Class 9 History Chapter 1 French Revolution Questions and Answers in Bengali। নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় Forasi Biplober Koyekti Dik প্রশ্ন উত্তর
প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 9 (Class 9) ইতিহাসের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের((West Bengal Board Class 9 History Chapter 1 French Revolution)) গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (Wbbse Class 9 History Question Answer In Bengali) । নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব থেকে নিচের প্রশ্নগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Class 9 History Chapter 1: French Revolution ভালোভাবে পড়ে নেওয়া নিশ্চিত করো! (French Revolution Questions and Answers)। এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তাই নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর (Wbbse Class 9 History Chapter 1 French Revolution) প্রশ্নের উত্তর গুলি তোমরা ভালো করে পড়তে থাকো। আশা করি নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর গুলি তোমাদের অনেক সাহায্য করবে। এখানে MCQ ,SAQ , সংক্ষিপ্ত এবং রচনাধর্মী সব রকমের প্রশ্নের আলোচনা করা হলো।
নবম শ্রেণীর ইতিহাসের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অনুশীলনী প্রশ্ন উত্তর । Class Nine History Chapter Wise Suggestions 2024
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় MCQ। প্রতিটি প্রশ্নের মান – 1 । নবম শ্রেণীর ইতিহাসের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। Class 9 History Chapter 1 Bengali Medium Questions and Answers
1. শাসন কার্যের সুবিধার জন্য ফ্রান্সকে কোটি প্রদেশে বিভক্ত করা হয় -
A) ৮১টি
B) ৮২টি
C) ৮৩টি
D) ৮৪টি
উত্তর: ৮৩টি
2. পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা -
A) রুশো
B) ভলতেয়ার
C) মন্তেস্কু
D) অ্যাডাম স্মিথ
উত্তর: মন্তেস্কু
3. ফ্রান্সে ধৰ্মকরের নাম ছিল -
A) টেইলি
B) গ্যাবেল
C) ক্যাপিটেশন
D) টাইথ
উত্তর: টাইথ
4. ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়?
A) ১৭৮৯ খ্রিস্টাব্দে
B) ১৭৭৭ খ্রিস্টাব্দে
C) ১৮৭৮ খ্রিস্টাব্দে
D) ১৮৮৯ খ্রিস্টাব্দে
উত্তর: ১৭৮৯ খ্রিস্টাব্দে
5. ফরাসি বিপ্লবের জনক বলা হয় -
A) রুশো
B) ভলতেয়ার
C) মন্তেস্কু
D) অ্যাডাম স্মিথ
উত্তর: রুশো
6. ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচিত হয় -
A) ১৮৯১ খ্রিস্টাব্দে
B) ১৭৯১ খ্রিস্টাব্দে
C) ১৬৯১ খ্রিস্টাব্দে
D) ১৯৯১ খ্রিস্টাব্দে
উত্তর: ১৭৯১ খ্রিস্টাব্দে
7. ফ্রান্সে ইনটেন্ডেন্টগণ ছিলেন -
A) রাজনীতিবিদ
B) অর্থনীতিবিদ
C) সরকারি কর্মচারী
D) শিক্ষাবিদ
উত্তর: সরকারি কর্মচারী
8. দ্যা সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থের রচয়িতা -
A) রুশো
B) ভলতেয়ার
C) মন্তেস্কু
D) নেকার
উত্তর: রুশো
9. ফ্রান্সের কর ব্যবস্থার লবন কর ছিল -
A) তেই
B) গ্যাবেল
C) ভ্যান্তিয়াম
D) করভি
উত্তর: গ্যাবেল
10. 'আমিই রাষ্ট্র' - একথা বলেছিলো -
A) পঞ্চদশ লুই
B) চতুর্দশ লুই
C) ত্রয়োদশ লুই
D) ষোড়শ লুই
উত্তর: চতুর্দশ লুই
11. 'দ্যা স্পিরিট অফ দ্যা লজ' গ্রন্থের রচয়িতা কে -
A) রুশো
B) ভলতেয়ার
C) মন্তেস্কু
D) নেকার
উত্তর: মন্তেস্কু
12. লেটার-দ্যা-গ্রেস জারির মাধ্যমে -
A) গ্রেফতার করা হতো
B) মুক্তি দেওয়া হতো
C) জমি কেড়ে নেওয়া হতো
D) মৃত্যু দণ্ড দেওয়া হতো
উত্তর: মুক্তি দেওয়া হতো
13. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কোটি সম্প্রদায়ে বিভক্ত ছিল -
A) ৩টি
B) ৪টি
C) ২টি
D) ৫টি
উত্তর: ৩টি
14. বুর্জোয়া কোন সম্প্রদায়ের অন্তর্গত ছিল -
A) প্রথম সম্প্রদায়ের
B) দ্বিতীয় সম্প্রদায়ের
C) তৃতীয় সম্প্রদায়ের
D) চতুর্থ সম্প্রদায়ের
উত্তর: তৃতীয় সম্প্রদায়ের
15. ১৭৯৩ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি গিলোটিনে হত্যা করা হয় -
A) রোবস্পিয়ার
B) লিওপোল্ডকে
C) ষোড়শ লুইকে
D) মন্তেস্কুকে
উত্তর: ষোড়শ লুইকে
16. কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হত?
A) পঞ্চদশ লুই
B) চতুর্দশ লুই
C) ত্রয়োদশ লুই
D) ষোড়শ লুই
উত্তর: পঞ্চদশ লুই।
17. ভারতের কোন শাসক জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন?
A) টিপু সুলতান
B) নবাব সিরাজ উদ্দৌল্লা
C) বাহাদুর শাহ
D) আকবর
উত্তর: টিপু সুলতান।
18. পেয়াজ হলো একপ্রকার -
A) ফ্রান্সের কৃষিজ ফসল
B) বেগার শ্রম
C) ফ্রান্সে প্রচলিত কর
D) ফ্রান্সের পোশাক
উত্তর: ফ্রান্সে প্রচলিত কর
19. ফিজিওক্র্যাট হলো একটি -
A) রাজনৈতিক দল
B) অভিজাত সম্প্রদায়
C) অর্থনীতিবিদদের গোষ্ঠী
D) উচ্চপদস্থ আলমাগোষ্ঠী
উত্তর: অর্থনীতিবিদদের গোষ্ঠী
20. ফ্রান্স স্টেটস জেনারেলের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল -
A) ১৬৫১ খ্রিস্টাব্দে
B) ১৬১৪ খ্রিস্টাব্দে
C) ১৬১৫ খ্রিস্টাব্দে
D) ১৫৬১ খ্রিস্টাব্দে
উত্তর: ১৬১৪ খ্রিস্টাব্দে
21. ষোড়শ লুই এর অর্থমন্ত্রী ছিলেন না -
A) নেকার
B) ক্যালোন
C) রুশো
D) তুর্গ
উত্তর: রুশো
22. ফ্রান্স অর্থলোলুপ নেকড়ে রূপে ঘৃণিত হয় -
A) বুর্জোয়া
B) ইনটেন্ডেন্ট
C) অভিজাত
D) যাজক
উত্তর: ইনটেন্ডেন্ট
23. ফরাসি বিপ্লবের প্রাক্কালে জাতীয় সভার তৃতীয় স্টেটের প্রতিনিধিরা আপত্তি করে -
A) ভোটদান পদ্ধতি নিয়ে
B) রাজপদ নিয়ে
C) আইন পাশের পদ্ধতি নিয়ে
D) বসার পদ্ধতি নিয়ে
উত্তর: ভোটদান পদ্ধতি নিয়ে
24. 'রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে' - এই ঘোষণা করেন -
A) রুশো
B) ভলতেয়ার
C) রোবসপিয়ার
D) মন্তেস্কু
উত্তর: রোবসপিয়ার
25. রোবস্পিয়রকে হত্যা করা হয় ১৭৯৪ খ্রিস্টাব্দের -
A) ২১ জুলাই
B) ২২ জুলাই
C) ২৩ জুলাই
D) ২৮ জুলাই
উত্তর: ২৮ জুলাই
26. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন বংশের শাসন প্রচলিত ছিল -
A) বুঁরবো
B) অরেঞ্জ
C) অর্লিয়েন্স
D) হোহেনজোলার্ম
উত্তর: বুঁরবো
27. গিলোটিনে কাকে হত্যা করা হয়নি -
A) ষোড়শ লুই
B) রোবস্পিয়র
C) চতুর্দশ লুই
D) মারি অঁতোয়ানেত
উত্তর: চতুর্দশ লুই
28. ফ্রান্সকে 'রাজনৈতিক কারাগার' বলে মন্তব্য করেছেন?
A) ভলতেয়ার
B) রুশো
C) মন্তেস্কু
D) দিদিরো
উত্তর: ভলতেয়ার
29. লেত্র-দ্যা-ক্যাশে হল -
A) অধিকারপত্র
B) গির্জার নির্দেশনামা
C) গ্রেফতারি পরোয়ানা
D) ফ্রান্সের জাতীয় ব্যাঙ্ক
উত্তর : - গ্রেফতারি পরোয়ানা
30. বার্গার কথার অর্থ কি -
A) নগরবাসী
B) দেশবাসী
C) শহর বাসী
D) বিশ্ববাসী
উত্তর : - শহর বাসী
নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অনুশীলনী প্রশ্ন উত্তর। Class Nine Prothom Odhyai Forasi Biplober Koyekti Dik Proshno O Uttor
একটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান – 1
1. কাকে প্রজাপতি রাজা বলা হত?
উত্তর : - পঞ্চদশ লুই কে।
2. কাঁদিদ গ্রন্থটি কার লেখা?
উত্তর : - ফরাসি দার্শনিক ভলতেয়ার।
3. টেইলি কাকে বলা হয় ?
উত্তর: - ফ্রান্সের ভুমিকরকে বলা হতো টেইলি।
4. জাকোবিন দলের দুজন নেতার নাম লেখো।
উত্তর : - রোবসপিয়ার ও কুর্তো।
5. পাদুয়ার ঘোষণা কে করেছিলেন ?
উত্তর : - লিওপোল্ড।
6. ভলতেয়ার এর প্রকৃত নাম কি ছিল ?
উত্তর : ফ্রাসোয়া মারি আরুয়ে। ভলতেয়ার তার ছদ্মনাম ছিল।
7. বাস্তিল দুর্গের পতন কবে হয়েছিল ?
উত্তর : - ১৭৮৯ খিরষ্টাব্দের ১৪ জুলাই।
8. আঁসিয়া রেজিম কথার অর্থ কী?
উত্তর : পুরাতনতন্ত্র।
9. ফরাসি জাতীয় সভার নাম কি ছিল ?
উত্তর : - স্টেটস জেনারেল।
10. কার মৃত্যুদণ্ডের পর সন্ত্রাসের শাসনের অবসান ঘটে ?
উত্তর : - রোবস্পিয়ার।
11. ফ্রান্সে মধ্যবিত্ত বুর্জোয়াদের নের্তৃত্বে জাকোবিনদের ধ্বংস করার লক্ষ্যে যে সন্ত্রাস শুরু হয় তা কি নামে পরিচিত ?
উত্তর : - লাল সন্ত্রাস
12. কে বিপ্লবপূর্ব ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন ?
উত্তর : অ্যাডাম স্মিথ
13. আসাইনেট কি ?
উত্তর : - সংবিধানসভা ফ্রান্সের গির্জার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই সম্পত্তি সমমূল্যের ভিত্তিতে যে কাগজি মুদ্রার প্রচলন করেন তা আসাইনেট নামে পরিচিত।
14. এমিগ্রি কাদের বলা হয়?
উত্তর : ফ্রান্সের যে সকল যাজক ও অভিজাত সম্প্রদায় লোকজন ফরাসি বিপ্লবের সময় নিরাপত্তার কারণে বিদেশ চলে গিয়েছিল কিন্তু বিপ্লবের পরবর্তী সময়ে আবার দেশে ফিরে এসেছিলেন তারাই এমিগ্রি নামে পরিচিত।
15. ক্ষমতা স্বততরীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন ?
উত্তর : ফরাসি দার্শনিক মন্তেস্কু।
16. ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় ?
উত্তর : ফরাসি দার্শনিক রুশো।
17. সাঁকুলোৎ নামে করা পরিচিত ছিলেন ?
উত্তর :- অষ্টাদশ শতকের ফ্রান্সের শহুরে দরিদ্র শ্রেণীর মানুষদের সাঁকুলোৎ বলা হতো।
18. দুজন বিশ্বকোষ রচয়িতার নাম লেখো।
উত্তর: - ডেনিস দিদিরো এবং দি এলেমবার্ট।
নবম শ্রেণীর অধ্যায় ১ ইতিহাসের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। Wbbse Class 9 History Chapter 1 Questions Solution Bengali Medium
ঠিক বা ভুল নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান – 1
1. ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল অভিজাত বিদ্রোহের মাধ্যমে।
উত্তর : - ঠিক
2. টেনিস কোটের শপথ গৃহীত হয় ১৭৯০ খ্রিস্টাব্দে ২০ জুন।
উত্তর : - ভুল
3. ফিজিওক্র্যাট মতবাদের প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ।
উত্তর : ঠিক
4. ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্টা করে সংবিধান সভা।
উত্তর : ভুল
5.বিপ্লব কালীন ফরাসি সম্রাট ছিলেন রাজা পঞ্চদশ লুই।
উত্তর : - ভুল
6. ১৭৯৩ খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে।
উত্তর : ঠিক
7. রোবস্পিয়ারকে গিলোটিনে হত্যা করা হয়।
উত্তর : ঠিক
দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও । প্রতিটি প্রশ্নের মান – 2 । ননবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর। Wbbse Class 9 History Chapter 1 Bengali Medium Questions and Answers
1. এস্টেট বলতে কি বোঝায় ?
উত্তর : - ফরাসি বিপ্লবের পূর্ববর্তীকালে অর্থাৎ ১৭৮৯ খ্রিস্টাব্দে যে মহান বিপ্লব হয়েছিল তার আগে ফরাসি সমাজ বাবস্তায় তিনটি পৃথক সম্প্রদায় ছিল। এদের এক একটি সম্প্রদায়কে এস্টেট বলা হয়। যেমন - প্রথম এস্টেট , দ্বিতীয় এস্টেট , তৃতীয় এস্টেট।
2. ফরাসি বিপ্লবের আদর্শ বা নীতি কি ছিল ?
উত্তর : স্বাধীনতা , সাম্য ও মৈত্রী।
3. লাল সন্ত্রাস কি ?
উত্তর : - ১৭৯৪ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল থেকে ২৭ জুলাই পর্যন্ত সময়কালে জাকোবিন দলের নেতা রোবসপিয়ার নেতৃত্বে ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাস চলেছিল এবং প্রায় ৪০০০০ মানুষকে হত্যা করা হয়েছিল। এই সন্ত্রাস লাল সন্ত্রাস নাম পরিচিত।
4. ডাইরেক্টরি শাসন কি ?
উত্তর : -রোবস্পিয়ারের পতন ও সন্ত্রাসের শাসনের অবসানের পর ১৭৯৫ খ্রিস্টাব্দের সংবিধান অনুযায়ী ফ্রান্সের শাসনভার তুলে দেওয়া হয় ৫ জন ডাইরেক্টর বা ব্যাক্তি নিয়ে গঠিত একটি কমিটির হাতে। এই শাসন ব্যাবস্থায় ডাইরেক্টরি শাসন নামে পরিচিত।
5. শ্বেত সন্ত্রাস কি?
উত্তর : -জ্যাকোবিন দলের নেতা রোবসপিয়ার এর মৃত্যুর সঙ্গে সঙ্গে লাল সন্ত্রাসের অবসান ঘটে।এরপর রোবসপিয়ার বিরোধীরা একজোট হয়ে যে সন্ত্রাস শুরু করে তাকে শ্বেত সন্ত্রাস বলা হত।
6. টেনিস কোটের শপথ বলতে কি বোঝো ?
উত্তর : -1789 খ্রিস্টাব্দে 5 মে ফ্রান্সের জাতীয় সভার অধিবেশন শুরু হলে জাতীয় সভার ভোট দানের পদ্ধতি নিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সঙ্গে তৃতীয় শ্রেণীর বিরোধ শুরু হয়। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ মাথাপিছু ভোটের দাবি জানালে রাজা সভার অধিবেশন বন্ধ করে দেন। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ সভাগৃহ বন্ধ দেখে উত্তেজিত হয়ে পড়েন এবং জিয়াত্যর নেতৃত্বে পাশবতী টেনিস খেলার মাঠে এই মর্মে শপথ গ্রহণ করেন যে, যতদিন না ফ্রান্সের জন্য একটি কার্যকরী সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন।
7. অঁসিয়া রেজিম বা পুরাতনতন্ত্র বলতে কি বোঝো ?
উত্তর : - ফরাসি বিপ্লবের পূর্ববর্তীকালে অর্থাৎ ১৭৮৯ খ্রিস্টাব্দে যে মহান বিপ্লব হয়েছিল তার আগে সমগ্র ইউরোপের অধিকাংশ দেশে যে অভিজাততন্ত্র , স্বৈরাচারী রাজতন্ত্র , সামাজিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তা অঁসিয়া রেজিম বা পুরাতনতন্ত্র নাম পরিচিত।
8. গিলোটিন কি ?
উত্তর : - গিলোটিন একটি যন্ত্রবিশেষ। এর আবিষ্কর্তা হলেন ফরাসি জোসেফ ইগনিশ গিলোটিন। এই যন্ত্রের সাহায্যে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বকালে বহু মানুষের শিরচ্ছেদ করে হত্যা করা হয়। রাজা ষোড়শ লুই এই যন্ত্রের সাহায্যেই মৃত্যুদণ্ড দেওয়া হয়।
9. প্যারি কমিউন কাকে বলে ?
উত্তর : - বাস্তিল দুর্গের পতনের (১৭৮৯ খ্রিস্টাব্দে ,১৪ জুলাই) পর বিপ্লবী জনতা প্যারিস শহরের পৌরশাসন পরিচালনার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে যা পারি কমিউন নামে পরিচিত।
10. সেপ্টেম্বর হত্যাকান্ড কি?
উত্তর : -প্যারিসের উগ্র প্রজাতন্ত্রী বিপ্লবীগন রাজতন্ত্রকে নির্মূল করার উদ্দেশ্যে 1792 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে বন্দিশালায় প্রবেশ করে এবং 1100 রাজতন্ত্রের সমর্থক কে নির্বিচারে হত্যা করে। এই ঘটনাই সেপ্টেম্বর হত্যাকান্ড নামে খ্যাত।
11. দ্বিতীয় ফরাসি বিপ্লব বলতে কি বোঝো ?
উত্তর : - জাকোবিন দলের নেতৃত্বে উত্তেজিত জনতা ১৭৯২ খ্রিস্টাব্দের ১০ আগস্ট রাজপ্রাসাদ আক্রমণ করে রাজার দেহরক্ষীদের হত্যা করে। আতংকিত রাজা ও রানী নিকটবর্তী আইনসভায় আশ্রয় নিলে জনতা আইনসভা ঘিরে ফেলে। জনতার দাবিতে রাজাকে ক্ষমতাচ্যুত করে তাকে টেম্পল দুর্গে বন্দি করা হয়। এই ঘটনাকে ঐতিহাসিক লেফেভোর "দ্বিতীয় ফরাসি বিপ্লব" বলেছেন।
12. 'সিভিল কনস্টিটিউশন অফ দ্যা ক্লারজি' কি ?
উত্তর : - ফরাসি সংবিধান সভা কতৃক গৃহীত 'সিভিল কনস্টিটিউশন অফ দ্যা ক্লারজি' হল একটি পদক্ষেপ যার মাধ্যমে গির্জার ওপর থেকে পোপের আধিপত্যের বিলোপ ঘটানো হয়।
13. ১৭৯১ খ্রিস্টাব্দের সংবিধানের দুটি গুরুত্ব লেখো।
উত্তর : - ১. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ঘোষিত হয়। ২. আইনের চোখে সাম্য নীতি চালু হয়। ৩. ব্যাক্তি ও নাগরিকের অধিকার ঘোষিত হয়।
14. টেনিসকোটের শপথের দুটি গুরুত্ব লেখো।
উত্তর : - ১. তৃতীয় সম্প্রদায়ের দাবিগুলি ফরাসি রাজা মেনে নিতে বাধ্য হন। ২. এর মধ্য দিয়ে বুর্জোয়া বিপ্লবের প্রথম পর্ব সফল হয়।
15. বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী ছিল?
উত্তর: - বাস্তিল দুর্গের পতন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি স্বৈরাচারী রাজতন্ত্রের পতনের সূচনা করে। ফ্রান্স এবং ইউরোপের মুক্তিকামী মানুষদের জন্য এটি স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। জাতীয় সভা আরও শক্তিশালী হয়, এবং অভিজাত শ্রেণীর অনেকেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।
নীচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির সাত - আটটি বাক্যে উত্তর দা। ব্যাখ্যাধর্মী প্ৰশ্ন ও উত্তর । প্রতিটি প্রশ্নের মান - 4 । ফরাসি বিপ্লবের কয়েকটি দিক প্রশ্ন উত্তর। Class 9 History Chapter 1 Extra Questions and Answers
1. টিকা লেখো : ফরাসি বিপ্লবে নারীর অবদান।
2. নতুন ফরাসি সংবিধানে জাতির সার্বভৌম প্রতিষ্ঠা করতে কি কি ব্যাবস্থা গৃহীত হয়েছিল ?
3. ফরাসি বিপ্লবে দার্শনিক দের অবদান লেখো।
4. টিকা লেখো : বাস্তিল দুর্গের পতন।
5. ফ্রান্সকে 'ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' বলা হয় কেন ?
6. ফ্রান্সে ব্যাক্তি ও নাগরিকের গণতান্ত্রিক অধিকার ঘোষণায় কি বলা হয়েছিল ?
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন । নিচের রচনাধর্মী প্রশ্নগুলির পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান -8 । ক্লাস 9 ফরাসি বিপ্লব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। WBBSE Solutions For Class 9 History Chapter 1
1. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো সম্পর্কে আলোচনা করো।
2. ফরাসি বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো।
Frequently Asked Questions
Q) ফরাসি বিপ্লবের জনক কে ছিলেন?
Ans: - জ্যাঁ-জ্যাক রুসো।
Q) The French Revolution গ্রন্থের রচয়িতা কে?
Ans: - টমাস কার্লাইল।
Q) রাশিয়ার প্রথম জার কে ছিলেন?
Ans: - ইভান IV।
Q) ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কি?
Ans: - স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব (Liberty, Equality, Fraternity)।
Q) সবুজ বিপ্লবের জনক কে ছিলেন?
Ans: - নরম্যান আর্নেস্ট বোরলাগ।
Enter Your Comment