সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন এবং উত্তর 2025 Part - 3 | General Knowledge Online Quiz Test in Bengali 2025

1

Online Quiz Test GK সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা প্রশ্ন উত্তর 2024 Part  - 3   ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এসেছি সাধারণ জ্ঞান কুইজ পর্ব - 3 এর প্রশ্ন ও উত্তর
Online Quiz Test GK সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা প্রশ্ন উত্তর 2024 Part  - 3 
 

ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এসেছি সাধারণ জ্ঞান কুইজ পর্ব - 3 এর প্রশ্ন ও উত্তর।এখানে

যে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হয়েছে সেগুলি অনেক বাছাই করা প্রশ্ন । রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের বিভিন্ন ধরণের পরীক্ষায় এসেছে। এরকম আরও বিভিন্ন ধরণের প্রশ্ন ও উত্তর এর আপডেট পেতে এক্ষুনি যুক্ত হয়ে যাও Info  Educations  এর সাথে। এছাড়াও তোমাদের জন্য আছে Top 30 GK GS Question and Answer in English and Bengali with Answers। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা যেমন WBCS State PSC , UPSC , SSC CGL, SSC MTS, SSC CHSL, SSC GD, SSC CPO , Railway etc.

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2024 || Basic GK Online Quiz Mock Test

এখানে যে সাধারণ জ্ঞান এর 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরগুলি দেওয়া হয়েছে সেগুলি বিভিন্ন ধরনের Competitive  Exam  (যেমন WBCS , SSC CGL , SSC CHSL ,SSC MTS , WBSSC , Food  SI ,RBPS,SBI ,RBI  প্রভৃতি) এ অনেক কাজে লাগবে। 

Online GK Quiz Exam Free With Answers || General Knowledge Questions and Answers

0%
Question 1: ভারতে সবথেকে প্রথমে কোন রাজ্যে সূর্য প্রথমে ওঠে ?
গোয়া
সিকিম
উড়িষ্যা
অরুণাচল প্রদেশ
উত্তর : অরুণাচল প্রদেশ

Question 2: ভারতে প্রথম মেট্রো রেল কোন শহরে চলেছিল ?
দিল্লী
মুম্বাই
বেঙ্গালুরু
কলকাতা
উত্তর : কলকাতা

Question 3: কোন রং কে শান্তির প্রতীক মানা হয় ?
কালো
সাদা
লাল
গেরুয়া
উত্তর : সাদা

Question 4: রামধনুতে কটি রং দেখতে পাওয়া যায় ?
সাতটি
আটটি
ছটি
নয়টি
উত্তর : সাতটি

Question 5: ভারতের রাষ্ট্রীয় চিহ্ন কোনটি ?
সিংহ
হাতি
ময়ূর
অশোকচক্র
উত্তর : অশোকচক্র

Question 6: সৌর মন্ডলের সবথেকে ছোটগ্রহ কোনটি ?
বুধ
বৃহস্পতি
শনি
মঙ্গল
উত্তর : বুধ

Question 7: কোন জীবের রক্ত সাদা রঙের হয় ?
পিপঁড়ে
ছাগল
আরশোলা
সাপ
উত্তর : আরশোলা

Question 8: কোন পশু জিভ দিয়ে কান পরিষ্কার করে ?
উঠ
হাতি
ক্যাঙ্গারু
জিরাফ
উত্তর : জিরাফ

Question 9: ভারতের কোন রাজ্যে কেবল দুটি জেলা আছে ?
গোয়া
আসাম
বিহার
সিকিম
উত্তর : গোয়া

Question 10: ভারতের রাষ্ট্রগান প্রথম কোথায় গাওয়া হয়েছিল ?
কলকাতা
দিল্লী
মুম্বাই
কানপুর
উত্তর : কলকাতা

Question 11: সয়াবিন উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ?
মধ্যপ্রদেশ
শিমলা
কেরালা
পশ্চিমবঙ্গ
উত্তর : মধ্যপ্রদেশ

Question 12: পেনসিলের ভেতরের কালো পদার্থটির নাম কি ?
গ্রাফাইট
নাইক্রোম
তামা
লোহা
উত্তর : গ্রাফাইট

Question 13: কোন দেশে কোনো প্রকার ইনকাম ট্যাক্স লাগেনা ?
ইউরোপ
ভারত
আমেরিকা
চীন
উত্তর : ইউরোপ

Question 14: মহাত্মা গান্ধীর ছবি টাকায় কবে চাপা হয়েছিলো প্রথমে ?
১৯৬৯ খ্রিস্টাব্দে
১৯৭৫ খ্রিস্টাব্দে
১৯৯০ খ্রিস্টাব্দে
১৯৮৫ খ্রিস্টাব্দে
উত্তর : ১৯৬৯ খ্রিস্টাব্দে

Question 15: ভারতের জাতীয় উৎসব কোনটি ?
হোলি
দীপাবলি
রাখি বন্ধন
গণতন্ত্র দিবস
উত্তর : গণতন্ত্র দিবস

Question 16: কোন দেশের মানুষদের কুকুর পোষা নিষিদ্ধ ?
আইসল্যান্ড
শ্রীলঙ্কা
ভারত
জাপান
উত্তর : আইসল্যান্ড

Question 17: বায়ুতে কোন গ্যাসের মাত্রা সবথেকে বেশি থাকে ?
অক্সিজেন
নাইট্রোজেন
হিলিয়াম
কার্বন-ডাই-অক্সাইড
উত্তর : নাইট্রোজেন

Question 18: কোন জীবের চোখ নেই ?
কুমির
কেঁচো
পিঁপড়ে
সাপ
উত্তর : কেঁচো

Question 19: মানুষের হৃদ স্পন্দন মিনিটে কত ?
৭২ বার
৭৫ বার
৮০ বার
৮৫ বার
উত্তর : ৭২ বার

Question 20: ভারতের কোন রাজ্যের রাজ্য ভাষা ইংরেজি ?
আসাম
বিহার
গোয়া
নাগাল্যান্ড
উত্তর : নাগাল্যান্ড

Question 21: ভারোর সর্বাধিক কোন দেশের সাথে সীমানা বেশি রয়েছে ?
পাকিস্তান
চীন
নেপাল
বাংলাদেশ
উত্তর : বাংলাদেশ

Question 22: বাংলাদেশের রাজধানীর নাম হলো -
ঢাকা
ইসলামাবাদ
থিম্পু
রাজশাহী
উত্তর : ঢাকা

Question 23: ভারতের কয়টি কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে -
২৮ টি
২৩ টি
৩০ টি
৮ টি
উত্তর : ৮ টি

Question 24: ভারতের সবথেকে বড় জেলার নাম কি ?
মাহে
ইনাম
কচ্ছ
কলকাতা
উত্তর : কচ্ছ

Question 25: গঙ্গা নদী উৎপত্তিস্থলে কি নামে পরিচিত ?
ভাগীরথী
যমুনা
গঙ্গা
হুগলি
উত্তর : ভাগীরথী

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

--

তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই পরীক্ষাটি দাও এবং নীচে জানাও কত পেয়েছো। Info Educations প্লাটফর্ম Students দের জন্য এরকম আরও অনেক নতুন ধরণের Exam ভবিষ্যতেও নেবে তার জন্য তোমরা এক্ষুনি যুক্ত হয়ে যাও বিভিন্ন রকম আপডেট পেতে। নীচের লিঙ্ক গুলিতে ক্লিক করে : - 

Read More - Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024 Part - 1 

Read More - Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024 Part - 2 

Read More - Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024 Part - 3 

MCQ Questions and Solutions for all Competitive Exam. General Knowledge (GK) MCQ Questions Answers Part – 3.

WBCS State PSC , UPSC , SSC CGL, SSC MTS, SSC CHSL, SSC GD, SSC CPO , Railway etc বিভিন্ন পরীক্ষায়  ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান এবং সমসাময়িক ঘটনা থেকে প্রশ্ন আসে, যা পরীক্ষার্থীদের অনেক সমস্যা ফেলে তাই  সঠিক প্রস্তুতিতে সাহায্য করার জন্য Info Educations নিয়ে এসেছে General Knowledge MCQ questions and Answer Part -3 এই পোস্টে, আমরা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের উত্তর বাংলা ইংরেজিতে তুলে ধরেছি। এসব প্রশ্ন বিগত বছরের পরীক্ষায় বারবার এসেছে এবং পরীক্ষার প্রস্তুতিতে অপরিহার্য। WBCS, SSC বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য এই প্রশ্নোত্তরগুলি অবশ্যই সহায়ক হবে।

General Knowledge MCQ Questions and Answers in English & Bengali Part - 3


1. Which fundamental rights are not automatically abolished during National Emergency?
জাতীয় জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয় না?
a. Article 14 and 19
b. Article 20 and 21
c. Article 19 and 20
d. Article 25 and 26
Answer: b. Article 20 and 21
 
2. Which one of the following was not situated in the Ganga Plain?
নীচের  কোনটি গঙ্গা সমভূমিতে অবস্থিত ছিল না?
a. Magadha (মগধ)
b. Koshala (কোশল)
c. Asmaka (অসমকা
d. Vatsya (বৎস)
Answer: c. Asmaka (অসমক)
3. The longest border of India is with?
 
কোন দেশের সঙ্গে ভারত দীর্ঘতম সীমানা ভাগ করে ?
a. Nepal (নেপাল)
b. Bhutan (ভুটান)
c. Bangladesh (বাংলাদেশ)
d. Afghanistan (আফগানিস্তান)
Answer: c. Bangladesh (বাংলাদেশ)
 
4. Which part of the human eye has the maximum refractive index?
মানুষের চোখের কোন অংশে সর্বোচ্চ প্রতিসরণ সূচক থাকে?
a. Aqueous Humour (জলীয় রস)
b. Vitreous Humour (কাঁচ রস)
c. Lens (লেন্স)
d. Cornea (কর্নিয়া)
Answer: d. Cornea (কর্নিয়া)
 
5. Sri Lanka shares its boundary with which of the following Indian states?
শ্রীলঙ্কা নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির সাথে তার সীমানা ভাগ করে নেয়?
a. Tamil Nadu (তামিলনাড়ু)
b. Karnataka (কর্ণাটক)
c. Andhra Pradesh (অন্ধ্রপ্রদেশ)
d. None of the above (উপরের কোনোটিই নয়)
Answer: d. None of the above (উপরের কোনোটিই নয়)
 
46. Abolition of Untouchability is under which of the following articles?
নীচের কোন অনুচ্ছেদ অনুযায়ী  অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে?
a. Article 16 (অনুচ্ছেদ ১৬)
b. Article 17 (অনুচ্ছেদ ১৭)
c. Article 18 (অনুচ্ছেদ ১৮)
d. Article 19 (অনুচ্ছেদ ১৯)
Answer: b. Article 17 (অনুচ্ছেদ ১৭)
 
7. Who was the ruler of Taxila when Alexander's army crossed the Indus in 326 BC?
৩২৬ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সেনাবাহিনী সিন্ধু পার হলে তক্ষশীলার শাসক কে ছিলেন?
a. Porus (পোরাস)
b. Ambhi (আম্ভি)
c. Abhisara (অভিসার)
d. None of the above (উপরের কোনোটিই নয়)
Answer: b. Ambhi (আম্ভি)
 
8. Which of the following states has the largest coastline?
নীচের কোন রাজ্যের সবচেয়ে বড় উপকূলরেখা রয়েছে?
a. Karnataka (কর্ণাটক)
b. Odisha (ওড়িশা)
c. Andhra Pradesh (অন্ধ্রপ্রদেশ)
d. Maharashtra (মহারাষ্ট্র)
Answer: c. Andhra Pradesh (অন্ধ্রপ্রদেশ)
 
9. Which quantity is increased in a step-down transformer?
স্টেপ আপ ট্রান্সফরমার এর ক্ষেত্রে কোনটি বৃদ্ধি করা হয় ?
a. Voltage (ভোল্টেজ)
b. Current (কারেন্ট)
c. Wattage (ওয়াটেজ)
d. Frequency (ফ্রিকোয়েন্সি)
Answer: b. Current (কারেন্ট)
 
10. What is the currency of Myanmar?
মায়ানমারের মুদ্রা কী?
a. Baht (বাহাত)
b. Lira (লিরা)
c. Kyat (কিয়াট)
d. Ngultrum (এনগুলট্রাম)
Answer: c. Kyat (কিয়াট)
 
11. Who presides over the joint sitting of the Parliament?
সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
a. President (রাষ্ট্রপতি)
b. Speaker (স্পিকার)
c. Vice President (উপ-রাষ্ট্রপতি)
d. Chief Justice of India (ভারতের প্রধান বিচারপতি)
Answer: b. Speaker (স্পিকার)
 
12. When did Dalhousie annex Awadh?
ডালহৌসি কবে অযোধ্যা দখল করে?
a. 1845
b. 1854
c. 1867
d. 1856
Answer: d. 1856
 
13. Who prepares the Topographical maps of India?
ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্র কে প্রস্তুত করে?
a. Geological Survey of India (ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ)
b. Survey of India (ভারতীয় জরিপ)
c. Defence Ministry (প্রতিরক্ষা মন্ত্রক)
d. None of the above (উপরের কোনোটিই নয়)
Answer: b. Survey of India (ভারতীয় জরিপ)
 
14. Pure water freezes at what temperature?
বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় জমে যায়?
a. 47° F
b. 32° F
c. 0° F
d. 4° C
Answer: b. 32° F
 
15. Which of the following is known as the ‘lungs of the world’?
নিচের কোনটি 'বিশ্বের ফুসফুস' নামে পরিচিত?
 
a. Savannah (সাভানা)
b. Himalaya (হিমালয়)
c. Amazon forest (আমাজন বন)
d. Pompus (পাম্পাস)
Answer: c. Amazon forest (আমাজন বন)
 
16. Who does not constitute the electoral college for electing the President of India?
ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন না?
a. Elected Members of Lok Sabha (লোকসভার নির্বাচিত সদস্য)
b. Elected members of Rajya Sabha (রাজ্যসভার নির্বাচিত সদস্য)
c. Elected members of Vidhan Parishad (বিধান পরিষদের নির্বাচিত সদস্য)
d. Elected members of Vidhan Sabha (বিধানসভার নির্বাচিত সদস্য)
Answer: c. Elected members of Vidhan Parishad (বিধান পরিষদের নির্বাচিত সদস্য)
 
17. Who introduced The Permanent Settlement?
চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?
a. Lord Cornwallis (লর্ড কর্নওয়ালিস)
b. Lord Bentinck (লর্ড বেন্টিঙ্ক)
c. Warren Hastings (ওয়ারেন হেস্টিংস)
d. Lord Dalhousie (লর্ড ডালহৌসি)
Answer: a. Lord Cornwallis (লর্ড কর্নওয়ালিস)
 
18. The north Eastern syntaxial bend was formed near?
উত্তর-পূর্ব সিনট্যাক্সিয়াল বাঁক কার কাছাকাছি গঠিত হয়েছে ?
a. Nanga Parbat (নাঙ্গা পর্বত)
b. Namcha Barwa (নামচা বারওয়া)
c. Sahyadri (সহ্যাদ্রি)
d. Amarkantak (আমারকন্টক)
Answer: b. Namcha Barwa (নামচা বারওয়া)
 
19. The color of CuS is?
CuS এর রং কী?
a. Black (কালো)
b. Blue (নীল)
c. Yellow (হলুদ)
d. Red (লাল)
Answer: a. Black (কালো)
 
20. What is the capital of Iceland?
আইসল্যান্ডের রাজধানী কী?
a. Reykjavik (রিকজাভিক)
b. Dublin (ডাবলিন)
c. Warsaw (ওয়ারশ)
d. Prague (প্রাগ)
Answer: a. Reykjavik (রিকজাভিক)
 
21. Who is the highest law officer of India under Article 76 of the Constitution?
ভারতের সংবিধানের ৭৬ অনুচ্ছেদের অধীনে ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে?
a. The Solitary General of India (ভারতের সলিটারি জেনারেল)
b. The Secretary General of the Dept. of Law in Centre (কেন্দ্রীয় আইন বিভাগের সচিব)
c. The Attorney General of India (ভারতের অ্যাটর্নি জেনারেল)
d. The Vice President of India (ভারতের উপরাষ্ট্রপতি)
Answer: c. The Attorney General of India (ভারতের অ্যাটর্নি জেনারেল)
 
22. Who was the brain behind the bomb attack on Viceroy Lord Hardinge at Chandni Chowk, Delhi in December 1912?
১৯১২ সালের ডিসেম্বরে দিল্লির চাঁদনি চকে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর বোমা হামলার পরিকল্পনাকারী কে ছিলেন?
a. Bhai Premanand (ভাই প্রেমানন্দ)
b. Rashbihari Bose (রাসবিহারী বসু)
c. Sachindra Nath Sanyal (সচীন্দ্রনাথ সান্যাল)
d. Shohun Lal Pathak (শোহনলাল পাঠক)
Answer: b. Rashbihari Bose (রাসবিহারী বসু)
 
23. The Palghat gap is situated between?
কোন কোন পর্বতের মাঝে পালগত অবস্থান করে ?
a. Vindhya and Satpura (বিন্দ্য এবং সাৎপুরা)
b. Nilgiri and Anaimalai (নীলগিরি এবং আনাইমালাই)
c. Dodabeta and Anaimalai (ডোডাবেটা এবং আনাইমালাই)
d. Bastar and Dandakaranya (বস্তার এবং দণ্ডকারণ্য)
Answer: b. Nilgiri and Anaimalai (নীলগিরি এবং আনাইমালাই)
 
24. What does the speedometer of a car show?
গাড়ির স্পিডোমিটারে আমরা কী পরিমাপ করি ?
a. Average speed (গড় গতি)
b. Average velocity (গড় বেগ)
c. Instant speed (তৎক্ষণাৎ গতি)
d. Instant velocity (তৎক্ষণাৎ বেগ)
Answer: c. Instant speed (তৎক্ষণাৎ গতি)
 
25. Who was the first woman President of the UNGA in 1953?
UNGA এর প্রথম মহিলা প্রেসিডেন্ট (১৯৫৩) কে ছিলেন?
a. Sarala Thakral (সারলা ঠাকরাল)
b. Vijaylaxmi Pandit (বিজয়লক্ষ্মী পন্ডিত)
c. Caroline Mikkelsen (ক্যারোলাইন মিকেলসেন)
d. Junko Tabei (জুনকো তাবেই)
Answer: b. Vijaylaxmi Pandit (বিজয়লক্ষ্মী পন্ডিত)
 
26. The Constitutional provision for solving questions of repugnancy between a Central law and a state law is found in?
কেন্দ্রীয় আইন এবং রাজ্য আইনের মধ্যে বৈষম্য সমাধানের জন্য প্রাসঙ্গিক সাংবিধানিক বিধানটি কোথায় পাওয়া যায়?
a. Article 154 (অনুচ্ছেদ ১৫৪)
b. Article 254 (অনুচ্ছেদ ২৫৪)
c. Article 352 (অনুচ্ছেদ ৩৫২)
d. Entry 42, List III (এন্ট্রি ৪২, তালিকা III)
Answer: b. Article 254 (অনুচ্ছেদ ২৫৪)
 
27. Who was felicitated by Aurobindo Ghosh as “The Prophet of Great Political Creed”?
কাকে অরবিন্দ ঘোষ "মহান রাজনৈতিক ধর্মের প্রফেট" হিসাবে সম্মানিত করেছিলেন?
a. Brahmabandhab Upadhyaya (ব্রহ্মবান্ধব উপাধ্যায়)
b. Ashwini Kumar Dutta (অশ্বিনী কুমার দত্ত)
c. Rashbihari Bose (রাসবিহারী বসু)
d. Bipin Chandra Pal (বিপিন চন্দ্র পাল)
Answer: d. Bipin Chandra Pal (বিপিন চন্দ্র পাল)
 
28. The famous valley of Kashmir is situated between?
কাশ্মীরের বিখ্যাত উপত্যকা কোন কোন পর্বতের মধ্যে অবস্থিত?
a. Karakoram and Zanskar (কারাকোরাম এবং জানস্কর)
b. Mahadev and Zanskar (মহাদেব এবং জানস্কর)
c. Karakoram and Ladakh (কারাকোরাম এবং লাদাখ)
d. Pir Panjal and Karakoram (পীর পাঞ্জাল এবং কারাকোরাম)
Answer: d. Pir Panjal and Karakoram (পীর পাঞ্জাল এবং কারাকোরাম)
 
29. Who was the founder of the Aligarh Muslim University?
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a. Syed Ahmed Khan (সৈয়দ আহমদ খান)
b. Abul Kalam Azad (আবুল কালাম আজাদ)
c. Mohammad Ali Jinnah (মোহাম্মদ আলী জিন্নাহ)
d. Maulana Shaukat Ali (মওলানা শওকত আলী)
Answer: a. Syed Ahmed Khan (সৈয়দ আহমদ খান)
 
30. The term ‘double fault’ is associated with which sport?
'ডবল ফল্ট' কোন খেলায় ব্যবহৃত হয়?
a. Football (ফুটবল)
b. Basketball (বাস্কেটবল)
c. Badminton (ব্যাডমিন্টন)
d. Tennis (টেনিস)
Answer: d. Tennis (টেনিস)


একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন