Class 8 Science First Unit Test Model Question 2024
Class 8 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান
অষ্টম
শ্রেণীর
ছাত্র
ছাত্রীদের
জন্য আমরা
নিয়ে এসেছি
পরিবেশ
ও বিজ্ঞান
বিষয়ের
মডেল প্রশ্নপত্র(
Class 8 Science First Unit Test Model Question 2024)। পশ্চিমবঙ্গ
মধ্য শিক্ষা
পর্ষদের
অষ্টম
শ্রেণীর
প্রথম
পর্যায়ক্রমিক
মূল্যায়ন
পরিবেশ
ও বিজ্ঞান
বিষয়ের
(Wbbse Class 8 Science Question Paper) মডেল
প্রশ্ন
পত্র (Model
Question Paper) এখানে
দেওয়া
হয়েছে।
আমরা এখানে
৩টি মডেল
সেট দিয়েছি।
আশা করি
ছাত্রছাত্রীরা
অষ্টম
শ্রেণীর
পরিবেশ
ও বিজ্ঞান
বিষয়ের
এই মডেল
সেট গুলোর
প্রশ্নগুলি নিজে
বাড়িতে
বসে সমাধান
করে অনেক
উপকৃত
হবে এবং
পরীক্ষা
অনেক ভালো
ফলাফল
করবে।
কারণ, ১০০
% পরীক্ষাই
Common আসবে
এখান থেকে।
অষ্টম
শ্রেণীর
ছাত্রছাত্রীদের
প্রথম
পর্যায়ক্রমিক
মূল্যায়ন
(Class 8 1st Unit Test Question Paper ) পরিবেশ
ও বিজ্ঞান
বিষয়ের
১. ভৌত পরিবেশ :
১.১ বল ও চাপ। ১.২ স্পর্শ দ্বারা
ক্রিয়াশীল বল। ২. মৌল,যৌগ ও রাসায়নিক বিক্রিয়া
: ২.১ পদার্থের প্রকৃতি। ২.২ পদার্থের
গঠন। ৬. দেহের গঠন। পর্যন্ত
পরীক্ষা
হবে। তাই
এই অধ্যায়
গুলি থেকে
প্রশ্ন
পত্র তৈরী
করা হয়েছে।
তোমাদের
প্রথম
পর্যায়ক্রমিক
মূল্যায়ন
১৫ নম্বরের
হবে যেখানে
নির্ধারিত
সময় ৩০
মিনিট।
Class 8 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান
অষ্টম
শ্রেণীর
(Class 8) আরও
অন্যান্য
বিষয়ের
সাজেশন
ও পরীক্ষার
মডেল প্রশ্নপত্র(Class
8 Suggestion & WBBSE Class 8 Question Paper All Subject 2024) পেতে
আমাদের
সাথে যুক্ত
থাকো। আর
আমাদের
সাথে যোগাযোগ
করতে চাইলে
নিচের
দেওয়া
কন্টাক্ট
ফর্ম (Contact
Form) এ নিজের
ডিটেলস
সাবমিট(Submit)
করো। খুব
শীঘ্রই
আমরা Reply করবো।
অষ্টম
শ্রেণীর
পরিবেশ
ও বিজ্ঞান
প্রথম
পর্যায়ক্রমিক
মূল্যায়ন
2024 ।
Class 8 1st unit test 2024
Model Set – 1
1st
Summative Evaluation 2024 । প্রথম
পর্যায়ক্রমিক
মূল্যায়ন
2024
বিষয়
- বিজ্ঞান ।
পূর্ণমান
- ১৫। সময়
- ৩০ মিনিট
Subject
– Science । F.M – 15 ।Time
– 30 Minute
Part
– A / বিভাগ
- ক
A. সঠিক
উত্তরটি
বেছে
নিয়ে
বাক্যটি
সম্পূর্ণ
করো
: (যেকোনো
দুটি) 1 x 2 = 2
1. প্রোটিন সংশ্লেষ করা প্রধান কাজ হল -
A) লাইসোজোমের
B) রাইবোজোমের
C) গলগি বস্তুর
2. মানুষের রক্তের জীবাণুকে মেরে ফেলে -
A) লোহিত রক্তকণিকা
B) শ্বেত রক্তকণিকা
C) অনুচক্রিকা
3. ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে -
A) লিউকোপ্লাস্টিড
B) ক্রোমোপ্লাস্টিড
C) ক্লোরোপ্লাস্টিড
B. শুন্যস্থান
পূরণ
করো : 1
x 2 = 2
1. লবনাক্ত
পরিবেশে
বসবাসকারী
প্রাণীদের
ফুলকায়
যে বিশেষ
কোশ থাকে
তার নাম
হল ________।
2. ________ কোশ
অঙ্গাণুর
সক্রিয়তা
বৃদ্ধি
পেলে ক্যান্সার
হওয়ার
সম্ভাবনা
বৃদ্ধি
পায়।
C. নীচের
যে
কোনো
একটি
প্রশ্নের
উত্তর
দাও
: 3
x 1 = 3
1. একটি
নিউক্লিয়াসের
পরিচ্ছন্ন
চিত্র
অঙ্কন
করে বিভিন্ন
অংশ চিন্নিত
কর।
2. সাইটোপ্লাজম
কাকে বলে?
ইহা কি
কি অংশ
দ্বারা
গঠিত ?
সাইটোপ্লাজম
এর একটি
কাজ লেখো।
1+1+1
Part
– B / বিভাগ
– খ
A. সঠিক
উত্তরটি
বেছে
নিয়ে
বাক্যটি
সম্পূর্ণ
করো
: (যেকোনো
দুটি) 1 x 2 = 2
1. পরমাণুর
কেন্দ্রের
চারপাশে
ঘোরে -
A) প্রোটন
B) নিউট্রন
C) ইলেকট্রন
D) পজিট্রন
2. দূরত্ব
স্থির
রেখে দুটি
বস্তুকণার
ভর তিনগুন
করা হলে
মহাকর্ষীয়
আকর্ষণবল -
A) ৩
গুন্
B) ৬
গুন্
C) ৯
গুন্
D) ১২
গুন্ হবে
3. লঘু
সালফিউরিক
অ্যাসিডের
সঙ্গে
জিংক ধাতুর
টুকরো
যোগ করলে
যে গ্যাসটি
উৎপন্ন
হয় -
A) নাইট্রোজেন
B) হাইড্রোজেন
C) অক্সিজেন
D) কার্বন
ডাই অক্সাইড
B. একটি
বাক্যে
উত্তর
দাও।(যেকোনো
তিনটি) 1 x 3 = 3
1) কুলম্বের
সূত্রের
গাণিতিক
রূপটি
লেখো।
2) ক্যালসিয়াম
ফসফেটের
সংকেত
লেখো।
3) জলের
উপর তেল
ভাসে । জল
ও তেলের
মধ্যেকার
ঘনত্ব
বেশি ?
4) প্লবতা
কাকে বলে
?
5) ইলেকট্রিক
ফ্যানের
সুইচ কোন
অন্তরক
পদার্থ
দ্বারা
তৈরী হয়
?
C. নীচের
যে
কোনো
একটি
প্রশ্নের
উত্তর
দাও
: 3
x 1 = 3
1. স্থির
অবস্থা
থেকে বাধাহীনভানে
পতনশীল
বস্তুর
ক্ষেত্রে
গ্যালিলিওর
সূত্রগুলি
লেখো।
CGS পদ্ধতিতে
ঘনত্বের
একক কি?
2 + 1
2. জিঙ্কের
গুঁড়োর
সাথে লঘু
সালফিউরিক
অ্যাসিড
যোগ করলে
যে গ্যাসটি
উৎপন্ন
হয় সেটি
কিভাবে
শনাক্ত
করবে? সমোচ্চশীলতা
ধর্মের
একটা ব্যাবহারিক
প্রয়োগ
লেখো।
2+1
অষ্টম
শ্রেণীর
পরিবেশ
ও বিজ্ঞান
প্রথম
পর্যায়ক্রমিক
মূল্যায়ন
2024 ।
Class 8 1st unit test 2024
Model Set – 2
1st
Summative Evaluation 2024 । প্রথম
পর্যায়ক্রমিক
মূল্যায়ন
2024
বিষয় - বিজ্ঞান । পূর্ণমান - ১৫। সময় - ৩০ মিনিট
Subject
– Science । F.M – 15 ।Time
– 30 Minute
1. সঠিক
উত্তরটি
বেছে
নিয়ে
বাক্যটি
সম্পূর্ণ
করো
: (যেকোনো
দুটি) 1 x 4 = 4
1. নিউট্রন
নেই এমন
একটি মৌল
হল –
A) নাইট্রোজেন
B) হাইড্রোজেন
C) অক্সিজেন
D) কার্বন
2. 2 কেজি
ভরের কোনো
বস্তুকে
পৃথিবী
যে বল
দ্বারা
আকর্ষণ
করে –
A) 2
N
B) 9.8
N
C) 4.9
N
D) 19.6
N
3. সুপরিবাহী
, কিন্তু
তড়িতের
কুপরিবাহী
পদার্থটি
হল -
A) গ্রাফাইট
B) হিরে
C) তামা
D) তুলো
4. স্বাভাবিক
মানুষের
দেহকোষের
নিউক্লিয়াসে
ক্রোমোজোম
সংখ্যা
হলো
A) 49
B) 46
C) 48
D) 50
5. লিভেনহিক
প্রথম
সজীব কোশ
পর্যবেক্ষন
করেন -
A) ১৫৭৪
খ্রিস্টাব্দে
B) ১৬৭৪
খ্রিস্টাব্দে
C) ১৭৭৪
খ্রিস্টাব্দে
D) ১৮৭৪
খ্রিস্টাব্দে
B. শুন্যস্থান
পূরণ
করো : (যেকোনো
তিনটি)
1 x 3 = 3
1. কোন
বিজ্ঞানী
প্রথম
একক পর্দার
ধারণা
দেন ?
2. ____________ কে
আত্মঘাতী
থলি বলে।
3. জীবদেহের
গঠনগত
ও কার্যগত
একককে
_____________ বলে।
4. শ্বাসবায়ুর
আদানপ্রদান
ও শক্তি
উৎপাদন
প্রক্রিয়াটিকে
বলা হয়
_________।
C. একটি
বাক্যে
উত্তর
দাও:
(যেকোনো
তিনটি)
1 X 3 = 3
1. আইসোটোপ
ও আইসোবার
বলতে কি
বোঝো ?
2. নিউটনের
মহাকর্ষ
সূত্রটি
লেখো।
3. মাইক্রোস্কোপের
নিচে পেঁয়াজের
কোশ পর্যবেক্ষন
করার সময়
যে ফাঁকা
গঠনটি
চোখে পড়ে
, সেটি
কি?
4. ভাজককলার
দুটি কাজ
লেখো।
5. লাইকেন
কি ?
D. যেকোনো
একটি
প্রশ্নের
উত্তর
দাও: 5 X 1 = 5
1. কুলম্বের
সূত্রটি
লেখো। এবং
এর গাণিতিক
রূপটি
লেখো।SI পদ্ধতিতে
সার্বজনীন
মহাকর্ষ
ধ্রুবকের
মান কত?
স্টিমের
লিনতাপ
৫৩৭ ক্যালোরি/গ্রাম
বলতে কি
বোঝো ?
1+1+1+2
2. উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে দুটি পার্থক্য লেখো। কোষপর্দার ও কোষপ্রাচীরের দুটি করে কাজ লেখো। প্রাইমোরডিয়াল ইউট্রিকল কাকে বলে? 2+2+1
অষ্টম
শ্রেণীর
পরিবেশ
ও বিজ্ঞান
প্রথম
পর্যায়ক্রমিক
মূল্যায়ন
2024 ।
Class 8 1st unit test 2024
Model Set – 3
1st
Summative Evaluation 2024 । প্রথম
পর্যায়ক্রমিক
মূল্যায়ন
2024
বিষয় - বিজ্ঞান । পূর্ণমান - ১৫। সময় - ৩০ মিনিট
Subject
– Science । F.M – 15 ।Time
– 30 Minute
Part
– A / বিভাগ
– ক
A. সঠিক
উত্তরটি
বেছে
নিয়ে
বাক্যটি
সম্পূর্ণ
করো: 1 x 2 = 2
1. প্রদত্ত
কোন জোড়টি
যথাক্রমে
একটি উদ্বায়ী
মৌল ও
উদ্বায়ী
যৌগের
জোড় ?
A) কর্পূর
ও আয়োডিন
B) আয়োডিন
ও ন্যাপথলিন
C) আয়োডিন
ও খাদ্যলবন
D) আমোনিয়াম
ক্লোরাইড
ও আয়োডিন
2. বাদামি
বর্ণের
গ্যাসটি
হল -
A) ব্রোমিন
B) ক্লোরিন
C) হাইড্রোজেন
সালফাইড
D) নাইট্রোজেন
ডাইঅক্সাইড
B. একটি
বাক্যে
উত্তর
দাও:
(যেকোনো
চারটি)
1
X 4 = 4
1. অ্যালুমিনিয়াম
নাইট্রেটের
সংকেত
লেখো।
2. পশম
ও কাচের
পরস্পর
সংঘর্ষ
করা হলে
পশম এ
কোন ধরণের
আধান উৎপন্ন
হবে ?
3. কুলম্বের
সূত্রের
ধ্রুবকের
মান কত
?
4. বিজ্ঞানী
টরেসেলির
সূত্রটি
লেখো।
5. 7N14 পরমাণুটিতে
কয়টি প্রোটন,
নিউট্রন
এবং ইলেকট্রন
আছে?
C. সত্য
বা
মিথ্যা
লেখো
: 1
তাপের
সুপরিবাহী
কিন্তু
তড়িৎ পরিবহনে
অক্ষম
গ্রাফাইট।
Part
– B / বিভাগ
- খ
A. সঠিক
উত্তরটি
বেছে
নিয়ে
বাক্যটি
সম্পূর্ণ
করো: 1 x 2 = 2
1. কোশ
বিভাজনে
সাহায্য
করে -
A) লাইসোজেম
B) রাইবোজেম
C) সেন্ট্রোজেম
D) অক্সিজোম
2. গ্রানা
নামক গঠন
দেখতে
পাওয়া
যায় -
A) ক্লোরোপ্লাস্টিড
- এ
B) ক্রোমোপ্লাস্টিড
- এ
C) লিউকোপ্লাস্টিড
- এ
D) কোনোটিই
নয়
B. সত্য
বা
মিথ্যা
লেখো : 1 x 2 = 2
1. প্রথম
কোশ আবিষ্কার
করেন রবার্ট
হুক ।
2. যৌগিক
আলোক অণুবীক্ষন
যন্ত্রে
লক্ষ্য
বস্তুকে 15000-20000 গুন্ বড়
দেখায়।
C. মিল
খুঁজে
উত্তর
লেখো
: 1
মিউসিলেজ
: ক্যাকটাস
:: ক্লোরাইড
কোশ : _________।
D. যেকোনো
একটি
প্রশ্নের
উত্তর
দাও: 3 X 1 = 3
1. আবরণী
কলা কাকে
বলে ?
এর কাজ
গুলি কি
কি ?
কোশের
শক্তিঘর
কাকে বলে
? 1 + 1 + 1
2. নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো।
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়। Class 8 Bengali 1st Unit Test Question Paper - Click Here
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। Class
8 English 1st Unit Test Question Paper - Click Here
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। Class 8 History 1st Unit Test
Question Paper -
Click Here
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। Class 8 Geography 1st Unit Test Question Paper - Click Here
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। Class 8 Science 1st Unit Test Question Paper - Click Here
অষ্টম
শ্রেণীর
আরও অন্যান্য
বিষয়ের
সাজেশন
ও পরীক্ষার
মডেল প্রশ্নপত্র
(Class 8 Suggestion & Question Paper All Subject 2024) পেতে
আমাদের
সাথে যুক্ত
থাকো। আর
আমাদের
সাথে যোগাযোগ
করতে চাইলে
নিচের
দেওয়া
কন্টাক্ট
ফর্ম (Contact
Form) এ অথবা
এখানে
Click করে
নিজের
ডিটেলস
সাবমিট
(Submit) করো,
খুব শীঘ্রই
আমরা Reply করবো।
এবং টেলিগ্রাম
চ্যানেলের
সাথে যুক্ত
হয়ে যাও
এখানে
ক্লিক
করে বিভিন্ন
রকম আপডেট
পেতে।
তোমাদের
মডেল পেপার
(Model Paper) গুলো
কেমন লাগলো
অবশ্যই
নিচে কমেন্ট
করে জানিয়ো।
খুব ভালো লাগলো
উত্তরমুছুন❤
মুছুনClass 8 বিজ্ঞান এর উত্তর গুলো দিলে উপকৃত হবো। ধন্যবাদ
উত্তরমুছুন