নবম শ্রেণির বাংলা প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ন 2024
Class 9 Bangla 1st Unit Test 2024 Question Paper | Class 9 Bengali 1st Unit Test Suggestion 2024
নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক
মূল্যায়ন ২০২৪ এর সিলেবাস এ থাকছে তোমাদের
গদ্য : ধীবর বৃত্তান্ত , ইলিয়াস , দাম। পদ্য : কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি , নোঙ্গর। সহায়ক পথ : প্রফেসর শঙ্কুর ডায়রি : বোমযাত্রীর
ডায়েরি। বাক্যরণ : ধ্বনি : বাংলা ধ্বনির
শ্রেণীবিভাগসহ বিস্তারিত আলোচনা। ধ্বনি
পরিবর্তনের কারণ ও পরবর্তনের বিভিন্ন রীতি।
শব্দ গঠন : উপসর্গ , অনুসর্গ। ধাতু ও প্রত্যয় : নির্মিতি : ভাবসম্প্রসারণ। নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ পূর্ণমান - ৪০ লিখিত। যার
জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
নবম শ্রেণি বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র / Class 9 1st Unit Test Bengali Suggestion 2024
Model Set – 1
1st Unit Test Bengali Question Paper । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪
বিষয় - বাংলা । পূর্ণমান = ৪০ । সময় - ১ ঘন্টা ৩০ মিনিট
১।
সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখ : - 1 x 8 = 8
১.১ 'ঈশানে
উড়িল মেঘ সঘনে চিকুর'--- 'চিকুর' শব্দের অর্থ কী?
----
ক ) আকাশ
/ খ ) বিদ্যুৎ / গ ) বাতাস / ঘ ) জল ।
১.২ বাণিজ্যতরী কোথায় বাঁধা
আছে?
ক ) তটের কাছে
/ খ ) সমুদ্রের মাঝে / গ ) তটের
মাঝে / ঘ ) নদীর জলে।
১.৩ কত বছর পরিশ্রম করে ইলিয়াসের প্রচুর সম্পত্তি হয়েছিল?
ক ) পঁচিশ বছর / খ ) ত্রিশ বছর
/ গ ) পয়ঁত্রিশ বছর / ঘ )
ছত্রিশ বছর
১.৪ বিভীষিকাপূর্ণ লোকটি স্কুলে কোন বিষয়
পড়াতেন?
ক ) বাংলা
/ খ ) বিজ্ঞান / গ ) অঙ্ক / ঘ ) ভূগোল ।
১.৫ দুই রক্ষীর নাম কী?
ক ) জয় - বিজয় / খ ) জানুক - সূচক / গ ) অমল
- বিমল / ঘ ) শুভ - নিশুভ
১.৬ ইলিয়াস বাস করতো--
ক ) উলা প্রদেশ / খ ) উফা প্রদেশ / গ ) উলিত প্রদেশ / ঘ ) ইংল্যান্ড
১.৭ মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা ---
ক ) ৫ টি
/ খ ) ৯টি / গ ) ৭টি / ঘ ) ১২টি
১.৮ সম্মুখ স্বরধ্বনি হল ---
ক ) ই , এ , অ্যা / খ ) ই , অ , আ / গ ) আ, এ , ঐ / ঘ ) ই , ঈ , উ
২।
কমবেশি ১৫টি শব্দের মধ্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : - 1 x 10 = 10
ক ) চন্ডীর আদেশে হনুমান কী করেছিল?
খ ) 'তরী ভরা পণ্য নিয়ে' কবি কোথায় পাড়ি দিতে চেয়েছিলেন?
গ ) 'কুমিস' শব্দের অর্থ কী?
ঘ ) পুরুষ মানুষ হয়ে অঙ্ক কষতে না পারলে
মাস্টারমশাই কী বলতেন?
ঙ ) দুর্বাসা মুনি শকুন্তলাকে কী অভিশাপ
দিয়েছিলেন?
চ )কলিঙ্গদেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল?
ছ ) ইলিয়াসের বোঁচকায় কী ছিল?
জ ) আজি >আজ --- এটি ধ্বনি পরিবর্তনের কোন ধারা?
ঝ ) সমীভবন কাকে বলে?
ঞ ) মূর্ধ্যনীভবন ধ্বনির একটি উদাহরণ দাও।
৩। কমবেশি ৬০টি শব্দের মধ্যে উত্তর দাও (১টি ):
- 3 x 1 = 3
৩.১ 'ভাদ্রপদ মাসে পড়ে থাকা তাল।'---
তাৎপর্য
বিশ্লেষণ করো।
৩.২ 'স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের
নিক্ষেপে।'-- কোন কবিতার অংশ? অংশটির তাৎপর্য
লেখো।
৪। কমবেশি ১৫০ টি শব্দের মধ্যে নীচের
প্রশ্নগুলির উত্তর দাও(২টি ): - 5 x 2 = 10
৪.১ 'এ অপরাধ আমি বইব কী করে, এ
লজ্জা আমি কোথায় রাখব!'-- বক্তা কোন্ কৃতকর্মকে অপরাধ রূপে
চিহ্নিত করেছেন? গল্পে এই অপরাধবোধ ও আত্মগ্লানি দূর হয়ে কীভাবে
বক্তার আত্মশুদ্ধি ঘটল তা বুঝিয়ে দাও ।
৪.২ 'সত্যি , ভাগ্য যেন চাকার
মত ঘোরে,'--- কখন এ কথা বলা হয়েছে? এ কথা বলার কারণ
কী?
৪.৩ "এ কী যা তা অনুগ্রহ! এ যে শূল থেকে
নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো।"--- বক্তা কে? প্রসঙ্গ
নির্দেশ করো। উপমাটির স্বরূপ উদঘাটন করো।
৪.৪ 'ধীবর বৃত্তান্ত' নাট্যাংশের
সংলাপ -ভাষা ও উপমা প্রয়োগে নাট্যাংশের দক্ষতার পরিচয় দাও।
৫।
কমবেশি ১৫০ টি শব্দের মধ্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও(১টি ): - 5 x 1 = 5
৫.১
লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়ারিটি পেয়েছিলেন? ডায়ারিটির
বিশেষত্ব কী?
৫.২ 'ব্যোমযাত্রীর ডায়রি ' অবলম্বনে
মঙ্গলাভিযানের বর্ণনা দাও।
৬।
ভাবসম্প্রসারণ করো(১টি) : - 4 x 1 = 4
৬.১ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি
৬.২ নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ,
"ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।"
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে,
কহে, "যাহা কিছু সুখ সকলি ওপারে।"
নবম শ্রেণির বাংলা প্রথম পত্র প্রশ্ন উত্তর 2024
| নবম শ্রেণির বাংলা প্রশ্নপত্র 2024
Model Set – 2
1st Unit Test Bengali Question Paper । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪
বিষয় - বাংলা । পূর্ণমান = ৪০ । সময় - ১ ঘন্টা ৩০ মিনিট
১। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায়
লেখ : 1 x 8 = 8
১.১ কে
চন্ডীর আদেশ পান?
ক ) কবি
চন্ডীদাস / খ ) বীর হনুমান / গ ) কলিঙ্গের রাজা / ঘ ) কলিঙ্গের প্রজা
১.২ ধীবর আংটিটা দেখতে পেয়েছিলো -
ক )জলের ভিতর
/ খ )হাটে বিক্রি হচ্ছিলো / গ )রুই
মাছের পেটে / ঘ )জলের তলায়
১.৩ দাঁড়ের নিক্ষেপে কবি শোনেন -
ক ) সাগরের গর্জন / খ ) স্রোতের বিদ্রুপ / গ ) ঢেউ এর গর্জন / ঘ ) জলের কল্লোলধ্বনি
১.৪ ইলিয়াস তখন খুব বলবোলাও "- ‘বলবোলাও’ শব্দের অর্থ কী ?
ক ) জোরে ডাকা / খ )
আস্তে ডাকা / গ ) প্রভাব / ঘ ) হাঁকডাক
১.৫. গল্পকথক 'তাঁকে' বিক্রি
করেছিলেন মাত্র -
ক ) দশ টাকায়
/ খ ) একশো টাকায় / গ ) হাজার
টাকায় / ঘ ) কুড়ি টাকায়
১.৬ অঞ্জলি দেওয়ার জন্য শকুন্তলা স্নান
করেছিলেন-
ক ) শচীতীর্থে
/ খ ) সীতাকুণ্ডে / গ )
গঙ্গায় / ঘ ) প্রয়াগে
১.৭ শরীর >শরীল - কোন
জাতীয় ধ্বনিপরিবর্তনের উদাহরণ ?
ক ) সমীভবন
/ খ ) বিষমীভবন / গ )
ঘোষীভবন / ঘ ) তালব্যীভবন
১.৮ কেন্দ্রীয় স্বরধ্বনি হল- ক ) আ
/ খ ) ই / গ ) এ / ঘ ) ঔ
২।
কমবেশি ১৫টি শব্দের মধ্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : - 1 x 7 = 7
২.১ 'না পায় দেখিয়ে কেহ '- কী
দেখতে পায়না ?
২.২ সাগরের গর্জনে কারা কেঁপে ওঠে?
২.৩ 'কিরবিজ ' কারা?
২.৪ সাহিত্যের
'ইন্দ্র চান্দ্র মিত্র বরুণ ' কারা?
২.৫ শকুন্তলার দুই সখীর নাম কী?
২.৬ সংবৃত স্বরধ্বনি কাকে বলে?
২.৭ আদি স্বরলোপ এর উদাহরণ দাও ।
৩। কমবেশি ৬০টি শব্দের মধ্যে উত্তর দাও (২টি ):
- 3 x 2 = 6
৩.১ 'জলে মহী একাকার পথ হইল হারা'--
'মহী
' শব্দের অর্থ ' মহীর অবস্থা কী হয়েছিল?
৩.২ 'নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে
কেঁপে'--- মুহূর্তগুলি নিস্তব্ধ কেন?
৩.৩ ইলিয়াসের স্ত্রীর নাম কী? সে
কীভাবে তার স্বামীকে সাহায্য করত?
৪। কমবেশি ১৫০ টি শব্দের মধ্যে নীচের
প্রশ্নগুলির উত্তর দাও(৩টি ): - 5 x 2 = 10
৪.১ "এটা খুবই জ্ঞানের কথা"- বক্তা
কে? জ্ঞানের কথাটি কী? বক্তা কেন এমনতরো কথা বলেছেন?
৪.২ 'দাম' গল্পে লেখক
ছাত্র-শিক্ষক সম্পর্কে শ্রদ্ধা ও স্নেহ দুইয়েরই সংমিশ্ৰণ ঘটিয়েছেন - আলোচনা করো।
৪.৩ "এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট
বন্ধু হলে।"- কারা পরস্পর বন্ধু হয়েছে? কীভাবে তারা
বন্ধু হল?
৪.৪ মঙ্গলগ্রহের প্রাণীর শারীরিক অবস্থার
বর্ণনা দাও। ওই প্রাণী রকেট যাত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছিল?
৫। ভাবসম্প্রসারণ করো(১টি) : - 4 x 1 = 4
৫.১ গুনবান যদি পরজন, গুণহীন
স্বজন ; তথাপি নির্গুণ
স্বজন শ্রেয়
পরঃ পরঃ সদা ।
৫.২ শৈবাল দীঘির বলে উচ্চ করি শির
লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির।
তোমরা যদি প্রশ্নপত্রটি সমাধান করে আমাদের পাঠাতে চাও তাহলে আমাদেরকে পাঠাতে পারো। আমরা সমাধানপত্রটি চেক করে দেব এবং তার সাথে কত পেয়েছো তা জানিয়েও দেব। পাঠানোর জন্য আমাদের সাথে কন্টাক্ট করো - Click Here
Class 9 Bengali First Unit Test Question Paper । নবম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 - Click Here
Class 9 History First Unit Test Question Paper । নবম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 - Click Here
আশা করছি তোমাদের এই ২টি মডেল প্রশ্নপত্র অনেক বেশি সাহায্য করবে ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে(1st Unit Test 2024)। নিচে অবশ্যই কমেন্ট জানাবে কেমন লাগলো তোমাদের।
তোমরা যদি আমাদের সাথে কন্টাক্ট (Contact) করতে চাও তাহলে – Click Here
তোমরা যদি টেলিগ্রাম (Telegram) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে - Click Here
তোমরা যদি হোয়াটস্যাপ (WhatsApp) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে - Click Here
তোমরা যদি ফেসবুক (Facebook) পেজের সাথে যুক্ত হতে চাও তাহলে - Click Here
Enter Your Comment