Top 100 Cricket Quiz Questions and Answers Series
ব্রিটিশ আমলের অনেক আগে থেকেই ক্রিকেট খেলার প্রচলন শুরু। ক্রিকেট খেলা যখন ভারতে চালু হয়েছিল, তখন খুব কম সংখ্যক লোক এই খেলাটির সম্পর্কে জানতো। কিন্তু আস্তে আস্তে ক্রিকেট খেলার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং বর্তমানে ক্রিকেট ভারতের একটি অন্যতম প্রধান খেলা। এবং সারাবিশ্বের মধ্যে ভারতের দর্শক সব থেকে বেশি ক্রিকেট খেলায়। তাই ভারতের দর্শককে ক্রিকেট খেলায় '12th Army Man ' বলা হয়। ছোট থেকে শুরু করে বৃদ্ধ প্রতিটা মানুষের কাছে ক্রিকেট খেলা অনেক প্রিয়। তাই তোমাদের জন্য Info Educations শুরু করতে চলেছে 'ক্রিকেট কুইজ প্রতিযোগিতা'। আমরা প্রতি সপ্তাহে তোমাদের জন্য ক্রিকেটের সেরা ২৫টি করে MCQ নিয়ে উপস্থিত হব।
Top 25 cricket Quiz questions
Cricket General Knowledge Questions and Answers Part - 1 / ক্রিকেট খেলা নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - ১ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে মোট ২৫ টি প্রশ্ন আছে। নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেনা তোমাদের প্রশ্ন ও উত্তর গুলি কেমন লাগলো। এবং এর পর তোমরা কোন বিষয়ের ওপর কুইজ প্রশ্নোত্তর চাও জানাও।
সেরা 25 টি ক্রিকেট খেলা নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
--
তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই পরীক্ষাটি দাও এবং নীচে কমেন্ট করে জানাও কত পেয়েছো। Info Educations প্লাটফর্ম Students দের জন্য এরকম আরও অনেক নতুন ধরণের Exam ভবিষ্যতেও নেবে তার জন্য তোমরা এক্ষুনি যুক্ত হয়ে যাও বিভিন্ন রকম আপডেট পেতে। নীচের লিঙ্ক গুলিতে ক্লিক করে : -
Top 25 Cricket General Knowledge Questions and Answers Part - 1 । ক্রিকেট খেলা নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 1 : - Click Here
Top 25 Cricket General Knowledge Questions and Answers Part - 2 । ক্রিকেট খেলা নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 2 : - Click Here
তোমার তো অনেক ক্রিকেট বিশ্বকাপ দেখেছো কিংবা ক্রিকেটের অনেক বড়ো ভক্ত। তাই চলো আজ তোমাদের সামনে তুলে ধরবো Cricket GK Questions with Answers যে গুলো হিথ তুমি আগে জানতে না। আমাদের সংগ্রহে রয়েছে অসাধারণ সব প্রশ্নোত্তর যা তোমার Cricket General Knowledge বৃদ্ধি করবে! Cricket ODI World Cup Quiz Questions and Answers থেকে শুরু করে Top 100 Cricket ODI World Quiz Questions with Answers, সব ধরনের প্রশ্ন নিয়ে তৈরি এই কুইজ। তাহলে দেরি না করে, চলো শুরু করি এবং জেনে নিই ক্রিকেটের অজানা তথ্য ও ক্রিকেট কুইজ প্রশ্নোত্তর।
ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে সাধারণ জ্ঞান। ICC World Cup Winners list 1975 to 2019
Edition : - 1st (First)
Host Nations : - England
Winner : - West Indies
Runner-up : - Australia
Indian Captain : - S. Venkataraghavan
Edition : - 2nd (Second)
Host Nations : - England
Winner : - West Indies
Runner-up : - England
Indian Captain : - S. Venkataraghavan
Edition : - 3rd (Third)
Host Nations : - England and Wales
Winner : - India
Runner-up : - West Indies
Indian Captain : - Kapil Dev
Edition : - 4th (Fourth)
Host Nations : - India and Pakistan
Winner : - Australia
Runner-up : - England
Indian Captain : - Kapil Dev
Edition : - 5th (Fifth)
Host Nations : - Australia and New Zealand
Winner : - Pakistan
Runner-up : - England
Indian Captain : - Mohammad Azharuddin
Edition : - 6th (Sixth)
Host Nations : - Pakistan, India, and Sri Lanka
Winner : - Sri Lanka
Runner-up : - Australia
Indian Captain : - Mohammad Azharuddin
Edition : - 7th (Seventh)
Host Nations : - England, Wales, Scotland, Ireland, and the Netherlands
Winner : - Australia
Runner-up : - Pakistan
Indian Captain : - Mohammad Azharuddin
Edition : - 8th (Eighth)
Host Nations : - South Africa, Zimbabwe, and Kenya
Winner : - Australia
Runner-up : - India
Indian Captain : - Sourav Ganguly
Edition : - 9th (Ninth)
Host Nations : - West Indies
Winner : - Australia
Runner-up : - Sri Lanka
Indian Captain : - Rahul Dravid
Edition : - 10th (Tenth)
Host Nations : - India, Sri Lanka, and Bangladesh
Winner : - India
Runner-up : - Sri Lanka
Indian Captain : - MS Dhoni
Edition : - 11th (Eleventh)
Host Nations : - Australia and New Zealand
Winner : - Australia
Runner-up : - New Zealand
Indian Captain : - MS Dhoni
Edition : - 12th (Twelfth)
Host Nations : - England and Wales
Winner : - England
Runner-up : - New Zealand
Indian Captain : - Virat Kohli
Edition : - 13th (Thirteenth)
Host Nations : - India
Winner : - Australia
Runner-up : - India
Indian Captain : - Rohit Sharma
Cricket World Cup Quiz Static Gk with Answers । List of Cricket World Cup winners since 1975 MCQ
1. প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোথায়
অনুষ্ঠিত হয়েছিল?
ক) ভারত
খ) ইংল্যান্ড
গ) পাকিস্তান
ঘ) অস্ট্রেলিয়া
উত্তর: খ) ইংল্যান্ড
2. ১৯৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপের
চ্যাম্পিয়ন কোন দেশ হয়েছিল ?
ক) পাকিস্তান
খ) শ্রীলঙ্কা
গ) ভারত
ঘ) অস্ট্রেলিয়া
উত্তর: গ) ভারত
3. ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে
ভারতের প্রতিপক্ষ ছিল কোন দেশ?
ক) পাকিস্তান
খ) অস্ট্রেলিয়া
গ) ইংল্যান্ড
ঘ) শ্রীলঙ্কা
উত্তর: ঘ) শ্রীলঙ্কা
4. ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছে?
ক) পাকিস্তান
খ) অস্ট্রেলিয়া
গ) ভারত
ঘ) ওয়েস্ট ইন্ডিজ
উত্তর: ক) পাকিস্তান
5. ২০০৩ সালের বিশ্বকাপের আয়োজক দেশগুলো
ছিল—
ক) ভারত, পাকিস্তান,
শ্রীলঙ্কা
খ) দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে,
কেনিয়া
গ) ইংল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড
ঘ) অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
উত্তর: খ) দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে,
কেনিয়া
6. ১৯৭৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের
অধিনায়ক কে ছিলেন?
ক) কপিল দেব
খ) মোহাম্মদ আজহারউদ্দিন
গ) সৌরভ গাঙ্গুলি
ঘ) শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন
উত্তর: ঘ) শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন
7. ২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের
চ্যাম্পিয়ন দেশ কোনটি?
ক) ভারত
খ) অস্ট্রেলিয়া
গ) ইংল্যান্ড
ঘ) নিউজিল্যান্ড
উত্তর: গ) ইংল্যান্ড
8. ১৯৯৬ সালের বিশ্বকাপের আয়োজক দেশগুলির
মধ্যে কোনটি ছিল না?
ক) পাকিস্তান
খ) ভারত
গ) শ্রীলঙ্কা
ঘ) বাংলাদেশ
উত্তর: ঘ) বাংলাদেশ
9. প্রথমবারের মতো কোন বছর ভারত ও
পাকিস্তান বিশ্বকাপের আয়োজন করেছিল?
ক) ১৯৮৩
খ) ১৯৮৭
গ) ১৯৯২
ঘ) ১৯৯৬
উত্তর: খ) ১৯৮৭
10. কোন দেশের অধিনায়ক হিসেবে ২০১১ সালে
বিশ্বকাপ জিতেছিলেন?
ক) রাহুল দ্রাবিড়
খ) সৌরভ গাঙ্গুলি
গ) মহেন্দ্র সিং ধোনি
ঘ) বিরাট কোহলি
উত্তর: গ) মহেন্দ্র সিং ধোনি
11. ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপের
চ্যাম্পিয়ন দেশ কোনটি ছিল?
ক) পাকিস্তান
খ) শ্রীলঙ্কা
গ) অস্ট্রেলিয়া
ঘ) ওয়েস্ট ইন্ডিজ
উত্তর: গ) অস্ট্রেলিয়া
12. কোন বছর ভারত, শ্রীলঙ্কা
ও বাংলাদেশ একসঙ্গে বিশ্বকাপের আয়োজন করেছিল?
ক) ২০০৭
খ) ২০১১
গ) ২০১৫
ঘ) ২০১৯
উত্তর: খ) ২০১১
13. ২০০৩ সালে ভারতের অধিনায়ক কে ছিলেন?
ক) রাহুল দ্রাবিড়
খ) সৌরভ গাঙ্গুলি
গ) কপিল দেব
ঘ) শচীন তেন্ডুলকার
উত্তর: খ) সৌরভ গাঙ্গুলি
14. ১৯৯৬ সালে ক্রিকেট বিশ্বকাপের
চ্যাম্পিয়ন কোন দল ছিল?
ক) অস্ট্রেলিয়া
খ) শ্রীলঙ্কা
গ) পাকিস্তান
ঘ) দক্ষিণ আফ্রিকা
উত্তর: খ) শ্রীলঙ্কা
15. ২০১৫ সালে বিশ্বকাপের ফাইনালে
অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কোন দল ছিল?
ক) ভারত
খ) শ্রীলঙ্কা
গ) ইংল্যান্ড
ঘ) নিউজিল্যান্ড
উত্তর: ঘ) নিউজিল্যান্ড
16. প্রথম কোন বছর অস্ট্রেলিয়া ও
নিউজিল্যান্ড মিলে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল?
ক) ১৯৮৭
খ) ১৯৯২
গ) ২০০৩
ঘ) ২০১৫
উত্তর: খ) ১৯৯২
17. কোন বছর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের
আয়োজক দেশ ছিল?
ক) ২০০৩
খ) ২০০৭
গ) ২০১۱
ঘ) ২০১৫
উত্তর: খ) ২০০৭
18. ১৯৮৩ সালে ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী
অধিনায়ক কে ছিলেন?
ক) মোহাম্মদ আজহারউদ্দিন
খ) রাহুল দ্রাবিড়
গ) কপিল দেব
ঘ) মহেন্দ্র সিং ধোনি
উত্তর: গ) কপিল দেব
19. ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপের
রানার-আপ দেশ কোনটি ছিল?
ক) শ্রীলঙ্কা
খ) ভারত
গ) ইংল্যান্ড
ঘ) পাকিস্তান
উত্তর: ক) শ্রীলঙ্কা
20. ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের
অধিনায়ক কে?
ক) বিরাট কোহলি
খ) রোহিত শর্মা
গ) মহেন্দ্র সিং ধোনি
ঘ) কপিল দেব
উত্তর: খ) রোহিত শর্মা
Frequently Asked Questions
Q) প্রথম বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন কোন দেশ?
Ans: - ওয়েস্ট ইন্ডিজ (1975)।
Q) ওয়েস্ট ইন্ডিজ কয়টি বিশ্বকাপ জিতেছে?
Ans: - ২টি (1975 & 1979)।
Q) অস্ট্রেলিয়া কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?
Ans: - ৬ বার (1987, 1999, 2003, 2007, 2015 এবং 2023)।
Q) দক্ষিণ আফ্রিকা কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?
Ans: - একবারও না।
24
উত্তরমুছুন20
উত্তরমুছুন