জন্য সাঁওতাল পরগনায় জমিদার ও মহাজনদের প্রবেশ নিষেধ করে দেয় ?
- ক ) ৩ বছর / খ ) ৪ বছর / গ
) ৫ বছর / ঘ ) ১০ বছরের জন্য
২। নীচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও : 1 x 8 = 8
২.১ ) একটি বাক্যে উত্তর দাও : - (যেকোনো দুটি )
ক ) প্রথম অরণ্য আইন কবে প্রণয়ন হয়েছিল ?
খ ) 'তিন
কাটিয়া প্রথা' কোথায় প্রবর্তিত হয়েছিল ?
গ ) বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
২.২ ) সত্য বা মিথ্যা লেখো : - (যেকোনো দুটি )
ক ) শ্রীরামকৃষ্ণ 'রামকৃষ্ণ মিশন' প্রতিষ্টা করেছিলেন।
খ ) ওয়াহাবি কথার অর্থ হলো সূর্যের আগমন।
গ ) সোমপ্রকাশ পত্রিকা এক ধরণের সাপ্তাহিক পত্রিকা।
২.৩ ) নীচের বিবৃতির মধ্যে থেকে মানানসই ব্যাখ্যা খুঁজে নাও : - (যেকোনো দুটি )
ক ) বিবৃতি : সরলাদেবী চৌধুরানীর 'জীবনের ঝরাপাতা'য় জাতীয় সংগ্রামের নানা তথ্য ফুটে উঠেছে।
ব্যাখ্যা - ১ : এই বই থেকে স্বদেশী আন্দোলনের নানা কথা জানা যায়।
ব্যাখ্যা - ২ : এই বই থেকে সরলাদেবী চৌধুরানীর ব্যাক্তিগত জীবনের কথা জানা যায়।
ব্যাখ্যা - ৩ : এই বই থেকে ঠাকুর বাড়ির নানা কথা জানা যায়।
খ ) বিবৃতি : তিতুমীরের আন্দোলন কেউ কেউ ধর্মীয় আন্দোলন মনে করেন।
ব্যাখ্যা - ১: তিতুমীরের আন্দোলনে শুধু ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল।
ব্যাখ্যা -২: তিতুমীর শুধু মুসলিমদের নিয়ে আন্দোলন চালান।
ব্যাখ্যা -৩: তিতুমীর আন্দোলনে হিন্দুদের অংশ দিতে দেননি।
গ ) বিবৃতি : উডের ডেসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনাকার্টা।
ব্যাখ্যা - ১: ইংল্যান্ডের অনুকরণে ভারতে শিক্ষাব্যাবস্থা প্রবর্তিত হয়।
ব্যাখ্যা -২: তিনি প্রথম ধর্ম ও সমাজকে আধুনিক করতে পাশ্চাত্য শিক্ষার উপযোগিতা উপলব্ধি করেন।
ব্যাখ্যা -৩: আধুনিক রাষ্ট্রচিন্তার প্রবর্তন করেন।
২.৪ ) 'ক'
স্তম্ভের সঙ্গে 'খ'
স্তম্ভ মেলাও : - (যেকোনো দুটি )
ক ) হিন্দু প্যাট্রিয়ট a)
দীনবন্ধু মিত্র
খ ) সত্তর বৎসর b)
১৮৫৩ খ্রিস্টাব্দ
গ ) নীলদর্পণ c)
বিপিনচন্দ্র পাল
৩। নীচের প্রশ্নগুলি দু-তিনটে বাক্যে উত্তর দাও : - (যেকোনো
চারটি) 2 x 4 = 8
ক ) নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো ?
খ ) দেশপ্রেমের উন্মেষে 'নীলদর্পণ' নাটকের ভূমিকা কি ছিল ?
গ ) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার উদ্দেশ্য কি ছিল ?
ঘ ) ফরাজী আন্দোলন কি ধর্মীয় পূর্ণজাগরণের আন্দোলন ?
ঙ ) কোল বিদ্রোহের দুটি কারণ লেখো।
চ ) নারীদের ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন ?
৪। নীচের যে কোনো দুটি প্রশ্নের সাত-আটটি বাক্যে উত্তর দাও : - 4 x 2 = 8
ক ) ইতিহাসের উপাদান হিসেবে 'জীবনস্মৃতি' গ্রন্থের গুরুত্ব কি ?
খ ) চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের অবদান ব্যাখ্যা করো।
গ ) ফরাজী আন্দোলনের প্রকৃতি ও ব্যর্থতার কারণগুলি আলোচনা করো।
ঘ ) নীলবিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কি ছিল ?
৫। নীচের যে কোনো একটি প্রশ্নের পনোরো-ষোলোটি বাক্যে উত্তর দাও : - 8 x 1 = 8
ক ) সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের ভূমিকা লেখো। 4+4
খ ) ভারতীয় ইতিহাস রচনায় ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো। মহাবিদ্রোহের প্রকৃতি উল্লেখ করো। 4+4
গ ) নীলবিদ্রোহের কারণ ও গুরুত্ব বর্ণনা করো। 4+4
দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের নমুনা প্রশ্নপত্র ২ || Madhyamik History Question Paper 2024
Model Set – 2
1st Unit Test History Question Paper । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪
বিষয় - ইতিহাস । পূর্ণমান = ৪০ । সময় - ১ ঘন্টা ৩০ মিনিট
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : - 1 x 10 = 10
১.১ ) প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা কোনটি ? - ক ) বঙ্গদর্শন / খ ) সোমপ্রকাশ / গ ) সুধাকর / ঘ ) দিগদর্শন
১.২ ) উডের নির্দেশনামা পেশ করা হয় - ক ) ১৮৫০ খ্রিস্টাব্দে / খ ) ১৮৫২ খ্রিস্টাব্দে / গ
) ১৮৫৪ খ্রিস্টাব্দে / ঘ ) ১৮৫৩ খ্রিস্টাব্দে
১.৩ ) কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় - ক ) লর্ড কর্নালিশের আমলে / খ ) উইলিয়াম বেন্টিংকের আমলে / গ ) লর্ড ডালহৌসির আমলে / ঘ ) লর্ড ক্যানিং-এর আমলে
১.৪ ) 'হুল'
কথার অর্থ হল - ক ) বিদ্রোহ / খ ) নিস্কর জমি / গ ) সামরিক আক্রমণ / ঘ ) পবিত্র জন্মভূমি
১.৫ ) ভারতীয় চলচ্চিত্রের জনক - ক ) হীরালাল সেন / খ ) দাদাসাহেব ফালকে / গ ) সত্যজিৎ রায় / ঘ ) ঋত্বিক ঘটক
১.৬) কলকাতা মেডিকেল কলেজের প্রথম ভারতীয় উপাচার্য - ক ) স্যার জেমস কোলভিল / খ ) স্যার আশুতোষ মুখার্জী / গ ) লর্ড ক্যানিং / ঘ ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
১.৭ ) নব্যবঙ্গ'র প্রতিষ্ঠাতা ছিলেন - ক ) রামমোহন রায় / খ ) ডিরোজিও / গ ) স্বামী বিবেকানন্দ / ঘ ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১.৮ ) ঔপনৈবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল -ক ) কোল বিদ্রোহ / খ ) সাঁওতাল বিদ্রোহ / গ ) সন্ন্যাসী ফকির বিদ্রোহ / ঘ ) মুন্ডা বিদ্রোহ
১.৯ ) মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন - ক ) রানী শিরোমনি / খ ) সুই মুন্ডা / গ ) বিরসা মুন্ডা / ঘ ) সিধু
১.১০ ) 'হুতুম পাঁচ্যা' ছদ্দনাম ছিল - ক ) কালীপ্রসন্ন সিংহ / খ ) শিবনাথ শাস্ত্রী / গ ) রবীন্দ্রনাথ ঠাকুর / ঘ ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২। একটি বাক্যে উত্তর দাও : - (যেকোনো
ছয়টি) 1 x 6 = 6
২.১ ) ভারতীয় চলচ্চিত্রের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি ?
২.২ ) দিকু কারা ?
২.৩ ) বিধবাবিবাহ আইন কে পাশ করেন ?
২.৪ ) ভারতকে ইংরেজদের 'শত্রুর দেশ' বলে আখ্যা কে দিয়েছিলেন ?
২.৫ ) ক্ষুৎকাটি কি ?
২.৬ ) 'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
২.৭ ) ব্রাম্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
২.৮ ) কেশবচন্দ্র সেন কে ছিলেন ?
৩। নীচের প্রশ্নগুলি দু-তিনটে বাক্যে উত্তর দাও : - (যেকোনো
চারটি) 2 x 4 = 8
ক ) সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী ?
খ ) চুয়াড়দের বিদ্রোহের কারণ কী ?
গ ) 'আন্তীয় সভা' কেন প্রতিষ্ঠিত হয় ?
এই প্রতিষ্টানের তিনজন সদস্যের নাম করো।
ঘ ) টীকা লেখো : - উডের ডেসপাচ
ঙ ) সনদ আইনের দুটি গুরুত্ব লেখো।
চ ) স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব লেখো।
৪। নীচের যে কোনো দুটি প্রশ্নের সাত-আটটি বাক্যে উত্তর দাও : - 4 x 2 = 8
ক ) ইতিহাসের উপাদান হিসেবে 'জীবনের ঝরাপাতা' গ্রন্থের গুরুত্ব কি ?
খ ) 'হুতুম প্যাঁচার নকশা' গ্রন্থে কীভাবে তৎকালীন সমাজের চিত্র প্রতিফলিত হয়েছে ?
গ ) ব্রিটিশরা কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল ?
ঘ ) উনিশ শতকে বাংলার নবজাগরণকে কি প্রকৃত নবজাগরণ বলা যায় ?
৫। নীচের যে কোনো একটি প্রশ্নের পনোরো-ষোলোটি বাক্যে উত্তর দাও : - 8 x 1 = 8
ক ) প্রাচ্য -পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো ?
উচ্চশিক্ষা প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি ছিল ?
3+5
খ ) ধর্মসংস্কারে স্বামী বিবেকানন্দের ভূমিকা কি ছিল ?
আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলি আলোচনা করো। 4+4
গ ) ১৮৫৫-৫৬ খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহের কারণ, ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। 3+5
তোমরা যদি প্রশ্নপত্রটি সমাধান করে আমাদের পাঠাতে চাও তাহলে আমাদেরকে পাঠাতে পারো। আমরা সমাধানপত্রটি চেক করে দেব এবং তার সাথে কত পেয়েছো তা জানিয়েও দেব। পাঠানোর জন্য আমাদের সাথে কন্টাক্ট করো - Click Here
Class 10 Bengali First Unit Test Question Paper । দশম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 - Click Here
Class 10 History First Unit Test Question Paper । দশম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 - Click Here
Class 10 Geography First Unit Test Question Paper । দশম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 - Click Here
Class 10 Life Science First Unit Test Question Paper । দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 - Click Here
আশা করছি তোমাদের এই ২টি মডেল প্রশ্নপত্র অনেক বেশি সাহায্য করবে ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে(1st Unit Test 2024)। নিচে অবশ্যই কমেন্ট জানাবে কেমন লাগলো তোমাদের।
তোমরা যদি আমাদের সাথে কন্টাক্ট (Contact) করতে চাও তাহলে – Click Here
তোমরা যদি টেলিগ্রাম (Telegram) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে - Click Here
তোমরা যদি হোয়াটস্যাপ (WhatsApp) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে - Click Here
তোমরা যদি ফেসবুক (Facebook) পেজের সাথে যুক্ত হতে চাও তাহলে - Click Here
Enter Your Comment