Class 10 Bangla 1st Unit Test Question Paper 2024
দশম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ এর ২ টি মডেল প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কেমন ধরণের প্রশ্নপত্র তোমাদের দশম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ পরীক্ষায় আসবে এই ২ টি মডেল প্রশ্নপত্রতে দেখানো হয়েছে। আশা করি তোমাদের এই ২টি মডেল প্রশ্নপত্র অনেক সাহায্য করবে। চাইলে তোমরা বাড়িতে বসে এই প্রশ্নপত্রটি সমাধান করে আমাদের কে পাঠাতে পারো সমাধানপত্রটি।
মাধ্যমিক বাংলার
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ এর সিলেবাস এ থাকছে তোমাদের গদ্য : জ্ঞানচক্ষু , হারিয়ে যাওয়া কালিকলম।
পদ্য : আয় আরো বেঁধে বেঁধে থাকি ,
আফ্রিকা , অসুখী একজন।
সহায়ক পাঠ: কোনি (১-৩১ পাতা)।
ব্যাকরণ ও নির্মিতি : কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ। মাধ্যমিক বাংলার
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ পূর্ণমান - ৪০ লিখিত। যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে
হয়েছে।
দশম শ্রেনী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪
Model Set - 1
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024। First Summative Evaluation 2024
বিষয় - বাংলা । পূর্ণমান = ৪০ । সময় - ১ ঘন্টা ৩০ মিনিট
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 7 = 7
১.১ 'রত্নের মূল্য জহুরির কাছেই' -- এখানে রত্ন
ও জহুরি হলো---
A)
গল্প ও ছোটোমেসো
B)
তপন ও ছোটোমাসি
C)
তপন ও সন্ধ্যাতারার সম্পাদক
D)
তপন ও মেজকাকু
১.২ "নেমে এলো তার মাথার ওপর " --- কী নেমে
এলো?
A)
মেঘ
B)
বছর
C)
মাস
D)
দিন
১.৩ "পায়ে পায়ে হিমারীন বাঁধ" -- 'হিমারীন "--- শব্দের আক্ষরিক অর্থ কী?
A)
জল
B)
আগুন
C)
তুষার
D)
পর্বত
১.৪ 'কবির
সংগীতে বেজে উঠেছিল "--- কী বেজে
উঠেছিল? --
A)
সংগীতের মূর্ছনা
B)
সুন্দরের আরাধনা
C)
সুরের ঝংকার
D)
রাগরাগিণী
১.৫ " যার পোশাকি নাম স্টাইলাস "--- কার পোশাকি নাম?
A)
কুইল
B)
নল -খাগড়া
C)
খাগের কলম
D)
ব্রোঞ্জের শলাকা
১.৬ ছোটোমাসি তপনের থেকে বয়সে ---
A)
ছয় বছরের বড়ো
B)
বছর তিনেকের বড়ো
C)
বছর আষ্টেকের বড়ো
D)
বছর দশেকের বড়ো
১.৭ '
কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেলো '
---- নিন্মলিখিত রেখাঙ্কিত পদটি ---
A)
সম্বোধন পদ
B)
কর্তৃকারক
C)
সম্বন্ধপদ
D)
নিমিত্ত কারক
২। কমবেশি ২০টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও : 1 x 11 = 11
২.১ " ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে "-- কোন কথাটা ছড়িয়ে পড়ে ?
২.২ "সে জানতো না"-- তার অজানা বষয়টি কী?
২.৩ 'মন্দিরে বাজছিল পূজার ঘন্টা'-- 'মন্দিরে'
পদটির কারক ও বিভক্তি নির্ণয় করা।
২.৪ 'অসুখী একজন' কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
২.৫ " আমাদের মাথায় বোমারু " -- একথা বলার
কারণ কী?
২.৬ 'আমাদের পথ নেই'--- বাক্যাংশটি কবিতায় কতবার উল্লেখ করা হয়েছে?
২.৭ " আফ্রিকা" কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
২.৮ "এল ওরা হাতকড়ি নিয়ে"-- "ওরা"
কারা?
২.৯ বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য দেখাও।
২.১০ 'কুইল
' এখন কোথায় দেখতে পাওয়া যায়?
২.১১ 'শূন্য বিভক্তি '
কাকে বলে?
৩। প্রসঙ্গ নির্দেশসহ যে-কোনো একটি প্রশ্নের কমবেশি ৬০টি শব্দের মধ্যে উত্তর লেখো : 3
x 1 = 3
৩.১ '
পৃথিবী হয়তো বেঁচে আছে'-- এখানে ' হয়তো '
শব্দটি কোন প্রসঙ্গে ব্যাবহার করা হয়েছে ?
৩.২ '
তার চেয়ে দুঃখের কিছু নেই '---
কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক ?
৪। নীচের প্রশ্নগুলির কমবেশি ১৫০ শব্দের মধ্যে উত্তর লেখো : (যেকোনো
একটি ) 5 x 1 = 5
৪.১ 'তারপর যুদ্ধ এল '-
'তারপর '
বলতে কী বোঝানো হয়েছে? যুদ্ধ কীভাবে ঘটলো? যুদ্ধ এলে কী কী ঘটলো? 1+1+3
৪.২ "এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে" - 'ওরা
' কারা ? ওদের নগ্ন রূপের পরিচয় দাও । '
লোহার হাতকড়ি' নিয়ে আসার তাৎপর্য কী? 1+1+3
৫ । নীচের প্রশ্নগুলির কমবেশি ১৫০ শব্দের মধ্যে উত্তর লেখো : (যেকোনো
একটি )
5 x 1 = 5
৫.১ "প্রাচীনেরা বলতেন" - কী বলতেন? সহজে কালি তৈরির পদ্ধতি বর্ণনা করো। 1+4
৫.২ "পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?" - তপনের এমন
মনে হওয়ার কারণ বর্ণনা করো।
৬। নীচের প্রশ্নগুলির কমবেশি ১৫০ শব্দের মধ্যে উত্তর লেখো : (যেকোনো
একটি )
5 x 1 = 5
৬.১ বারুণী কী? বারুণীর দিন গঙ্গার ঘটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তা বর্ণনা করো । 1+4
৬.২ 'খাওয়ায় আর লোভ নেই। ডায়েটিং করি '--
বক্তা কে? তার ডায়েটিং এর পরিচয় দাও। 1+4
৭। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। 4
Once
there was a beautiful princess. When her mother died, the king married another
lady who had a magic mirror. The mirror said, ' Queen! you are beautiful, but
the princess is more beautiful than you.'
Class 10 1st unit test Question Paper 2024 | Class 10 Bangla 1st unit test Suggestion 2024
Model Set - 2
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024। First Summative Evaluation 2024
বিষয় - বাংলা । পূর্ণমান = ৪০ । সময় - ১ ঘন্টা ৩০ মিনিট
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 7 = 7
১.১ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা চাপানোর কথা বলেছিলেন?---
A)
ধ্রুবতারা
B)
শুকতারা
C)
সন্ধ্যাতারা
D)
দেশ
১.২ "প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস" --- 'প্রদোষ' শব্দের অর্থ কী ?
A)
সন্ধ্যা
B)
ভোর
C)
রাত্রি
D)
দুপুর
১.৩ নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম---
A)
বনফুল
B)
পরশুরাম
C)
ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
D)
শিবরাম চক্রবর্তী
১.৪ "তারা আর স্বপ্ন দেখতে পারল না।" -- করা স্বপ্ন দেখতে পারল না?---
A)
সেই মেয়েটি
B)
গির্জার নান
C)
কবিতার কথক
D)
শান্ত হলুদ দেবতারা।
১.৫ পালকের কলমের ইংরেজি নাম হলো---
A)
স্টাইলাস
B)
ফাউন্টেন পেন
C)
কুইল
D)
রিজের্ভার পেন
১.৬ '
আয় আরো বেঁধে বেঁধে থাকি' -- বাক্যটির অর্থ
কী?
A)
ঢিলেঢালা থাকা
B)
দৃঢ় বন্ধন থাকা
C)
বন্ধন মুক্ত থাকা
D)
ছাড়াছাড়া থাকা
১.৭ আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল?
A)
দয়াময় দেবতার প্রতি
B)
কবির সঙ্গীতের প্রতি
C)
নিজের প্রতি
D)
ধরিত্রীর প্রতি
২। কমবেশি ২০টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও : 1 x 11 = 11
২.১ 'হারিয়ে যাওয়া কালি কলম '
- এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির নাম কী?
২.২ প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও।
২.৩ "শিশুরা খেলছিল মায়ের কোলে" -- উদ্ধৃতাংশটি কোন
কবিতার অংশ ?
২.৪ "হায় ছায়াবৃতা "-- আফ্রিকা কে
'ছায়াবৃতা'
বলা হয়েছে কেন?
২.৫ " আয় আরো বেঁধে বেঁধে থাকি" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
২.৬ 'আমাদের ইতিহাস নেই'--- এই কথা
বলা হয়েছে কেন?
২.৭ মিষ্টি বাড়ির আশেপাশে কী ছিল?
২.৮ অসুখী একজন কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন?
২.৯ তপনের গল্প পড়ে ছোটোমাসি কী বলেছিলো?
২.১০ তপনের লেখা গল্পের বিষয়বস্তু কী ছিল?
২.১১ শব্দবিভক্তির একটি উদাহরণ দাও ।
৩। প্রসঙ্গ নির্দেশসহ যে-কোনো একটি প্রশ্নের কমবেশি ৬০টি শব্দের মধ্যে উত্তর লেখো : 3
x 1 = 3
৩.১ "তার চেয়ে দুঃখের কিছু নেই ,
তার থেকে অপমানের!"-- কোন দুঃখ
অপমানের কথা এখানে বলা হয়েছে?
৩.২ যুদ্ধকে 'রক্তের এক আগ্নেয় পাহাড়' বলা হয়েছে কেনো?
৪। নীচের প্রশ্নগুলির কমবেশি ১৫০ শব্দের মধ্যে উত্তর লেখো : (যেকোনো
একটি ) 5 x 1 = 5
৪.১ 'পৃথিবী হয়তো গেছে মরে '
-- এমন সংশয়ের কারণ কী?
৪.২ 'নগ্ন
করলো আপন নির্লজ্জ অমানুষতা' - কারা,
কিভাবে 'আপন
নির্লজ্জ অমানুষতা'র প্রকাশ ঘটিয়েছিল? তাদের সম্বন্ধে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে লেখো ?
২+3
৫ । নীচের প্রশ্নগুলির কমবেশি ১৫০ শব্দের মধ্যে উত্তর লেখো : (যেকোনো
একটি ) 5
x 1 = 5
৫.১ 'জ্ঞানচক্ষু খুলে গেলো তপনের' -- জ্ঞানচক্ষু কীভাবে খুলে গেলো তপনের'?
৫.২ '
আমরা কালিও তৈরি করতাম নিজেরাই'--- কারা কালি
তৈরি করতেন? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন?
৬। নীচের প্রশ্নগুলির কমবেশি ১৫০ শব্দের মধ্যে উত্তর লেখো : (যেকোনো
একটি ) 5
x 1 = 5
৬.১ 'আপনি
আমার থেকে চার হাজার গুণ বড়োলোক ,
কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না।' --- বক্তা কাকে,
কেন এ কথা বলেছিলেন?
৬.২ 'তখনই
লীলাবতী হস্তক্ষেপ করে--- লীলাবতী কেনো হস্তক্ষেপ করেন ? সে হস্তক্ষেপ করার পরে কী ঘটেছিল?
৭। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। 4
Home
is the first school where the child learns his first lesson. He sees, hears and
begins to learn at home. In a good home, honest and healthy men are made. Bad
influence at home spoils a child.
তোমরা যদি প্রশ্নপত্রটি সমাধান করে আমাদের পাঠাতে চাও তাহলে আমাদেরকে পাঠাতে পারো। আমরা সমাধানপত্রটি চেক করে দেব এবং তার সাথে কত পেয়েছো তা জানিয়েও দেব। পাঠানোর জন্য আমাদের সাথে কন্টাক্ট করো - Click Here
Class 10 Bengali First
Unit Test Question Paper ।
দশম শ্রেণীর বাংলা প্রথম
পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024
- Click Here
Class 10 History First
Unit Test Question Paper ।
দশম শ্রেণীর ইতিহাস প্রথম
পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 - Click Here
Class 10 Geography First
Unit Test Question Paper ।
দশম শ্রেণীর ভূগোল প্রথম
পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 -
Click Here
Class 10 Physical Science
First Unit Test Question Paper ।
দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 - Click Here
Class 10 Life Science
First Unit Test Question Paper ।
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 - Click Here
Class 10 Mathematics First Unit Test Question Paper । দশম শ্রেণীর গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 - Click Here
আশা করছি তোমাদের এই ২টি মডেল প্রশ্নপত্র অনেক বেশি সাহায্য করবে বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। নিচে অবশ্যই কমেন্ট জানাবে কেমন লাগলো তোমাদের।
তোমরা যদি আমাদের সাথে কন্টাক্ট (Contact) করতে চাও তাহলে – Click Here
তোমরা যদি টেলিগ্রাম (Telegram) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে - Click Here
তোমরা যদি হোয়াটস্যাপ (WhatsApp) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে - Click Here
Enter Your Comment