দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় - ইতিহাসের ধারণা প্রশ্ন ও উত্তর
Class 10
History Chapter 1 Question Answer In Bengali । দশম শ্রেণির (Class 10 / Madhyamik)
ইতিহাসের প্রথম অধ্যায়
ইতিহাসের ধারণা এর প্রশ্ন ও উত্তর নিয়ে
চলে এসেছি তোমাদের সামনে। দশম শ্রেণীর ইতিহাসের
প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা (Class
10 History suggestion 2025) এর নিচের দেওয়া প্রশ্ন গুলি তোমাদের
জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ (Very
Very Important)। এই প্রশ্নগুলি পরীক্ষায়
আসার সম্ভাবনাও অনেক বেশি থাকে। দশম শ্রেণির (Class 10)
ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এর (Wbbse
Class 10 History Chapter 1
Questions And Answers) প্রশ্নের উত্তর
গুলি তোমরা ভালো করে পড়তে থাকো। আশা করি দশম শ্রেণির (Class 10) ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এর প্রশ্ন উত্তর গুলি তোমাদের অনেক সাহায্য করবে।
এখানে MCQ ,SAQ এবং সংক্ষিপ্ত সব রকমের প্রশ্নের আলোচনা করা
হলো।
দশম শ্রেণীর ইতিহাস সাজেশান । Class 10 / Madhyamik History Suggestion 2025
Multiple Choice Question (MCQ) প্রশ্নোত্তর । প্রতিটি প্রশ্নের মান – 1 । দশম শ্রেণী ইতিহাসের প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর। Wbbse Madhyamik Suggestion 2025
1. রেশম আবিষ্কৃত
হয় কোন দেশে?
A) চীন
B) রোম
C) ইংল্যান্ড
D) ভারত
উত্তর :- চীন
2. ভারতীয় নাট্য
শাস্ত্রের জনক কাকে বলা হয় ?
A) ঋষি
মুনি
B) ভরত
মুনি
C) হরি
সেনা
D) গিরিশ
চান্দ্রা
উত্তর :- ভরত মুনি
3. ভারতীয়
চলচ্চিত্র শিল্পের জনক কাকে বলা হয় -
A) বাবা
রামদেব
B) দাদা
সাহেব ফালকে
C) সত্যজিৎ
রায়
D) মৃনাল
সেন
উত্তর :- দাদা
সাহেব ফালকে
4. ভারতে রেলপথ
শুরু হয় কোন গভর্নর জেনারেল এর আমলে -
A) লর্ড
ডালহৌসি
B) লর্ড
ওয়েলেসলি
C) লর্ড
বেন্টিঙ্ক
D) লর্ড
ক্যানিং
উত্তর :- লর্ড
ডালহৌসি
5. ফুটবলের মক্কা
কোন শহর কে বলা হয় -
A) মুম্বাই
B) গুজরাট
C) আসাম
D) কলকাতা
উত্তর :- কলকাতা
6. নিষিদ্ধ নগরী
বলা হয় -
A) থিম্পু
B) কাঠমান্ডু
C) বেইজিং
D) লাসাকে
উত্তর :- লাসাকে
7. সিটি অফ ড্রিম
বলা হয় -
A) মুম্বাই
B) কলকাতা
C) রায়পুর
D) দিল্লী
উত্তর :- কলকাতা
8. পাথরের গড়া
কল্পনা ও স্বপ্ন বলা হয় -
A) তাজমহল
B) লাল
কেল্লা
C) ভিক্টোরিয়া
D) আড়াই
দরজা
উত্তর :- তাজমহল
9. সোমপ্রকাশ ছিল একধরণের -
A) মাসিক
B) সাপ্তাহিক
C) দৈনিক
D) পক্ষহিক
পত্রিকা
উত্তর :- সাপ্তাহিক
পত্রিকা
10. সত্যজিৎ রায় যুক্ত ছিলেন ________ খেলার সঙ্গে
A) গানের
সঙ্গে
B) সিনেমার
সঙ্গে
C) শহরের
ইতিহাসে
উত্তর :- সিনেমার
সঙ্গে
11. ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন -
A) পর্তুগিজরা
B) ইংরেজরা
C) ওলন্দাজরা
D) ফরাসিরা
উত্তর : - ইংরেজরা
12. বিপিনচন্দ্র পাল লিখেছেন -
A) সত্তর
বৎসর
B) জীবনস্মৃতি
C) আন্দমঠ
D) এ
নেশন ইন মেকিং
উত্তর : - সত্তর
বৎসর
13. বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন -
A) উমেশচন্দ্র
দত্ত
B) শিশির
কুমার ঘোষ
C) কৃষ্ণচন্দ্র
মজুমদার
D) দ্বারকানাথ
বিদ্যাভূষণ
উত্তর : -
উমেশচন্দ্র দত্ত
14. বামাবোধিনী একটি মহিলা -
A) দৈনন্দিন
পত্রিকা
B) মাসিক
পত্রিকা
C) সাপ্তাহিক
পত্রিকা
D) বার্ষিক
পত্রিকা
উত্তর : - মাসিক
পত্রিকা
15. 'জীবনের ঝরাপাতা' গ্রন্থটি হল একটি -
A) উপন্যাস
B) কাব্যগ্রন্থ
C) জীবনী
গ্রন্থ
D) আন্তজীবনী
উত্তর : -
আন্তজীবনী
16. দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন -
A) চলচ্চিত্রের
সঙ্গে
B) ক্রিয়াপ্রতিযোগিতার
সঙ্গে
C) স্থানীয়
ইতিহাসচর্চার সঙ্গে
D) পরিবেশ
ইতিহাসচর্চার সঙ্গে
উত্তর :-
চলচ্চিত্রের সঙ্গে
17. বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় -
A) ১৮৬০
খ্রিস্টাব্দে
B) ১৮৭০
খ্রিস্টাব্দে
C) ১৮৬২
খ্রিস্টাব্দে
D) ১৮৭২
খ্রিস্টাব্দে
উত্তর :- ১৮৭২
খ্রিস্টাব্দে
18. নিন্মবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয় -
A) ইরফান
হাবিবকে
B) রোমিলা
থাপারকে
C) রণজিৎ
গুহকে
D) স্যার
যদুনাথ সরকারকে
উত্তর : রণজিৎ
গুহকে
19. বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা
করেছিলেন -
A) তিন
বছর
B) চার
বছর
C) দশ
বছর
D) বারো
বছর
উত্তর : - চার বছর
20. রাচেল কারসন যুক্ত ছিলেন -
A) আঞ্চলিক
ইতিহাস
B) পরিবেশের
ইতিহাস
C) নারীর
ইতিহাস
D) শহরের
ইতিহাস
উত্তর : - পরিবেশের
ইতিহাস
21. ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ
থেকে -
A) পর্তুগিজ
B) মোগল
C) ইংরেজ
D) ওলন্দাজ
উত্তর : - পর্তুগিজ
22. মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল –
A) 1911
খ্রিস্টাব্দে
B) 1922
খ্রিস্টাব্দে
C) 1933
খ্রিস্টাব্দে
D) 1811
খ্রিস্টাব্দে
উত্তর : - ১৯১১
খ্রিস্টাব্দে
23. রাচেল কারসন যুক্ত ছিলেন -
A) আঞ্চলিক
ইতিহাস
B) পরিবেশের
ইতিহাস
C) নারীর
ইতিহাস
D) শহরের
ইতিহাস
উত্তর : - পরিবেশের
ইতিহাস
24. ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ
থেকে -
A) পর্তুগিজ
B) মোগল
C) ইংরেজ
D) ওলন্দাজ
উত্তর : - পর্তুগিজ
25. মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল -
A) ১৮৯০
খ্রিস্টাব্দে
B) ১৯১১
খ্রিস্টাব্দে
C) ১৯১৭
খ্রিস্টাব্দে
D) ১৯০৫
খ্রিস্টাব্দে
উত্তর : - ১৯১১
খ্রিস্টাব্দে
26. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় -
A) ৫ই
জুন
B) ৮ই
জানুয়ারি
C) ২৮শে
জানুয়ারি
D) ৮ই
মার্চ
উত্তর : - ৫ই জুন
27. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম নির্বাক চলচ্চিত্র
কোনটি -
A) জামাইষষ্ঠী
B) হরিশচন্দ্র
C) বিল্বমঙ্গল
D) আলম
আরা
উত্তর : - বিল্বমঙ্গল
28. ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি -
A) জামাইষষ্ঠী
B) হরিশচন্দ্র
C) বিল্বমঙ্গল
D) আলম
আরা
উত্তর : - আলম আরা
29. ইতিহাসের জনক কাকে বলা হয় -
A) হেরোডোটাস
কে
B) থুকিডিডিস
কে
C) ট্র্যাভেলিয়ান
কে
D) কোনোটিই
নয়
উত্তর : -
হেরোডোটাস কে
30. নতুন সামাজিক ইতিহাস চর্চার আলোচ্য বিষয় হল -
A) রাজা
ও রাজবংশ
B) অভিজাত
ও জমিদার
C) কৃষক
ও শ্রমিক
D) সাধারণ
মানুষ
উত্তর : - সাধারণ
মানুষ
31. রসগোল্লার আবিস্কারক -
A) হারাধন
মইরা
B) হরিপদ
মোদক
C) হরিদাস
ভৌমিক
D) হরিদাস
মোদক
উত্তর : - হারাধন
মইরা
32. নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় -
A) ১৯৪০
এর দশকে
B) ১৯৫০
এর দশকে
C) ১৯৬০
এর দশকে
D) ১৯৯০
এর দশকে
উত্তর : - ১৯৬০ এর
দশকে
33. প্রথম মহিলা ডাক্তার ছিলেন -
A) কাদম্বিনী
গাঙ্গুলি
B) স্বর্ণকুমারী
দেবী
C) অবলা
বসু
D) চন্দ্রমুখী
বসু
উত্তর : -
কাদম্বিনী গাঙ্গুলী
34. ‘ইতিহাস’ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে -
A) ঐতিহাসিক
B) সিস্টোরিয়া
C) হিস্টোরিয়া
D) প্রাগৌতিহাসিক
উত্তর : -
হিস্টোরিয়া
35. 'খেলা যখন ইতিহাস' গ্রন্থটি রচনা করেন -
A) কৌশিক
বন্দ্যোপাধ্যায়
B) বোরিয়া
মজুমদার
C) রূপক
সাহা
D) গৌতম
ভট্টাচার্য
উত্তর : - কৌশিক
বন্দ্যোপাধ্যায়
দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তরঠিক বা ভুল নির্ণয় করো । মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় (ইতিহাসের ধারণা) প্রশ্ন ও উত্তর। Wbbse Madhyamik History Suggestion 2025
1. সোমপ্রকাশ
পত্রিকাটি প্রতি সোমবার প্রকাশিত হতো।
উত্তর : - ঠিক।
2. কেকের দেশ বলা
হয় স্কটল্যান্ডকে।
উত্তর : - ঠিক।
3. ভারতে কামান
ব্যবহৃত হয় পলাশীর যুদ্ধে।
উত্তর : -
ভুল। প্রথম ব্যবহৃত হয় পানিপথের প্রথম
যুদ্ধে।
4. বিপিনচন্দ্র
পালের জীবনী গ্রন্থের নাম ‘সত্তর বৎসর’।
উত্তর : - ঠিক।
5. নদীয়া কাহিনী
গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত।
উত্তর : ভুল।
6. সোমপ্রকাশ
পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উত্তর : - ভুল ।
সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন
দ্বারকানাথ।
একটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান – 1 । মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা । Wbbse Madhyamik Suggestion 2025
1. বৈজ্ঞানিক
ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় ?
উত্তর :-
থুকিডিডিস।
2.আধুনিক ও
বিজ্ঞাসম্মত ইতিহাসচর্চার জনক কাকে বলে হয় ?
উত্তর :- লিওপোল্ড
ভন রানকে ।
3. ইংলান্ডে কোন
কোন খেলার সূত্রপাত হয় ?
উত্তর :- ক্রিকেট, ফুটবল এবং রাগবি ।
4. কোন বছর 'সোমপ্রকাশ'
এর প্রকাশনা সাময়িক ভাবে
স্থগিত রাখা হয় ?
উত্তর : - ১৮৭৮
সালে ব্রিটিশ সরকার লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন এর
প্রতিক্রিয়ায় দ্বারকানাথ এক বছরের বেশি সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ রাখেন।
5. কোন বছর বঙ্গদর্শন প্রকাশিত হয় ?
উত্তর : - ১৮৭২
খ্রিস্টাব্দের ১২ এপ্রিল তারিখে মাসিক বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়।
6. রবীন্দ্রনাথ
ঠাকুরের আন্তজীবনীর নাম কি ?
উত্তর : -
জীবনস্মৃতি।
7. সোমপ্রকাশ
পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর : -
দ্বারকানাথ বিদ্যাভূষণ
8. সরলাদেবী চৌধুরানীর আন্তজীবনীর নাম লেখো।
উত্তর : - জীবনের ঝরাপাতা।
9. সরকারি নথিপত্র
কোথায় সংরক্ষন করে রাখা হয় ?
উত্তর : -
মহাফেজখানায় বা আর্কাইভ ।
10. আধুনিক রসায়নশাস্ত্রের জনক কাকে বলা হয় ?
উত্তর : - প্রফুল্ল
চন্দ্র রায়কে।
11. আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
উত্তর : -
গ্যালিলিও গ্যালিলাই ।
12. ভারতীয় ক্রিকেটের জনক কাকে বলা হয় ?
উত্তর: - রণজিৎ
সিংকে।
13. ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয় ?
উত্তর : - নগেন্দ্র
সর্বাধিকারীকে।
14. হিন্দুস্থানী সংগীতের জনক কাকে বলা হয় ?
উত্তর : - তানসেন
কে বলা হয়।
15. আধুনিক ভারতের নৃত্যশিপ্লের জনক কাকে বলা হয় ?
উত্তর : - উদয়শংকর
কে।
16. ভারতীয় নাট্যশাস্ত্রের জনক কাকে বলা হয় ?
উত্তর : - ভরত
মুনি।
17. সর্বপ্রথম মেট্রোরেল কোথায় স্থাপিত হয় ?
উত্তর : - ১৮৬৩
খ্রিস্টাব্দে লন্ডনে।
18. প্রথম আর্ট কলেজ কোথায় গড়ে উঠে ?
উত্তর : - ১৮৫৪
খ্রিস্টাব্দে কলকাতায়।
19. ব্ল্যাক প্যাগোডা কি ?
উত্তর : - ওড়িশার
সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলে।
20. 'পাথরে গড়া কল্পনা ও স্বপ্ন' বলে ?
উত্তর : -
তাজমহলকে।
21. বিশ্ব পরিবেশ দিবস প্রথম কবে পালিত হয় ?
উত্তর : - ১৯৭৪
খ্রিস্টাব্দে ৫ জুন।
22. চিপকো আন্দোলনে কে নেতৃত্ব দেয় ?
উত্তর : -
সুন্দরলাল বহুগনা।
23. স্বাধীনতার সিংহ কাকে বলা হয় ?
উত্তর : -
বিপিনচন্দ্র পালকে।
24. বাংলার প্রথম ঔপন্যাসিক মহিলা কে ছিলেন ?
উত্তর : -
স্বর্ণকুমারী দেবী।
25. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম
কি ?
উত্তর : - সংবাদ
প্রভাকর।
26. দিগদর্শন
পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর : -১৮১৮
খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্সম্যান দিগদর্শন নাম একটি মাসিক পত্রিকা প্রকাশিত
করেন।
27. বন্দেমাতরম সংগীতটি প্রথম কোন পত্রিকায়
প্রকাশিত হয় ?
উত্তর : -
বঙ্গদর্শন পত্রিকায়।
28. চলচ্চিত্রের প্রথম প্রকাশ কোথায় হয়েছিল ?
উত্তর : -
প্যারিসের হোটেল ডি ক্যাফেতে ১৮৯৫ খ্রিস্টাব্দের ২৮ ডিসেম্বর।
29. ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় ?
উত্তর : - ১৮৫৩
খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির আমলে।
30. বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয় ?
উত্তর : -
থুকিডিডিস।
31. ‘History
of Hindu Chemistry’ - বই
কার লেখা ?
উত্তর : -আচার্য
প্রফুল্ল চন্দ্র রায় ।
32. ‘Green
Imperialism’ - বই কার লেখা ?
উত্তর : - রিচার্ড
গ্রোভ।
33. আধুনিক ভারতের ইতিহাসে প্রাথমিক উপাদান কি ছিল ?
উত্তর : -
চিঠিপত্র।
34. সোমপ্রকাশ পত্রিকার মুখ্য পরিকল্পনাকরি কে
ছিলেন ?
উত্তর :
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
35. কোন গভর্নরের সময় সোমপ্রকাশ পত্রিকা সাময়িক
ভাবে বন্ধ হয় ?
উত্তর : - লর্ড
লিটনের সময়।
দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও । দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় (ইতিহাসের ধারণা) প্রশ্ন ও উত্তর। Wbbse Class 10 History Suggestion 2025
1. সরকারি নথিপত্র
বলতে কি বোঝো ?
উত্তর : - সরকারি
নথিপত্র বলতে বোঝায় পুলিশ বিভাগের রিপোর্ট ,
গোয়েন্দা বিভাগের রিপোর্ট
ও বিভিন্ন তথ্য , সরকারি নির্দেশনামা , সরকারি আধিকারিকদের বিভিন্ন গোপন ও প্রকাশ্য চিঠিপত্র , প্রতিবেদন ,
বিবরণ , সমীক্ষা প্রভৃতি।
এই নথিপত্রগুলি সরকার তথ্যের আকারে মহাফেজখানা বা আর্কাইভ জমা রাখে।
2. ভারতীয়
জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ?
উত্তর : - ভারতীয়
জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কারণ , শিবদাস ভাদুড়ির নেতৃত্বে মোহনবাগান ক্লাব ইস্ট
ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে IFA
শিল্ড জয় করে। আর এই জয়
ছিল পরাধীনতা ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে জাতীয়তাবাদের জয়।
3. সামরিক ইতিহাস
চর্চার গুরুত্ব কি ?
উত্তর : - সামরিক
ইতিহাস চর্চার গুরুত্বগুলি নিন্মে আলোচনা করা হলো -
i. সামরিক ইতিহাস চর্চায় শুধুমাত্র যুদ্ধের
কারণ ও ফলাফল বিষয়ক আলোচনা সীমাবদ্ধ না থেকে যুদ্ধের খুঁটিনাটি বিষয় যা যুদ্ধকে
প্রভাবিত ও ফলাফলকে নিয়ন্ত্রণ করে তা আলোচিত হয়।
ii. সামরিক ইতিহাস চর্চার মাধ্যমে যুদ্ধে লিপ্ত
সৈনিকদের বেতন ও তাদের অবস্থা সম্পর্কে জানা , রণকৌশল
, মানসভ্ভতার আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে
যুদ্ধের সুদূরপ্রসারী প্রভাবগুলি অনুসন্ধান করা।
4. আত্মজীবনী ও
স্মৃতিকথা বলতে কি বোঝো ?
উত্তর : -
আত্মজীবনী বলতে বোঝায় - একজন লেখক যখন তাঁর নিজের জীবন কাহিনী নিজেই সাহিত্যের
আকারে রচনা করেন।
অন্যদিকে স্মৃতিকথা
হলো একধরণের স্মৃতিসাহিত্য। এখানে একজন ব্যাক্তি তাঁর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন
স্মৃতি বা তাঁর চারপাশে ঘটে যাওয়া ঘটনা গুলিকে লিপিবদ্ধ করে।
5. আধুনিক ভারতের
ইতিহাস চর্চার উপাদান রূপে 'সরকারি নথিপত্রের' সীমাবদ্ধতা কি ?
উত্তর : - আধুনিক
ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে 'সরকারি নথিপত্রের' সীমাবদ্ধতাও আছে অনেক যেমন -
i. সরকারি আধিকারিকদের প্রতিবেদন সর্বদা ঠিক
হয়না অনেক সময় ভুল তথ্যও থাকতে পারে।
ii. সরকারি নথিপত্রগুলি থেকে কেবলমাত্র
সরকারের বক্তব্যই জানা যায়।
iii. সরকারি নথিপত্রে সরকারের সফলতার দিকগুলির
প্রতিফলন ঘটে এবং অন্য দিকে দুর্বলতার দিকগুলি আড়ালেই থেকে যায়।
6. আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্ব পূর্ণ কেন ?
উত্তর : - কোনো
একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক , রাজনৈতিক ,
সাংস্কৃতিক ইতিহাসকেই বলা
হয় স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস। আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব গুলি হল -
i. ইতিহাসের বৃহত্তর আলোচনা ক্ষেত্রে যে
বিষয়গুলি উপেক্ষিত থেকে যায় আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে তাঁর সার্বিক প্রকাশ
ঘটে।
ii. আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে একটি
নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীর লোকসাহিত্য ,
সংস্কৃতি , জীবন-জীবিকা সম্পর্কে জানা যায়।
7. সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য
লেখো।
উত্তর : -
সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য হল নিন্মরূপ -
i. দৈনিক
বা প্রত্যেকদিন প্রকাশিত পত্রিকাকে সংবাদ পত্রিকা বলে। অন্যদিকে সাপ্তাহিক , মাসিক ,
পাক্ষিক ইত্যাদি রূপে যেসব
পত্রিকা প্রকাশিত হয় তাকে বলে সাময়িক পত্রিকা।
ii. সংবাদ
পত্রের আকার অনেক বড়ো হয়। অন্যদিকে সাময়িক পত্রের আকার অনেক ছোট।
iii. সংবাদ পত্রের কাগজ অনেক কম দামের হতো। অন্যদিকে সাময়িক পত্রের কাগজ বেশ দামি হতো।
8. পরিবেশের
ইতিহাসের উদ্দেশ্য কি ?
উত্তর : - পরিবেশের
ইতিহাসচর্চার উদ্দেশ্য হল -
i. পরিবেশ বা বাস্তুতন্ত্রকে মানুষ কিভাবে
নষ্ট করে চলেছে এবং
ii. তার ফলেই বা কি হচ্ছে সে সম্পর্কে মানুষকে
সচেতন করা।
iii. পরিবেশ কিভাবে সভ্যতা , সংস্কৃতি ও মানুষের জীবনকে প্রভাবিত করে তা খুঁজে দেখা
ইত্যাদি।
9. স্মৃতিকথা অথবা
আত্মজীবনী কে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় ?
উত্তর : -
স্মৃতিকথা অথবা আত্মজীবনী কে যেভাবে
আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় -
i. সরকারি
নথিপত্রে যে বিষয়গুলি উল্লেখিত বা আলোচিত থাকেনা সে বিষয় গুলোই অনেকসময় আত্মজীবনী
ও স্মৃতিকথায় অকপটে আলোচিত হয় বলে এগুলি ইতিহাস চর্চার বিশিষ্ট উপাদান হিসেবে
স্বীকৃত হয়েছে।
ii. আত্মজীবনী
ও স্মৃতিকথায় লেখকের ব্যাক্তিগত আবেগ অপেক্ষা সমকালীন সমাজ , সংস্কৃতি ,
রাজনীতি প্রভৃতির
বস্তুনিষ্ট বিবরণ থাকায় আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ
উপাদান।
10. নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি ?
উত্তর :- নারী
ইতিহাস চর্চার গুরুত্ব নিন্মে আলোচনা করা হল -
i. নারী ইতিহাস চর্চার মাধ্যমে উঠে আসে
বিভিন্ন ক্ষেত্রে নারীদের যোগদান ,
অভিজ্ঞতা , অবস্থান ও ভূমিকার কথা।
ii. পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিভাবে জমি
ও সম্পত্তির অধিকার থেকে নারীদের বঞ্চিত করেছে সে সম্পর্কে জানা যায় নারী ইতিহাস
চর্চার মাধ্যমে।
দশম শ্রেণীর
ইতিহাসের সমস্ত অধ্যায়ের প্রশ্ন ও উত্তর। Wbbse
Class 10 History All Chapters Question
Answer / Suggestion / Notes সব পেতে প্রতিদিন Visit করো
www.infoeducations.com
। এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও করে আপডেট পেতে।
Frequently Asked Questions
Q) ‘History of Hindu Chemistry’ - বই কার লেখা ?
Ans: আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।
Q) ‘Green Imperialism’ - বই কার লেখা ?
Ans: রিচার্ড গ্রোভ।
Q) The Age of Imperialism গ্রন্থের রচয়িতা কে?
Ans: ভ্লাদিমির লেনিন।
Q) History of Bengal গ্রন্থের রচয়িতা কে?
Ans: রমেশ চন্দ্র মজুমদার।
Q) The Cinema Book গ্রন্থটির রচয়িতা কে?
Ans: Pam Cook।
Enter Your Comment